Sunday, January 31, 2021

করোনা নিবন্ধনের ‘সুরক্ষা অ্যাপ’ আসছে ৪ ফেব্রুয়ারি

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় ৪ ফেব্রুয়ারি প্লে-স্টোরে ‘সুরক্ষা অ্যাপ’ চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলম।

রোববার (৩১ জানুয়ারি) মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আযোজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ প্রস্তুত রয়েছে। আমরা ইতোমধ্যেই গুগল প্লে-স্টোরে অ্যাপটা আপলোড করেছি। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটা অনুমোদন হয়ে যাবে। তখন থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

তিনি আরও বলেন, আপাতত ওয়েবসাইটের মাধ্যমে আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। সর্বশেষ খবর পেয়েছি ১৫ হাজারের মতো নিবন্ধন সম্পন্ন হয়েছে। আর যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের উপজেলা পর্যায়ে সহায়তা করবে আমাদের স্বেচ্ছাসেবকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আরও বলেন, দুয়েকদিনের মধ্যে দেশের ৬৪ জেলায় টিকা পৌঁছাবে। বেক্সিমকো ফার্মা আমাদের বলেছে আজ-কালের মধ্যে তারা জেলায় জেলায় টিকা পৌঁছে দেবে। সারাদেশে টিকা প্রয়োগের সব সরঞ্জামও প্রস্তুত আছে। টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বুথগুলোকে প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, আগামীকালের মধ্যেই টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শেষ হবে। সার্বিক প্রস্তুতি নিয়ে আগামীকাল উপজেলার ফোকাল পার্সনদের ভার্চুয়াল একটা মিটিং অনুষ্ঠিত হবে। তাদের থেকে যা পরামর্শ আসবে আগামী পাঁচ-ছয়দিনের মধ্যে সেগুলো নিয়ে কাজ করা হবে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সাত হাজার ৪০০টি দল কাজ করছে বলেও জানান ডা. খোরশেদ আলম।

The post করোনা নিবন্ধনের ‘সুরক্ষা অ্যাপ’ আসছে ৪ ফেব্রুয়ারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3r2HpnQ

প্রায় এক বছর পর ১৩ মার্চ থেকে খুলছে ঢাবির হল

ফাতেহ ডেস্ক:

প্রায় এক বছর পর আগামী ১৩ মার্চ থেকে আবাসিক হলগুলো খুলে দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা দুই সপ্তাহ সময় পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় রবিবার এই সিদ্ধান্ত হয়। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছিল।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন নিয়মিতভাবে পুরো সময় খোলা থাকবে। ওই দিন থেকে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল শুরু হবে।

তিনি বলেন, স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের যেসব সেমিস্টারের পরীক্ষাগুলো বিভাগগুলোর ডিন, ইনস্টিটিউটগুলোর পরিচালক ও অনুষদগুলোর ডিনেরা আলোচনার মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে নেওয়ার সুপারিশ করবেন, সেই শিক্ষার্থীদের জন্য ১৩ মার্চ থেকে হল খুলে দেওয়া হবে। স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরে অধ্যয়নরত আবাসিক শিক্ষার্থীদেরই কেবল হলে ওঠানো হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার আনুমানিক দুই সপ্তাহ পরে তাদের পরীক্ষা-কার্যক্রম শুরু হবে। এই দুই সপ্তাহ কক্ষগুলো থাকার উপযোগী করা, পড়াশোনার ছন্দে ফেরা-অর্থাৎ শিক্ষার্থীদের ও হলের সামগ্রিক প্রস্তুতির জন্য দেওয়া হবে। এ সময়ে কোনো ক্লাস নেওয়ার পরিকল্পনা নেই । তবে শিক্ষার্থীরা যদি শিক্ষকদের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা করতে চান, তা করা যাবে ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত বছরের ২০ মার্চ আবাসিক হলগুলো খালি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এরপর গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো আটকে আছে।

The post প্রায় এক বছর পর ১৩ মার্চ থেকে খুলছে ঢাবির হল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2L3BxLJ

দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৩৬৯

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩৬৯ জন রোগী শনাক্ত হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনে।

গত একদিনে আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৩৬৯ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3afcMF0

দ্বিতীয় ধাপে ২৫ জেলায় পৌঁছেছে করোনার টিকা

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম ও রংপুরসহ দ্বিতীয় ধাপে দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। এ দফায় দেওয়া হচ্ছে প্রায় ২৪ লাখ ডোজ। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কাকডাকা ভোরে কড়া পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার টিকা এসে পৌঁছায়। পরে টিকাগুলো রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে।

নগরীর ১৫টি হাসপাতালের ভ্যাকসিন দেওয়া শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। চিকিৎসক ও পুলিশসহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেওয়া হবে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহারিয়ার বলেন, চট্টগ্রাম মেডিকেলের চারটি আউটলেট থেকে আমরা প্রথম দিন শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার যারা আছেন তাদের একটি লিস্ট আছে সেখান থেকে আমরা যিনি প্রথমে আসতে চান তাকে দিয়ে টিকা কার্যক্রম শুরু করব।

অন্যদিকে, ভোর ৫টার কিছু পরে রংপুরে পৌঁছে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। রংপুরে প্রথম দফায় আসা ভ্যাকসিনের চালানটি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। এর আগে স্টোররুম টিকা রাখার উপযোগী করা হয়। এরই মধ্যে টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

পর্যায়ক্রমে সিলেট, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছেছে দ্বিতীয় দফার এই করোনা ভ্যাকসিন।

The post দ্বিতীয় ধাপে ২৫ জেলায় পৌঁছেছে করোনার টিকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oDKtoJ

Saturday, January 30, 2021

হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনার টিকা চেয়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে চেয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান শাহরিয়ার আলম।

টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।’

The post হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36rZgwx

৫৫ বছরের কম বয়সী সাধারণ মানুষ টিকা পাবেন না : প্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আপাতত পরিস্থিতিতে ৫৫ বছর বয়সের নিচে সাধারণ কোনো মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে নিজ ভোটকেন্দ্র শহরের গোল ই আফরোজ সরকারি কলেজে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অনলাইনে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চালানো হচ্ছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘৫৫ বছরের নিচের সাধারণ কোনো মানুষকে আপাতত এই ভ্যাকসিন দেওয়া হবে না। তবে যারা সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ যারা স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে ভ্যাকসিন গ্রহণ করবেন। এবং তাদের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।’

জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ‘বিশ্বের অনেক দেশ যখন ভ্যাকসিনের জন্য হাহাকার করছে, তখন কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন চলে এসেছে। এবং কার্যক্রম শুরুও হয়ে গেছে, যেটা ট্রায়াল বেসিস। আমরা এই পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেমে এনেছি। কারণ এই ভ্যাকসিন কবে কে গ্রহণ করছেন, কবে দ্বিতীয় ডোজ পাচ্ছেন এবং যাদের দুটো ডোজ কমপ্লিট হলো তারা যেন এইড সার্টিফিকেটটি পেতে পারে। তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা অন্য যেকোনো স্বাস্থ্যগত পরীক্ষার ক্ষেত্রে এই ভ্যাকসিন কারা কারা গ্রহণ করেছেন, কারা কারা করেননি সেই তথ্য-উপাত্ত কিন্তু দরকার হবে ডিজিটালি সংরক্ষণ করার জন্য। সেই কারণেই shurokkha.gov.bd এই ডিজিটালি সিস্টেমটি আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা তৈরি করেছি।’

The post ৫৫ বছরের কম বয়সী সাধারণ মানুষ টিকা পাবেন না : প্রতিমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3tb2sXk

টুঙ্গিপাড়া সফর করতে পারেন মোদি

ফাতেহ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চ মাসে বাংলাদেশ সফরকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। শনিবার (৩০ জানুয়ারি) ভারত-বাংলাদেশের কর্মকর্তারা এ কথা জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লী’র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র ফাঁকে বাসস-কে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তাঁর মাজারে যেতে পারেন।’

মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়। তবে তিনি এও বলেন যে, এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এফওসি’র সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ভারতীয় ওই কর্মকর্তা আরও বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।’

উভয়পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছাবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দিবেন। পরের দিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন।

কর্মকর্তারা আরও বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়।

The post টুঙ্গিপাড়া সফর করতে পারেন মোদি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36s5tbS

বয়স্কদেরও টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনা ভ্যাকসিন নিয়ে নেগেটিভ আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসকের মিলনায়তনে করোনা ভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনে বিশেষ অবহিত করন সভায় এ অনুরোধ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্রন্ট লাইনের ব্যক্তিদের পর বয়স্কদের দেওয়া হবে টিকা।

এ সময় জেলায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনে প্রথমে এমপি-মন্ত্রীসহ বিশেষ ব্যক্তিদের আগে নেয়াসহ নানা মত দেন তিনি।

প্রশ্নোত্তরে মন্ত্রী আরও বলেন, গণহারে ভ্যাকসিন দেওয়ার বিষয়েও সুনাম অর্জন করবে। যে ভ্যাকসিন রয়েছে তাতে ৫ লাখ লোককে এখন দেওয়া যাবে বলেও জানান মন্ত্রী।

ভ্যাকসিন দেওয়ার জন্য দেশব্যাপী ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও যারা ফরম পূরণ করতে পারবে তারা কেন্দ্র আসলে টিকা পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

The post বয়স্কদেরও টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oy0jRR

করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৩৬৩

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষার পর নতুন ৩৬৩ জন রোগী শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১১১ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জনে।

গত একদিনে আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৩৬৩ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pBPn72

Friday, January 29, 2021

ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইজরাইল। ইজরাইলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না।

ইজরাইলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইজরাইলি আগ্রাসনের সময় যেসব ইজরাইলি সেনা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।

ইজরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইজরাইলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না।

এদিকে, গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। সংগঠনটি আরও বলেছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইজরাইলি সেনাদেরকে মুক্ত করতে হবে. অন্য কোনওভাবে নয়।

এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

The post ফিলিস্তিনিদের করোনা ভ্যাকসিন দেবে না ইজরাইল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YqDYej

শিক্ষাকে আনন্দময় করতে চাই: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। গতবার এ সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুক্ত হয়ে এই পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

তিনি বলেন, আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে ওঠবে এটাই প্রত্যাশা। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানান। মোবাইলে রেজিস্ট্রেশন বা নেটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল পেয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হয়ে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি নেবেন না।

ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়াল অনুষ্ঠানে একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

করোনাকালে দীর্ঘ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। পরীক্ষার হলে বসা হয়নি দেশের ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফলাফল দেওয়া এবং ডিজিটালি ফল প্রকাশের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।

এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত বছরের ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে সরকার পরীক্ষা ছাড়াই মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমান শ্রেণির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় সরকার।

এক্ষেত্রে জেএসসির ফল থেকে ২৫ শতাংশ এবং এসএসসির ফল থেকে ৭৫ শতাংশ নিয়ে গড় করে এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। গত বছরে ফেল করা শিক্ষার্থীরাও এবার পরীক্ষার্থী ছিল। তাদেরও পাস করিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাবে এবার শতভাগ পরীক্ষার্থীই পাসের মুখ দেখল।

The post শিক্ষাকে আনন্দময় করতে চাই: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39xzskJ

এইচএসসিতে এবার তিনগুণ বেশি জিপিএ-৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।

জানা গেছে, এবার এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার অর্থাৎ, ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। সেই হিসেবে আগের বছরের তুলনায় ৩.৪২ গুণ।

এ ছাড়া ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ শিক্ষার্থী।

এবার ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬, রাজশাহীতে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লায় নয় হাজার ৩৬৪, যশোরে ১২ হাজার ৮৯২, চট্টগ্রামে ১২ হাজার ১৪৩, বরিশালে পাঁচ হাজার ৫৬৮, সিলেটে ৪ হাজার ২৪২, দিনাজপুরে ১৪ হাজার ৮৭১ এবং ময়মনসিংহ বোর্ডের ১০ হাজার ৪০ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে চার হাজার ৪৮ এবং কারিগরি বোর্ড থেকে চার হাজার ১৪৫ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন।

১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী এবং ছাত্র ৭৮ হাজার ৪৬৯ জন ছাত্র।

মহামারির মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হয়েছে এবার। আগের বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ল্যাপটপের বাটন টিপে ফলাফল ঘোষণা করেন।

এ সময় শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ। ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার অনুরোধ করেন দীপুমনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

The post এইচএসসিতে এবার তিনগুণ বেশি জিপিএ-৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pxd4gX

ফেব্রুয়ারি-মার্চ দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে ভার্চুয়ালি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এ কথা জানান।

শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

করোনাকালীন পরিস্থিতিতে প্রথাগত শিক্ষা কার্যক্রমে বাধা ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রমে একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি অসহায় পরিস্থিতির কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

The post ফেব্রুয়ারি-মার্চ দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cq3oBg

জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন

ফাতেহ ডেস্ক:

ফ্রিজার ভ্যানে দেশের জেলায় জেলায় যাচ্ছে ভারত থেকে আনা করোনা ভাইরাসের টিকার প্রথম চালান। শুক্রবার থেকে কড়া নিরাপত্তায় ৩৪ জেলায় পাঠানো হয় ২৬ লাখ ৪ হাজার ডোজ টিকা। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই টিকা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজ থেকে পাঠানো শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা করোনার টিকা। কড়া নিরাপত্তায় শুক্রবার সকাল পর্যন্ত ৩৪টি জেলার উদ্দেশে রওনা হয় ২৬ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিনবাহী ফ্রিজাব ভ্যান।

রাতেই ময়মনসিংহে পৌঁছে যায় করোনার ভ্যাকসিন। প্রথম চালানে ২৭টি কার্টনে ৩ লাখ ২৪ হাজার ভ্যাকসিন পৌঁছানো হয় এখানে। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের ইপিআই কেন্দ্রে এসব ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন। টিকা প্রদানের আগ পর্যন্ত কড়া নিরাপত্তায় এখানেই সংরক্ষণ করা হবে টিকাগুলো।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় ব‌রিশাল সি‌ভিল সার্জন কার্যাল‌য়ে পৌঁছে ভ্যাকসিনের প্রথম চালান। প্রথম দফায় বরিশাল জেলার জন্য পাঠানো হয় ১৪ কার্টন টিকা। একইসঙ্গে বরিশাল বিভাগের ৬ জেলার জন্য ৩৩ কার্টনে ৩ লাখ ৯৬ হাজার ডোজ টিকা পাঠানো হলেও এ দফায় টিকা পায়নি পিরোজপুর জেলা।

এছাড়াও, রাজশাহীতে ১ লাখ ৮০ হাজার, নাটোরে ৪৮ হাজার, হবিগঞ্জে ৭২ হাজার, ফরিদপুরে ৬০ হাজার ও ঝিনাইদহে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছানোর কথা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই করোনার টিকাদান কর্মসূচি শুরুর কথাও জানিয়েছেন তারা।

The post জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2M7wlap

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকলপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

The post শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3on86C4

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল

ফাতেহ ডেস্ক:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ঘোষণা করা হবে। ফল প্রকাশের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন।

আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ৭ অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্ত জানান।

সেদিনের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘কী পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে সেটি নির্ধারণ ও পরামর্শের জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। এর ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

এরপর ২৫ নভেম্বর আয়োজিত আরেক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে এসএসসির ফল ৭৫ শতাংশ এবং জেএসসির ২৫ শতাংশ গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।’

‘বিশেষজ্ঞরা এ বিষয়ে মতামত দিয়েছেন। এর আলোকেই ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে’ বলে সেদিন জানান মন্ত্রী। তবে আইনি জটিলতার কারণে ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

আইনি জটিলতা নিরসনে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে ২৪ জানুয়ারি আইন পাস করে জাতীয় সংসদ। করোনাকালে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে উত্থাপিত আইনগুলো পাস করা হয়। সংসদে শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ সহ তিনটি বিল পাসের জন্য উত্থাপন করেন। পরে সেগুলো কণ্ঠভোটে পাস হয়।

পাসের সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিলটি পাসের পর প্রজ্ঞাপন করতে দুই দিন সময় লাগবে। এরপরই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করব।’

বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ডা. দীপু মনি বলেন, ‘প্রস্তাবিত আইনে বিশেষ পরিস্থিতিতে অতিমারি, মহামারির কারণে বা সরকার কর্তৃক নির্ধারিত সময়ে কোনো অনিবার্য পরিস্থিতিতে কোনো পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনা জারির বিষয় উল্লেখ রয়েছে।’

সর্বশেষ ২৫ জানুয়ারি রাতে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। এর আগে সেদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।

অবশেষে মহামারি আতঙ্কে পার করা বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে আগামীকাল।

 

The post এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3otcKP4

Thursday, January 28, 2021

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক:

মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর গ্র্যাজুয়েটগণ সেই ২০৪১-এর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সৈনিক হবেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে ডিএসসিএসসি’র কোর্স সমাপনী (২০২০-২১) অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, “আজকে যারা গ্র্যাজুয়েশন লাভ করেছেন তারাই আমার সেই ২০৪১ এর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সৈনিক হবেন। কাজেই, দেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সেদিকেই সকলকে দৃষ্টি রাখতে হবে।”

“মনে রাখতে হবে, এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি এবং এই দেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই।”

স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে ৩ বছরের শাসনকালে দেশকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে টেনে তুলে স্বল্পোন্নত হিসেবে প্রতিষ্ঠা করে যাওয়ার উল্লেখ করে বলেন, “আমাদের লক্ষ্য আরও অনেক দূর যাওয়া। আমাদের সার্বিক প্রচেষ্টায় আজকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হবার সক্ষমতা অর্জন করেছি।”

যে কারণে তার সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি ১০ বছর ও ২০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে এবং সমগ্র গাঙ্গেয় ব-দ্বীপের উন্নয়নে শতবর্ষ মেয়াদি ‘ডেলটা পরিকল্পনা-২১০০’ নামে এক মহাপরিকল্পনা প্রণয়ন করেছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ডিএসসিএসসি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীন স্বাগত বক্তৃতা করেন। তাকে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদানের অনুমতি প্রদান করেন শেখ হাসিনা।

এই কোর্সে ১৬টি বন্ধুপ্রতিম দেশের ৪৩ জন বিদেশি কর্মকর্তা এবং ১০ নারী কর্মকর্তাসহ ২২৫ জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করে এদিন পিএসসি অর্জন করেন।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪৩টি বন্ধুপ্রতিম দেশের ১ হাজার ২০৮ জন অফিসার এ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন।

প্রধানমন্ত্রী সদ্য গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, “আজ আপনাদের জীবনের একটি বিশেষ দিন। এ দিনটির জন্য দীর্ঘ প্রায় ১১ মাস আপনাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করতে হয়েছে। আপনারা সমর বিজ্ঞান এবং সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের ওপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন।”

করোনাভাইরাসের কারণে সাম্প্রতিককালের বিশ্ব স্থবিরতার প্রসঙ্গ টেনে এই সময়ে কোর্স সম্পন্ন করায় শিক্ষার্থী ও ডিএসসিসি’র কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, নানা প্রতিকূলতা ও ঝুঁকিসহ কভিড-১৯ মহামারির মধ্য দিয়ে আমরা নতুন বছর ২০২১ এ পদার্পণ করেছি। করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব যখন স্তিমিত, তখন দেশের মানুষের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আমরা দেশের অর্থনীতিসহ সকল উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সমর্থ হয়েছি।

The post ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39rEuPu

Wednesday, January 27, 2021

গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিন: মুফতি হামজা ইসলাম

ফাতেহ ডেস্ক:

কোনো গুজবে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন দাতব্য প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি হামজা ইসলাম।

বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পর তরুণ এই উদ্যোগী আলেম এ আহ্বান জানান।

তিনি বলেন, সবাইকে অনুরোধ করব- আপনারা কোনো গুজবে কান দেবেন না।  একবার ট্রাই করে দেখুন। ইনশাআল্লাহ করোনার টিকা আমাদের জন্য উপকারী হবে বলেই আমরা আল্লাহর কাছে দোয়া করছি।

এদিন বাংলাদেশে প্রথম আলেম হিসেবে করোনার টিকা নিয়েছেন মুফতি হামজা ইসলাম।

বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনের পরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি।

 

The post গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিন: মুফতি হামজা ইসলাম appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3otZWYp

চট্টগ্রামের নতুন নগরপিতা রেজাউল করিম চৌধুরী

ফাতেহ ডেস্ক:

নতুন নগরপিতা পেলেন চট্টগ্রাম মহানগরের বাসিন্দারা। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই যুগ্ম সাধারণ সম্পাদক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

বুধবার দিবাগত রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের বেসরকারি ফল ঘোষণা করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

চট্টগ্রাম সিটি করপোরেশনে মোট কেন্দ্র ৭৩৫টি। এর মধ্যে সংঘর্ষের কারণে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোট চলাকালে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হওয়া ছাড়াও ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়। গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফল চলে আসে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের বেসরকারি ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়াদ শেষের আগে গত বছরের ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে দলীয় মনোনয়ন পর্যন্ত সবই সম্পন্ন হয়। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাত্র কয়েক দিন আগে স্থগিত করা হয় নির্বাচন। পরে ভোটগ্রহণের জন্য বুধবারের দিন নির্ধারণ করা হয়। ঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে প্রায় ২০ জন আহত হয়েছে।

The post চট্টগ্রামের নতুন নগরপিতা রেজাউল করিম চৌধুরী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qWjg29

‘টিকা কর্মসূচিতে চিকিৎসকদের নিশানা বানাবে না তালেবান’

ফাতেহ ডেস্ক:

বিশ্বের অধিকাংশ দেশেই টিকাদান কর্মসূচি চলছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও কোভ্যাক্স কর্মসূচির অধীন ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তান। দেশজুড়ে টিকাদান কর্মসূচিতে সহায়তার কথা জানিয়েছে তালেবান।

গত কয়েক মাস ধরে আফগানিস্তানে যে সহিংসতা চলছে তাতে করে টিকা কর্মসূচিতে বাধা আসতে পারে এমন শঙ্কা জেঁকে বসছে। এমন পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আফগানিস্তান সরকারের টিকাদান কর্মসূচিকে সমর্থন করছে তালেবার।

আফগানিস্তানে শান্তি ফেরাতে গত সেপ্টেম্বর থেকে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার ও তালেবান। তবে বিরামহীনভাবে সহিংসতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই করোনা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে আশরাফ ঘানি সরকার।

এ বিষয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, দেশজুড়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে টিকা প্রদান কর্মসূচিকে সমর্থন ও এগিয়ে নিতে তালেবান যোদ্ধারা সহায়তা করবেন। আফগান কর্মকর্তারাও বিশ্বাস করেন, টিকাদান কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের হামলার নিশানা বানাবে না তালেবান।

করোনার টিকাদান কর্মসূচিতে ডব্লিউএইচওর অর্থায়নের বিষয়টির ঘোষণা দিয়ে একজন আফগান কর্মকর্তা বলেন, ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ আফগানিস্তানের ২০ শতাংশ মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

করোনা প্রতিরোধে কোভ্যাক্স কর্মসূচির অধীন বিশ্বের দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে টিকা সরবরাহ করার উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ কর্মসূচির অধীন চলতি বছর শেষ হওয়ার আগে ৯১টি দেশের সর্বাধিক সংক্রমণ ঝুঁকিতে থাকা মানুষের ২০ শতাংশের জন্য অন্তত ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। টিকা পাওয়ার তালিকায় রয়েছে আফগানিস্তানও।

তবে টিকা হাতে পেতে আরো ছয় মাস সময় লেগে যেতে পারে। যদিও যত দ্রুত সম্ভব আফগানবাসীকে টিকার আওতায় আনতে ভ্যাকসিন যেন দ্রুত হাতে পাওয়া যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।

The post ‘টিকা কর্মসূচিতে চিকিৎসকদের নিশানা বানাবে না তালেবান’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39nY3Ix

সময় বাড়ল ৪৩তম বিসিএস আবেদনের

ফাতেহ ডেস্ক:

৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সেইসঙ্গে পেছানো হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখও। বুধবার (২৭ জানুয়ারি) পিএসসির কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আবেদন ও পরীক্ষার সময় পিছিয়েছে।

জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে আর মাত্র এক সপ্তাহ সময় থাকলেও এখনো আবেদনকারীর সংখ্যা লাখে পৌঁছায়নি।

এ বিষয়ে গত বছরের ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যরা কমিশনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়। তার প্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়াতে ইউজিসির পক্ষ থেকে চিঠি দেয়া হয়।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সেটি পরবর্তী দুই মাস বাড়ানো হয়েছে। ইউজিসির পাঠানো আবেদনকে গুরুত্ব দিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবেদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় পিছিয়ে দেয়া হয়েছে। এটি আগামী ৬ আগস্ট নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

The post সময় বাড়ল ৪৩তম বিসিএস আবেদনের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YjV5OZ

করোনার টিকা আগে কারা পাবেন, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

অগ্রাধিকার ভিত্তিতে কাদের কী পরিমাণ কোভিড-১৯ টিকা দেওয়া হবে তা বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর (টাঙ্গাইল-৬) এক প্রশ্নের জবাবে এ পরিসংখ্যান তুলে ধরেন।

পরিসংখ্যান অনুসারে, সম্ভাব্য টিকা গ্রহণকারীরা হলেন চার লাখ ৫২ হাজার ২৭ জন সরকারি স্বাস্থ্যকর্মীর সবাই এবং ছয় লাখ বেসরকারি স্বাস্থ্যকর্মী (অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানের), যারা সরাসরি কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় নিযুক্ত আছেন।

সেই সঙ্গে অগ্রাধিকারের তালিকায় দুই লাখ ১০ হাজার বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ লাখ ৪৬ হাজার ৬২০ জন সদস্য, সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তিন লাখ ৬০ হাজার ৯১৩ জন সদস্য, রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী, ৫০ হাজার গণমাধ্যমকর্মী, এক লাখ ৭৮ হাজার ২৯৮ জন জনপ্রতিনিধি, সিটি করপোরেশন ও পৌরসভার দেড় লাখ কর্মচারী, পাঁচ লাখ ৪১ হাজার ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকারে নিয়োজিত ৭৫ হাজার ব্যক্তি এবং জরুরি সেবার (পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও পরিবহন) চার লাখ কর্মী রয়েছেন।

এ ছাড়া স্থল, নৌ ও বিমানবন্দরের দেড় লাখ কর্মী, এক লাখ ২০ হাজার প্রবাসী অদক্ষ শ্রমিক, জেলা ও উপজেলায় কর্মরত চার লাখ জরুরি সেবার সরকারি কর্মচারী, এক লাখ ৯৭ হাজার ৬২১ জন ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার (যক্ষ্মা, এইডস, ক্যান্সার) ছয় লাখ ২৫ হাজার জনগোষ্ঠী, ৬৪ থেকে ৭৯ বছর বয়সী এক কোটি তিন লাখ ২৬ হাজার ৬৫৮ জন্য ব্যক্তি, ৮০ বছর ও তদূর্ধ্ব ১৩ লাখ ১২ হাজার ৯৭৩ জন জনগোষ্ঠী, জাতীয় দলের খেলোয়াড় ২১ হাজার ৮৬৩ জন এবং বাফার, ইমার্জেন্সি ও প্রাদুর্ভাব মোকাবিলায় এক লাখ ৭০ হাজার নিয়োজিতের জন্য টিকা সংরক্ষণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, কোভ্যাক্স সুবিধা থেকে বাংলাদেশ তার জনসংখ্যার তিন কোটি ৪০ লাখ লোকের বা ২০ শতাংশের জন্য ছয় কোটি ৮০ লাখ টিকা পাবে।

সংসদনেতা আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বৈজ্ঞানিক উপদেষ্টা গ্রুপের (এসএজিই) নির্দেশিকা এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে টিকা গ্রহণকারী অগ্রাধিকার গোষ্ঠীগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তিনি আরো জানান, প্রথম পর্যায়ে টিকা বিতরণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের মোট এক কোটি ৫০ লাখ লোক (জনসংখ্যার আট দশমিক ৮৬ শতাংশ) দুই ডোজ টিকা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, এই টিকাগুলো দেশের ৬৪ জেলা ইপিআই স্টোর এবং ৪৮৩টি ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে।

The post করোনার টিকা আগে কারা পাবেন, সংসদে জানালেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Yw3kb3

করোনার টিকা: ২৫ নয়, প্রথম দিন নিচ্ছেন ৩০ জন

ফাতেহ ডেস্ক:

নানা জল্পনা-কল্পনা আর জটিলতা শেষে দেশে আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই দেশে করোনা ভ্যাকসিন দেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ হয়েছে সব প্রস্তুতি। বুধবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সেখানে পৌঁছায় ভ্যাকসিনের ভায়াল। সংশ্লিষ্টরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে ভারত থেকে নিয়ে আসা এ প্রতিষেধক। প্রথম দিন দেয়া হচ্ছে ৩০ জনকে। মহামারিতে থমকে যাওয়া বিশ্বে বড় আশা নিয়ে এসেছে ভ্যাকসিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে তিনটায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধন করবেন ভ্যাকসিনেশন কার্যক্রম। এরইমধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই এর স্টোর থেকে কোল্ডবক্সে ২০টি ভায়েলে এ হাসপাতালে পৌঁছেছে ২০০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ৭২ ঘণ্টা পর্যন্ত এগুলো সংরক্ষণ করা হবে এখানে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআইয়ের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বকস চৌধুরী বলেন, পর্যায়ক্রমে সারাদেশেই এ প্রক্রিয়ায় পাঠানো হবে ভ্যাকসিন। আমাদের সবকিছু প্রস্তুত আছে। দু-এক দিনের মধ্যে সারাদেশে পাঠানো শুরু হয়ে যাবে। যে ভ্যাকসিনটি আমাদের দেশে এসেছে এটা নিরাপদ এবং যদি মৃদু প্রতিক্রিয়া হয়েও থাকে তাতে চিন্তিত হওয়ার কিছু নেই। দু-একদিনের মধ্যে এমনি এমনি সেরে যাবে।

ভ্যাকসিন নেয়ার পরে গ্রহণকারীদের বিশ্রাম ও পর্যবেক্ষণ পরবর্তী তথ্য সংগ্রহে চিকিৎসকদল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।

এদিকে, যে ৩০ জনের মাধ্যমে দেশে এই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হচ্ছে তারাও প্রস্তুত। তারা জানিয়েছেন, নির্ভয়েই এই কার্যক্রমে অংশ নিয়েছেন তারা।

The post করোনার টিকা: ২৫ নয়, প্রথম দিন নিচ্ছেন ৩০ জন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3t3bnK6

Tuesday, January 26, 2021

করোনা প্রতিরোধে টিকার যুগে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারীতা ও পার্শ্বপ্রতিক্রিয়া চলছে নানা আলোচনা-সমালোচনা। এসব বিষয় মাথায় রেখে বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ টিকার কার্যক্রম শুরু করবে সরকার।

দেশের হয়ে প্রথম করোনার টিকাটি নেবেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

দেশে প্রথম টিকা নেওয়ার আগে অনুভূতি জানতে চাইলে রুনু বেরুনিকা কস্তা গণমাধ্যমকে বলেন, ‘বৈশ্বিক মহামারির মধ্যে অনেক দেশ টিকা না পেলেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য করোনা টিকার ব্যবস্থা করেছেন। উনি দেশে টিকা আনতে পেরেছেন। উনার ইচ্ছা অনুযায়ী একজন নার্সকে দিয়ে টিকাদান শুরু কর্মসূচি শুরু হচ্ছে। আমি স্বেচ্ছায় টিকা নিতে রাজি হয়েছি।’

The post করোনা প্রতিরোধে টিকার যুগে বাংলাদেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Yew0oC

চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ফাতেহ ডেস্ক:

একুশ দিনের জোর প্রচার শেষে অনেকটা উত্তেজনাপূর্ণ পরিবেশেই শুরু হয়েছে করোনা পরিস্থিতিতে স্থগিত বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মেয়র পদে ৭ জন এবং ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ২২৫ জন।

নির্বাচনী আলোচনার শীর্ষবিন্দুতে থাকা দুই প্রধান মেয়রপ্রার্থী আওয়ামী লীগের এম. রেজাউল করিম চৌধুরী (নৌকা) এবং বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ) দুজনই জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে ৬ষ্ঠবারের মতো নির্বাচন হচ্ছে আজ। পাঁচ বছর দশ মাস আগে অনুষ্ঠিত ৫ম নির্বাচনেও মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দীন ও বিএনপি সমর্থিত এম মনজুর আলম।

এবারের নির্বাচনে মেয়র পদে মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের এম. রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহিদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম) ও স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি)। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেবল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী।

এছাড়া বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২২৫ জন।

চসিকের ৪১ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ৯২ হাজার ৩৩ আর নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

নির্বাচন কমিশন এবারের নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণ করেছে ৭৩৫টি। এর মধ্যে ৭৩৩টি স্থায়ী ও ২টি অস্থায়ী ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৪ হাজার ৮৮৬টি।

নির্বাচনে পুলিশের ৭ হাজার ৭৭২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ২৫ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪১টি দল দায়িত্ব পালন করবে। এছাড়াও ৪১০টি মোবাইল টিম থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ১৪০টি দল।

প্রতিটি ওয়ার্ডে র‌্যাব ও পুলিশের একটি করে টিম দায়িত্বে থাকবে। পাশাপাশি ৩ হাজার ৮০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৬৯ জন। এরমধ্যে ৪১টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ২০ জন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে রিটার্নি কর্মকর্তা বলেন, মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। সেগুলোতে ৮ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য মিলিয়ে ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।

সাধারণ কেন্দ্রগুলোতে পুলিশ থাকবে ছয়জন এবং আনসার ১০ জন। ভোটগ্রহণে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সেজন্য আগের চেয়ে বেশি পুলিশ-আনসার সদস্য ভোটকেন্দ্রে থাকবে।

The post চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3olxDvi

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ২১ লাখ ৬৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৮ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ৬৬ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮ লাখ ২২ হাজার ৪০১ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৬৬ হাজার ৯৫০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৪৯৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬০ লাখ ১১ হাজার ২২২ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৪৫২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ছয় লাখ ৯০ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৭৫১ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৯ লাখ ৩৬ হাজার ৫৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৮ হাজার ৯১৮ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৫৬ হাজার ৯৩১ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭০ হাজার ৪৮২ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ লাখ ৮৯ হাজার ৭৪৬ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৬২ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

The post করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ২১ লাখ ৬৬ হাজার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3sUanbr

‘গুদামে চাল না থাকলে দাম নিয়ন্ত্রণ করা যাবে না’

ফাতেহ ডেস্ক:

সরকারকর্তৃক কম চাল সংগ্রহ ও যথাসময়ে আমদানি ব্যর্থতা, প্রয়োজনীয় বাজার হস্তক্ষেপের অভাব, মিলারদের দৌরাত্ম্য এবং ধানের জমি ও উৎপাদন তথ্যের অসামঞ্জস্যতায় চালের দাম বেড়েছে। আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধিতেও রয়েছে অসাধু ব্যবসায়ীদের মজুদদারি।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) এক গবেষণায় এসব বলা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বিএআরসির মিলনায়তনে ‘বাংলাদেশ চাল, আলু ও পেঁয়াজের প্রাপ্যতা ও দামের অস্থিরতা: একটি আন্তপ্রাতিষ্ঠানিক গবেষণা প্রতিবেদন-২০২০’ শিরোনামে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

ধান-চালবিষয়ক গবেষণার ক্ষেত্রে নওগাঁ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা জেলা; আলুর ক্ষেত্রে মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর ও ঢাকা জেলা এবং পেঁয়াজের ক্ষেত্রে ফরিদপুর, পাবনা, নাটোর ও ঢাকা জেলা নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারের গুদামে পর্যাপ্ত চাল না থাকায় মিলাররা সুযোগ নিয়েছে। বাজার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই নবান্নেও চালের দাম অনেক বেশি। আমরা চিন্তা করছি, আগামী বোরোতে সংগ্রহ বাড়াব। সরকারের গুদামে চাল না থাকলে কোনোভাবেই দাম নিয়ন্ত্রণ করা যাবে না।’

তিনি বলেন, ‘গত বোরোর সময় ৩৬ টাকা দরে চাল কিনতে চেয়েছিলাম। সেভাবে কিনতে পারিনি। কারণ বাজারে দাম বেশি ছিল। আগের আমনে গরীব চাষীদের কাছ থেকে ৬ লাখ টন আমন কেনা হয়েছিল। তখন লটারির মাধ্যমে আমরা ধান কিনেছি। এবার এক টনও কিনতে পারিনি। ৩৬ টাকা দামে কোনো চাষী আমন দেয়নি। এবার আমাদের আমনের দাম ছিল মণপ্রতি ১ হাজার ৪০ টাকা। ময়েশ্চারের ঝামেলা এড়াতে চাষীরা আমাদের না দিয়ে ভালো দামে বাজারে বিক্রি করে দিয়েছে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতি বছর ২০-২৪ লাখ নতুন মুখ (জনসংখ্যা বাড়ছে) আসছে। কিন্তু জমির পরিমাণ কমছে ক্রমশ। সব ফসলই তো ধানি জমিতে জায়গা করে নিচ্ছে। এর মধ্যে ধানের উৎপাদন বাড়াতে হবে। চেষ্টা করছি উৎপাদন বাড়াতে। বর্তমানে ব্রি-২৭ ধানের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে হবে। বিনা-১৬ ভালো একটা ভ্যারাইটি। বিনা-১৬ ধানটিকে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে দ্রুত মাঠে নিয়ে যেতে হবে।’

আলু ও পেঁয়াজের দামের বিষয়ে তিনি বলেন, ‘এবার ১০ লাখ টন আলু উৎপাদন কম হয়েছে। চাপ পড়েছে করোনাকালে ত্রাণে আলু বিতরণ ব্যাপকভাবে করায়। তাছাড়া টিসিবির স্টোরেজেও আলু রাখার জায়গা নাই। আমাদের ৯-১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। এর বেশিরভাগই ভারত থেকে আসে। গত দুই বছর ধরে তারা আমাদের না জানিয়েই রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমাদের আগে থেকে জানালে আমরা বিকল্প ব্যবস্থা নিতাম। পেঁয়াজের নতুন জাত বিজ্ঞানীরা উদ্ভাবন করলেও পর্যাপ্ত বীজ পাওয়া যাচ্ছে না। সামার অনিয়নের জাত আসলেও পর্যাপ্ত পরিমাণ উঁচু জমি নাই। আমাদের দেশি ভ্যারাইটিগুলোর মানোন্নয়ন করতে হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করতে হলে উঁচু জমি লাগবে।’

গবেষণার সংক্ষিপ্ত ফলাফল উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

চালের মূল্য বৃদ্ধির কারণ উপস্থাপন করেন কৃষি গবেষণা কাউন্সিলের কৃষি অর্থনীতি বিভাগের এসএসও আব্দুস সালাম, আলুর মূল্য বৃদ্ধির কারণ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক শেখ আব্দুস সবুর, পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ উপস্থাপন করেন কৃষি গবেষণা কাউন্সিলের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান আব্দুর রশীদ।

গবেষণা কাজটি মূলত ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) ও কী ইনফরমেন্ট ইন্টারভিউ (কেআইআই) এর মাধ্যমে প্রাথমিক ও বিভিন্ন উৎস থেকে মাধ্যমিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে করা হয়েছে।

The post ‘গুদামে চাল না থাকলে দাম নিয়ন্ত্রণ করা যাবে না’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iUOMLh

দুদকের ভুলে আরেক জাহালম হতে যাচ্ছিলেন নোয়াখালীর কামরুল

ফাতেহ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০ বছর ধরে তদন্ত করে এমন একজনের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে, যার সঙ্গে অপরাধের কোনো সংশ্লিষ্টতাই নেই। আদালত সেই প্রতিবেদনের ভিত্তিতে বিচার করে ১৫ বছর সাজা ঘোষণার পর গ্রেফতারি পরোয়ানা জারি করে ভুল আসামির বিরুদ্ধে।

এ পরোয়ানায় দিশেহারা নিরাপরাধ ওই ব্যক্তি শেষপর্যন্ত হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। আদালতে দুদকও স্বীকার করেছে, তাদের ‘সরল বিশ্বাসে চলা তদন্তে ভুল হয়েছে। হাইকোর্টে ক্ষমা চেয়ে সংস্থাটি বলেছে, গ্রামের নামে সামঞ্জস্যের কারণে আসল অপরাধীর পরিবর্তে ভুল ব্যক্তির নামে প্রতিবেদন দেয়া হয়েছে।

দুদকের একই ধরনের ‘সরল বিশ্বাসে’র তদন্তের জেরে এর আগে ১ হাজার ৯২ দিন জেল খেটে মুক্তি পান নিরাপরাধ জাহালম। ২০১৯ সালে জাহালমের সাজা খাটার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উচ্চ আদালত জাহালমকে মুক্তির আদেশ দেওয়ার সময় দায়িত্বহীনতার জন্য দুদককে তিরস্কার করেছিল।

দুদকের তদন্তে একই ধরনের ভুলের বিষয়টি প্রকাশ পেয়েছে হয়রানির শিকার নোয়াখালীর কামরুল ইসলাম হাইকোর্টে রিট করার পর।

বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে রিটের পর আদালত দুদককে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়। সোমবার (২৫ জানুয়ারি) দুদক প্রতিবেদন জমা দিয়ে বলেছে, মামলা তদন্তের সব পর্যায়েই তাদের ভুল হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আদেশ দেবে হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বলেন, কামরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে এসএসসির সনদ জালিয়াতির অভিযোগে ২০০৩ সালে তখনকার দুর্নীতি দমন ব্যুরো একটি মামলা করে।

মামলায় অভিযোগ করা হয়, কামরুল ইসলাম এসএসসির সনদ জালিয়াতি করে এইচএসসিতে ভর্তি হন। অভিযুক্ত কামরুলের বাড়ি নোয়াখালী সদরের পশ্চিম রাজারামপুর গ্রামে। বাবার নাম মো. আবুল খায়ের, মায়ের নাম ফাতেমা বেগম।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে বেশ কয়েকবার। প্রায় ১০ বছর তদন্তের পর অভিযোগপত্র জমা দেয়ার পর ২০১৩ সালে শুরু হয় বিচার। তবে অভিযোগপত্র দেয়া হয় পশ্চিম রাজারামপুরের পাশের পূর্ব রাজারামপুর গ্রামের কামরুল ইসলামের বিরুদ্ধে। এই কামরুল ইসলামের বাবার নাম আবুল খায়ের, মায়ের নাম রওশন আরা বেগম।

মামলা শুনানি নিয়ে ২০১৪ সালে বিচারিক আদালত পূর্ব রাজারামপুর গ্রামের কামরুল ইসলামকে তিনটি ধারায় পাঁচ বছর করে মোট ১৫ বছর সাজা ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। তার বিরুদ্ধে গ্রেফতাররি পরোয়ানাও জারি করে আদালত।

নিরপরাধ হয়েও সাজার মুখে পড়া পূর্ব রাজারামপুরের কামরুল ইসলাম বলেন, তদন্ত বা বিচারের কোনো পর্যায়েই তিনি কিছু জানতে পারেননি। তার জন্ম ১৯৯০ সালে, আর সনদ জালিয়াতি হয়েছে ১৯৯৮ সালে।

পূর্ব রাজারামপুরের কামরুল ইসলাম এখন নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতের সহকারী হিসেবে চাকরি করছেন। তিনি জানান, বাবার চাকরির সুবাদে ১৯৯৪ সালের দিকে তারা সপরিবারে পৈত্রিক ঠিকানা ছেড়ে লক্ষ্মীপুরে চলে যান। ২০০৮ সালে মুখ্য বিচারিক হাকিম আদালতের সহকারী হিসেবে চাকরি পান কামরুল। পরে ২০১৯ সালে ২৯ জানুয়ারি নোয়াখালীতে বদলি হয়ে আসেন।

কামরুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরে থাকার সময় নোয়াখালীর পূর্ব রাজারামপুরের ঠিকানায় দুই-একবার পুলিশ যাওয়ার খবর পেলেও সেটাকে তারা গুরুত্ব দেননি। তবে করোনা সংক্রমণের আগে গত বছরের শুরুতে পুলিশের তৎপরতা বেড়ে যায়। তখনই থানায় খোঁজ নিয়ে আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি জানতে পারেন।

কামরুলের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বলেন, ‘গত বছর তিনি (কামরুল) আমাদের সাহায্য চাইলে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করি। রিটে পূর্ব রাজারামপুরের কামরুল ইসলামকে গ্রেফতার ও হয়রানি না করতে নির্দেশনা চাই। আদালত রিটের শুনানি নিয়ে গত বছরের ৫ নভেম্বর রুল জারি করে এবং দুদকের কাছে ঘটনার ব্যাখ্যা চায়। ’

আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টে তদন্ত ভুলের বিষয়টি জানান।

খুরশীদ আলম খান বলেন, ‘আমরা আদালতকে বলেছি, এই কামরুল ইসলাম সেই কামরুল ইসলাম না। আরেক কামরুল ইসলামের নামে ওয়ারেন্ট গেছে, এখন সে হাইকোর্টে এসে বলেছে সে ওই কামরুল ইসলাম না। আমরাও বলেছি সে ওই কামরুল ইসলাম না।

‘আমরা পুরো ঘটনাটি তুলে ধরেছি। ক্ষমা চেয়ে বলেছি এটা ভুল হয়েছে। আদালত এ বিষয়ে রায়ের জন্য বৃহস্পতিবার দিন রেখেছে।’

এ ঘটনাটি আরেক জাহালম কাণ্ড কি না- এমন প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘না না। সে (কামরুল) তো জেলেই যায়নি। সে তো ট্রায়ালই ফেস করেনি।’

ভুক্তভোগী কামরুল ইসলাম জানান, অপরাধের অভিযোগ যে কামরুলের বিরুদ্ধে তার জন্ম ১৯৭৭ সালে। ঘটনার পর তিনি বিদেশে চলে গেলেও বছর দুয়েক আগে পশ্চিম রাজারামপুর গ্রামের নিজ ঠিকানায় ফিরেছেন। এখন তিনি সেখানেই আছেন। তদন্তকারীদের দায়িত্বহীনতায় এ ঘটনার ঘটনা ঘটেছে অভিযোগ করে পূর্ব রাজারামপুরের কামরুল বলেন, ‘আমার জন্ম ১৯৯০ সালে। এসএসসি পরীক্ষা দিয়েছি ২০০৬ সালে। ১৯৯৮ সালে এসএসসি সনদ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে, অথচ সে সময় আমার বয়স ছিল মাত্র আট বছর। আট বছর বয়সের একজন কীভাবে এসসসি পরীক্ষার্থী হয়!’

The post দুদকের ভুলে আরেক জাহালম হতে যাচ্ছিলেন নোয়াখালীর কামরুল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YgHHLK

‘কারোনাকালেও প্রধানমন্ত্রী কওমি মাদরাসা চালুর ব্যবস্থা করেছেন’

ফাতেহ ডেস্ক:

যেকোনো মতবিরোধ কিংবা মতভিন্নতা আলাপ-আলোচনা করে সমাধান করা যায়। আলোচনার মাধ্যমে যে সমাধান আসে সেখানেই সবার জন্য কল্যাণ নিহিত।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মীয় বিষয়ে উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। এ বিষয়ে দেশে আলেম-উলামা ও ইমাম-খতিবসহ ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তিনি উলামা-মাশায়েখদের অনুরোধে সাড়া দিয়ে করোনা মহামারির মধ্যে হাফেজিয়া, নুরানি এবং কওমি মাদরাসাসমূহ চালু রাখার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি ভেবেছেন, নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র হাদিসের অধ্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহতায়ালা করোনাভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ, অন্যান্য দেশের তুলনায় আল্লাহতায়ালা আমাদের দেশকে করোনা পরিস্থিতিতে অনেক ভালো রেখেছেন।

‘বঙ্গবন্ধু ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। মানবতাবাদী নেতা হিসেবে তিনি বাংলাদেশকে সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে সদা সচেষ্ট ছিলেন’ উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. আব্দুস ছালাম প্রমুখ।

The post ‘কারোনাকালেও প্রধানমন্ত্রী কওমি মাদরাসা চালুর ব্যবস্থা করেছেন’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YiiWyo

Monday, January 25, 2021

ডেনমার্কের মসজিদে ইসলামবিরোধী গ্রাফিতি, তুরস্কের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:

ডেনমার্কে জার্মান সীমান্তের কাছে অবস্থিত তুর্কি মসজিদের দেয়ালে ইসলামবিরোধী গ্রাফিতি আঁকার নিন্দা জানিয়েছেন তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর দিয়ানত প্রধান আলী এরবাস। তিনি রোববার এক টুইটার বার্তায় এ নিন্দা জানান। খবর আনাদলু এজেন্সির।

টুইট বার্তায় তিনি বলেন, আমাদের ধারণা, বর্ণবাদী গোষ্ঠীগুলোর মধ্যে ইসলাম বিদ্বেষী ক্রিয়াকলাপ দিন দিন বেড়ে চলেছে। এই মনোভাব ও অপরাধীদের শেষ করতে তাদের যত দ্রুত সম্ভব বিচারের আওতায় নিতে হব

এ বিষয়ে মসজিদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট হুরসিত টোকা তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, তিনি শনিবার ১১টার দিকে মসজিদে পৌঁছে দেখতে পান মসজিদের দেয়ালে কুরআনকে নিয়ে অপমানজনক বাক্য লেখা রয়েছে।
আবেনরা মসজিদটি ড্যানিশ টার্কিশ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়। মসজিদটি করোনা মহামারির শুরু থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, মসজিদ কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানিয়ে একটি রিপোর্ট করেছে। পুলিশ ওই এলাকার সারভাইল্যান্স ক্যামেরা পরীক্ষা ও ঘটনার তদন্ত শুরু করেছে।

হুরসিত টোকা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, মসজিদের দেয়ালের লেখাগুলো মুছে দেয়া হয়েছে। এ ঘটনায় মসজিদে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানিয়েছেন।

The post ডেনমার্কের মসজিদে ইসলামবিরোধী গ্রাফিতি, তুরস্কের নিন্দা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2KRMBM2

টিকার জন্য নিবন্ধন করবেন যেভাবে

ফাতেহ ডেস্ক:

২৭ জানুয়ারি চালু হচ্ছে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের সফটওয়্যার- সুরক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫৫ বছরের বেশি বয়সি সাড়ে চার কোটি নাগরিক ও ফ্রন্টলাইনারদের তথ্য এর মাধ্যমে সংগ্রহ করা হবে। সোমবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের জন্য একটি ওয়েবসাইট সোমবার আনুষ্ঠানিকভাবে চালু করেছে বাংলাদেশ।

ওয়েবসাইটটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে পুরো প্রযুক্তিটি কিভাবে ব্যবহার করা হবে, তা তুলে ধরেছেন কর্মকর্তারা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এই অ্যাপলিকেশনটি তৈরি করেছে।

যারা কভিড-১৯ এর টিকা নিতে চাইবেন, তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে। মোবাইলে ব্যবহারের জন্য একটি অ্যাপ তৈরির কাজ চলছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

যে ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে

https://ift.tt/36bIyBD নামের ওয়েবসাইটে টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন করতে হবে।

সেখানে প্রথমে নিজের পেশার ধরণ, পেশা বাছাই করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। বাংলাদেশের আইসিটি বিভাগের প্রোগ্রামাররা এই ডাটাবেজটি তৈরি করেছেন।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এটি একটি ওয়েব অ্যাপলিকেশন। দেশের ন্যাশনাল ডাটা সেন্টারে এটি হোস্ট করা হয়েছে। ফলে যত মানুষ এটায় নিবন্ধন করতে চাইবেন, সেই অনুযায়ী এর সক্ষমতা বৃদ্ধি করা যাবে।

The post টিকার জন্য নিবন্ধন করবেন যেভাবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iNa0KZ

আরববিশ্বে করোনা গবেষণায় শীর্ষে সৌদি, ৯ শতাধিক গবেষণাপত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ববিদ্যালয়ে করোনা (কভিড-১৯) মহামারি বিষয়ক গবেষণায় আরববিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে সৌদি আরব। আর বৈশ্বিক পরিমণ্ডলে করোনা গবেষণায় আগের চেয়ে উন্নতি করে ১৪ তম স্থান অর্জন করেছে দেশটি। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইটের পরিসংখ্যানে তা প্রকাশ পায়। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

খবরে আরো বলা হয়, এর আগে গবেষণা ক্ষেত্রে সৌদি আরব বিশ্বে ১৭ তম ছিল। বর্তমানে ১৪ তম স্থান অধিকার করে। এদিকে জি টুয়েন্টি দেশগুলোর মধ্যে ১২ তম স্থান আছে। সৌদির বিশ্ববিদ্যালয়গুলো করোনা বিষয়ক ৮৪ টিরও বেশি মৌলিক গবেষণাপত্র প্রকাশ করেছে। তাছাড়া এ সময়ে করোনা সংক্রান্ত ৯ শতাধিক গবেষণাপত্র প্রকাশ পেয়েছে।

সম্প্রতি সৌদির ইমাম আবদুর রহমান বিন ফয়সাল বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের তত্ত্বাবধানে দেশটি প্রথম করোনা টিকা তৈরিতে সফল হয়। বিশ্ববিদ্যালয়ের বায়োমোডিকেল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডা. ইমান আল মানসুর গবেষক দলটির তত্ত্বাবধান করেন।

সৌদির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ডা. তাওফিক আল রাবিয়াহ জানান, করোনা বিষয়ক গবেষণার জন্য সৌদি ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। পর্যাপ্ত বাজেট গবেষণা ক্ষেত্রে উন্নতি বয়ে আনে। সৌদির শিক্ষামন্ত্রী ড. হামাদ বিন মুহাম্মাদ আল শেখ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অগ্রগতিতে আনন্দ প্রকাশ করেন। তিনি দেশের শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক গবেষণায় অব্যাহত সহায়তার জন্য দেশটির বাদশাহ ও যুবরাজকে ধন্যাবাদ জ্ঞাপন করেন।

 

The post আরববিশ্বে করোনা গবেষণায় শীর্ষে সৌদি, ৯ শতাধিক গবেষণাপত্র প্রকাশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ogU2Kf

প্রধানমন্ত্রীকে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান ফখরুলের

ফাতেহ ডেস্ক:

অযোগ্য, পক্ষপাতদুষ্ট এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই উল্লেখ করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদেরকে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

সোমবার (২৫ জানুয়ারি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত দলের রংপুর বিভাগীয় কমিটির প্রস্তুতিমূলক সভায় যোগ দিতে রংপুরে এসে তিনি এসব কথা বলেন।

সভায় প্রবীণ নেতা ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এসময় আরও যোগ দেন সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিভাগের ৮টি জেলা ও রংপুর মহানগর বিএনপির নেতারা।

এসময় মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-রাশিয়াসহ বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যদের সবার আগে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নেতিবাচক প্রচারণার কারণে সন্দেহ সৃষ্টি হওয়ায় চিকিৎসকরাই আগে ভ্যাকসিন নিতে চাচ্ছেন না।

জনমনের এই ভয় দূর করতে দায়িত্বশীলদের আগে ভ্যাকসিন নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার জনগণের প্রতি আস্থা হারিয়ে প্রশাসনের ওপর আস্থা স্থাপন করেছে। সে কারণে বাংলাদেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এসময় তিনি একজন এসপিকে আদালত সতর্ক করায় ওই বিচারককে অভিনন্দন জানান ফখরুল।

The post প্রধানমন্ত্রীকে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান ফখরুলের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YeX47j

বইমেলা শুরু ১৮ মার্চ

ফাতেহ ডেস্ক:

আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। যদিও করোনার কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি উঠেছিল। তবে শেষ পর্যন্ত ১৮ মার্চ বইমেলা শুরু হচ্ছে বলে সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

The post বইমেলা শুরু ১৮ মার্চ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39dmgBq

করোনা টিকা নিয়ে ভয় দূর করতে এবার ইমামদের দ্বারস্থ হলো ব্রিটেন

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরসের টিকা নিয়ে মানুষের মনে সংশয় দূর করতে এবার ইমামদের দ্বারস্থ হলো ব্রিটেন। দেশটির মসজিদের ইমামরা জুমার নামাজে করোনার টিকা নিয়ে মানুষের ভয় দূর করতে বিশেষ বয়ান দেন। খবর এএফপি ও আরব নিউজের।

দেশটিতে এর মধ্যে করোনার দুটি টিকা দেওয়া শুরু হয়েছে। তা সত্ত্বেও কমছে না করোনা মহামারীর প্রকোপ। তার ওপর যোগ হয়েছে করোনার নতুন ধরন। সব মিলিয়ে বেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির সার্বিক পরিস্থিতি। এ অবস্থায় পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অনেকেই করোনার টিকা নিতে ভয় পাচ্ছেন।

তাদের এসব অহেতুক সংশয় দূর করতে এগিয়ে এসেছেন দেশটির মসজিদের ইমামরা। তারা মানুষকে বোঝাচ্ছেন আবিষ্কৃত করোনার টিকা নিরাপদ। এটি নিলে কোনো সমস্যা হবে না, বরং করোনার মহামারী রুখতে এ টিকার বিকল্প নেই।

ব্রিটনের জাতীয় মসজিদ ও ইমাম পরামর্শ বোর্ডের (এমআইএনএবি) সভাপতি কারি আসিম এ করোনার টিকার বিষয়ে ওই প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ইসলামের আলোকে টিকা নেওয়া কতটুকু বৈধ তা তিনি কমিউনিটির সবার কাছে ব্যাখ্যা করছেন। যুক্তরাজ্যে বর্তমানে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে।

দেশবাসীর আত্মবিশ্বাস বাড়াতে এখন প্রচারে নেমেছেন যুক্তরাজ্যের ইমামরা। দেশটির পাকিস্তান ও বাংলাদেশিসহ ২৮ লাখেরও বেশি মুসলিম বসবাস করছেন। করোনার টিকায় শূকরের জেলাটিন বা অ্যালকোহল আছে বলে অনেক মুসলমানের ধারণা। এ কারণেই তারা করোনার টিকা নিতে চাচ্ছেন না।

The post করোনা টিকা নিয়ে ভয় দূর করতে এবার ইমামদের দ্বারস্থ হলো ব্রিটেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2KL2ELz

Sunday, January 24, 2021

দেশে পোঁছেছে সেরামের ৫০ লাখ টিকা

ফাতেহ ডেস্ক:

দেশে এল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান এসে পৌঁছেছে।

এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এ টিকা নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। টিকা আসার পর বিমানবন্দর থেকে সরাসরি বেক্সিমকোর টঙ্গী গুদামে নিয়ে যাওয়া হবে। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বেক্সিমকো বণিজ্যিকভাবে কোনো ভ্যাকসিন আনছে না। শুধু সরকারি তালিকায় ওষুধ কোম্পানির নাম না থাকায় শুধু তাদের জন্যই ১০ লাখ ডোজ আনা হচ্ছে। এর বাইরে কেবল বিজেএমইকে দেওয়া হতে পারে। তাছাড়া বাইরে বাণিজ্যিকভাবে এই টিকা বিক্রি হবে না।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা মেনে ৬৪ জেলায় সরবারহ করবে বেক্সিমকো। কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি সেটিও নিশ্চিত করবেন তারা।

সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ঢাকায় এসেছে অক্সফোর্ডের টিকার প্রথম চালান। এর আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার। এবার আসছে চুক্তিমতো ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজের প্রথম চালান। প্রতিবারে ৫০ লাখ করে ৬ দফায় ঢাকায় আসবে অক্সফোর্ডের এ টিকা।

এই টিকা সারাদেশে বিতরণের আগে সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।

প্রথম দফায় স্বেচ্ছায় টিকা নিতে আগ্রহী ২৪ জনের মধ্যে বেশির ভাগই স্বাস্থ্যকর্মী।

 

The post দেশে পোঁছেছে সেরামের ৫০ লাখ টিকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2LRA1Nn

আজ আসছে চুক্তির টিকা

ফাতেহ ডেস্ক:

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা ‘কভিশিল্ড’ বাংলাদেশে আসছে। বাংলাদেশ সরকারের সঙ্গে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সেরাম ইনস্টিটিউটের ত্রিপক্ষীয় চুক্তির তিন কোটি টিকার প্রথম চালান ৫০ লাখ টিকা আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন বেক্সিমকোর মার্কেটিং বিভাগের পরিচালক রিজভি উল কবির। তিনি গতকাল রবিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, আগামীকাল (আজ সোমবার) বেলা সাড়ে ১১টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বাংলাদেশে এই টিকা আসবে। আমরা টিকা আসার খবরটি সরকারকে জানিয়েছি। আগামীকাল বিমানবন্দরে বেক্সিমকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।

এর আগে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভারত থেকে সরকারিভাবে কেনা ৫০ লাখ টিকা আজ সোমবার দেশে আসছে বলে জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল (২৫ জানুয়ারি) চুক্তি অনুযায়ী আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। আগের উপহারের ২০ লাখসহ এই ৭০ লাখ ভ্যাকসিন রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

পরে গতকাল রাতে রাজধানীর গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন আজ টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথম লটের ভ্যাকসিন যেহেতু আসছে, আমি নিজেই যাব এয়ারপোর্টে রিসিভ করতে। ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সকাল ৮টায় রওনা হবে। আমাদের এখানে সাড়ে ১১টায় পৌঁছাবে। এয়ারপোর্ট থেকে ভ্যাকসিনগুলো বেক্সিমকোর টঙ্গীর ওয়্যারহাউজে নেওয়া হবে। এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য নতুন করে বিশেষভাবে এই ওয়্যারহাউজ তৈরি করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ভ্যাকসিন হাউজে স্টোর করার পর সেটার প্রতিটি ব্যাচের ড্রাগ টেস্ট হবে। ড্রাগ টেস্টের ক্লিয়ারেন্স পাওয়ার পর সরকার যেভাবে বলবে, আমরা সেভাবেই ৬৪ জেলায় বিতরণ শুরু করব। সরকার বলার পর ৬৪ জেলার সিভিল সার্জনের কাছে আমরা ভ্যাকসিন পৌঁছে দেব। কিন্তু এখানে একটি মেজর বিষয় হচ্ছে— সেরাম ইনস্টিটিউট থেকে শুরু করে এয়ারপোর্ট, তারপর আমাদের ওয়্যারহাউজ, সেখান থেকে সিভিল সার্জনের কাছে পৌঁছানো পর্যন্ত কোথাও কোল্ডচেইন ব্রেক হয়েছে কি না, সেটি আমাদের প্রমাণ করতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ।

তারও আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমরা যেটা টাকা দিয়ে কিনেছি, সেটা ২৫ বা ২৬ তারিখ এসে পৌঁছাবে। এই ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে, সব বিষয়ে পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সরকার সব ধরনের পদক্ষেপই নিয়েছে বলে সেদিন জানান প্রধানমন্ত্রী।

The post আজ আসছে চুক্তির টিকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pfo8yV

‘ভ্যাকসিন প্রয়োগে সরকার কাউকে জোর করবে না’

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন প্রয়োগে সরকার কাউকে বল প্রয়োগ করবে না। সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের দেওয়া অক্সফোর্ডের-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন বিশ্বের সবচেয়ে সহনশীল ও কার্যকর হিসেবে পরিগণিত হয়েছে। এই ভ্যাকসিন ভারত ও ইউকেতে পরীক্ষা শেষেই দেশে এসেছে। অন্যান্য ভ্যাকসিনের তুলনায় আমাদের দেশের আবহাওয়ায় এই ভ্যাকসিন সবচেয়ে বেশি মানানসই। তবে যেকোনও ভ্যাকসিন প্রয়োগে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া থাকতেই পারে।

তিনি জানান, করোনার এই ভ্যাকসিন প্রয়োগে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার জন্য মেডিক্যাল টিম টিম প্রস্তুত রাখা হয়েছে। ভ্যাকসিন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে টেলিমেডিসিন সেবার ব্যবস্থাও করা হয়েছে। সুতরাং সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে করোনার মতো প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে টিকা না নেওয়ার কোনো কারণ নেই।  তবে, ভ্যাকসিন প্রয়োগে সরকার কাউকে বল প্রয়োগ করবে না। সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

 

The post ‘ভ্যাকসিন প্রয়োগে সরকার কাউকে জোর করবে না’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2NxWiQI

‘করোনার কঠিন সময়ে রাষ্ট্রকে পাশে পায়নি মানুষ, এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক’

ফাতেহ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সার্বিক দারিদ্র্যের হার ৪২% পৌঁছানোই প্রমাণ করে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। গবেষণা প্রতিষ্ঠান সানেমের জরিপ বলছে, করোনার প্রভাবে দেশের সার্বিক দারিদ্র্যের হার (আপার প্রভার্টি রেট) বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। তিনি বলেন, বিবিএসের খানা জরিপ অনুসারে যা ২০১৬ সালে গ্রামাঞ্চলে ছিলো ২৬.৪ শতাংশ, ২০১৮ সালে ২৪.৫ শতাংশ ছিলো।

আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তথ্য উপদেষ্টা প্রফেসর ডা. আক্কাছ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, মুফতী মোস্তফা কামাল প্রমুখ।

শহরাঞ্চলে ২০১৬ সালে ১৮.৯ শতাংশ ২০১৮ তে ১৬ দশমিক ৩ শতাংশ ছিলো। কিন্তু করোনার প্রভাবে গ্রাম অঞ্চলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৩ এবং শহর অঞ্চলে ৩৫.৩ শতাংশ। মানুষ এই সময়ে খাদ্যবহির্ভূত ব্যয় কমিয়ে, সঞ্চয় ভেঙে, ঋণ নিয়ে ও খাদ্যাভ্যাস পরিবর্তন করে কোনোমতে জীবন ধারণ করেছে। ৭ দশমিক ৫২ শতাংশ পরিবার খাপ খাওয়ানোর কোনো পথই খুঁজে পায়নি। তিনি বলেন, রাষ্ট্রকে বছরের পর বছর কর দেয় বিপদের মুহূর্তে রাষ্ট্রকে পাশে পাওয়ার আশায়। কিন্তু করোনার মহা বিপদের সময় সরকারের ব্যর্থতার কারণে মানুষ তাদের ৫০ বছরের স্বাধীন রাষ্ট্রকে পাশে পায়নি। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।

তিনি বলেন, রাষ্ট্রকে জনকল্যাণমুখী করতে ইসলামই একমাত্র কার্যকর পন্থা হিসেবে মানুষের কাছে আজ প্রমাণিত হয়েছে। স্বাধীনতার ৫০ তম বছরে এসে রাষ্ট্র নীতি পছন্দে মানুষের মতামতের গুরুত্ব অবশ্যই দিতে হবে। সেজন্য ভোটাধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় বাংলার মানুষ জানে কি করে ভোটাধিকার ফিরিয়ে নিতে হয়। আশা করবো সরকার মানুষকে সেই কঠিন পথ বেছে নিতে বাধ্য করবে না।

The post ‘করোনার কঠিন সময়ে রাষ্ট্রকে পাশে পায়নি মানুষ, এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39bj4WJ

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনের।

রোববার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।

 

The post করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/399WbDh

দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে আসবে। তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে।

দীপু মনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা অনেক। শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আনার সুযোগ থাকবে না।

শিক্ষামন্ত্রী বলেন, তারা নিয়মিত করোনার সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করছেন। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী, তারা এক বছর সরাসরি ক্লাস করতে পারেনি। অনলাইন ও টিভিতে অনেকে ক্লাস করেছে। কিছু শিক্ষার্থী একেবারেই ক্লাস করেনি। এ বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। ফেব্রুয়ারিতে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, তাহলে পরে কয়েক মাস সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া যাবে।

একই দিন সকালে করোনার কারণে পরীক্ষা ছাড়া অটো পাস বিষয়ে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ এবং ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ সংসদে পাস হয়েছে।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধই রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১০ মাসের অচলাবস্থায় এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী।

পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশে আইনি জটিলতা দেখা দেওয়ায় ১১ জানুয়ারি মন্ত্রিসভায় শিক্ষা বোর্ড সংক্রান্ত তিনটি আইনে সংশোধনীর খসড়া চূড়ান্ত করে সরকার।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। এ সময় ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল-২০২১, কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, সংসদে আইন পাস হলেই ফল প্রকাশ করবে মন্ত্রণালয়। পরীক্ষার ফলাফল আমাদের প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনে যেহেতু রয়েছে পরীক্ষাপূর্বক ফলাফল প্রকাশ করতে হবে। কিন্তু বৈশ্বিক মহামারি কারণে আমরা এবার পরীক্ষা নিতে পারিনি। বিশেষ পদ্ধতিতে ফলাফল দিতে চাচ্ছি। এ জন্য আইনটি সংশোধন প্রয়োজন।

এই সংশোধনী আইনে কোনো বিশেষ পরিস্থিতিতে বিনা পরীক্ষা কিংবা সীমিত সিলেবাসে বিশেষ মূল্যায়নের বিধান রাখা হয়েছে। সংসদে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিলটি একদিনের মধ্যে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশোধনী আইনটি দুদিনের মধ্যে বিশদ যাচাই-বাছাই করে রিপোর্ট দিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আইনটি পাস হলে ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ পাবে বলে আশা করছে সরকার।

The post দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qSQYpz

Saturday, January 23, 2021

স্কুল খোলার আগে এক গুচ্ছ নির্দেশনা সরকারের

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ১১ মাস বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠক করে ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের স্কুল-কলেজ খুলে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। করোনার সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে স্কুল-কলেজ খোলার আগে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে ‘কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু’র এই নির্দেশনা জারি করা হয়। স্কুল খোলার পর দুই মাসের মধ্যে কোনো পরীক্ষা বা মূল্যায়নে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে ‘নো মাস্ক নো স্কুল’ নির্দেশনা টাঙাতে বলা হয়েছে।

সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে- সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে পুনরায় চালু হবে তা সরকার ঘোষণা করবে। কিন্তু প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে কি না, স্কুল চালু রাখলে ওই এলাকার সংক্রমণ বাড়িয়ে দিতে পারে কি না সেটিও বিবেচনায় আনতে হবে। মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রতিবেদককে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটি নিশ্চিত করতে হবে। এরপর সরকারের সিদ্ধান্ত পেলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। স্কুল-কলেজ খোলার আগে সরকারের পরিকল্পনায় ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের (শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, স্থানীয় স্বাস্থ্য ও প্রশাসন এবং কমিউনিটি) সম্পৃক্ত করতে বলা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে আনন্দঘন শিখন পরিবেশ নিশ্চিত করতে হবে। সর্বোপরি শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা, জনবল ও দক্ষতা ইত্যাদি বিবেচনায় বাস্তবসম্মতভাবে নির্দেশনা প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রতিষ্ঠানে অবস্থানকালে সব শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ও সংশ্লিষ্ট সবার সর্বদা মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে ‘নো মাস্ক নো স্কুল’ নির্দেশনা টাঙাতে হবে। শারীরিক দূরত্ব মেনে শ্রেণিকক্ষ ও প্রতিষ্ঠানের চত্বরে খোলা জায়গায় ১ মিটার বা ৩ ফুট দূরত্বে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে হবে। এমনকি বেঞ্চে বসার ক্ষেত্রেও ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে নির্দেশিত শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান চালুর প্রথম দুই মাসের মধ্যে কোনোরকম আনুষ্ঠানিক পরীক্ষা বা মূল্যায়ন করা যাবে না। শিক্ষার্থীদের ওপর যাতে কোনো প্রকার মানসিক চাপ সৃষ্টি না হয় এ বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো এলাকা জীবাণুমুক্ত রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য কন্টাক্টলেস থার্মোমিটার স্থাপন করতে হবে। ৬ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের জন্য রোগবিস্তারের ঝুঁকির ওপর নির্ভর করে মাস্ক ব্যবহারের সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ১২ বছরের বেশি সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। প্রতি ৩০ জন ছাত্রীর জন্য একটি টয়লেট ও ৬০ জন ছেলের জন্য একটি টয়লেট নিশ্চিতের চেষ্টা করতে হবে। শিক্ষক/কর্মচারী, ছাত্র ও ছাত্রী এবং প্রতিবন্ধীদের পরিচ্ছন্ন পৃথক টয়লেটের পরিকল্পনা করতে হবে। প্রতিটি টয়লেটে পানি, সাবানসহ অন্য স্যানিটারি সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা করতে হবে। সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্বের বিধি, হাত ধোয়ার সঠিক নিয়ম, মাস্ক পরার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচারে প্রশিক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট সময় পর পর নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়া ও পরিষ্কারের ব্যবস্থা রাখতে হবে। হাঁচি-কাশির শিষ্টাচার পালন করা ও উৎসাহিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মেঝেসহ সব এলাকা প্রতিদিন নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা রাখা এবং পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার পদ্ধতি অনুসরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে থাকাকালীন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীর মধ্যে করোনার উপসর্গ দেখা গেলে তাদের আলাদা কক্ষে রাখতে হবে। সুস্থ না হওয়া পর্যন্ত এটি নিশ্চিত করতে হবে। সমস্যা দেখা দিলে তাদের চিকিৎসাসেবা দিতে হবে। দরিদ্র, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের তালিকা করে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাঠদানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সব ছাত্র-ছাত্রীকে আনা সম্ভব না হলে একসঙ্গে এক শিফটে কতজন শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা সম্ভব, আসন ব্যবস্থা কেমন হবে ছাত্র-ছাত্রীদের, সে ব্যাপারে পরিকল্পনা করতে বলা হয়েছে। শিক্ষার্থীর চাহিদা বিবেচনায় ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এবং ধারণ ক্ষমতা অনুযায়ী কারা প্রতিষ্ঠানে আসবে আর কারা বিকল্প উপায়ে বা দূরশিক্ষণ কার্যক্রমে অংশ নেবে সে ব্যাপারে পরিকল্পনা করতে হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম একই সঙ্গে চালু করতে কতটি শিফট প্রয়োজন এবং প্রতিটি শিফটের জন্য কত কর্মঘণ্টা প্রয়োজন তা নির্ধারণ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের।

The post স্কুল খোলার আগে এক গুচ্ছ নির্দেশনা সরকারের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pfC9Nb

দেশে সার্বিক দারিদ্র্যের হার ৪২ শতাংশ: জরিপ

ফাতেহ ডেস্ক:

করোনার প্রভাবে দেশে সার্বিক দারিদ্র্যের হার (আপার পোভার্টি রেট) বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। দেশব্যাপী এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। শনিবার দারিদ্র্য ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব শীর্ষক এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপ অনুসারে, ২০১৬ সালে দেশের গ্রামাঞ্চলের সার্বিক দারিদ্র্য ছিল ২৬.৪ শতাংশ, ২০১৮ সালের জিইডি-সানেম জরিপ অনুসারে যা ছিল ২৪.৫ শতাংশ। কিন্তু করোনার প্রভাবে ২০২০ সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৩ শতাংশ। শহরাঞ্চলে সার্বিক দারিদ্র্যের হার ২০১৬ সালে ছিল ১৮.৯ শতাংশ, ২০১৮ সালে ছিল ১৬.৩ শতাংশ আর করোনার সময়ে ২০২০ সালে তা দাঁড়িয়েছে ৩৫.৪ শতাংশ।

জরিপের উল্লেখযোগ্য তথ্য হলো- ২০২০ সালে দেশে আনুষ্ঠানিকভাবে রেমিট্যান্স বা প্রবাসীয় আয়ের ব্যাপক প্রবৃদ্ধি হলেও ব্যক্তিক পর্যায়ে তা বরং কমে গেছে। কারণ হিসেবে বলা হয়, অনানুষ্ঠানিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে প্রবাসী আয় এসেছে। এতে বিনিময় হার কমে গেছে।

৮২.০৫ শতাংশ পরিবার বলেছে, দেশের বাইরে থেকে আসা প্রবাসী আয় কমেছে। একই ক্ষেত্রে আগের মতো আছে বলেছে ১৭.৬৬ শতাংশ পরিবার। ফলে প্রবাসী আয়ের প্রভাব সমাজে অতটা অনুভূত হয়নি, যতটা বলা হয়েছে, সে তুলনায়।

জরিপের ফলাফল তুলে ধরেন সানেমের গবেষণা পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। তিনি বলেন, সানেম নিজস্ব অর্থায়নে জরিপটি পরিচালনা করেছে। ‘এটা না হলে আমরা একটি পরিপ্রেক্ষিত হারিয়ে ফেলতাম। সেই তাড়না থেকেই এই জরিপ। দারিদ্র্য, অসমতা ও কর্মসংস্থান, এই তিনটি ক্ষেত্রে কোভিডের প্রভাব নিরূপণ করা হয়েছে বলে জানান সেলিম রায়হান।

জরিপের ফলাফলে দেখা গেছে, করোনার প্রভাবে দারিদ্র্যের কারণে মানুষ খাদ্যবহির্ভূত ব্যয় কমিয়ে দিয়েছে। পাশাপাশি অনেকে সঞ্চয় ভেঙে খেয়েছেন, ঋণ নিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। আবার জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭.৫২ শতাংশ পরিবার বলেছে, তারা খাপ খাওয়ানোর পথই খুঁজে পায়নি।

২০১৬ সালে দেশের গ্রামাঞ্চলের সার্বিক দারিদ্র্য ছিল ২৬.৪%, ২০১৮ সালের জিইডি-সানেম জরিপ অনুসারে যা ছিল ২৪.৫%। কিন্তু করোনার প্রভাবে ২০২০ সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৩%।
আর এই দারিদ্র্যের সবচেয়ে বড় প্রভাব পড়েছে অসমতায়। ভোগের ক্ষেত্র জিনি সহগ দাঁড়িয়েছে ০.৩৩। অথচ ২০১৮ সালে সানেম ও জিইডির আরেক জরিপে দেখা গিয়েছিল, এর মান ০.৩১। ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ অনুসারে এটি ছিল ০.৩২।

দারিদ্র্যের আরেকটি ফল হলো- শিক্ষাগ্রহণ ব্যাহত হওয়া। জরিপে দেখা গেছে, ২০১৮ ও ২০২০ সালের মধ্যে মাথাপিছু গড় শিক্ষাব্যয় কমেছে। অতিদরিদ্র পরিবারের জন্য এই হার হ্রাস সবচেয়ে বেশি ৫৮ শতাংশ। পাশাপাশি অনলাইন শিক্ষায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণও কম।

 

The post দেশে সার্বিক দারিদ্র্যের হার ৪২ শতাংশ: জরিপ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3c6ViNO

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে কোনো পরীক্ষা হবে না

ফাতেহ ডেস্ক:

করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি উঠেছে। সেই উদ্যোগ সফল করতে এবার গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। গাইডলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে কোনো পরীক্ষা না নেয়ার কথা বলা হয়েছে।

‘কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুকরণ’ শীর্ষক নির্দেশিকা প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে নির্দেশিকাটি সব মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বলা হয়েছে, এ গাইডলাইন অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়ামাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত থাকতেও বলা হয়েছে।

গাইডলাইনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বলা হয়েছে, ক্লাসরুমের বেঞ্চগুলোকে তিন ফুট দূরত্বে স্থাপন করতে হবে। বেঞ্চের দৈর্ঘ্য পাঁচ ফুটের কম হলে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে এবং পাঁচ থেকে সাত ফুট দৈর্ঘ্যের বেঞ্চে দুজন শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে।

স্কুলে প্রবেশের আগেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের শিফটিং পদ্ধতিতে ক্লাস, প্রথম ১৫ দিন শিক্ষা কার্যক্রম গ্রহণ করে আনন্দঘন পরিবেশ তৈরি এবং দুই মাসের মধ্যে কোনো পরীক্ষা না নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়। ৩৮ পৃষ্ঠার নির্দেশনাটি ইউনিসেফের সহযোগিতায় প্রস্তুত করা হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ ছুটি বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে।

The post শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে কোনো পরীক্ষা হবে না appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39c4D4V

প্রথম বিদেশ সফরে কানাডা যাচ্ছেন বাইডেন

ফাতেহ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে কানাডা যাচ্ছেন জো বাইডেন। আগামী ফেব্রুয়ারি মাসে এ সফর হওয়ার কথা বলা হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনো।

আলজাজিরা জানায়, শপথ নেয়ার দিন আলোচিত ‘কিস্টোন এক্সএল পাইপলাইন’ নির্মাণ কাজ বন্ধ করার আদেশ দেন বাইডেন। এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এর প্রেক্ষিতে প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। এতে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়সহ সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

গতকাল শুক্রবার কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের গভীর ও স্থায়ী বন্ধুত্ব নবায়ন করতে আগামী মাসে দুই নেতা আলোচনার টেবিলে বসছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনায় মার্কিন-কানাডীয় কৌশলগত সম্পর্ক, করোনা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে উঠে এসেছে।

পরিবেশগত ঝুঁকির কারণে ২০১৫ সালে প্রকল্পেটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে নিষেধাজ্ঞা তুলে নিলে কাজ শুরু হয়, যা বাইডেনের আদেশে আবার বন্ধ হয়ে গেছে।

The post প্রথম বিদেশ সফরে কানাডা যাচ্ছেন বাইডেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3664Qok

সেরামে ১ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি, সুরক্ষিত ভ্যাকসিন

ফাতেহ ডেস্ক:

ভারতে সেরাম ইনস্টিটিউটে আগুনের ঘটনায় অন্তত এক হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন। ফলে ভ্যাকসিন সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আদর পুনাওয়ালা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে পুনেতে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানার একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ শ্রমিক। কয়েক ঘণ্টা পরে একই জায়গায় আবারও আগুন লাগে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আদর পুনাওয়ালা বলেছেন, আমরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। তবে ভ্যাকসিনগুলো সুরক্ষিত রয়েছে। আগুন লাগার পর আমরা সেখান থেকে সব কর্মীকে উদ্ধার করতে পেরেছিলাম। আগুন নেভার পর জানতে পারি আমাদের পাঁচজন কর্মী মারা গেছেন। নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়েছি। তাদের প্রত্যেকের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

সেরামের ওই কারখানাতেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদন চলছে। শিগগিরই সেখানে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের ভ্যাকসিনও উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল শুক্রবার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আগুনের ঘটনায় কোভিশিল্ড সরবরাহে কোনো সমস্যা হবে না। তবে এতে রোটাভাইরাস এবং বিসিজি ভ্যাকসিনের উৎপাদন ও মজুতের ক্ষতি হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় আর্থিক ক্ষতি। এক হাজার কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে।’

আদর পুনেওয়ালা বলেন, ‘ঈশ্বরের কৃপায় এবং সবার দোয়ায় যেখানে কোভিশিল্ডের উৎপাদন ও মজুত ছিল, অগ্নিকাণ্ড হয়েছে সম্পূর্ণ আরেকটি ভবনে। সিরামের সিইও বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন স্থাপনা এবং যন্ত্রপাতি বসানো মাত্র চলছে। সম্ভবত সেটার কারণেই ঘটনাটি (অগ্নিকাণ্ড) ঘটেছে। আমরা যা হারিয়েছি তা হচ্ছে ভবিষ্যতের উৎপাদন।’

The post সেরামে ১ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি, সুরক্ষিত ভ্যাকসিন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oczd2H

২৭ জানুয়ারি দেশে প্রথম টিকা নিবেন একজন নার্স

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে দেশে আগামী ২৭ জানুয়ারি টিকাদান শুরু হচ্ছে। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হবে।

শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

সচিব বলেন, ২৭ জানুয়ারি ঢাকার  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। এছাড়া আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকরা থাকবেন। এর পরদিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি  হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া হবে।  পাঁচটি হাসপাতালে টিকা দিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে।

ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব।

ভারত থেকে উপহার হিসেবে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসে। এরপরই টিকাদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হলো।

বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

The post ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকা নিবেন একজন নার্স appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Nusl42

Friday, January 22, 2021

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নিশ্চিত করতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, দেশের সকল মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারির স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রস্তুতি নিতে হবে। পরবর্তী যেকোন সময়ে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি থাকে সেজন্যই এই নির্দেশ।

করোনা মোকাবেলার পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

The post শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39beOqm