Monday, August 31, 2020

প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে শোকের ছায়া

ফাতেহ ডেস্ক:

উপমহাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে দেশটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রণব মুখার্জির। বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় অস্ত্রোপচার হয় তার। এর মধ্যে তার দেহে করোনা সংক্রমণ দেখা দেয়। অস্ত্রোপচারের পরে কোমায় চলে গেলে শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রণব মুখার্জির।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা।

আনন্দবাজার পত্রিকা জানায়, শোক প্রকাশ করে এদিন একাধিক টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার একটিতে তিনি লিখেছেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। তার মৃত্যু একটি যুগের সমাপ্তি। আমি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের পরিবার, বন্ধু এবং সকল দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।’

টুইটারে প্রণবের সঙ্গে তার একাধিক ছবিও শেয়ার করেছেন কোবিন্দ।

প্রণবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরপর টুইটে প্রণবের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একটি টুইটে মোদি লিখেছেন, ‘ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে ভারত। আমাদের দেশের উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন তিনি। একজন অসাধারণ পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক হিসেবে রাজনীতি তথা সমাজের সমস্ত স্তরে উচ্চ প্রশংসিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়।’

অন্য একটি টুইটে মোদি লিখেছেন, ‘রাষ্ট্রপতি ভবনকে আমজনতার জন্য আরও বেশি ধরাছোঁয়ার মধ্যে এনে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির বাসভবনকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাহিত্যের কেন্দ্র করে তুলেছিলেন তিনি। রাজনীতির মূল নীতিগত বিষয়গুলি নিয়ে তার বিদগ্ধ পরামর্শ কখনই ভুলব না।’

ভারতীয় রাজনীতিতে যে ক’জন বাঙালির ছাপ রেখে গিয়েছেন প্রণব মুখার্জি ছিলেন তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন দেশটির প্রথম বাঙালি প্রেসিডেন্ট। এ দিন তার মৃত্যুসংবাদ শোনামাত্র শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি।’

তৃণমূল নেত্রী আরও বলেন, ‘প্রথমবার সাংসদ হিসেবে জেতার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাষ্ট্রপতি হয়ে ওঠা- কত স্মৃতি ভেসে আসছে। দিল্লিতে যাব, অথচ প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তার অবাধ জ্ঞান ছিল। তার কাছে সদা কৃতজ্ঞ থাকব। তাকে খুব মিস করব। অভিজিৎ এবং শর্মিষ্ঠার (প্রণবের ছেলেমেয়ে) প্রতি আমার সমবেদনা জানাই।’

প্রণব মুখার্জির মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এক টুইটে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দেশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনল। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমিও তাকে শ্রদ্ধা জানাই। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

The post প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে শোকের ছায়া appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YRXT6z

বঙ্গবন্ধুর হত্যাকারীরা স্বীকার করেছে জিয়া তাদের সমর্থন দিয়েছিলেন: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা স্বীকার করেছে যে, এই বর্বরোচিত ঘটনায় জিয়া তাদের সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তাই বিএনপি ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমানের সম্পৃক্ততা অস্বীকার করতে পারে না।

প্রধানমন্ত্রী সোমবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি এই ঘটনা থেকে তাদের দলীয় নেতাকে যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল ফারুক ও রশিদ বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছে, জিয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের আগে ‘গো এ্যাহেড’ বলে তাদের সব ধরনের সহায়তা দিয়েছিলেন। তাই বিএনপি জাতির পিতার হত্যাকান্ডে জিয়ার সম্পৃক্ততাকে অস্বীকার করতে পারে না।

বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়াও অন্যান্য হত্যাকারীদের স্বীকারোক্তিমূলক বক্তব্যে এটা বেরিয়ে এসেছে যে জিয়াও তাদের সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমানকে সেনা প্রধান করে।

প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন জিয়া তার সবকিছুই করে গেছেন। জিয়া মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিয়ে ছাত্র সমাজকে ধ্বংস করেছেন। তিনি ছাত্রদের নিয়ে ‘হিলফুলফুজুলে’ প্রমোদ ভ্রমণে বের হন। বঙ্গবন্ধু এই জাহাজটিকে পবিত্র হজ পালনের জন্য কিনেছিলেন।

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, স্বামীর পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়াও তার নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহার করেছেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী আরো বলেন, আমি ছাত্রদের হাতে কলম ও খাতা তুলে দিয়েছিলাম। কারণ আমি জানতাম যে একটি স্বাধীন দেশে ছাত্রদের সুনাগরিক হওয়া অত্যন্ত জরুরি।

বাংলাদেশের বিগত সকল আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় অধ্যায়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি বিগত সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ে পাকিস্তানী শাসক গোষ্ঠী আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। ছাত্রলীগ ভাষা আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল ও অংশ নিয়েছিল।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগ নেতাকর্মীদের সাধারণ মানুষকে জয় বাংলা স্লোগানে উদ্ভুদ্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে ছয় দফা তুলে ধরার জন্য এবং আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে ও প্রস্তাবিত স্বাধীন বাংলাদেশের পতাকা সম্পর্কে জনসাধারণের মতামত জানতে তাদের প্রতি নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলার নির্দেশ দিয়ে বলেন, ‘জাতির পিতা কখনোই নিজ স্বার্থের কথা চিন্তা করেননি। তিনি সব সময় দেশ ও দেশের জনগণের কল্যাণের কথা ভাবতেন।’

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ পড়ার নির্দেশ দিয়ে বলেন, ‘যদি তোমরা ভাল নেতা হতে চাও, তবে তোমাদের অবশ্যই এই তিনিটি বই পড়ে ভাল রাজনীতি সম্পর্কে জানতে হবে।’

প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের বঙ্গবন্ধু সম্পর্কে পাকিস্তানী গোয়েন্দা প্রতিবেদন পড়তে নির্দেশ দেন। এ থেকে তারা বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস ও তাঁর কাজ সম্পর্কে জানতে পারবে।

তিনি মানুষের জন্য আত্মউৎসর্গকারী ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ছাত্রলীগ নেতা কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ রোগে যারা মারা গেছে, তাদের জানাজা ও দাফন করানোর কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রকাশনা ‘মাতৃভূমি’র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট হত্যাকান্ডে শহীদ বঙ্গবন্ধু ও অন্যান্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইতিহাস একদিন ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নেপথ্যের চক্রান্তকারীদের মুখোশ এখনো উন্মোচিত হয়নি। ইতিহাস একদিন তাদের মুখোশ উন্মোচন করবে।’

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, সামরিক একনায়ক জিয়াউর রহমান রাজনীতিতে হত্যা ও গুম চালু করেন। তিনি বলেন, ক্ষমতা গ্রহণ করে জিয়া ব্রিগেডিয়ার হুদা ও খালেদ মোশাররফসহ বহু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেন। অভ্যুত্থানের মাধ্যমে কারাগারে ৪ জাতীয় নেতাকে হত্যা করা হয়। শত শত আওয়ামী লীগ নেতা-কর্মীকে গুম করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়াও ‘অপারেশন ক্লিন হার্ট’-এর নামে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা ও গুমের মাধ্যমে তার স্বামী জিয়ার মতো একই চেহারায় অভিভূত হন। তিনিও তার স্বামীর মতো এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দিতে ইনডেমনিটি বিল পাস করেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রতিশোধের পরিবর্তে দেশের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে ১৯৯৮ সালে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনাকে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকান্ড হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ও ছোট বোন রেহানা ছাড়া পরিবারের বাকি সবাইকে হারানোর বেদনা নিয়ে দেশ চালানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে।

দেশের সার্বিক বিশেষ করে শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মাস্ক পরতে, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়াসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

The post বঙ্গবন্ধুর হত্যাকারীরা স্বীকার করেছে জিয়া তাদের সমর্থন দিয়েছিলেন: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hOyS3J

পাঁচ মাসে দেশে ফিরেছেন ৯৫ হাজার প্রবাসী

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারীর মধ্যে গত পাঁচ মাসে দেশে ফিরে এসেছেন ৯৫ হাজার ৬২ জন প্রবাসী বাংলাদেশি। গত ১ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময়ে বিশ্বের ২৬টি দেশ থেকে এসব প্রবাসী বাংলাদেশি দেশে ফেরেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য জানায়।

ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল আলম বাসস’কে জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময়ে যারা ফেরত এসেছে তাদের মধ্যে ৮৮ হাজার ৪০৬ জন পুরুষ এবং ৬ হাজার ৬৫৬ জন নারী রয়েছেন।

তিনি জানান, বিদেশ ফেরত কর্মীদের মধ্যে বৈশ্বিক মহামারী করোনার কারণে কাজ না থাকা, কাজের বা চুক্তির মেয়াদ শেষ হওয়া, আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। অনেকে আবার বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়েও দেশে ফেরত এসেছেন।

ফেরত আসা কর্মীদের অনেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট দেশে ফিরে যেতে পারবেন বলে সূত্র জানায়।

বিদেশ প্রত্যাগত এসব কর্মীদের পুনর্বাসন প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বাসস’কে বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে সরকার সাতশ’ কোটি টাকার তহবিল গঠন এবং তাদেরকে পুনঃ প্রশিক্ষণের মাধ্যমে আবারও বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয় গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের জরুরি খাদ্য ও অন্যান্য সহায়তার জন্য প্রায় ১০ কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান, কভিড-১৯ এ মৃত প্রত্যেক প্রবাসী বাংলাদেশির পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে তিন লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য সাতশ’ কোটি টাকার তহবিল গঠনসহ বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের ৪ শতাংশ সরল সুদে বিনিয়োগ ঋণ প্রদান করা হচ্ছে। এ জন্য দুইশ’ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পুনর্বাসনে সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়ে গত ১২ জুলাই প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইমরান আহমদ বলেন, বিদেশ ফেরত কর্মীরা অভিজ্ঞতার বিবেচনায় দেশে-বিদেশে কর্মসংস্থানের অগ্রাধিকার পাওয়ার যোগ্য।

দেশে ফেরা কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন ২৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে পুরুষ কর্মী ২৮ হাজার ২২৯ জন। আর নারী কর্মী ফিরেছেন ১ হাজার ৪৮৫ জন।

সৌদি আরব থেকে ২০ হাজার ৮২৯ জন প্রবাসী কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৪৮৪ জন, আর নারী কর্মী রয়েছেন ২ হাজার ৩৪৫ জন। সৌদি ফেরত কর্মীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন।

The post পাঁচ মাসে দেশে ফিরেছেন ৯৫ হাজার প্রবাসী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gN2i0O

আমিরাতে স্কুল খুলেছে, ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১১ জন

ফাতেহ ডেস্ক:

পাঁচ হাজার ১০০ শিক্ষার্থীর একটি স্কুল। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর প্রথম দিনে গতকাল রোববার স্কুলে উপস্থিত ছিল মাত্র ১১ জন শিক্ষার্থী। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ ঘটনা ঘটেছে।

স্কুলটির অধ্যক্ষ জানান মোট শিক্ষার্থীর ৪০ জন বাদে সবার অভিভাবক অনলাইন শিক্ষা পদ্ধতি বেছে নেন। এই ৪০ জনের অভিভাবক শ্রেণিকক্ষে তাঁদের সন্তানদের পাঠাতে সম্মত হন। এদের মধ্য থেকে ১১ জন রোববার স্কুলে আসে। সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

মডেল স্কুল আবুধাবির অধ্যক্ষ ড. ভিভি আবদুল কাদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছি। অনেক ব্যয়বহুল হলেও শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগটি চালু করেছি। শিক্ষার্থীরা দুরত্ব বজায় রেখে বসছে। তবে সিংহভাগ অভিভাবক সংগত কারণেই অনলাইন পাঠদান পদ্ধতি বেছে নিচ্ছেন।’

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৬৯ হাজার ৬৯০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৩৮২ জন। আর সুস্থ হতে পেরেছে ৬০ হাজার ৬০০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।

The post আমিরাতে স্কুল খুলেছে, ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১১ জন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2QGB29A

Sunday, August 30, 2020

জার্মানিতে ‘করোনা বিরোধী’ বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ৩০০

ফাতেহ ডেস্ক:

নভেল করোনাভাইরাস রোধে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে জার্মানির বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেয়ায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বিবিসি জানায়, বার্লিনের প্রায় ৩৮ হাজার মানুষ শহরের রাস্তায় বিক্ষোভে যোগ দেয়। তবে শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একটি র‍্যালি থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়, যেখানে কট্টর ডানপন্থী দুষ্কৃতকারীরা পাথর ও বোতল ছুড়ে মেরেছে বলে অভিযোগ কর্তৃপক্ষের।

নিরাপত্তাজনিত নিয়ম ভাঙায় বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে বিক্ষোভকারীদের একটি দলকে ছত্রভঙ্গ করে পুলিশ। পরে পাথর আর বোতল ছুড়ে মারার অভিযোগে ওই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

বিভিন্ন জায়গায় গাদাগাদি করে অবস্থান করা বিক্ষোভকারীরা একপর্যায়ে মাটিতে বসে পড়ে। পরে প্রায় ৩০ হাজার মানুষের দ্বিতীয় একটি দল প্রথম দলটির সঙ্গে যুক্ত হয় এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, বিক্ষোভকারীদের অনেকে কট্টর দক্ষিণপন্থী টি-শার্ট পরা ছিল এবং পতাকা বহন করছিল। শনিবার বার্লিনে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছিলেন ষড়যন্ত্র তত্ত্বের জন্য খ্যাত লেখক অ্যাটিলা হিল্ডম্যান, যিনি বিক্ষোভকারীদের উদ্দেশে লাউডস্পিকারে বক্তব্য দেন।

বিক্ষোভে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়রও বক্তব্য রাখেন। বিক্ষোভকারীদের মধ্যে শিশুরাও ছিল। বিক্ষোভে কিছু মানুষ জানান যে, তারা শুধু বিক্ষোভ করার স্বাধীনতা চান।

এদিন বিক্ষোভকারীরা জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয় এবং গ্রেপ্তারও করে অনেককে।

বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ১৬টি ফেডারেল রাজ্য মাস্ক না পরলে ৫০ ইউরো জরিমানার শাস্তি আরোপ করেন। পাশাপাশি জনসমাগম করার ওপর নিষেধাজ্ঞা আগামী বছর পর্যন্ত বাড়ানো হয় দেশটিতে।

ইউরোপের আরো বেশ কয়েকটি শহরে এ ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, করোনাভাইরাস হচ্ছে এক ধরনের প্রবঞ্চনা। লন্ডনের ট্রাফালগার স্কোয়ারেও করোনা সংক্রমণ ঠেকাতে নেয়া বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ফাইভজি’র বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা লকডাউন ও করোনা বিরোধী স্লোগান ও ব্যানার প্রদর্শন করে। ‘মাস্ক স্তব্ধ করার অস্ত্র’ এবং ‘নিউ নরমাল = নতুন ফ্যাসিবাদ’ লেখা ব্যানার প্রদর্শন করে। প্যারিস, ভিয়েনা এবং জুরিখেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

The post জার্মানিতে ‘করোনা বিরোধী’ বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ৩০০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3b8j9Kt

করোনায় ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৭ : স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৯৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ১০ হাজার ৮২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৪৪ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ এক হাজার ৯০৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১১ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ১২০টি।

২৪ ঘণ্টায় নতুন ৪২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৩৩৫ জন ও নারী ৯১৩ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন ও ষাটোর্ধ্ব ২৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে সাতজন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৪২ জন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

The post করোনায় ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৭ : স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gIE3kg

ঋতু বদলের জ্বর: যেভাবে সুরক্ষা নিবে মাদরাসাগুলো

রাকিবুল হাসান:

কখনো হালকা ঠাণ্ডা আবার কখনো হালকা গরম। এই যখন আবহাওয়ার অবস্থা, অনেকেই এই সময়টায় অসুস্থ হচ্ছে; কারও জ্বর হচ্ছে, গলা ব্যথা, খাবারে অরুচি, মাথা ব্যথা, নাক বন্ধ থাকায় নিঃশ্বাস নিতে কষ্ট, বার বার হাঁচি দেওয়া, আর কাশির সমস্যায় স্বাভাবিক জীবনযাপনে বেশ প্রতিবন্ধকতাই দেখা দিচ্ছে। এটাকে বলা হয় ভাইরাল ফিভার বা মৌসুমি জ্বর। বছরের যে সময়টিতে, ঋতু বদলের ধারায় মৌসুমি জ্বর থাকে, ঠিক এই পিক টাইমেই খুলে দেয়া হয়েছে মাদরাসাগুলো। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যসম্মত উপায়ে মাদরাসাগুলো খুললেও মৌসুমি জ্বরের প্রকোপে পড়ছে ছাত্ররা।

ঢাকার বিভিন্ন মাদরাসায় খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যেই মৌসুমি জ্বরে আক্রান্ত হয়েছে সদ্য মাদরাসায় ফেরা কিছু ছাত্র। তবে মাদরাসায় মৌসুমি জ্বরের ভোগান্তিটা বেশ কয়েক বছর ধরেই বলে জানিয়েছেন জামিয়া আরাবিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক। ফাতেহ টুয়েন্টি ফোরকে তিনি বলেন, ‘মৌসুমি জ্বরের ভোগান্তিটা বেশ কয়েকবছর ধরেই আমাদের ভোগ করতে হচ্ছে। এমনকি বছরে দুতিন বারও আমাদের ছাত্ররা এ জ্বরের কবলে পড়ছে।’

এখন যেহেতু বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের মহামারি চলছে, তাই অনেকে আগের চেয়ে বেশি ভয় পাচ্ছে। তবে চিকিৎসকগণ উদ্বিগ্ন না হয়ে স্বাস্থ্যসম্মত বিষয়গুলো মেনে চলার ওপরই জোর দিয়েছেন। করোনাকালীন এই মৌসুমি জ্বরে কওমি মাদরাসাগুলো কিভাবে সুরক্ষা নিতে পারে—এই নিয়ে দুজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছে ফাতেহ টুয়েন্টি ফোর। তাদের নির্দেশনাগুলো নিম্নে তুলে ধরা হলো।

মৌসুমি জ্বর কিভাবে ছড়ায়

ঋতু পরিবর্তনের কারণে জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ইত্যাদিকেই মৌসুমি জ্বর ধরা হয়। হাঁচি-কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে থাকা, সারা শরীরে ব্যথা, মাথা ভার হয়ে থাকা, খাওয়ায় অরুচি, মুখে তিতাভাব ইত্যাদি ভাইরাস জ্বরের লক্ষণ।

মৌসুমি জ্বর কিভাবে ছড়ায় জানতে চাইলে চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত মাসিহ’স ডায়াবেটিক কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাওলানা মাসিহুল্লাহ ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন,’আসলে মৌসুমি জ্বর ছোঁয়াচে নয়। তবে রোগীর হাঁচি-কাশির মাধ্যমেই এই ভাইরাসটা ছড়ায়। তাই আক্রান্ত ব্যক্তির সঙ্গে যারা থাকবে, সতর্ক না হলে তারাও আক্রান্ত হতে পারে নতুন করে।’

আইসোলেশন এবং প্রাথমিক চিকিৎসা

করোনা পরিস্থিতির বিবেচনায় জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সার্জন ডা. শামসুল আরেফিন শক্তি। ফাতেহ টুয়েন্টি ফোরের সঙ্গে এক আলাপে তিনি বলেন, ‘মাদরাসাগুলোকে প্রথমেই একটি কাজ করতে হবে। কারো মধ্যে জ্বর-কাশি দেখা দিলে তাকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলতে হবে। অন্যদের সঙ্গে রাখা যাবে না। কারণ মৌসুমি জ্বর হাঁচি-কাশির মাধ্যমেও ছড়ায়। দ্বিতীয়ত, জ্বরাক্রান্ত ছাত্রদের করোনা পরীক্ষার প্রতি মাদরাসা কর্তৃপক্ষের তৎপর হতে হবে। একমাত্র পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে, এটা শুধুই ভাইরাস জ্বর, নাকি তা করোনার দিকে মোড় নিচ্ছে।’

ডা. মাসিহুল্লাহ বলেছেন, বিভিন্ন ধরনের জ্বর কমানোর ওষুধ রয়েছে। আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে জ্বর কমানোর ওষুধ খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ধরনের ওষুধ সেবন করা যাবে না। তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে প্যারাসিটামল এবং কুসুম গরম পানি পানের পরামর্শ দিয়েছেন তিনি। রোগীর মাথায় পানি ঢালা এবং কপালে জলপট্টি দেওয়ার কথাও বলেছেন।

কী খাবে মৌসুমি জ্বরাক্রান্ত ব্যক্তি

জ্বরাক্রান্তকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. শামসুল আরেফিন শক্তি। তিনি বলেছেন, ‘এই সময়ে পুষ্টিকর খাওয়াটা ভালো। আরেকটা জিনিস করা যেতে পারে। সেটা হলো—প্রত্যেক ছাত্রকে প্রতিদিন একটা করে ‘সিভিট’ খাওয়ানো যেতে পারে। জ্বর সারাতে ভিটামিন-সি আছে এমন ফল যেমন- আনারস, জাম্বুরা, কমলা, আমড়া, লেবু ইত্যাদি অত্যন্ত উপকারী।’

ডা. মাসিহুল্লাহ বলেছেন, ‘মৌসুমি জ্বরে আক্রান্ত হলে সব খাবারই খেতে পারবে। তবে তরল পান করতে হবে একটু বেশি। পানির পাশাপাশি ডাবের পানি, স্যালাইন, ফলের সরবত ইত্যাদি পান করতে হবে।’

মৌসুমি জ্বর সংক্রমণ রোধে কী করবে মাদরাসাগুলো

ডা. শামসুল আরেফিন শক্তি বলেন, ‘চেষ্টা করতে হবে জ্বরটি যেন আমার থেকে অন্যের কাছে না যায়। অন্যের কাছ থেকে আমার কাছে না আসে। এটা করার জন্য নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে, ঘনঘন হাত ধুতে হবে, বাইরে কম যেতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। আগে যেমন সবাই একসাথে ক্লাসে বসতো, এখন সেটা পরিহার করতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্লাসে বসতে হবে। মোটকথা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নিয়মগুলো এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হতে হবে।’

ঘুমের সময় ছাড়া বাকি সবসময় মাস্ক পরিধানের পরামর্শ ডা. মাসিহুল্লার। তিনি বলেন, ‘মাস্ক শুধু যে করোনা সংক্রমণ রোধ করবে তা না, বরং এটা মৌসুমি জ্বর সংক্রমণও রোধ করবে। তাই মাস্ক পড়া বাধ্যতামূলক।’

The post ঋতু বদলের জ্বর: যেভাবে সুরক্ষা নিবে মাদরাসাগুলো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bdToIv

Saturday, August 29, 2020

প্রথমবারের মত শহরজুড়ে তাজিয়া মিছিল হয়নি

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনার কারণে এ বছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে হোসেনী দালানের ভেতরে রাতে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয়েছে হোসেনী দালান চত্বরে। ইমামবাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শোকের মাতম আছে। তবে ছোট হয়ে এসেছে পরিসর। রাজধানীর হোসেনী দালান প্রাঙ্গনে বের হয় তাজিয়া। ইমামবাড়ায় প্রবেশ করতে হয়েছে স্বাস্থ্যমিধি মেনেই। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি।

এবার সব আনুষ্ঠানিকতা ইমামবাড়াকে ঘিরেই। প্রথমবারের মত শহরজুড়ে হচ্ছে না তাজিয়া মিছিল। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা।

The post প্রথমবারের মত শহরজুড়ে তাজিয়া মিছিল হয়নি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YHcfH1

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। এই সংকট মোকাবিলায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। তিনি বলেছেন, অনেকেই না জেনে, না বুঝে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

শনিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রবাস ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক পরলেই করোনার ঝুঁকি অনেকটাই কমে যায়। একারণে তিনি সকলকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।

জাহিদ মালেক বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। কিন্তু আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি। দেশের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ছয় শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।

দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ আরও অনেকে।

The post করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YIKuOo

১৫ আগস্ট নিয়ে তদন্ত কমিশন গঠনের আহ্বান আমুর

ফাতেহ ডেস্ক:

১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যায় কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

আজ শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আমির হোসেন আমু এ আহ্বান জানান।

১৪ দলের মুখপাত্র প্রবীণ এ আওয়ামী লীগের নেতা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের খুন করেও ক্ষান্ত হয়নি খুনিরা। তারা সারা দেশে খুন, হত্যা, রাহাজানির রাজনীতি শুরু করেছিল। তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দেয়, আইন করে এই হত্যাকাণ্ডের বিচারের রাস্তা বন্ধ করে দিয়েছিল। তাদের খুঁজে বের করতে হবে।

‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছিল। তারপর সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়। কিন্তু হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যার কারা কারা জড়িত তা বের করতে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন।’

বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাঁর জন্ম হয়েছিল বলেই আজ আমরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলাসহ বড় বড় পদের পরিচয় দিতে পারছি। আজ বাংলাদেশ মানেই উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির মহাসড়ক দিয়ে এগিয়ে চলার বাস্তবতা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য কামরুল হাসান খান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে হবে। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক দুর্নীতি উঠে এসেছে। এটা দূর করতে হবে।

বিএমএ মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, বিএমএ সদস্য আবু রায়হান প্রমুখ বক্তব্য দেন।

The post ১৫ আগস্ট নিয়ে তদন্ত কমিশন গঠনের আহ্বান আমুর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hAw5uV

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন

ফাতেহ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। করোনার কারণে খালেদা জিয়ার চিকিৎসা ঠিকমতো করতে না পারায় তার পরিবার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসনের লিখিত আবেদন আমরা পেয়েছি। তাঁর আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত ২৫ আগস্ট এ আবেদন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যেহেতু খালেদা জিয়া আদালতের নির্দেশেই জামিন পেয়েছিলেন, সেহেতু বিষয়টি এখন আদালতেরই এখতিয়ার। তাই সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ২৫ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার। মুক্তির পর থেকেই গুলশানের বাসভবন ফিরোজায় আছেন তিনি, সেখানেই চলছে তাঁর চিকিৎসা। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে খালেদা জিয়ার চিকিৎসা ব্যহত হচ্ছে, এমনটা জানিয়ে তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।

আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছয় মাসের মুক্তির মেয়াদ শেষ হবে। গত ২৫ আগস্ট খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় বলে শামীম ইস্কান্দার জানান।

এর আগে গত ২৪ মার্চ আইনমন্ত্রী আনিসুল হক তাঁর গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১-এর উপধারা ১ ধারা অনুযায়ী, খালেদা জিয়ার সাজার কার্যকারিতা স্থগিত করা হয়েছে। ওই দিন আনিসুল হক বলেন, বাংলাদেশ সরকার শর্তসাপেক্ষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য তাঁর সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। দুটি শর্তে তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো, এই সময়ে তাঁর ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

আইনমন্ত্রী আরো বলেছিলেন, ‘ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং এ সময় বিদেশে না যাওয়ার শর্তে তাঁকে মুক্তি দেওয়ার জন্য আমি মতামত দিয়েছি। সেই মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে।’

আইনমন্ত্রীর বক্তব্যের পরের দিন ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন।

গত ৮ ফেব্রুয়ারি ২০১৮ থেকে দুই বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন খালেদা জিয়া। এর মধ্যে ১১ মাস ধরে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে ২০০৮ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ মামলা দায়ের হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট সর্ম্পকিত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজা নিয়ে খালেদা জিয়া কারাভোগ করছিলেন।

The post খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hH6hgz

করোনায় ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৩১ : স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ২০৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট তিন লাখ আট হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

The post করোনায় ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৩১ : স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YHhOF9

Friday, August 28, 2020

‘সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় চলবে গণপরিবহন’

ফাতেহ ডেস্ক:

করোনা সংক্রমণের কারণে গত তিন মাস ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নিয়মটি তুলে দেয়া হচ্ছে। এই নির্দেশনা তুলে দিয়ে আগামী ১লা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। আজ এক ভিডিও কনফারেন্সে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

ওবায়দুল কাদের জানান, পরিবহনগুলোকে কয়েকটি শর্ত মেনে চলাচল করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বা দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৪শে মার্চ থেকে দেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১শে মে থেকে চালু করার অনুমতি দেয়া হয়। এ সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়। সম্প্রতি পরিবহন মালিকরা সম্পূর্ণ ধারণ ক্ষমতায় পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।।

The post ‘সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় চলবে গণপরিবহন’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34KxRpI

পাঁচ মাস পর মিসরে জুমা, মসজিদ খুলেছে বাহরাইন, কাতার

ফাতেহ ডেস্ক:

বিভিন্ন দেশ করোনা মহামারির দরুণ বন্ধ থাকা মসজিদগুলো নামাজের জন্য পুনরায় খুলে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বাহরাইন ও মিসরের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে কাতারও মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) মিসরের বড় বড় মসজিদসমূহে দীর্ঘ পাঁচ মাস পর জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করলে মার্চ মাসের শেষের দিকে মিসরের সব মসজিদ বন্ধ করে দেয় সরকার। এ সময় শুধু ‘আপদকালীন’ আজান দেওয়া ও একটি মসজিদ থেকে জুমার নামাজের সম্প্রচার অব্যাহত থাকে। করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসলে জুন মাসের শেষে স্বাস্থ্যবিধি মানার শর্তে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদসমূহ খুলে দেওয়া হয়। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের অনুমতির মাধ্যমে ‘আপদকালীন’ পর্বের সমাপ্তি হলো।

এ দিকে জুমার নামাজ চালু হওয়াকে মিসরের জনগণের ‘বিজয়’ বলে অবিহিত করেছেন ধর্মসচিব জাবেয় তায়ে। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিসরের জনগণ যেভাবে স্বাস্থ্য সচেতন হয়েছেন ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি আন্তরিক হয়েছেন- তা সত্যিই অভূতপূর্ব। আজকের এই আনন্দের দিনে সত্যিকারের নায়ক তারাই।

উল্লেখ্য, মিসরে বড় মসজিদগুলোতে নামাজ চালু হলেও ছোট মসজিদ ও নামাজঘরসমূহ এখনও বন্ধ রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধির অংশ হিসেবে মসজিদের অজুখানা ও জানাজাঘর বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া নামাজ ব্যতীত অন্য যেকোনো ধর্মীয় আয়োজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মিসরে এখন পর্যন্ত ৯৮ হাজার ৬২ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৪২ জনের।

এদিকে শুক্রবার (২৮ আগস্ট) বাহরাইনের মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে আরব নিউজ।

বৃহস্পতিবার বাহরাইনের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে শুক্রবারের জুমার নামাজ আদায় করা থেকে সবাইকে বিরত থাকবে হবে। জুমার নামাজ শুধু আহমেদ আল ফাতেহ ইসলামিক সেন্টার মসজিদে আদায় করা হবে। মসজিদ খুলে দেওয়া হলেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সব মসজিদে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে হবে। এ সময় প্রত্যেকটি পদক্ষেপের বিষয়ে কড়া নজরদারি রাখা হবে বলে জানায় বাহরাইনের ধর্ম মন্ত্রণালয়।

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাহরাইনে এখন পর্যন্ত ৫০ হাজার ৭৫৬ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১৮৯ জনের।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতার দৈনিক পাঁচ ওয়াক্তসহ জুমার নামাজ আদায়ের জন্য সব মসজিদ পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কাতারের সংকট ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে কাতারের সব মসজিদ নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতার সরকার বলছে, দেশজুড়ে কড়াকড়ি ধীরে ধীরে তুলে নেওয়া হবে। করোনার সংক্রমণ কিছুটা কমতে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাতারে এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৯৬ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১৯৬ জনের।

The post পাঁচ মাস পর মিসরে জুমা, মসজিদ খুলেছে বাহরাইন, কাতার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3b7zHlR

অসুস্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

শারীরিক অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন শিনজো আবে। শুক্রবার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দেশটির দীর্ঘ সময়ের এই প্রধানমন্ত্রী।

বিভিন্ন মাধ্যমে আগেই প্রচারিত হয়ে গিয়েছিল যে, পদত্যাগ করতে যাচ্ছেন আবে। সংবাদ সম্মেলনে কেবল আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ৬৬ বছর বয়সী এই রাজনীতিক।

আবে জানিয়েছেন, অন্ত্রজনিত ‘আলসারেটিভ কোলাইটিস’ পুরোনো রোগ আবারও তাকে ভোগাচ্ছে। আর এই শারীরিক অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব নয়।

“আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াব। আমার মনে হচ্ছে, জনগণ বিশ্বাস করে আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আত্মবিশ্বাসের সঙ্গে আমি পালন করে যেতে পারব না।”

প্রধানমন্ত্রী হিসেবে চলমান মেয়াদের আরও এক বছর অবশিষ্ট রয়েছে আবের। জনগণের পুরো সমর্থন থাকা সত্ত্বেও তা পূরণের আগেই সরে দাঁড়াতে হচ্ছে বলে ক্ষমা চেয়েছেন তিনি।

“জাপানের জনগণের সব ধরনের সমর্থন থাকা সত্ত্বেও আমার মেয়াদের পুরো এক বছর বাকি থাকার আগেই আমি অনেক কর্মপন্থা ও করোনা মোকাবিলার মাঝামাঝি অবস্থায় চলে যাচ্ছি- এই জন্য হৃদয়ের অন্তস্তল থেকে ক্ষমতা চাচ্ছি।”

আলসারেটিভ কোলাইটিস রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন আবে। এর কারণে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে মাত্র এক বছর দায়িত্ব পালন করে সরে দাঁড়িয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে এই নিয়ে দ্বিতীয়বারের মতো স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন আবে।

এখন নতুন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা আবে। নিয়মিত ভিত্তিতে চলে এই চিকিৎসা। ফলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের যথেষ্ট সময় পাওয়া যায় না।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নির্বাচিত করার আগ পর্যন্ত আবে দায়িত্বে থাকছেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দলের আইনপ্রণেতা এবং সদস্যদের মধ্যে নির্বাচন হবে। তবে অর্থমন্ত্রী তারো আসো ও প্রধান কেবিনেট সেক্রেটারি ইয়োশিদে সুগাসহ কে আবের স্থলাভিষিক্ত হতে পারেন তা এখনো পরিষ্কার নয়।

The post অসুস্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3b5wGSS

Thursday, August 27, 2020

জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের পক্ষে এক বিবৃতিতে তিনি জানান, ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়। গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সমাপনী পরীক্ষা না হলেও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এই ফলের ওপর ভিত্তি করে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেয়ার চিন্তা আছে।

The post জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lnpruj

৩ অক্টোবর পর্যন্ত কওমি মাদরাসা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩ অক্টোবর পর্যন্ত কওমি মাদরাসা ছাড়া সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এ সময়ে করোনার সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসস্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের সময় শিক্ষার্থীদের নিজেদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি প্রধান শিক্ষকরা তাদের সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

The post ৩ অক্টোবর পর্যন্ত কওমি মাদরাসা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gwrLvd

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ৪ হাজার ১২৭ জনের প্রাণহানি ঘটেছে।
গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২ হাজার ৪শ’ ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪শ’ ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে। এ পর্যন্ত ১৫ লাখ ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে করোনা শনাক্তের ১৭৩ তম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এছাড়া একদিনে ৩ হাজার ২শ’ ৭৫ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৪শ’ ৫৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।

গেল ২৪ ঘন্টায় মৃত ৪৫ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। এদিকে, কয়েকদিন কম থাকলেও, বিশ্বব্যাপী আবারও বেড়েছে একদিনে করোনা শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা।

গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩১০ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ৮ লাখ ২৮ হাজারের বেশি। আর নতুন করে ২ লাখ ৭১ হাজার ১৫৬ জনসহ বিশ্বে মোট শনাক্তের ২ কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে।

ভারতে গেল ২৪ ঘণ্টায় আবারও মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আর ভারতে একদিনে শনাক্ত হয়েছে প্রায় ৭৬ হাজার। দেশটিতে মোট শনাক্ত ৩৩ লাখের বেশি।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে তালিকায় এখনও সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে, পরপর দু’দিনই মৃতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে। এই মহাদেশে মৃতের সংখ্যা এক লাখ ৮৩ হাজারের বেশি। আর মোট শনাক্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার কমে আসায় লক্ষণ ছাড়া কাউকে পরীক্ষা না করার পরামর্শ দিয়েছে মার্কিন সেন্ট্রাল ডিজিস কন্ট্রোল সেন্টার। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু জায়গায় করোনার প্রকোপ কমে আসলেও ওহিও, ইন্ডিয়ানা, কেন্টাকি ও টেনেসিতে বাড়ছে করোনার প্রকোপ।

করোনা শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে, এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩৭ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৫৬ জনের।

The post করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34EbaDp

পরীক্ষা হবে না হয়তো, প্রমোশন দিতে হবে : প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যা কিছু করছি সব তোমাদের জন‌্য, ভবিষ‌্যৎ প্রজন্মের জন‌্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুলে যেতে পারছ না। তার পরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তো হবে না হয়তো, প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।’

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে বিদ্যুতের উপকারভোগী এক ছাত্রীর বক্তব্য শোনার পর এসব কথা বলেন।

চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা নেওয়া হবে না। ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন।

অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যে এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষাগুলো (জেএসসি-জেডিসি) নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে, সিদ্ধান্ত হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়েও।

আজ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে ছেলেমেয়েরা আজ স্কুলে যেতে পারছে না। এর ফলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। (এখন) অনলাইনে শিক্ষা দেওয়া হচ্ছে টেলিভিশনে। তোমারা সেখানে মনোযোগ দেবে। করোনাকালে প্রচুর সময় পাচ্ছ। তোমাদের পড়ার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই এ অবস্থা।’

The post পরীক্ষা হবে না হয়তো, প্রমোশন দিতে হবে : প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lqixEs

৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আগের ঘোষণা অনুযায়ী, এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।

দেশে করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রাখা শুরু হয়।

টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধই আছে।

১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও মহামারির কারণে স্থগিত হয়ে আছে। এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাও নেবে না সরকার।

The post ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ji0vSZ

Wednesday, August 26, 2020

প্রথমে ৫১ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ প্রথম দফায় ৫১ লাখ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে। পর্যায়ক্রমে জনসংখ্যার অনুপাতে ৩ কোটি ভ্যাকসিন পাবে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময়সভায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর পরিচালক ডা. শামছুল হক এ তথ্য জানান।

শামছুল হক বলেন, সারাবিশ্বে এখন পর্যন্ত ১৪১টি ভ্যাকসিন ডেভেলপ করেছে। এর মধ্যে ২৫টি ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে আছে। আর থার্ড ফেজ ট্রায়ালে আছে ছয়টি ভ্যাকসিন। এ ছয়টির মধ্যে তিনটি চায়নার, একটি অক্সফোর্ড, একটি মর্ডানার এবং একটি ফাইজারের। থার্ড ফেজের ট্রায়াল শেষ হওয়ার পরই ভ্যাকসিন কী অবস্থায় যাবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর মধ্যে কোনোটি আছে ডাবল ডোজ ভ্যাকসিন আর কোনোটি সিঙ্গেল। ডাবল ডোজের ক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার ১৪ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে ভ্যাকসিন কবে আসবে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। থার্ড ফেজ ট্রায়াল শেষে রেজাল্টের ওপর নির্ভর করবে ভ্যাকসিন কবে আসবে।

ডা. শামছুল হক বলেন, সারাবিশ্ব ভ্যাকসিন নিয়ে একটি প্রস্তুতি নিয়ে আছে। বাংলাদেশও প্রস্ততি নিয়ে রেখেছে। বাংলাদেশ বিভিন্ন ধরনের ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে কাজ করছে। যখনই ভ্যাকসিন আসুক না কেন, সারা পৃথিবীর মানুষ যেন একসঙ্গে তা পায়, সেটি ঠিক করতে বিশ্ব নেতারা গত ৪ জুন ভ্যাকসিন সামিট করেছেন। সামিটের সিদ্ধান্ত মতে একটি কো-ভ্যাক্স ফ্যাসিলিটি করা হবে, যেন পৃথিবীর সবাই সমহারে ভ্যাকসিন পায়।

তিনি আরও জানান, বিশ্বে ৭০০ মিলিয়ন মানুষের ভ্যাকসিন একসঙ্গে তৈরি করা সম্ভব নয়, এত ভ্যাকসিন তৈরি করার কোনো ইন্ডাস্ট্রিও নেই। তাই বিশ্ব নেতারা কো-ভ্যাক্স ফ্যাসিলিটি গঠন করেছেন। কো-ভ্যাক্স ফ্যাসিলিটি থেকে প্রথম ভ্যাকসিন দেওয়া হবে ফ্রন্টলাইদের (স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী)।

সে হিসেবে প্রথমপর্যায়ে সারা পৃথিবীর ৩ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। জনসংখ্যার অনুপাতে বাংলাদেশ ৫১ লাখ ভ্যাকসিন পাবে। এর পর কো-মরবিডিটি মেডিক্যাল ইলনেস (ডায়বেটিস, কিডনি, উচ্চরক্তচাপসহ ক্রনিক ডিজিজ রোগী) আছে এমন ২০ শতাংশ মানুষ ভ্যাকসিন পাবে। সে হিসেবে বাংলাদেশের ৩ কোটি ৪০ লাখ মানুষ ভ্যাকসিন পাবে। এই ২০ শতাংশ ভ্যাকসিন যেন ২০২১ সালের মধ্যে আসে, সে হিসেবে প্রস্তুতি নিচ্ছে কো-ভ্যাক্স ফ্যাসিলিটি। এ জন্য ফান্ড তৈরি করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে কো-ভ্যাক্স ফ্যাসিলিটি।

ডা. শামছুল হক বলেন, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে যেসব উন্নত দেশ আছে তারা কিনে নেবে। আর আমাদের মতো মধ্যম আয়ের দেশগুলো কো-ফাইন্যান্সিং হিসেবে যাবে। পৃথিবীর ৯২টি দেশ কো-ফাইন্যান্সিংয়ের আওতায় আছে। কো-ফাইন্যান্সিংয়ের মডেল কী হবে তা আগামী সেপ্টেম্বরের গ্যাভির বোর্ড মিটিংয়ে নির্ধারণ করা হবে।
ভ্যাকসিন এলে আমরা কী করব তা নিয়ে কাজ শুরু করেছি। তবে ভ্যাকসিন আসার পর কাদের আগে দেব, কীভাবে দেব এবং কোন প্রতিষ্ঠান কাজ করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ উপস্থিত ছিলেন।

The post প্রথমে ৫১ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hxOmsB

পদ্মাসেতুর কাজ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দেশের সর্ববৃহৎ সেতুপদ্মা সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। ২০২২ সালে এটির কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৬ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ বাড়ানো হয়েছে। এর আগে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের মধ্যে। সেভাবেই কাজটি এগুচ্ছিলো। কিন্তু করোনা ভাইরাস সব কিছুই ওলট-পালট করে দিয়েছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি জানান, প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা।

The post পদ্মাসেতুর কাজ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gtqbu3

দেশে একদিনে মৃত্যু ৫৪, শনাক্ত ২৫১৯

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৭০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫১৯ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৪২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

The post দেশে একদিনে মৃত্যু ৫৪, শনাক্ত ২৫১৯ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2FZn94p

Tuesday, August 25, 2020

আশুরায় শরীর রক্তাক্ত করা হারাম: খামেনি

ফাতেহ ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফতোয়া দিয়েছেন যে, মহররম ও আশুরার শোক পালনের ক্ষেত্রে শরীর রক্তাক্ত করা হারাম। এমনকি এ কাজ গোপনে করতেও নিষেধ করেছেন তিনি। মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

খামেনি বলেছেন, শোক প্রকাশের নামে এ ধরনের কাজ করা হলেও এটি আসলে শোক প্রকাশ নয়। বরং এর মাধ্যমে শোক প্রকাশের ধ্বংস সাধন করা হয়। শুধু শরীর রক্তাক্ত নয়, সেইসঙ্গে পোশাক খুলে তথা খালি গা হয়ে শোক প্রকাশেরও বিরোধিতা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।

মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শিয়া সম্প্রদায়ের লোকেরা তাজিয়া বা শোক মিছিল করেন। সেখানে ছুরি, কাঁচি, তরবারি বা এ জাতীয় সরঞ্জাম দিয়ে অনেকে নিজের শরীরকে রক্তাক্ত করেন। যার কোনো ভিত্তি ইসলামের তৎকালীন যুগে পাওয়া যায় না।

রাজধানীর পুরনো ঢাকায় প্রতি বছর আশুরার দিন উপলক্ষে এ রকম শোক মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। সেখানে অনেকেই শোক প্রকাশের নামে বিভিন্ন সরঞ্জাম দিয়ে রক্ত ঝরান। তবে এবার করোনাভাইরাসের কারণে আরোপিত বিধি-নিষেধের অংশ হিসেবে উন্মুক্ত স্থানে শোক মিছিল করা যাবে না।

ইরনা জানিয়েছে, দেশটির শীর্ষ স্থানীয় অনেক আলেম মনে করেন, আশুরা উপলক্ষে এ ধরনের কর্মকাণ্ডের ফলে শত্রুরা পবিত্র ইসলাম ধর্ম নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নিচ্ছে। সুতরাং শোক প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি না করার ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে।

The post আশুরায় শরীর রক্তাক্ত করা হারাম: খামেনি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aXkGmk

বিশ্বের অনেক দেশে করোনা কমছে: ডব্লিউএইচও

ফাতেহ ডেস্ক:

দক্ষিণ এশিয়া বাদে বিশ্বের অধিকাংশ দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।

সংস্থাটির আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতিশিদো মোতি মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বের অনেক দেশে মনে হচ্ছে করোনাভাইরাস কমেছে।’

‘ইউরোপিয়ান অঞ্চলে গত তিন সপ্তাহ ধরে নতুন রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কম। পড়তির দিকে মৃত্যুর সংখ্যাও।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ীও এ কথার সত্যতা মিলছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী ১৭ লাখ ৪২ হাজার ৯৭৬ জন রোগী পাওয়া গেছে। যা তার আগের সপ্তাহের তুলনায় প্রায় এক লাখ কম।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, মোট রোগীর সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৩৩৩ জন। মারা গেছেন ৮ লাখ ২৩ হাজার ২৭৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৩৭৭ জন।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। আক্রান্ত ও শনাক্তের তালিকায় তিন নম্বরে থাকা দেশটিতে মোট ৩২ লাখ ৩১ হাজার ৭৫৪ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৫৯ হাজার ৬১২ জনের।

এই অঞ্চলে জুলাইয়ের শেষ দিক থেকে রোগী বাড়তে শুরু করে।

The post বিশ্বের অনেক দেশে করোনা কমছে: ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Yux6x9

কওমি মাদরাসা খোলার ‘স্পষ্ট’ অনুমতি মিলেছে

ফাতেহ ডেস্ক:

আলেম-উলামাদের দাবির প্রেক্ষিতে ৬টি শর্তে কওমি মাদরাসার কিতাব বিভাগ খোলার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত নোটিশ দিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এর আগে সোমবার (২৪ আগস্ট) কওমি মাদরাসার দাওরায়ে হাদিসসহ অন্যান্য পরীক্ষা গ্রহণের অনুমতি দেয় সরকার। এ ছাড়া ১২ জুলাই থেকে দেশের হিফজ বিভাগ খোলার অনুমতি দেওয়া হয়।

বেশ কিছুদিন ধরে বক্তব্য ও বিবৃতির মাধ্যমে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছিলেন আলেমরা। কওমি মাদরাসার সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা হাইয়াতুল উলইয়া ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড পৃথক পৃথকভাবে কওমি মাদরাসা খুলে দেওয়ার আবেদন করেন।

এদিকে সোমবার মন্ত্রিসভার মিটিং শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নেওয়ার অনুমতি দিয়েছে। তবে মাদরাসার শিক্ষাকার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়নি।

এরই মাঝে সোমবার বিকেলের দিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী (মাদরাসা শাখা-২) স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে মাদরাসা খোলার ঘোষণা দেওয়া হয়নি।

ফলে কওমি মাদরাসা খোলা নিয়ে এক ধরনের ধুম্রজাল সৃষ্টি হয়। অবশেষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে শিক্ষাবোর্ডের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত নোটিশে স্পষ্টভাবে মাদরাসাগুলো খোলার কথা জানানো হলো।

নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে কওমি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হলো। এক্ষেত্রে প্রয়োজনে স্বাস্থ্য বিভাগ মনিটরিং করতে পারবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এ সময় ৬টি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

শর্তগুলো হলো- ১. প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক, হ্যান্ডগ্লাভস, মাথায় নিরাপত্তা টুপি পরা আবশ্যক। ২. মাদরাসায় প্রবেশের আগে গেটে স্যানিটাইজিং করতে হবে। ৩. শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে অবস্থান করবে, বিক্ষিপ্তভাবে চলাফেরা করবে না। ৪. একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে অবস্থান করবে। ৫. করোনার কারণে কোলাকুলি ও হাত মেলানো যাবে না এবং ৬. শিক্ষক ও কর্মচারীরাও একইভাবে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস করাবেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে কওমি মাদরাসাগুলোর শিক্ষাকার্যক্রমও বন্ধ হয়ে যায়।

The post কওমি মাদরাসা খোলার ‘স্পষ্ট’ অনুমতি মিলেছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Ey5UGI

ডা. সিরাজুল ইসলাম হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা

ফাতেহ ডেস্ক:

রাজধানীর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী রাখাসহ নানা অনিয়ম পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শুরু হয়ে এ অভিযান শেষ হয় বিকেলে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে আমরা দেখেছি। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ। এ ছাড়া হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতাল এক ফ্লোরে কখনোই এ দুটি ইউনিট রাখতে পারে না।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছে। এগুলো ঠিক করতে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে।

The post ডা. সিরাজুল ইসলাম হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34wuoLq

সেপ্টেম্বরে গণপরিবহনে আগের ভাড়া ফিরতে পারে: ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। তিনি আরো বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে।

আজ মঙ্গলবার কুমিল্লা জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক। দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে।’

মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী এবং সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহবান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনার সংক্রমণ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা একটি ট্রেন্ড ধরে চলছে। বাড়ছেও না, কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। তবে তা নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই।

সেতুমন্ত্রী শঙ্কা প্রকাশ করে বলেন, বেশিরভাগ মানুষ মাস্ক পরিধান করছে না, এ ধরনের অবহেলা ভয়ংকর ঝুঁকি বাড়াতে পারে। নিজের এবং সবার স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে বাইরে বের হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

-এটি

The post সেপ্টেম্বরে গণপরিবহনে আগের ভাড়া ফিরতে পারে: ওবায়দুল কাদের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Quio4B

‘আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জিয়া পরিবার নিয়ে ষড়যন্ত্র’

ফাতেহ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জিয়া পরিবারের অবস্থান। সেজন্য তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে।

মঙ্গলবার সকালে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার অবদানকে খাটো করে দেখানোর জন্য ১৫ আগস্টের ঘটনার সঙ্গে তাকে জড়ানোর একটি প্রচার-প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

‘নতুন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি এ দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিশ্বাসের ওপর একটি অবমাননা বলে আমি মনে করি। একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়াকে জড়িত করার যে অবস্থা, সেটা এরই একটি অংশ’ যোগ করেন তিনি।

এ সময় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের গণতন্ত্রের চেতনা আজ ভূলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং নির্যাতন-নিপীড়ন আর দুঃশাসন চলছে।’

তিনি বলেন, ‘করোনা সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশকেও তছনছ করে দিয়েছে। এই অবৈধ সরকারের সম্পূর্ণ উদাসীনতা ও অযোগ্যতা পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। মানুষের জীবন ও জীবিকার কোনো মূল্য না দিয়ে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে।’

এছাড়া চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজকে মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চলছে। এখানে উপস্থিত থাকা খ্যাতনামা ও রণাঙ্গনের অনেক মুক্তিযোদ্ধাকেও কারাগারে যেতে হয়েছে এবং নির্যাতন ভোগ করতে হয়েছে। কারণ, তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘ঠিক একইভাবে গতকাল (২৪ আগস্ট) দুর্ভাগ্যজনকভাবে চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের ওপর সরকারি দলের সংসদ সদস্যের গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে এবং আহত করেছে। শুধু একটাই কারণ- কেন সংসদ সদস্যকে সমর্থন করা হলো না।’

The post ‘আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জিয়া পরিবার নিয়ে ষড়যন্ত্র’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aSewns

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত: সেতুমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করে দেশরত্ন শেখ হাসিনা যে উদারতার পরিচয় দিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি ভাসানচরে পুনর্বাসনের প্রস্তুতিও চলছে। এ সংকটে আমাদের পরিবেশ, প্রতিবেশ, পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে ১১ লাখ অতিরিক্ত মানুষের (রোহিঙ্গা) বোঝা বাংলাদেশে কীভাবে বইবে? এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের বিষয়ে সম্প্রতি পরিবহন মালিক-শ্রমিকসহ স্টেকহোল্ডারদের নিয়ে বিআরটিএ সভা করেছে। সে সভার সুপারিশ সরকারের বিবেচনার জন্য পেশ করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা-ভাবনা করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার পর আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলেছি। শিগগিরই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। প্রতিদিনের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা একটি ট্রেন্ড ধরে চলছে। বাড়ছেও না, আবার কমছেও না।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ তুলনামূলক অবস্থান ভালো হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। এরই মাঝে রাজধানী ঢাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘বাইরে বের হলে মনে হয় দেশ করোনাই নেই। অধিকাংশ মানুষ মাস্ক পরিধান করছে না। এ ধরনের অবহেলা ভয়ঙ্কর ঝুঁকি বাড়াতে পারে। অনেক দেশে ইতোমধ্যে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে।’

The post রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত: সেতুমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2EtCIk2

Monday, August 24, 2020

ইতালিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণ

ফাতেহ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব আবারও বেড়েছে ইউরোপের দেশ ইতালিতে। গত একদিনেই দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ১২০৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২ লাখ ৫৯ হাজার ৩৪৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়রেও বাড়েনি মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত একদিনে মৃত্যু হয়েছে ৭ দিনের। যা আক্রান্তের তুলনায় অনেক কম। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪৩৭ জন। তবে সুস্থ হয়েছেন ২ লাখ ৫ হাজারেরও বেশি মানুষ।

দেশটিতে আবারো করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত স্থানীয়রা। চলমান এ প্রকোপ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে স্থানীয় সরকার। তবে ধারণা করা হচ্ছে গরমের ছুটি কাটাতে দেশটির জনগণ বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে ফেরার সময় তারা করোনা ভাইরাস বহন করে নিয়ে এসেছে। আর এতে আবারো লকডাউনে যেতে পারে ইতালি।

The post ইতালিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lih0QM

করোনায় আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মমিন উদ্দিনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের মেঝ ছেলে আলহাজ্ব শেখ মমিন উদ্দিন (৬২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ভাই শেখ আফিল উদ্দিন সোমবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুকালে শেখ মমিন উদ্দিনের বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি দেশের অন্যতম ট্যানারি এসএএফ লেদার ইন্ডাস্ট্রিজ, আকিজ ফুটওয়্যার ও গোন্ডেন-আকিজ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আফিল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমিন উদ্দিনের মৃত্যু হয়। মরহুমেরে প্রথম জানাযা সোমবার বাদ এশা আদ দ্বীন হাসপাতালে, দ্বিতীয় জানাযা মঙ্গলবার ফজরবাদ যশোরের নওয়াপাড়ার এসএএফ জামে মসজিদে এবং পরবর্তী জানাযা তার পৈতৃক ভিটা বেজেরডাঙ্গায় সম্পন্ন হবে।

জানাযা শেষে তাকে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের কবরের পাশে দাফন করা হবে।

The post করোনায় আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মমিন উদ্দিনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3b0mlaP

‘আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল ক্রাইস্টচার্চে হামলাকারীর’

ফাতেহ ডেস্ক:

গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫১ জন নিহত হন। ওই হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ২৯ বছর বয়সী ব্রেন্টন টেরেন্ট নামের এক অস্ট্রেলিয়ান শেতাঙ্গ।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদ ছাড়াও আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল তার বলে জানিয়েছেন দেশটির আদালত। সোমবার সকালে আদালতে এ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে। খবর বিবিসির।

টেরেন্টকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে। সম্ভবত প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা নেই তার। নিউজিল্যান্ডে এর আগে কখনও এ ধরনের শাস্তি ঘোষণা করা হয়নি।

গত বছরের ১৫ই মার্চ মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় টেরেন্ট। আদালতের শুনানিতে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদ ছাড়াও আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল তার। মসজিদগুলো পুড়িয়ে ফেলারও পরিকল্পনা ছিল তার। যত বেশি পারা যায় মানুষ হত্যা করতে চেয়েছিল সে।

ক্রাইস্টচার্চ শহরের প্রধান মসজিদ আল নূর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর প্রথমে হামলা হালানো হয়। অস্ট্রেলিয়ার গ্রাফটন এলাকার অধিবাসী টেরেন্ট অনলাইনে ৭৩ পৃষ্ঠার একটি ম্যানিফেস্টো প্রচার করেন। হেলমেটে বসানো মাইক্রো ক্যামেরার মাধ্যমে তিনি হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করেন। আল নূর মসজিদে হত্যাযজ্ঞ চালানোর পর তিনি কাছাকাছি লিনউড মসজিদে যান এবং সেখানেও নামাজরত মুসল্লিদের ওপর হত্যালীলা চালান।

টেরেন্ট ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। করোনার কারণে নিউজিল্যান্ডে কড়াকড়ি আরোপ করায় এই শুনানিতে কারো উপস্থিতি নেই। শুনানির সময় কারাগারের ধূসর পোশাকে দেখা গেছে ব্রেন্টন টেরেন্টকে। সে সময় তার আশেপাশে তিনজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুনানির সময় টেরেন্টকে ভাবলেশহীন অবস্থায় দেখা যায়।

তাকে সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে উচ্চ আদালতের বিচারপতি ক্যামেরুন মেনডার তাকে প্যারল ব্যতিত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ক্ষমতা রাখেন।

The post ‘আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল ক্রাইস্টচার্চে হামলাকারীর’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2CS9Kd4

কওমি মাদরাসাগুলোকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলো সরকার

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে আটকে থাকা কওমি মাদরাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের সকল পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

তিনি জানান, কোভিড-১৯ এর কারণে ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা। মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদরাসার একটি বোর্ড জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলেও কিতাব বিভাগে ক্লাস চালুর অনুমতি দেয়নি সরকার।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, স্কুল, কলেজ খুলে দেওয়া বা পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয়।

এর আগে দেশের সব হাফিজিয়া মাদরাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দিয়েছে সরকার। গত ৮ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, এসব মাদরাসাকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

এইচএসসি, অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা পিইসির বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ তারা মোটামুটি আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা সেটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করছে। তারা দেখবে দেখে একটা সিদ্ধান্ত নেবে। সচিব (প্রাথমিক ও গণশিক্ষা) কালকেও প্রেসে কথা বলেছেন। তবে স্কুল, কলেজ এখনও খোলার মতো সময় আসছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।

The post কওমি মাদরাসাগুলোকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলো সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gmihCH

নেতার চেয়ে নৌকার প্রার্থী বেশি!

ফাতেহ ডেস্ক:

মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে চলছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে যেতে এবং প্রার্থী হওয়াটাই যেন এখন মুখ্য বিষয়। কেউ সুযোগ হাত ছাড়া করতে চান না। এর কয়েকটি কারণের মধ্যে অন্যতম একটি ক্ষমতাসীন দলের মনোনয়নপত্র কিনে এলাকায় প্রচার প্রচারণায় থাকা! পাশাপাশি দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাত হওয়ার সুবর্ণ সুযোগ। তাই এ সুযোগ হাতছাড়া করতে চান না নেতারা।

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) হতে মরিয়া দলীয় নেতারা। একই সঙ্গে দলটি দীর্ঘদিন ক্ষমতায় থাকাতে নেতাকর্মীদের মাঝে গ্রুপিং সৃষ্টি হয়েছে বেশি। যে কারণে নেতার চেয়ে প্রার্থীই বেশি! মোটামুটি পরিচিত সব নেতাই সংসদ সদস্য হতে চান।

জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশায় ১৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। ১৭ আগস্ট থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে, ঢাকা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ২০ জন, ঢাকা-১৮ আসনে ৫৬ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন।

উল্লেখ্য, এই ৫টি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ১৭ আগস্ট হতে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ এবং জমা দানের আহ্বান করে আওয়ামী লীগ।

এদিকে রোববার পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। অন্য দুটি আসনে ভোট গ্রহণ করা হবে ১৭ অক্টোবর। তবে করোনার প্রকোপ ও বন্যা পরিস্থিতির কারণে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আসন দুটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

The post নেতার চেয়ে নৌকার প্রার্থী বেশি! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2EwwBva

Sunday, August 23, 2020

আশুরায় তাজিয়া মিছিল নিষদ্ধ

ফাতেহ ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রুখতে আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে ইনডোরে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

দেওয়া হয়েছে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে বেশ কিছু নির্দেশনা। যেকোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি মোকাবিলায় পোশাকে ও সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্যরা। ডগ স্কোয়াড ও বোম স্কোয়াডের পাশাপাশি থাকবে সিসিটিভি মনিটরিং ব্যবস্থাও।

আজ (রোববার) বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

আশুরা অনুষ্ঠান আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, করোনা ভাইরাসের বিস্তার রুখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনুষ্ঠান স্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইমামবাড়াগুলোতে সবাইকে একসাথে না ঢুকিয়ে খন্ড খন্ড দলে বিভক্ত করে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

পবিত্র আশুরার বেদনা বিধুর ঘটনা স্মরণ করে ডিএমপি কমিশনার বলেন, আমরা ধর্মীয়ভাবে উদার একটি সমাজ ও রাষ্ট্রে বসবাস করি। শান্তিপূর্ণভাবে আশুরা উদযাপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পবিত্র আশুরা উপলক্ষে কোনো বিরোধ থাকলে শান্তিপূর্ণভাবে তা মীমাংসা করতে হবে। আশুরার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র‌্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং লালবাগ, মিরপুর ও তেজগাঁও বিভাগের শিয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে-

১। পবিত্র আশুরা কেন্দ্রিক ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

২। পুলিশ পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ মোতায়েন থাকবে।

৩। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড ও বোম ডিসোপজাল ইউনিট দিয়ে সুইপিং করানো হবে।

৪। ইমামবাড়াসহ তার আশাপাশে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

৫। মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করে আর্চওয়ের মধ্যদিয়ে সকলকে ইমামবাড়ায় প্রবেশ করত দেয়া হবে।

৬। আয়োজক কমিটি পরিচয়পত্রসহ পর্যাপ্ত সেচ্ছাসেবক নিয়োগ করবেন।

ইমামবাড়া কেন্দ্রিক আয়োজক কমিটিকে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে-

১। প্রতিটি ইমামবাড়ার প্রবেশ পথ ও প্রস্থানের পথ পৃথক করতে হবে।

২। ইমামবাড়ায় প্রবেশমুখে প্রয়োজনীয় সংখ্যক বেসিন, পানির ট্যাংক, সাবান এবং পৃথকভাবে হ্যান্ড স্যানিটাইজার রাখা ও জীবাণুনাশক চেম্বার স্থাপনের ব্যবস্থা করতে হবে।

৩। ইমামবাড়ার প্রবেশমুখে প্রয়োজনীয় সংখ্যক তাপমাত্রা মাপার যন্ত্রসহ স্বেচ্ছাসেবক রাখতে হবে।

৪। কোনোক্রমেই মাস্ক ছাড়া কাউকে ইমামবাড়ায় প্রবেশ করতে দেয়া যাবে না।

৫। ইমামবাড়ায় সামাজিক দূরত্ব কমপক্ষে ৩ ফুট কঠোরভাবে বজায় রাখতে হবে।

৬। করোনা সন্দেহজনক উপসর্গ যেমন- জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যাথা ইত্যাদি নিয়ে কোন ব্যক্তিকে ইমামবাড়ায় প্রবেশ করতে দেয়া যাবে না।

৭। করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে শিশু ও ষাটোর্ধ্ব এবং অসুস্থ ব্যক্তিদের ইমামবাড়ায় প্রবেশে নিরুৎসাহিত করতে হবে।

The post আশুরায় তাজিয়া মিছিল নিষদ্ধ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34qj5V1

করোনা: ‘বার্থডে পার্টিতে’ পুলিশের হানা, পালাতে গিয়ে ১৩ মৃত্যু

ফাতেহ ডেস্ক:

করোনায় বিধিনিষেধ লঙ্ঘন করে আয়োজিত একটি জন্মদিনের পার্টিতে হানা দেয় পুলিশ। অভিযানের মুখে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৩ জনের প্রাণহানি ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানায়, পেরুর রাজধানী লিমার লস ওলিভস জেলায় একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।করোনা সংক্রমণ রোধে মানুষের জমায়েতের উপর এ মাসে কঠোর কড়াকড়ি আরোপ করে লাতিন আমেরিকার দেশটি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিধিনিষেধ লঙ্ঘন করে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান করে স্থানীয় থমাস রেস্টোবার নাইটক্লাবে এ জন্মদিনের পার্টির আয়োজন করা হয়। এ পার্টিতে অন্তত ১২০ জন মানুষ অংশ নেয়। নাইটক্লাবটিতে পুলিশ অভিযান চালালে পালাতে গিয়ে ১৩ জনের মৃত্যু ঘটে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে পুলিশ টিয়ার গ্যাস বা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করেনি। পার্টিতে আগতরা একটি মাত্র দরজা দিয়ে পালানোর সময় পদদলিত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

তবে একজন স্থানীয় বাসিন্দা বলেন, পুলিশ নাইটক্লাবে ঢুকেই টিয়ার গ্যাস ছুড়ে মারে এবং ভেতরের সবাইকে ঘুষি মারতে থাকে। করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে লাতিন আমেরিকায়। অঞ্চলটিতে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে পেরুতে মারা গেছেন প্রায় সাড়ে ২৭ হাজার মানুষ।

The post করোনা: ‘বার্থডে পার্টিতে’ পুলিশের হানা, পালাতে গিয়ে ১৩ মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34woLwR

৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

ফাতেহ ডেস্ক:

জাতীয় সংসদে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন ১৭ অক্টোবর আর পাবনা-৪ আসনের উপ-নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ (রোববার) এই তিনটি আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে শূন্যঘোষিত ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তারিখ পেছালো। করোনাভাইরাস সংক্রমণের কারণে এ দুই আসনে উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর আজ রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা শুরু হয়। সভায় সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার সময় সচিব জানান, করোনা পরিস্থিতিতে কোন নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব।

উল্লেখ্য, গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন, ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম, ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাঁচটি আসন শূন্য হয়।

The post ৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31m0WWt

ঢাকা-চট্টগ্রামের পরই করোনার ভয়াবহতা বেশি কুমিল্লায়

ফাতেহ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রামের পর দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। সরকারি হিসেবে ২২ আগস্ট পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৬৩ জন। এদিকে, করোনা লক্ষণ ও উপসর্গ নিয়ে আড়াই মাস ধরে শুধুমাত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন ৫ জন। মৃত্যু ও সংক্রমণের ভয়াবহতার জন্য অসচেতনতাই মূল কারণ বলে মনে করছেন চিকিৎসকরা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালু হয় ৩ মার্চ। এরপর থেকে ২১ আগস্ট পর্যন্ত সেখানে মারা গেছেন ৩৭৮ জন। যার মধ্যে ৩২৮ জনেরই মৃত্যু হয়েছে করোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে। বাকি ৫০ জন ছিলেন করোনা পজেটিভ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় প্রাণহানি বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকরাও। তারা জানান, করোনা আক্রান্ত হওয়ার পরপরই না এসে শেষ মুহুর্তে চিকিৎসা নিতে আসার কারণে মারা যাচ্ছেন রোগীরা। এছাড়া, পাশের জেলা থেকে চিকিৎসা নিতে এসেও অনেকে কুমিল্লায় মারা যাচ্ছেন। তাই জেলায় মোট মৃতের সংখ্যা বাড়ছে।

জেলা করোনা প্রতিরোধে কমিটির সমন্বয়ক জানান, করোনা সংক্রমণ ও মত্যুর হার কমাতে যুবকদের আরো সচেতন হতে হবে। তরুণদের মধ্যে মৃত্যুহার কম হলেও মূলত তাদের মাধ্যেমই বয়স্করা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত কুমিল্লা জেলায় প্রায় ৩০ হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে।

The post ঢাকা-চট্টগ্রামের পরই করোনার ভয়াবহতা বেশি কুমিল্লায় appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hl8A9a

Saturday, August 22, 2020

রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক:

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের (৬৫) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার জানান, করোনা পজিটিভ হলেও এমপি মনসুর রহমান শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে এখনও করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান শফিকুল ইসলাম।

এদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানিয়েছেন, রামেকের করোনা ল্যাবে এদিন মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই ৪৭ জনের মধ্যে ২৭ জনের বাড়ি রাজশাহী। আর বাকি ২০ জনের মধ্যে আটজনের বাড়ি নাটোর এবং ১২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ বলে জানান তিনি।

The post রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34opYWM

করোনায় বিশ্বে আক্রান্ত ২ কোটি ৩৩ লাখ

ফাতেহ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ছাড়ালো। একদিনে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৪৩ জনের। এ নিয়ে মোট মৃত্যু ৮ লাখ ৮ হাজার ছাড়ালো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে বিশ্বে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬২২ জন। এনিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৮২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। একদিনে মারা গেছে ৯৭৪ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ১৭৪ জন। দেশটিতে এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩১ লাখ ৪৮ হাজার ৮০ জন।

ব্রাজিলে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৪৬ হাজার ২১০ জন। এনিয়ে দেশটিতে ৩৫ লাখ ৮২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। নতুন করে আরও ৮২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৭ লাখ ৯ হাজারেরও বেশি মানুষ।

ভারতে একদিনে ৭০ হাজার ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৩০ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। একদিনে মারা গেছে ৯১৮ জন। এনিয়ে মোট প্রাণহানি ৫৬ হাজার ৮৪৬ জন। তবে এপর্যন্ত সুস্থ হয়েছে ২২ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ।

পাকিস্তানে মোট আক্রান্ত ২ লাখ ৯২ হাজারেরও বেশি মানুষ। মোট মৃত্যু ৬ হাজার ২২৩ জন। তবে এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ২ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আবারো বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ছে ইতালিতে। দেশটিতে গত একদিনে এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া, মেক্সিকোতে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার মানুষ এবং এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬১০ জনের। ইরানেও বাড়ছে মৃত্যু। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে ১২৬ জনের মৃত্যু হয়েছে।

The post করোনায় বিশ্বে আক্রান্ত ২ কোটি ৩৩ লাখ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31lipOI

করোনার সময় ৭০ হাজার প্রবাসী কর্মী দেশে ফেরত এসেছেন

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারি শুরুর পর গত ১ এপ্রিল থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৭০ হাজার ৪২৭ জন বাংলাদেশী কর্মী দেশে ফিরে এসেছেন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের কেউ এসেছেন কাজ হারিয়ে, কেউ ভিসার মেয়াদ নবায়ন না হওয়ায়। আবার অনেকেই বিভিন্ন দেশে জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছেন।

ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২৩টি দেশ থেকে কর্মী ফেরত এসেছেন। সবচেয়ে বেশি কর্মী ফেরত এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৩ হাজার ৫০২ জন।

ফেরত আসা কর্মীদের মধ্যে তিন হাজার ৩০৮ জন নারী। সৌদি আরব থেকে সর্বোচ্চ এক হাজার ৭৬ জন নারী কর্মী ফেরত এসেছেন। এছাড়া, দেশটি থেকে সবমিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২ হাজার ৯৫০ জন ফেরত এসেছেন। তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আউট পাস নিয়ে ফিরেছেন।

আরব আমিরাতে কাজ না থাকায় নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের ফেরত পাঠিয়েছে। তাদের জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা আরব আমিরাত যেতে পারবেন। তৃতীয় সর্বোচ্চ মালদ্বীপ থেকে ফিরেছেন সাত হাজার ৭৫৯ জন। পর্যটন নির্ভর মালদ্বীপে কাজ না থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

কুয়েত থেকে ফেরত এসেছেন সাত হাজার ৩২৯ জন। তাদের ফেরত পাঠানো হয়েছে ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ায়। সাধারণ ক্ষমার আওতায় ফিরেছেন তারা। ওমান থেকে ফিরেছেন তিন হাজার ৬৪৫ জন। তারাও আউট পাস নিয়ে ফিরেছেন। সিঙ্গাপুর থেকে ফেরা এক হাজার ৩৮২ জনের ভিসার মেয়াদ শেষে নবায়ন হয়নি। তাই তাদের ফিরতে হয়েছে। কাতার থেকে ছয় হাজার ৬৮ জন ফিরেছেন চাকরি চলে যাওয়ায়। অন্য কাজ না পেয়ে তারা দেশে ফিরতে বাধ্য হয়েছেন। একই কারণে মালয়েশিয়া থেকে ফিরেছেন এক হাজার ৮৩৮ জন। ইরাক থেকে ফিরেছেন এক হাজার ৪১৯ জন।

ইতালি থেকে ফেরত এসেছেন ১৫১ জন। তারা গত ৬ জুলাই ইতালি ফিরে গিয়েছিলেন। করোনা সন্দেহে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। তুরস্ক থেকে ফেরত এসেছেন এক হাজার ৭৩০ জন। বৈরুতে বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন থেকে কাজ হারিয়ে ফিরেছেন ১২০ জন নারী কর্মীসহ ৫৬৪ জন বাংলাদেশী কর্মী। কাজ না পেয়ে ভিয়েতনাম থেকে ফিরেছেন ১২২ জন। কাজের মেয়াদ নবায়ন না হওয়ায় দক্ষিণ কোরিয়া থেকে ১০০ জন ফিরেছেন। কাজ না পেয়ে বিভিন্ন দেশ থেকে আরো দুই হাজারের মতো কর্মী ফেরত এসেছেন।

The post করোনার সময় ৭০ হাজার প্রবাসী কর্মী দেশে ফেরত এসেছেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Qjf6Bn

‘২ বছরেই বিদায় নেবে করোনা’

ফাতেহ ডেস্ক:

কার্যকর ভ্যাকসিন আবিষ্কার ও বিশ্বনেতারা একযোগে কাজ করলে দুই বছরেরও কম সময়ে বিদায় নেবে করোনাভাইরাস, এমনটাই আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসাস।

শুক্রবার (২১ আগস্ট) সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু প্রায় দুই বছর ধরে ছিলো। সে সময়ের তুলনায় বর্তমানে যোগাযোগ ও প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। ফলে ভাইরাসটি বিশ্বে দ্রুতই ছড়িয়েছে। তবে এটাও সত্য যে প্রযুক্তিগত উন্নয়নের কারণেই এই ভাইরাসের স্থায়িত্বকাল স্প্যানিশ ফ্লু’র চেয়ে কম হবে।

তিনি আরো বলেন, করোনাকাল শেষ করতে হলে কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের পাশাপাশি প্রয়োজন জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি।

পৃথিবীর বিভিন্ন দেশ করোনা ভ্যাকসিন আবিষ্কারের পিছনে বিনিয়োগ করেছে। টিকা আবিষ্কার অনেকদূর এগিয়েছে। এরইমধ্যে করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়ে উৎপাদনে গেছে রাশিয়া। আর বাকি বিশ্বও চেষ্টা করে যাচ্ছে সঠিক ভ্যাকসিন আবিষ্কারের। এদিকে, সময়ের আগেই ভারতে আসতে পারে করোনার ভ্যাকসিন। যেহেতু এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি এবং বিপুল সংখ্যায় মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন, তাই বিশেষ ভিত্তিতে করোনার ভ্যাকসিনে অনুমোদন দিতে পারে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

ইতিমধ্যেই করোনাভাইরাসে (কোভিড-১৯) সারা বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় ৮ লাখ মানুষের। আর এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখের বেশি ব্যক্তি। তবে এ পর্যন্ত এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৬ লাখের বেশি মানুষ।

The post ‘২ বছরেই বিদায় নেবে করোনা’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3j5BTwN

করোনায় আরও ৪৬ জনের প্রাণহানি, আক্রান্ত ২২৬৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯০৭ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ২ হাজার ২৬৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২ লাখ৯২ হাজার ৬২৫।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এই সময়ে দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩৬ পুরুষ ও নারী ১০ জন। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯০৭ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

-এ

The post করোনায় আরও ৪৬ জনের প্রাণহানি, আক্রান্ত ২২৬৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3l6RqOP

Thursday, August 20, 2020

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছাচ্ছে

ফাতেহ ডেস্ক:

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিই সম্পন্ন করতে পারেনি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দ্রুত সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, চলতি বছর গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হলেও সব প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। কিছু কিছু করা সম্ভব হলেও এ সংক্রান্ত কমিটির সদস্যরা একত্রিত হতে না পারায় সব প্রস্তুতি শেষ করা সম্ভব হয়নি বলে চলতি বছর এ কার্যক্রম পিছিয়ে যেতে পারে।

তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সচিব মো. আকরাম আল হোসেন জানিয়েছেন, এ বছর উচ্চমাধ্যমকি (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুতিও চলছে।

এ বিষয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আমাদের ডেকে কথা বলেছেন। সেখানে মূখ্য সচিব ছিলেন এবং আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন সচিব ছিলাম। সেখানে নেয়া সিদ্ধান্তের আলোকেই আমি পিএসসি পরীক্ষা না নেয়ার পক্ষে আজ (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতামত পাঠিয়েছি। আর জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেয়ার জন্যও মতামত পাঠানো হচ্ছে। তবে এইচএসসি পরীক্ষা হবে। সেটা দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে নেয়া যায় তার সারসংক্ষেপ তৈরি হচ্ছে। পরীক্ষার কেন্দ্র বাড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে৷ সেপ্টেম্বরের মধ্যেই এনিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা না হলেও স্কুলগুলো খোলার পর নিজেরা সমাপনী পরীক্ষা নিতে পারবে।

মহামারি করোনা ভাইরাস বাংলাদেশে হানা দেয়ার আগে বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) আগেই অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ফল প্রকাশও হয়েছে। কিন্তু এপ্রিলে অনুষ্ঠেয় জেএসসি (জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা) এবং এইচএসসি পরীক্ষা আটকে গেছে।

The post বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছাচ্ছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2CHY7p0

পরিবেশ অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে

ফাতেহ ডেস্ক:

পরিবেশ অনুকূলে এলেই সরকার শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা চিন্তা করবে। সেই পরিবেশে ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, আপনারা জানেন দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব নয়। এই পরিস্থিতি আপনারা সবাই অবহিত। প্রায় ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছে। ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে আরো কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।

তিনি বলেন, অনুকূল পরিবেশ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা চিন্তা করবে সরকার। অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেয়া হবে। যাতে পরীক্ষার্থীরাও জেনে প্রস্তুতি নিতে পারে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, গত এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নির্ধারিত থাকলেও করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ১৭ মার্চ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তবে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা থাকলেও তা সম্ভব কিনা তা নির্ভর করছে স্বাস্থ্য অধিদপ্তরের মতামতের ওপর।

The post পরিবেশ অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3l2ZH6f

মিল মালিকদের সিন্ডিকেটে অস্থির চালের বাজার

ফাতেহ ডেস্ক:

চলতি মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। আর দুই সপ্তাহ বাকি আছে কিন্তু সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। করোনা ও দীর্ঘমেয়াদী বন্যার কারণে সংগ্রহ অভিযান ব্যাহত হয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বাড়তি দামে চাল কিনতে সরকারকে চাপে ফেলেছে মিল মালিকরা। অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যে চাল আমদানির ঘোষণা দিয়েছে সরকার।

দেশে ধানের বাম্পার উৎপাদন হলেও সরকারী ভাবে ধান-চালের কেনার পরিমাণ খুবই কম। ৩১ আগস্ট পর্যন্ত সরকারি পর্যায়ে এই সংগ্রহের কর্মসূচি চলবে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন খুবই নাজুক অবস্থায় রয়েছে এ বছরের সংগ্রহ কর্মসূচী। অর্ধেকের কম সংগ্রহ করা হয়েছে এ পর্যন্ত।

সরকারের কৃষি সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে, বিভিন্ন খাদ্য কর্মসূচীতে কাজে লাগাতে মোটা চাল সংগ্রহ করে সরকার। কিন্তু করোনা পরিস্থিতিতে মোটা চালের চাহিদা বেড়ে যাওয়ায় মিল মালিকরা এই সুযোগটি নিয়েছে। এ বছর সরকারের কাছে বাড়তি দাম চাইছেন মিলাররা।

এমন পরিস্থিতিতে প্রয়োজনে চাল আমদানি করার ঘোষণা দিয়েছে সরকার। তবে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দেশে যে পরিমান ধান-চাল রয়েছে তা চাহিদার চেয়ে বেশি।

চালের বাজার নিয়ে সরকারকে অস্বস্তির মধ্যে ফেলতে এক শ্রেনীর ব্যবসায়ী চাল মজুদ করছে যা এড়াতে সরকার আমদানি করে স্বস্তির মধ্যে থাকতে চাইছে বলে জানান ব্রির’ মহাপরিচালক শাহজাহান কবীর।

The post মিল মালিকদের সিন্ডিকেটে অস্থির চালের বাজার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31dCZAD