Saturday, August 22, 2020

রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক:

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের (৬৫) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার জানান, করোনা পজিটিভ হলেও এমপি মনসুর রহমান শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে এখনও করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান শফিকুল ইসলাম।

এদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানিয়েছেন, রামেকের করোনা ল্যাবে এদিন মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই ৪৭ জনের মধ্যে ২৭ জনের বাড়ি রাজশাহী। আর বাকি ২০ জনের মধ্যে আটজনের বাড়ি নাটোর এবং ১২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ বলে জানান তিনি।

The post রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34opYWM

No comments:

Post a Comment