Wednesday, August 12, 2020

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

করোনা ভাইরাসে দেশে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আসাদুল হক খান মারা গেছেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

হাসপাতালের জনসংযোগ বিভাগের পরিচালক ডা. সাগুফতা আনোয়ার বলেন, অধ্যাপক ডা. আসাদুল (৭৫) মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মারা গেছেন। তিনি বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার কোভিড-১৯ এর উপসর্গও ছিল। তবে করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তাকে সাধারণ আইসিইউতে রাখা হয়েছিল। তার স্ত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনিও এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন চিকিৎসক।

The post করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31K3z3o

No comments:

Post a Comment