Saturday, August 29, 2020

প্রথমবারের মত শহরজুড়ে তাজিয়া মিছিল হয়নি

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনার কারণে এ বছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে হোসেনী দালানের ভেতরে রাতে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয়েছে হোসেনী দালান চত্বরে। ইমামবাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শোকের মাতম আছে। তবে ছোট হয়ে এসেছে পরিসর। রাজধানীর হোসেনী দালান প্রাঙ্গনে বের হয় তাজিয়া। ইমামবাড়ায় প্রবেশ করতে হয়েছে স্বাস্থ্যমিধি মেনেই। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি।

এবার সব আনুষ্ঠানিকতা ইমামবাড়াকে ঘিরেই। প্রথমবারের মত শহরজুড়ে হচ্ছে না তাজিয়া মিছিল। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা।

The post প্রথমবারের মত শহরজুড়ে তাজিয়া মিছিল হয়নি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YHcfH1

No comments:

Post a Comment