Tuesday, November 30, 2021

ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানান তিনি।

এর আগে গত রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্রে ফিরে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হন। আর এর পরই ভারত সরকার বাংলাদেশসহ প্রায় অনেকগুলো দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করার বিষয়ে নির্দেশিকা জারি করে।

তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর হালনাগাদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। আজ ৩০ নভেম্বর নতুন তালিকা দিয়েছে ভারত।

বিশ্বব্যাপী সরকারগুলো নতুন ওমিক্রন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরও (ডিজিএইচএস) রবিবার ভেরিয়েন্ট নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য একটি নির্দেশিকা ঘোষণা করেছে।

The post ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pbmujk

Monday, November 29, 2021

ওমরাহ পালনে ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টিকা নেওয়া থাকলেও তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ১৮ দেশের নাগরিককে সৌদি প্রবেশে নিষেজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের।

সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে- মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিশেল, মরিশাস, কোমোরোস, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, মোজাম্বিক, লেসোথু, ইউথুপিয়া ও এসওয়াতিনি।

এ ছাড়া করোনার নতুন ধরনের কারণে এ বছর হজের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এ কারণে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলও। আর এ ধরন ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউইয়র্কে।

 

The post ওমরাহ পালনে ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cWtRoY

ওমিক্রন সতর্কতা: স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাজধানীসহ সারাদেশের জন্য সতর্কতামূলক ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় আক্রান্ত দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর, সিডিসি অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা জারি হয়।

নির্দেশনায় বলা হয়, সাউথ আফ্রিকা ও অন্যান্য দেশে নতুন ধরনের করোনাভাইরাস ওমিক্রন’র সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে করোনার এ ধরন সম্পর্কে সতর্ক করেছে।

যুক্তরাজ্যসহ অনেক দেশ সাউথ আফ্রিকা, নামিবিয়া জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি এবং লেসোথোর সঙ্গে আকাশপথ ও সড়কপথে যোগাযোগ বন্ধ রেখেছে। করোনার সাউথ আফ্রিকান এ ভ্যারিয়েন্ট করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও অধিক সংক্রামক বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তাই এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী নিম্নলিখিত পদক্ষেপসমূহ কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ করা হলো বলে নির্দেশনামূলক চিঠিতে বলা হয়।

১৫ দফা নির্দেশনায় রয়েছে:

১. সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সময় সময় ঘোষিত অন্যান্য আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের বন্দরসমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

২. সব ধরনের সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়সহ অন্যান্য জনসমাগমে নিরুৎসাহী করতে হবে।

৩. বাড়ির বাইরে প্রত্যেককে সর্বদা সঠিকভাবে নাক, মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৪. রেস্তোরাঁতে বসে খাওয়ার ব্যবস্থা ধারণক্ষমতার অর্ধেক বা তার কম করতে হবে।

৫. সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।

৬. মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৭. গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৮. আক্রান্ত দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

৯. সকল শিক্ষাপ্রতিষ্ঠান (সকল মাদরাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

১০. সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সর্বদা সঠিকভাবে নাক, মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১১. স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

১২.করোনার উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও করোনা পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১৩. করোনার লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে।

১৪. অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন বাধ্যতামূলকভাবে নাক, মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

১৫. করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও হ্রাস করার নিমিত্তে কমিউনিটি পর্যায়ে মাপ্ত পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচারণা চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির/ গির্জা/প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

The post ওমিক্রন সতর্কতা: স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CWsyAY

Saturday, November 27, 2021

ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি

ফাতেহ ডেস্ক:

সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। যদিও গত বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়, ওমরাহের জন্য বয়সের সীমা ১৮-৫০ এর মধ্যে হতে হবে।

আজ শনিবার হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,১৮ ঊর্ধ্ব যেকোনো বয়সী লোক ওমরাহ করতে পারবেন। ঊর্ধ্ব বয়স বেঁধে দেওয়ার সংবাদটি সঠিক নয়।

তবে নীতিমালায় সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক। সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।

মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদের এ বিধান মানতে হচ্ছে।

সূত্র: আরব নিউজ

The post ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3xvDEvS

করোনার নতুন ধরন: আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত বাংলাদেশের

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ধরন ‘ওমিক্রনের’ বিষয়ে তাঁরা অবহিত হয়েছেন। এই ভাইরাসটি খুবই আগ্রাসী (অ্যাগ্রেসিভ)। এ কারণে আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে।

আজ শনিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেকেন্ড স্পেশাল সেশনে’ অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন নামের নতুন ধরনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, নতুন ভাইরাসটি করোনার অন্যান্য ধরনের তুলনায় কিছুটা বেশি আগ্রাসী হলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে। সব বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সব জেলা শহরের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

ভাইরাসটি নিয়ে বেশি আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের আক্রান্ত অন্যান্য জায়গা থেকেও যারা আসবে, তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই স্ক্রিনিং ছাড়া যেন আক্রান্ত দেশের কোনো ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

The post করোনার নতুন ধরন: আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত বাংলাদেশের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3151FgO

বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশকে আরও ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের করোনার টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটি।

শনিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এক টুইট বার্তায় জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশকে ১.৭৯ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে। কোনো স্ট্রিং সংযুক্ত না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ অন্যান্যদের জীবন বাঁচানোর জন্য টিকার সমর্থন দিয়ে যাচ্ছে।

গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

The post বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FW5Nz7

Friday, November 26, 2021

করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম ‘ওমিক্রন’: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে ।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠক ডাকে। বৈঠকে নতুন ভেরিয়েন্টটির নামকরণ করা হয়।

ডব্লিউএইচ’র এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করছে। এটার নতুন নাম দেওয়া হয়েছে ওমিক্রন। প্রাথমিকভাবে হাতে আসা তথ্য বলছে, এই ধরনটির মাধ্যমে করোনার সংক্রমণ নতুন করে বিস্তারের ঝুঁকি রয়েছে।

নতুন শনাক্ত হওয়া ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধরনটির সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কিনা তা এ সময়ের মধ্যে খতিয়ে দেখা হবে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও টিকার ওপর কোনো প্রভাব আসবে কিনা তা জানার চেষ্টা করা হবে।

বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়ামে এখন পর্যন্ত একজনের শরীরে শনাক্ত হয়েছে ধরনটি।

The post করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম ‘ওমিক্রন’: ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lcrZx1

আফ্রিকায় করোনার নতুন ধরন: বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন শনাক্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে । ব্রিটিশ স্বাস্থ্য সুরক্ষা সংস্থার দাবি- আজ পর্যন্ত যত ধরনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।

করোনার নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা শুরু করেছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ইসরায়েল, সিঙ্গাপুর এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। খবর আল-জাজিরার।

নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক সেক্রেটারি সাজিদ জাভিদ বলেন, করোনার নতুন ধরন সংক্রমণ দেখা দেওয়ায় উদ্বিগ্ন দেশটির বিজ্ঞানীরা। আমরা এখন পর্যাপ্ত তথ্য জানি না, কত সংখ্যক মানুষ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত হয়েছেন। তবে এটি অবশ্যই উদ্বেগের কারণ ও সতর্ক হওয়ার সঠিক সময়।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নও নতুন করে বিধিনিষেধ আরোপের ব্যাপারে বিবেচনা করছে। বিশেষ করে বর্তমানে ইউরোপে করোনা মহামারির চতুর্থ ঢেউ চলছে।

গত দুই সপ্তাহ আফ্রিকার সাত দেশ—দক্ষিণ আফ্রিকা, লেসোথো, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া ও এসওয়াতিনি দেশে ভ্রমণ করা কোনো ব্যক্তিকে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নেদারল্যান্ডসও একই ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেন, এয়ারলাইন্সগুলো দক্ষিণ আফ্রিকা থেকে শুধু জার্মান নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারবে এবং এছাড়া ভ্রমণকারীদের অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার গণমাধ্যমকে বলেন, মালাবি থেকে আসা ইসরায়েলের এক যাত্রীর মধ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। যেটা ইসরায়েলেই প্রথম। শনাক্ত হওয়া ব্যক্তি ও তার সঙ্গে ভ্রমণকারী দুই সন্দেহভাজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা তিনজনই করোনার পূর্ণ ডোজ নিয়েছিলেন।

 

The post আফ্রিকায় করোনার নতুন ধরন: বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rhLV5g

Wednesday, November 24, 2021

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসঙ্ঘের অনুমোদন

ফাতেহ ডেস্ক:

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে অনুমোদিত হয়েছে। পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় বুধবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন এবং একে বাংলাদেশের উন্নয়নযাত্রার এক মহান মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ জাতিসঙ্ঘ নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণের মাধ্যমে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের এ অর্জন বিশ্বদরবারে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরো অধিকতর উন্নয়নের যাত্রাকে ত্বরান্বিত করবে।

এদিকে জাতিসঙ্ঘের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে। এই তিন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। সাধারণত প্রস্তুতির জন্য তিন বছর সময় দেয়া হয়। করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বাড়তি সময় দেয়া হলো।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতিসঙ্ঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড পূরণের সুপারিশ লাভ করে বাংলাদেশ। সিডিপি একইসাথে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছর প্রস্তুতিকালীন সময় দেয়ার সুপারিশ করেছিল।

প্রস্তুতিকালে বাংলাদেশ এলডিসি হিসেবে যেসব সুযোগ-সুবিধা পেয়ে আসছিল, সেগুলো অব্যাহত থাকবে। তা ছাড়া বর্তমান নিয়মে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশ ২০২৬ সালের পর আরো তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে।

সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ তুলনামূলক দুর্বল, সেসব দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।

The post স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসঙ্ঘের অনুমোদন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3nNNGVz

Tuesday, November 23, 2021

মানবদেহে ট্রায়ালের অনুমতি পেল বঙ্গভ্যাক্স

ফাতেহ ডেস্ক:

ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষার জন্য অনুমোদন পেল দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’। মঙ্গলবার (২৩ নভেম্বর) গ্লোব বায়োটেকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ নভেম্বর গ্লোব বায়োটেক বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমার পর গত রোববার (২১ নভেম্বর) ন্যাশনাল রিসার্চ ইথিকস কমিটি বৈঠকে বসে এবং সেই বৈঠক থেকেই টিকাটি মানবদেহে পরীক্ষার অনুমোদন পায়।

ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, বঙ্গভ্যাক্স টিকা এক ডোজের। এটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড) দিয়ে তৈরি, তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। ইঁদুরের দেহে টিকাটি পরীক্ষা করে ৯৫ শতাংশ কার্যকারিতা পায় গ্লোব বায়োটেক।

এর আগে গত ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রটোকল জমা দেয় গ্লোব বায়োটেক। বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা পড়ে ১৭ ফেব্রুয়ারি। গত ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে পরীক্ষা শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর।

 

The post মানবদেহে ট্রায়ালের অনুমতি পেল বঙ্গভ্যাক্স appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DSmoDq

ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের শরীরে ‘শতভাগ কার্যকর’

ফাতেহ ডেস্ক:

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দ্বিতীয় ডোজ দেওয়ার চার মাস পর্যন্ত ১০০ ভাগ কার্যকারিতা দেখিয়েছে বলে কোম্পানিটি দাবি করেছে। ট্রায়ালের পর্যবেক্ষণ রিপোর্টের বরাত দিয়ে ফাইজার এমন দাবি করেছে বলে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২২৮ জনের ওপর টিকা প্রয়োগ করে পর্যবেক্ষণ চালানো হয়েছে। এতে দেখা যায়, দ্বিতীয় ডোজের পরে অন্তত ছয় মাস ফলোআপ করা হলেও, তাদের মধ্যে কারও ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা যায়নি।

ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, ‘এই ফলাফল কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের টিকা ব্যবহারে আস্থা আরও বাড়িয়ে দেবে। আমরা শিগগির এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এই ফলাফলের তথ্য ভাগ করে নিতে আগ্রহী।’

The post ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের শরীরে ‘শতভাগ কার্যকর’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qYfoRH

Saturday, November 20, 2021

সবার জন্য মসজিদে নববীর দ্বার উন্মুক্ত হলো

আন্তর্জাতিক ডেস্ক:

মুসুল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবেন। খবর গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর।

সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদির সংবাদপত্র ওকাজের প্রতিবেদন বলছে, মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি যে টিকার দুই ডোজ নিয়েছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।

করোনা সংক্রমণ কমে আসায় সতর্কতামূলক ব্যবস্থা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিথিল করার পর মসজিদে নববী খুলে দেওয়া হলো। মক্কার বাইতুল্লাহও এখন সবার জন্য উন্মুক্ত।

 

The post সবার জন্য মসজিদে নববীর দ্বার উন্মুক্ত হলো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30GVIqk

করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

অবশেষে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম প্রাণহানির পর ফাঁকে কয়েকদিন দেশ মৃত্যুহীন ছিল। কিন্তু ওই বছরের ৪ এপ্রিল দুজনের মৃত্যুর মধ্য দিয়ে যে শোকের মিছিল শুরু হয়, তা আর থামেনি। শেষ পর্যন্ত এক বছর সাত মাস ১৬ দিন পর এমন সুখবর পেলো বাংলাদেশ।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুসের সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি নমুনা। এতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন। ফলে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৯৪৬ জন। মোট মৃতদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৮৭ জন ও নারী ১০ হাজার ৫৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন রোগী। ফলে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৩৮ হাজার ছয়জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি সাত লাখ ছয় হাজার ৬৬২ জনের। করোনা শনাক্তের শুরু থেকে এখন পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ।

বিশ্বে অর্ধকোটিরও বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে ওই বছরের ১৮ মার্চ। এরপর ফাঁকে ফাঁকে মার্চের কয়েকদিন দেশ মৃত্যুহীন থাকলেও এপ্রিল থেকে এমন কোনো দিন যায়নি, যেদিন করোনা কারও প্রাণ কাড়েনি। এমনকি ওই বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত করোনায় মৃত্যুর বড় ধাক্কা দেখা যায়।

তবে করোনার বড় ঢেউ দেখা যায় এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। বিশেষ করে জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রতিদিন শতাধিক মৃত্যুও হয়েছে। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনেরও মৃত্যু হয়েছে।

অক্টোবর থেকে করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। সবশেষ গত শুক্রবার (১৯ নভেম্বর) মৃত্যু হয়েছে সাতজনের।

The post করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DBseZn

Friday, November 19, 2021

ওমরাহ পালনে বিদেশিদের বয়স নির্ধারণ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এখন থেকে শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন।

শুক্রবার প্রকাশিত গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।

দেশটির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে। মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদেরও এ বিধান মানতে হচ্ছে।

The post ওমরাহ পালনে বিদেশিদের বয়স নির্ধারণ সৌদির appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FvI4FE

দারুননাজাত থেকে ঢাবি: দূরত্ব কতদূর?

হাসান ইনাম:

দারুননাজাত। পাঁচ বছর বেশ বড় সময়। অল্প কয়েকটা শব্দে হাজার দিনের দিনলিপি কিভাবে আটকাবো? দারুননাজাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে কতক্ষণ লাগে? দারুননাজাত মাদরাসার সামনে থেকে রিকশা নিয়ে চিটাগাং রোড অথবা স্টাফ কোয়ার্টার। এরপর বাসে শাহবাগ বা চানখারপুল। বড়জোর এক ঘন্টা। খুব বেশি জ্যাম না থাকলে ত্রিশ মিনিটেও যাওয়া যায়। কিন্তু আমার পাঁচ বছর লেগে গেলো। এই পাঁচ বছরের জার্নির কথা কিভাবে লেখবো কয়েক শো শব্দে? রাস্তায় কত কত মানুষের সাথে দেখা হলো। কত কত মানুষ যাত্রাসঙ্গী হলো, কত মানুষকে হারিয়ে ফেললাম।

তবে এমন একটা লেখা লেখবো আমি ভেবেছি অনেকবার। হলের ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভেবেছি, শীতের রাতে হলের বারান্দায় বসে ভেবেছি। একা একা শীতলক্ষ্যার পাশে হাঁটতে হাঁটতে ছক কষেছি। কিন্তু এখন স্মৃতির ঝাঁপি খুলে বিহ্ববল হয়ে বসে আছি। তাসের ভর্তি পরীক্ষার দিনের কথা মনে পড়ছে। আমাদের ক্লাসগুলোর নাম আরবিতে ছিল। খামেস, সাদেস, সাবে, তাসে, আশের। আমার তাসে অর্থাৎ ক্লাস নাইনে দারুননাজাতে ভর্তি হই। আমার ধারণা ছিল আমি ভর্তি পরীক্ষায় ফেল করবো। আমি দুটো পরীক্ষার রেজাল্ট নিয়ে খুব টেনশনে ছিলাম। একটা ঢাবির ভর্তি পরীক্ষার রেজাল্ট আরেকটা তাসের৷ পরীক্ষার দিনেই রেজাল্ট দিয়ে দেয়৷ আমি মসজিদে বসে আছি৷ খুব চিন্তা হচ্ছে। মাঝেমধ্যে একটু খুশিও হচ্ছি যে পরীক্ষা খারাপ যেহেতু হয়েছে রেজাল্ট আসবে না৷ আর পাশ না করলে এখানে ভর্তি হতে হবে না। সম্ভবত দারুননাজাতে আসা সব ছাত্র প্রথমেই এটা ভাবে৷ কিন্তু দেখা গেলো আমি পাশ করে গেলাম কোনরকমে৷ ভর্তিও হয়ে গেলাম। দারুননাজাতে নিয়মিত ক্লাস করা বাধ্যতামূলক৷ তাই কওমি মাদরাসার পড়াশোনা শেষ। নতুন যাত্রা শুরু হলো৷

তখন আমার প্রথম বইটা কেবল বের হইছে। ভিতরে ভিতরে বড়সড় লেখক ভাব নিয়ে হাঁটি৷ দারুননাজাতে ভর্তি হওয়ার আগের দুই-তিন বছর খুব এক্টিভ লেখালেখিও করেছি। কেবল লেখালেখি না আরো অনেককিছুই৷ এখনও আমি সেইসব কাজ বা নেটওয়ার্কিং নিয়েই চলছি। তাই স্বভাবতই একটা হামবড়া ভাব ছিল আমার ভিতর৷ দারুননাজাতে যাওয়ার পর সেটা ভেঙে গেলো। আবিষ্কার করলাম আমি কিছুই না৷ কেউ আমাকে চিনে না৷ একটা ঠুনকো মায়াজালের ভিতরে যে ছিলাম কিছুদিন সেটাও আস্তে আস্তে বুঝতে শিখলাম। দারুননাজাতে এসে আমি আমার লেখক পরিচয় বা অন্যসবকিছু পুরোপুরি বুক পকেটে রেখে দিলাম। মাদরাসার ভিতরে খোয়ানি হলের পাঁচ তলায় থাকি৷ নিয়মিত ক্লাসে যাই। সবার সাথে লাইনে দাঁড়িয়ে খাবার উঠাই৷ রাতের বেলা লাইটের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই৷ লাইট কেন অফ করে না রাতে সেটাও কাউকে জিজ্ঞেস করি না। মাদরাসার ভিতরের হলগুলো হেফজখানার মতো বা কওমি মাদরাসার মতোই। বাইরের হলগুলো রুম রুম। প্রত্যেক রুমে তিনটা বা চারটা খাট৷ ভর্তির সময় যাকে যেই হল দেয়া হয় সেখানেই থাকতে হয়, সেখান থেকে নড়াচড়া খুব কষ্টের কাজ৷ কিন্তু কয়েকমাস পরেই আমি বাইরের একটা হলে চলে যাই৷ আননাজাত নামে নতুন একটা হলে উঠি।

মাঝখানে বলে রাখি পড়াশোনার কোনো কথাই আমি এই লেখায় আনবো না। যদি ভুলে একটা-দুটো চলে আসে সেটা ভিন্ন কথা। যাইহোক, এদিকে আমার ততোদিনে নতুন নতুন বন্ধু হচ্ছে৷ রকিব, আমান, নাবিল, আনিস, তাউসিফ, মিয়াদ, মাইনু, রোকন, সাখাওয়াত…। আমান আমার নতুন হলের রুমমেট৷ আননাজাত হলে আমরাই ছিলাম সিনিয়র৷ আর ক্লাস সেভেন বা সিক্সের কিছু ছাত্র ছিল। মাত্র কয়েকমাস ছিলাম। তবে সময়গুলো খুব দারুণ কেটেছে। আননাজাত হলে থাকতেই একটা ঘটনা আমার জীবনের মোড় অনেকাংশে ঘুরিয়ে দেয়। একদিন বিকালে স্থানীয় কিছু বখাটে ছেলেরা আমাকে আক্রমণ করে। মূলত আমার মোবাইল নেয়ার জন্য ওরা আমাকে ধরেছিল। মাদরাসারায় যাওয়ার রাস্তায় একটা পরিত্যক্ত ভবন আছে। ওরা আমাকে ডেকে ওখানে নিয়ে যায়। এই ঘটনা অনেক বড়। সারকথা হলো আমি ওদের হাত থেকে ছুটে মাগরিবের আগেই মসজিদে ঢুকে যাই। ওইদিন ছিল বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার মাগরিব থেকে এশা পর্যন্ত মাদরাসার মসজিদে এসলাহি জলসা হয়। আমি মসজিদে নামাজের পর সবার সাথে বসে বয়ান শুনছি। এদিকে বাইরে রটে গেছে আমাকে আর পাওয়া যাচ্ছে না। হুলস্থুল অবস্থা। আমি হাত-পা ছোড়াছুড়ি করে ওদের হাত থেকে ছুটে যখন বের হয়েছি তখন সামনেই দেখি আমার ক্লাসের এক ছাত্র। ওরে শুধু বলেছি, আমাকে ওরা মারধর করছে। তুমি গিয়ে কোন একজন হুজুরকে বলো। ওই ছেলে দৌড়ে গিয়ে মোহাম্মদ স্যারকে জানাইছে। আমি কিছুটা ধাতস্থ হয়ে মসজিদের দিকে চলে গেছি। মাথায় পানিটানি দিছি। মোহাম্মদ স্যার আরো কিছু ছাত্র নিয়ে সঙ্গে সঙ্গেই হয়তো আসছে। কিন্তু তখন তো আমি মসজিদে। আমি নতুন একটা ছাত্র। সব হুজুর, সব ছাত্র আমাকে এই পরিচয়ে চিনলো যে, আমি মাইর খাইছি। আমি ট্রমার ভিতর পড়ে গেছিলাম। ট্রমা থেকে বের হওয়ার জন্য বুক পকেট থেকে লেখক সত্তা বের করে আনলাম আবার। একদিন সাহস করে প্রিন্সিপাল হুজুরের রুমে একটা লেখা নিয়ে গেলাম। হুজুর সাহিত্যানুরাগী৷ মাদরাসার নিজস্ব মাসিক পত্রিকা আছে। বিভিন্ন স্মারক আর স্মরণিকা বের হয় নিয়মিত। সবচেয়ে বড় কথা মাদরাসার নিজস্ব একটা প্রকশনী আছে।
হুজুরকে আমার লেখাটা দেখালাম। বেশ খুশি হলেন। মুচকি হেসে বললেন, ‘লেখক মানুষ আবার মাইর খায় কেমনে?’
এরপর আস্তে আস্তে ওইদিনের ঘটনা চাপা পড়ে গেলো। মাদরাসার পত্রিকা মাসিক বিকাশে আমার ধারাবাহিক উপন্যাস ছাপা হতে শুরু করলো। প্রিন্সিপাল হুজুরের নির্দেশে আমি আননাজাত হল ছেড়ে রিয়াজুল জান্নাত- ১২ নম্বর হলে উঠলাম।

বারো নাম্বার হলে ওঠা আমার জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট। আমি যেই রুমে উঠলাম ওই রুমে নাকি কলরবের আবু রায়হান থাকতো। ভালো একটা সার্কেল পেলাম৷ পরিবেশও খুব সুন্দর। বড় মাদরাসা বা বড় প্রতিষ্ঠানে পড়লে নিজের স্বপ্নটা বড় হয়। এছাড়া আর তেমন কিছুনা। সবখানেই সিলেবাস এক, পড়াশোনা এক। আমার রুমমেট ছিল মাহমুদ ভাই। মাহমুদ ভাই এখন মিশরে আল-আজহারে পড়েন। আমরা যখন আশেরে পড়ি তখন দারুননাজাত থেকে প্রায় ৬৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আমার হলের মোজাম্মেল ভাই ডি ইউনিটে দশের ভিতরে ছিল। এছাড়াও মুহসিন ভাই, জাওয়াদ ভাই সহ হলের অনেকেই চান্স পায়৷ এরকম কাছ থেকে সফলতা দেখলে স্বপ্নটা আর স্বপ্ন থাকে না। মনে হয় বাস্তব। আমার মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা তখন একটু একটু আসছে।
শাহবাগ মোড়ে বড় স্ক্রিনে খেলা দেখানোর কথা। টি-টুয়েন্টি বিশ্বকাপ চলছে তখন। সেদিন কোনো কারণে খেলা বন্ধ অথবা সম্প্রচার বন্ধ। আমি টিএসসি বসে আছি। যিয়াদ আসবে বলেছিল, আসেনি। আমি একা বসে আছি। তীব্র রোদ, তপ্ত দুপুর। ওই দুপুরে সম্ভবত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার স্বপ্ন প্রথম দেখেছিলাম। এর আগে রাত বিরাতে, সকালে বা বিকালে বহু বসে ছিলাম ফুলার রোডে, উদ্যানে বা টিএসসিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার কথা চিন্তাও করেছি বা ভেবেছি। কিন্তু সেদিন দুপুরের ব্যাপারটা ভিন্ন। বুকের ভিতর কেমন যেন একটা ছটফটানি। আমি তখন ক্লাস নাইনে।

এই স্বপ্নটা আরো বড় করে তুললো মোহাম্মাদ বিন ইয়াহয়া স্যার। ক্লাস নাইনে স্যারের অসামান্য সব মোটিভেশন, জীবন চলার পাথেয় আমাকে একটু একটু করে সাহসী করে তুলছিল। ভয়াবহতা বা লড়াই সম্পর্কে তখনও কিছু জানি না।

দারুননাজাতে আমাকে আরো একটু জায়গা করে দিল ‘রেনেসাঁ’। ‘রেনেসাঁ’ আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি ক্লাস নাইনেই নাম লেখায় অভিনয়তে। ইংরেজি স্যারের নজরে আসি। স্যার আমাকে নাট্যকার বলে ডাকতেন। আমাদের দাখিল পরীক্ষার রেজাল্টের আগেই স্যার মারা গেলেন। আমি এখনও একাডেমিক ভবন বা মসজিদের সিঁড়ি দিয়ে নামার সময় শুনি স্যার আমাকে নাট্যকার বলে ডাকছে।

দাখিল পরীক্ষার পর আলিমেও দারুননাজাত ভর্তি হই। আগের ছেলেমানুষিগুলো কমে যেতে থাকে। মাদরাসায়ও কিছুটা সিনিয়র হয়ে যাই। আলিমে ‘ডিবেট’ করার সুযোগ পাই। দারুননাজাতের সব হীরাপান্না ছাত্রদের সাথে ডিবেট করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। সাইফুল্লাহ, জাকারিয়া আমি আর কামরুল ভাই ছিলাম আমাদের শাখার ডিবেট দলে। আমরা প্রথমে আলিফ শাখার সাথে জিতে যাই৷ সাফওয়ান, রাশেদ, আশিক, হুজাইফা ছিল আলিফ শাখার ডিবেট দলে। ওদের সাথে জিতে যাওয়া মানে অনেক বড় কিছু৷ সাইফুল্লাহ, জাকারিয়া থাকতে কোন এক অজানা কারণে আমাকে দলনেতা বানানো হয়েছিল। আলিফ শাখার সাথে জিতে ফাইনাল রাউন্ডে দাল শাখার সাথে হেরে বসি৷ আলিম ফার্স্ট ইয়ার এই ডিবেটেই কেটে যায়৷ সেকেন্ড ইয়ারে ক্লাস ছিল অল্প কয়েকদিন। আমাকে আবার রেনেসাঁর থিয়েটার পরিচালকের দায়িত্ব দেয়া হয়। এটাও ছিল পরম সৌভাগ্য।

দারুননাজাতে ক্লাস থেকে ক্লাসের বাইরে আমি বেশি শিখেছি। নতুন নতুন অনেক কিছু ভাবতে শিখেছি, করতে শিখেছি। আমার দারুননাজাত এমন একটা মাদরাসা, এখান থেকে আপনি যা হতে চান, তাই হয়েই বের হতে পারবেন। আলিম পরীক্ষা তো আর হলো না। করোনার শুরুতে বাসায় চলে আসি। আমার অন্যান্য বন্ধুদের তুলনায় আমি দারুননাজাতের জার্নিটা ছোট। কিন্তু আমার মনে হয় অভিজ্ঞতা সঞ্চয়ের দিক থেকে আমি একটু বেশি সুযোগ পেয়েছি। এই ছোট্ট লেখাটায় আমি তেমন কিছুই বলতে পারলাম না। আমি যাত্রাপথের কুসুমাস্তীর্ণ অংশটুকুর কথাই লেখলাম। মহাসড়কে ওঠার আগে যে অসংখ্য গলি-ঘুপচি আর গলি-ঘুপচিতে ঘাপটি মেরে থাকা বিষাদ, কষ্ট আর হতাশা, তাদের কথা আর লেখলাম না। তোমকে ধন্যবাদ দারুননাজাত, আমাকে নতুন করে পথ চলতে শেখানোর জন্য।

The post দারুননাজাত থেকে ঢাবি: দূরত্ব কতদূর? appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3HGunps

কৃষকদের কাছে বিজেপি সরকারের ‘হার’, প্রত্যাহার হবে কৃষি আইন

আন্তর্জাতিক ডেস্ক:

কৃষকদের দীর্ঘদিনের আন্দোলনের সামনে অবশেষে হার মানলো বিজেপি সরকার। বিতর্কিত সেই তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এতদিনের দুর্ভোগের কারণে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

শুক্রবার (১৯ নভেশ্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের হয়তো তপস্যাতেই খামতি ছিল। তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। এ মাসে শুরু হতে চলা সংসদ অধিবেশনে আইনগুলো প্রত্যাহার করা হবে। সবাইকে অনুরোধ করছি, আসুন, আন্দোলন ছেড়ে নতুন দিনের সূচনা করি। এবার আপনারা মাঠে ফিরে যান, পরিবারের কাছে যান।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, দেশের ১০০ জনের মধ্যে ৮০ জন ক্ষুদ্র কৃষক। তাদের জমির পরিমাণ দুই হেক্টরের কম। তাদের জীবনের আধার এই ছোট জমিটুকু। এমন কৃষক রয়েছে প্রায় ১০ কোটি। এই ছোট জমিতেই তারা নিজেদের পরিবারের মুখে খাবার তুলে দিতে কাজ করছে। তাই বীজ, বীমা, বাজার আর সেভিংসের ক্ষেত্রে কাজ করেছি। আমরা ফসল বীমা যোজনাকে আরও কার্যকরী করেছি। পশুপালন ও মাছচাষের সঙ্গে যুক্ত কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পেতে শুরু করেছেন। কৃষককদের সামাজিক পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।

মোদী বলেন, দেশের ক্ষুদ্র কৃষকদের কথা ভেবেই তিনটি কৃষি বিল আনা হয়েছিল। দেশের কৃষক সংগঠন, কৃষি অর্থনীতিবিদদের এই দাবি বহুদিনের। আগের সরকারও এ নিয়ে ভেবেছে। এরপরই সংসদে কৃষি বিল নিয়ে আলোচনা করে তা পাস করানো হয়। কয়েক কোটি কৃষক এই বিলকে সমর্থন জানিয়েছেন। ভালো মনে এই আইন আনা হয়েছিল। কৃষকদের স্বার্থে আনা এই বিল আমরা কয়েকজনকে বোঝাতে পারিনি। সেই কয়েকজন কৃষকই এর বিরোধিতা করছেন। তবু সেটিও আমাদের জন্য বড় বিষয়। তাদের বোঝাতে চেয়েছি, আমরাও তাদের কথা বোঝার চেষ্টা করেছি। সরকার আইন বদলাতে রাজি ছিল। এর মধ্যেই মামলাটি সুপ্রিম কোর্টে চলে যায়।

এর আগে বিতর্কিত তিনটি কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দেন ভারতের সর্বোচ্চ আদালত।

ওই তিন কৃষি আইনের বিরুদ্ধে ভারতে বহুদিন ধরে আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলন-বিক্ষোভে ঘটেছে প্রাণহানির ঘটনাও। তবু রাজপথ ছাড়েননি কৃষকরা। দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় কমিটির সঙ্গে, তবে বিষয়টির সুরাহা হয়নি। করোনা মহামারির মধ্যেও আন্দোলন চালিয়ে যান কৃষকরা। অবশেষে তাদের দাবি মেনে নিলো মোদী সরকার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

The post কৃষকদের কাছে বিজেপি সরকারের ‘হার’, প্রত্যাহার হবে কৃষি আইন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kQYj8g

Wednesday, November 17, 2021

দেশে ভ্যাকসিন ইন্সটিটিউট হবে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসসহ বিভিন্ন রোগের টিকা দেশেই উৎপাদনের লক্ষ্যে ভ্যাকসিন ইন্সটিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের রীতি অনুযায়ী বুধবার শোক প্রস্তাব আনা হলে তার জীবন ও কর্মের ওপর আলোচনা শেষে সংসদ মুলতবি করা হয়। প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারী শুরুর পর বিশ্বে টিকা আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বেড়ে গেছে। করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।

ভ্যাকসিন ইন্সটিটিউট এবং ভ্যাকসিন নীতিমালা হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, সে কথাও তুলে ধরেন সরকার প্রধান।

The post দেশে ভ্যাকসিন ইন্সটিটিউট হবে: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oFM2F3

Tuesday, November 16, 2021

কোভিড চিকিৎসায় সব হাসপাতালে মলনুপিরাভির ব্যবহারের নির্দেশ

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্তরা মলনুপিরাভির খাওয়ার আনুষ্ঠানিক ছাড়পত্র পেল। কোভিড রোগীদের চিকিৎসায় এই ক্যাপসুল ব্যবহার নিশ্চিত করতে দেশের সব হাসপাতালে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিঠিতে বলা হয়েছে, “কোভিড-১৯ পজিটিভ রোগীদের যদি মৃদু ও মাঝারি ধরনের লক্ষণ থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে। পাশাপাশি রোগীর বয়স ৬০ বছরের বেশি হলে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অন্যান্য কোমর্বিডিটি থাকলে চিকিৎসকের পরামর্শে মুখে খাওয়ার এই ওষুধ ব্যবহার করা যাবে।

তবে গুরুতর অসুস্থ কোভিড রোগীদের এই ওষুধ দিতে মানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস আক্রান্ত জটিল রোগীদের এবং কোভিডের লক্ষণ প্রকাশের পাঁচ দিন পার হয়ে গেলে এই ওষুধ কার্যকর হয় না।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা রোববার দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এ চিঠি পাঠান।

বাংলাদেশের বাজারে মলনুপিরাভির সুলভ হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনা গেল।

যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে মুখে খাওয়ার এই ওষুধ। মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে প্রমাণ মেলার পর মহামারী থেকে মুক্তিতে নতুন আশার সঞ্চার ঘটে।

গত সপ্তাহে দেশীয় কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মলনুপিরাভির তৈরির অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরই মধ্যে বেক্সিমকো, এসকেএফ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস মনলুপিরাভির বাজারে এনেছে। বাংলাদেশে প্রতিটি ক্যাপসুলের দাম রাখা হচ্ছে ৫০ টাকা। আক্রান্ত রোগীকে পাঁচ দিনে ৪০টি ক্যাপসুল খেতে হবে। দিনে দুবার করে এই ওষুধ দেওয়ার নির্দেশনা রয়েছে।

The post কোভিড চিকিৎসায় সব হাসপাতালে মলনুপিরাভির ব্যবহারের নির্দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DnY2kz

বাংলাদেশসহ ৯৫ দেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি ফাইজারের

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ ৯৫টি দেশের ওষুধ কোম্পানিগুলোকে নিজেদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে ফাইজার। এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সমর্থিত গ্রপ মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে চুক্তি হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টদের। ফলে নির্ধারিত দেশগুলোর ওষুধ নির্মাতারা ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড উৎপাদনের লাইসেন্স পাচ্ছে।

এর আগে জেনেভাভিত্তিক গ্রুপ এমপিপির সঙ্গে একই ধরনের চুক্তির আওতায় মার্কের তৈরি করোনার ওষুধ মলনুপিরাভির তৈরির লাইসেন্স পেয়েছিল বাংলাদেশসহ ১০৫টি দেশ।

মঙ্গলবার এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের পাশাপাশি সাব-সাহারান অঞ্চলের কিছু উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং গত পাঁচ বছরের মধ্যে নিম্ন-মধ্যম আয় থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে এমন ৯৫টি দেশ তাদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি পাবে। চুক্তি অনুসারে, দরিদ্র দেশগুলোতে করোনার ওষুধ বিক্রি থেকে কোনো অর্থ নেবে না ফাইজার। এমনকি চুক্তির আওতায় থাকা অন্য দেশগুলোতে ওষুধ বিক্রির লভ্যাংশও ছেড়ে দিচ্ছে তারা।

The post বাংলাদেশসহ ৯৫ দেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি ফাইজারের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ClnlT8

Monday, November 15, 2021

আমিরাতের নতুন শ্রমআইনে যা আছে

আন্তর্জাতিক ডেস্ক:

সুবিধাজনক কর্মঘণ্টা, বেতনসহ ছুটি ও তিন বছরের চুক্তির সুযোগ রেখে নতুন শ্রম আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করায় সোমবার (১৫ নভেম্বর) থেকে তা আইনে পরিণত হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস। আগামী বছর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন আইন।

নতুন আইন অনুযায়ী কোনো পদে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই ব্যক্তির সঙ্গে কমপক্ষে তিন বছরের জন্য চুক্তি করতে হবে এবং নূন্যতম ১৬ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কাউকে কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না।

১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীদের কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত পালনের বিধানও রাখা হয়েছে নতুন আইনে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইউএইর মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ড. আব্দুলরহমান আল আওয়ার সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন প্রধানত দু’টি কারণে এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। প্রথমত, প্রযুক্তিগত উৎকর্ষের ফলে বিশ্ব জুড়ে ‘কর্মস্থল’ ধারণার পরিবর্তন এসেছে। উন্নত প্রযুক্তির ফলে বর্তমানে বিশ্বের এক প্রান্তে বসেও অন্যপ্রান্তে অফিস করতে পারেন একজন কর্মী এবং দ্বিতীয় কারণ হলো করোনা মহামারি।

তাছাড়া, আগামী ৫০ বছর পর্যন্ত আমিরাতের শ্রমবাজার ও উৎপাদনে যেন কোনো বিঘ্ন না আসে- সেদিকেও মনোযোগ দেওয়া হয়েছে আইন প্রণয়নের সময়।

সংবাদ সম্মেলন আওয়ার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি আকর্ষণীয় কর্মপরিবেশ তৈরি করা, যাতে বিশ্বের সেরা মেধাবী ও দক্ষ মানুষজন ইউএইতে কাজ করতে আগ্রহবোধ করে। পাশপাশি, আমরা দক্ষ কর্মী চাই এবং নতুন আইন আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

নতুন এই আইন আমিরাতের সর্বত্র যেন মানা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রণালয় আগামী বছর ফেব্রুয়ারির আগেই নেবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমিরাতের মানবসম্পদমন্ত্রী।

The post আমিরাতের নতুন শ্রমআইনে যা আছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3Hk2ovv

Sunday, November 14, 2021

দুর্নীতিসহ রেড জোনে রেকর্ড করেছে বাংলাদেশ: এমসিসির মূল্যায়ন

ফাতেহ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়নে এবার লাল তালিকায় রেকর্ড করেছে বাংলাদেশ। দেশটির ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের’(এমসিসি) মূল্যায়নে দুর্নীতি নিয়ন্ত্রণসহ ২০ সূচকের মধ্যে ১৬টিতেই বাংলাদেশ রেড জোনে পড়েছে। গত ১৮ বছরের মধ্যে এই প্রথম এত বেশি লাল সূচকভুক্ত হলো দেশ। গ্রিন বা সবুজ জোনে রয়েছে মাত্র ৪টি সূচক। এবার নতুন করে অবনতি ঘটেছে চারটি সূচকে। আর উন্নতি ঘটেছে একটিতে। গত বছর ১৩টি সূচক ছিল রেড জোনে। প্রতিবছর ‘রেড’ এবং ‘গ্রিন’ রং দিয়ে সূচকের মান প্রকাশ করে এমসিসি। সম্প্রতি ২০২২ সালের জন্য বাংলাদেশের মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন এ সংস্থা (এমসিসি)।

লালসূচক বেশি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান পাওয়া ফের অনিশ্চিত হয়ে পড়ল। স্কোর কার্ডের উন্নতির ভিত্তিতে সাধারণত কোনো দেশকে এই ফান্ডে যুক্ত করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এই ফান্ডে যুক্ত হতে পারছে না বাংলাদেশ। এবারও হলো না।

রেড জোনের সূচকগুলো হচ্ছে, কন্ট্রোল অব করাপশন (দুর্নীতি নিয়ন্ত্রণ), রাজনৈতিক অধিকার, সরকারের কার্যকারিতা, জমির অধিকার ও প্রাপ্যতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা, বাণিজ্য নীতিমালা, ফ্রিডম অব ইনফরমেশন (তথ্যের স্বাধীনতা), অর্থনীতিতে নারী ও পুরুষের সমতা, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, প্রাথমিক শিক্ষায় সরকারি ব্যয় এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা সূচক। এছাড়া আরও রয়েছে বেসামরিক লোকের স্বাধীনতা, আইনের কার্যকারিতা, ঋণপ্রাপ্তির সহজলভ্যতা, ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি) এবং শিশু স্বাস্থ্য।

এমসিসির প্রতিবেদনে সবুজ তালিকায় থাকা সূচকগুলো হচ্ছে-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টিকা দেওয়ার হার, বিজনেস স্টার্ট আপ (ব্যবসা শুরুর)। এছাড়া গত বছর রেড জোনে থাকলেও এবার গ্রিন জোনে উঠে এসেছে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তির সূচকটি। ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম যুগান্তরকে বলেন, অনেক বছর ধরে চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না। স্কোর উন্নতিতে ইআরডির তেমন কিছুই করার নেই। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে। তবে বিষয়টি অনেকটাই রাজনৈতিক। অর্থনৈতিক অংশ কম আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা মহামারির কারণে শিশুস্বাস্থ্যসহ কিছু সূচক নতুন করে রেড জোনে আসতে পারে। কেননা করোনা মোকাবিলা করতে গিয়ে এগুলোতে বেশি নজর দেওয়া সম্ভব হয়নি।

২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি সূচক রেড জোনভুক্ত হলো ২০২২ সালের প্রতিবেদনে। ২০২১ প্রতিবেদনে রেড জোনে ছিল ১৩টি সূচক। এছাড়া ২০২০ সালে ১২টি, ২০১৯ সালে ১১টি, ২০১৮ সালে ৭টি এবং ২০১৭ সালে ছিল ১০টি সূচক। এর আগে ২০১৬, ২০১৫ এবং ২০১৪ সালের প্রতিবেদনে ছিল ৯টি করে সূচক। ২০১৩ ও ২০১২ সালের প্রতিবেদনে রেড জোনে ছিল ১০টি করে সূচক।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড গঠন করে এবং এটি পরিচালনার জন্য ২০০৪ সালে প্রতিষ্ঠা করে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। ফান্ড গঠনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা।

The post দুর্নীতিসহ রেড জোনে রেকর্ড করেছে বাংলাদেশ: এমসিসির মূল্যায়ন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kBwcdl

২০২২ সালের এসএসসি মে-জুনে

ফাতেহ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা বিলম্বে হচ্ছে। আগামী বছর এত বিলম্ব না হলেও যথাসময়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে করোনা পরিস্থিত স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে হবে না। আশা করছি মে-জুন নাগাদ এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে আগামী বছর আমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।

সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর এ ধারাবাহিকতা থাকলে আগামী মে-জুন নাগাদ আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে সক্ষম হবো।

তিনি কেন্দ্রের বাইরে অযথা ভিড় না করে অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

The post ২০২২ সালের এসএসসি মে-জুনে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3neMaM5

Thursday, November 11, 2021

জনসন অ্যান্ড জনসনের টিকায় মেরুদণ্ডের যে ক্ষতি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মোকাবিলায় এক ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা নিলে ট্রান্সভার্স মিয়েলিটিস বা মেরুদণ্ডের প্রদাহ হতে পারে। টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এটি হতে পারে বলে বৃহস্পতিবার (১১ নভেম্বর) জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ফাইজার-বায়োএনটেক, মডার্না, স্পুটনিক ৫, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ডসহ অন্যান্য যেসব করোনা টিকা বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো দু’ডোজের টিকা।

এসব টিকার প্রথম ডোজ নেওয়ার একটি নির্দিষ্ট সময় পেরুনোর পর দ্বিতীয় ডোজ নিতে হয়। কিন্তু জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা এক ডোজের। অর্থাৎ, এই টিকার প্রথম ডোজেই মানবদেহে কার্যকর করোনা প্রতিরোধী প্রোটিন গড়ে ওঠে।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বৃহস্পতিবার জানিয়েছে, ইতোপূর্বে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের টিকার পরীক্ষামূলক প্রয়োগের সময় অর্থাৎ ট্রায়ালের মধ্যেই এ ধরনের গুরুতর স্নুায়ুজনিত রোগের তথ্য জানানো হয়েছিল। কারণ এই দু’টি প্রতিষ্ঠানই একই প্রযুক্তি ব্যবহার করে টিকা প্রস্তুত করে থাকে।

করোনা প্রতিরোধী সবগুলো টিকার নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশের সময় ইএমএ জানায়, মডার্নার টিকা নেওয়ার পর ক্যাপিলারি লিক সিন্ড্রোম (সিএলএস) নামে রক্ত সংক্রান্ত একটি বিরল সমস্যার তথ্য তারা খতিয়ে দেখছেন।

সংস্থাটির দাবি, তারা এ ধরনের ছয়টি ঘটনার তথ্য পেয়েছেন এবং এর সবগুলোই পর্যালোচনা করেছেন। তবে টিকা নেওয়ার সঙ্গে ক্যাপিলারি লিক সিন্ড্রোমের যোগসূত্র রয়েছে কি না তা এখনও পরিষ্কার নয়।

ক্যাপিলারি লিক সিন্ড্রোম হলে সাধারণত ক্ষুদ্র রক্তনালীর ছিদ্রপথ দিয়ে তরল জাতীয় পদার্থ বের হয়। ফলে সেখানে ফুলে যায় এবং রক্তচাপ কমিয়ে দেয়। অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা নিলে এ ধরনের কিছু হয় কি না সেই বিষয়টিও ইএমএ খতিয়ে দেখেছে।

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, অনুমোদন পাওয়া টিকাগুলো মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটারি সিন্ড্রোম (এমআইএস) সমস্যা তৈরি করে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এমআইএস অত্যন্ত বিরল হলেও এটি বেশ মারাত্মক এবং এর কারণে হার্ট, কিডনি, ফুসফুস, মস্তিস্ক, চামড়া, চোখ এমনকি পেটে প্রদাহের মতো সমস্যা দেখা দেয়।

জনসন অ্যান্ড জনসন অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

The post জনসন অ্যান্ড জনসনের টিকায় মেরুদণ্ডের যে ক্ষতি হতে পারে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3D9694d

মসজিদুল আকসায় আজান দেয়ার স্বপ্ন পূরণ ফরাসি মুসলিমের

আন্তর্জাতিক ডেস্ক:

স্বপ্ন পূরণে ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় প্রথম বার ভ্রমণে এসেছেন এক ফরাসি মুসলিম। মুসলিমদের তৃতীয় সম্মানিত স্থানে আজান দেওয়া অনেক দিনের স্বপ্ন মাহদি মুগিস উদ্দিন নামের ফরাসি এ তরুণের। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মসজিদুল আঙিনায় আজান দেন।

স্থানীয় সংবাদ মাধ্যম আল কাসতালকে আজান দিয়ে স্বপ্ন পূরণের অনুভূতি প্রকাশ করে মুগিস বলেন, ‘পবিত্র মসজিদুল আকসায় প্রথম বার আজান দেওয়ার অনুভূতি ছিল গভীর ভালোবাসায় পূর্ণ। এরপর আমি যখনই আজান দিয়েছি তখনই আমার মনে প্রথম বার আজান দেওয়ার অনুভূতি তৈরি হয়েছে।’

মুগিস উদ্দিন বলেন, ‘এবারই প্রথম আমি পবিত্র ভূমি ফিলিস্তিন ভ্রমণে আসি। এখানে এসে স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। এখানের পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। করোনা মহামারিতে পু’রো বিশ্ব বিপর্য’স্ত। এমন সময় এক সপ্তাহের জন্য আমরা এখানে ভ্রমণে এসেছি।’

পবিত্র এ মসজিদের মুয়াজ্জিন হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে মুগিস বলেন, ‘আমার আকাঙ্ক্ষা পবিত্র এ মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা। এ দায়িত্ব আমি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই। তাছাড়া পবিত্র মসজিদে আকসায় বার বার আজান দেওয়ার সুযোগ পাওয়ার আশা করি। পুনরায় আজানের সুযোগ পেলে আমি অত্যন্ত আনন্দচিত্তে তা পালন করব। আমি বিশ্বাস করি, মহান আল্লাহ আমার জন্য তা সহজ করবনে।’

এমটি নিউজ

The post মসজিদুল আকসায় আজান দেয়ার স্বপ্ন পূরণ ফরাসি মুসলিমের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qxNwnn

Tuesday, November 9, 2021

তিন দেশ থেকে বাংলাদেশ পাচ্ছে ৬৮ লাখ টিকা

ফাতেহ ডেস্ক:

সৌদি আরব, পোল্যান্ড ও ফ্রান্স থেকে প্রায় ৬৮ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার ফ্রান্স থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

ফ্রান্সের প্যারিস থেকে পররাষ্ট্রমন্ত্রী জানান, কিং সালমান রিলিফ ফান্ড থেকে বাংলাদেশ ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। রিয়াদ থেকে আমাদের রাষ্ট্রদূত এই খবর দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সৌদি আরব থেকে টিকা ঢাকায় এসে পৌঁছাবে। অন্যদিকে পোল্যান্ড থেকে আসবে ৩৩ লাখ ডোজ টিকা। বিনামূল্যে পাওয়া এই টিকা এখন পাঠানোর প্রক্রিয়ায় আছে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যেমে পোল্যান্ড এই টিকা পাঠাচ্ছে।

অন্যদিকে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে করোনাভাইরাসের ২০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়।

The post তিন দেশ থেকে বাংলাদেশ পাচ্ছে ৬৮ লাখ টিকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YvJGzh

Sunday, November 7, 2021

জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ

ফাতেহ ডেস্ক :

জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারই প্রতিফলন হিসেবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বেড়ে চলছে। গত দু’দিন আগে কোনো কারণ ছাড়াই প্রতি লিটার তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে দিয়ে সরকার সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্নতার পরিচয় দিয়েছে।

আজ ৭ নভেম্বর ২০২১ (রবিবার) দুপুর দুইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে ডিজেল, কেরোসিন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম উপরুক্ত কথাগুলো বলেন।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, যেদিন আমাদের দেশে তেলের দাম বেড়েছে ঠিক সেদিনই প্রতিবেশী রাষ্ট্রে তেলের দাম কমেছে। তারমানে স্পষ্ট তেলের দাম বৃদ্ধির ব্যাপারে আন্তর্জাতিক কোনো কারণ নেই। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দেশের সাধারণ মানুষের সামর্থের মধ্যে নেই। দ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচতে দিন, না হয় জনগণের রাষ্ট্র ও জনগণের দায়িত্ব ছেড়ে দিন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, করোনা সংক্রমণ নিয়ে সরকারের ভুল সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, দেশের সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির সম্মুখীন। এমতাবস্থায় তেলের দাম বৃদ্ধি করা মরার উপর খাড়ার ঘা। তেলের দামের সাথে দেশের সকল পণ্যের দাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই দ্রুত তেলের দাম কমিয়ে দিন।

কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, এদেশের মানুষ ভাতের ও ভোটের অধিকারের জন্য পাকিস্তানি হানাদারদের থেকে দেশকে রক্ষা করেছে। সেই স্বাধীন দেশে কোনভাবেই জনগণের অধিকার নিয়ে তালবাহানা করা বরদাশত করা হবে না।

এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি, ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকি, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ নূর-উন-নবী, প্রকাশনা সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হাফেজ আব্দুল মোমিন, উপ-সম্পাদক মুফতি আবু তালহা, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আল আমিন সোহাগ ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল খালিল প্রমুখ।

The post জনবিচ্ছিন্ন সরকার গণমানুষের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CVQeGi

Saturday, November 6, 2021

মসজিদে কুরআনের দরস চালুর অনুমতি দিল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:

মসজিদে কোরআন পাঠের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম পুনরায় চালু করা যেতে পারে বলে অনুমতি দিয়েছে কুয়েতের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। আওকাফ এবং ইসলাম বিষয়ক মন্ত্রী ইসা আহমদ মোহাম্মদ হাসান আল-কান্দারি এই অনুমোদন দেন। খবর আল বালাদের।

তবে মন্ত্রী বলেছেন, মসজিদে সামাজিক দূরত্ব সহ প্রয়োজনীয় স্বাস্থ্য প্রোটোকল মেনে চলতে হবে।

আরব দেশে করোনা মহামারী নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কুয়েতের পদক্ষেপের অংশ এই সিদ্ধান্ত। কাতার, আলজেরিয়া এবং মিশরের মতো অন্যান্য দেশেও মসজিদ খোলার অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

The post মসজিদে কুরআনের দরস চালুর অনুমতি দিল কুয়েত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3wlJb7k

Friday, November 5, 2021

জিনগত কারণে ‘মৃত্যুঝুঁকি’তে দক্ষিণ এশীয়রা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ এশিয়ার ৬০ শতাংশ এবং ইউরোপীয় অঞ্চলের ১৫ শতাংশ মানুষ মানবদেহে একটি বিশেষ ‘জিন’ বহন করছে। এটি ‘ফুসফুসকে অকার্যকর’ করা এবং করোনাভাইরাসে ‘মৃত্যুঝুঁকি’ দ্বিগুণ বাড়িয়ে দেয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

‘দ্য নেচার জেনেটিকস’র এই গবেষণায় বিজ্ঞানীরা জানান, মানবদেহের যারা এই জিনটি বহন করছে, টিকা গ্রহণের মাধ্যমে এই ঝুঁকি কমানো যেতে পারে।

গবেষকরা জিন সংক্রান্ত আগের গবেষণা পর্যালোচনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির মাধ্যমে এই জিনটিকে চিহ্নিত করেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘এলজেডটিএফএর১।’

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

 

The post জিনগত কারণে ‘মৃত্যুঝুঁকি’তে দক্ষিণ এশীয়রা: গবেষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CRXwLq

Monday, November 1, 2021

রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ

ফাতেহ ডেস্ক:

সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ১৬৫ কোটি ডলারেরও কম রেমিট্যান্স এসেছে, যা গত ১৭ মাসের মধ্যে সর্বনিন্ম। এটি আগের মাস সেপ্টেম্বরের তুলনায় সাড়ে ৪ শতাংশ এবং গত অর্থববছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ২১ শতাংশ কম।

সবমিলে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স কমেছে প্রায় ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় ফের হুন্ডি প্রবণতা বেড়েছে। এতে ব্যাংকিং চ্যানেলে কমে গেছে প্রবাসী আয়।

২০১৯ সালের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে। চলতি অর্থবছরেও এই সুবিধা বহাল রাখা হয়েছে। রেমিট্যান্সে ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার পর থেকে প্রতি মাসেই প্রবাসীরা পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠাতে শুরু করেন। এমনকি করোনার সংক্রমণের মধ্যেও তাদের এই অর্থ প্রেরণ অনেক বেড়ে যায়।

কিন্তু এখন করোনা পরিস্থিতির উন্নতি ঘটলেও রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মাত্র ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের মে মাসে ১৫০ কোটি ৪৬ লাখ ডলারের রেমিট্যান্স আসে। এরপর থেকে আর কোনো মাসে এর চেয়ে কম রেমিট্যান্স আসেনি।

প্রতিবেদনে দেখা যায়, আগের মাস সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স আসে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। আর গত অর্থবছরের অক্টোবর মাসে এসেছিল ২১০ কোটি ২১ লাখ ডলার। সবমিলে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ৫১ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৯৬ শতাংশ কম।

গত অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছিল ৮৮১ কোটি ৫৩ লাখ ডলার।

প্রতিবেদনে পর্যালোচনায় দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের ১১তম মাস মে’তেও প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠান। ওই মাসে দেশে রেমিট্যান্স আসে ২১৭ কোটি ১০ লাখ ডলার। তবে এর পরই রেমিট্যান্স কমতে শুরু করে। যা চলতি অর্থবছরে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স আসে ১৯৪ কোটি ডলার। এছাড়া চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার ও আগস্টে ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স আসে। করোনার মধ্যেই সদ্যসমাপ্ত ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয়ে বড় রেকর্ড হয়।

গেল অর্থবছরে প্রায় পৌনে ২৫ বিলিয়ন ডলার বা ২ হাজার ৪৭৮ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা কোনো এক অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে এযাবৎকালে সর্বোচ্চ। এটি ২০১৯-২০ অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ৬ বিলিয়ন বা ৩৬ শতাংশ বেশি।

প্রতিবেদনে আরো দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইতে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা একক মাস হিসাবে এযাবৎকালের সর্বোচ্চ।

এছাড়া আগস্টে ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ ডলার, অক্টোবরে ২১০ কোটি ২১ লাখ ডলার, নভেম্বরে ২০৭ কোটি ৮৭ লাখ ডলার, ডিসেম্বরে ২০৫ কোটি ৬ লাখ ডলার, জানুয়ারিতে ১৯৬ কোটি ১৯ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার ও মার্চে ১৯১ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্স আসে।

The post রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pZakfs

অক্সফোর্ড ইংরেজি অভিধানে বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছর টিকা তথা ভ্যাকসিন বোঝাতে বহুল ব্যবহৃত ‘ভ্যাক্স’ শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শব্দ) ঘোষণা করেছেন অক্সফোর্ড ইংরেজি অভিধানের গ্রন্থনাকারীরা।

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এ বছর বছর ভ্যাক্স শব্দটির ব্যবহার ছিল ব্যাপক। সেই সঙ্গে দুই ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে ‘ডাবল-ভ্যাক্সড’, টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘আনভ্যাক্সড’ ও টিকাবিরোধীদের ক্ষেত্রে ‘অ্যান্টি ভ্যাক্সার’ শব্দগুলো বহুল পরিমাণে ব্যবহৃত হয়।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, চলতি বছর ‘ভ্যাক্স’ শব্দটি বেছে নেওয়ার সুস্পষ্ট কারণ রয়েছে। বছরজুড়ে এ শব্দের প্রভাবই সবচেয়ে বেশি ছিল।

তবে ম্যাকফারসন বলেন, ‘ভ্যাক্স শব্দটি নতুন নয়। গত শতকের আশির দশকে এর প্রথম উদ্ভব হয়। তবে আমাদের হিসাবে, চলতি বছরের আগ পর্যন্ত এ শব্দের ব্যবহার খুব একটা হয়নি।’

‘ভ্যাক্স’-এর ক্ষেত্রে ভিএএক্স এবং ভিএএক্সএক্স দুটি বানানই গ্রহণযোগ্য। তবে একটি এক্স সংবলিত বানানটির ব্যবহার বেশি।

সূত্র: বিবিসি।

The post অক্সফোর্ড ইংরেজি অভিধানে বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mzYdDe