Sunday, May 24, 2020

স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের নামাজ

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে এবার রাজধানী ঢাকাসহ দেশের কোথাও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ সোমবার সকাল ৮টা নাগাদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হওয়ার কথা। এই জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

-এটি

The post স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের নামাজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Xvb63K

No comments:

Post a Comment