Saturday, August 15, 2020

স্বাধীনতা দিবসে চীন-পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন মোদি

ফাতেহ ডেস্ক:
ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে নাম উল্লেখ না করে পাকিস্তান ও চীনকে হুঁশিয়ারি বার্তা দিলেন।

দিল্লির লালকেল্লার মঞ্চ থেকে ভাষণে মোদি বলেন, ‘এলওসি (নিয়ন্ত্রণ রেখা) থেকে এলএসি (প্রকৃত নিয়ন্ত্রণ রেখা) পর্যন্ত যখনই ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমাদের সেনারা তাদের মতো করে তার কড়া জবাব দিয়েছে।’

ভাষণে তিনি লাদাখের গালওয়ান উপত্যকায় গত জুন মাসে ভারতীয় সেনাদের সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের কথা উল্লেখ করেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অখণ্ডতা রক্ষা আমাদের কাছে সবার আগে। আমাদের জওয়ানরা ঠিক কী করতে পারে, দেশ কী করতে পারে, লাদাখের উদাহরণের মাধ্যমে গোটা বিশ্ব তা দেখেছে। যে বীর যোদ্ধারা আত্মবলিদান দিয়েছেন, আজ লালকেল্লা থেকে আমি তাদের সেলাম জানাই।’

লাদাখে এলএসিতে সীমানা বিরোধ নিয়ে চীনা সেনাদের সঙ্গে ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছিলেন।

পাকিস্তান ও চীনকে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘সন্ত্রাসবাদ হোক বা আগ্রাসনবাদ, ভারত দুইয়ের সঙ্গেই লড়ছে।’

তিনি বলেন, ‘যারা নতুন নতুন জায়গা অধিকার করে নিজেদের পতাকা লাগানোর জন্য ব্যস্ত ছিল, নিজেদের সাম্রাজ্যকে প্রসারিত করতে চেয়েছিল, তারা আসলে আমাদের অবমূল্যায়ন করেছিল। বিশ্ব দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছে এবং অনেক জাতিই এ সময় ধ্বংসের মুখোমুখি হয়েছে, কিন্তু আমাদের এই সময়ের মধ্যেও উত্থান হয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী গোটা বিশ্ব।’

ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, ভারত তার নিরাপত্তা বাড়াতে ও তার সেনাকে আরও শক্তিশালী করতে বদ্ধ পরিকর। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াতে যুদ্ধ সরঞ্জাম তৈরিতে ভারত এখন তৈরি।

১ ঘণ্টা ২৬ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী মোদি ‘আত্মনির্ভর ভারত’, ‘লোকাল ফর ভোকাল’ এবং ‘মেক ইন ইন্ডিয়া টু মেক ফর ওয়ার্ল্ড’ এর মতো বিষয়গুলো নিয়েও বক্তব্য রাখেন।

তার ভাষণে উঠে আসে দেশটির করোনা পরিস্থিতি এবং কভিড ভ্যাকসিন তৈরির প্রসঙ্গও।

মোদি বলেন, ‘বর্তমানে ভারতে তিনটি কভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, যা এখন বিভিন্ন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। একবার বিজ্ঞানীরা এ বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিলেই আমরা এটি বিতরণের জন্য আমাদের রোডম্যাপ ঘোষণা করব।’

The post স্বাধীনতা দিবসে চীন-পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন মোদি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Y2Qd13

No comments:

Post a Comment