Sunday, February 28, 2021

ফিলিস্তিনি শ্রমিকদের করোনা টিকা দিবে ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইল সরকার এবার ফিলিস্তিনের শ্রমিকদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

মূলত সেসব ফিলিস্তিনের শ্রমিকরাই কেবল টিকা পাবেন যাদের ইজরাইলি ওয়ার্ক পারমিট রয়েছে। অর্থাৎ ইজরাইলের ভেতরে কিংবা পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কাজের সঙ্গে যেসব ফিলিস্তিনি শ্রমিক জড়িত তাদের দেওয়া হবে এই টিকা।

অবশ্য ফিলিস্তিনও ইতোমধ্যে করোনার টিকা পেয়েছে। কিন্তু সেটা ইজরাইলের তুলনায় খুবই নগন্য। সেটা দিয়ে সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে পৃথিবীর মধ্যে অল্প সময়ে দেশের এক তৃতীয়াংশ জনগনকে টিকা দেওয়া দেশের তালিকায় রয়েছে ইজরাইল।

The post ফিলিস্তিনি শ্রমিকদের করোনা টিকা দিবে ইজরাইল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3r749DD

শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে সরকার

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে ‘বহুমাত্রিক’ করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল, ডিজিটাল, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক যুগে কী কী ধরনের বিষয় লাগে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যাচ্ছি।’

শেখ হাসিনা রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এদিন এক লাখ ৬৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়।

শেখ হাসিনা বলেন, আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় করেছি অর্থাৎ বিষয় নির্বাচন করে বাংলাদেশের যেসব এলাকায় যে ধরনের শিক্ষার গুরুত্ব বেশি আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো করে দিচ্ছি। যাতে সকলেই শিক্ষাটা যথাযথভাবে গ্রহণ করতে পারে। বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা, এটা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’

সরকার প্রধান বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২০১৯-২০২০ অর্থবছরে ৪৫ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা উপবৃত্তি ও টিউশন ফি বাবদ বিতরণ করা হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপন করা হচ্ছে এবং প্রতিটি বিভাগীয় সদরে ১টি করে মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হচ্ছে। প্রতি জেলায় একটি করে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে ।

শেখ হাসিনা বলেন, তার সরকার সকল জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে যেন ছেলে-মেয়েরা ঘরের খেয়ে বাবা-মা’য়ের চোখের সামনে থেকে পড়ালেখা করতে পারে। প্রাথমিকসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করে যাচ্ছে, ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা অর্জন করায় বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

এর ব্যাখায় তিনি বলেন, লিঙ্গ সমতার ক্ষেত্রে আমি একটু বলতে চাই দেখা যাচ্ছে যে, মেয়েদের সংখ্যাই বেশি এবং ছেলেদের সংখ্যাটা কমে যাচ্ছে। সেটা যেন না হয় সেদিকে একটু নজর দেবেন। কারণ আমাদের লিঙ্গ সমতাটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। ছেলেরা কেন কমে যাচ্ছে সেই বিষয়টা একটু দেখা দরকার। আমি মনে করি অভিভাবক, শিক্ষক সকলকেই এটা দেখতে হবে।

মহামারি করোনার মধ্যেও যথাসময়ে বই বিতরণ করায় তিনি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ বছরের প্রথম দিন ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীদের মাঝে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৩৬৬ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কোভিড-১৯ এর কারণে দেশের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন,‘আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হবো।

তিনি বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি যারা রয়েছেন সকলকেই টিকা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে কলেজ এবং বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও টিকা দেয়া হবে বলে তিনি জানান।

তবে, পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার সেটি বন্ধ করে দেয়। সে সময় পিএইচডি বা উচ্চশিক্ষার্থে যেসব শিক্ষার্থীরা বিদেশে গমন করে তাদেরকে কোর্স কারিকুলাম বাদ রেখেই দেশে ফিরিয়ে আনে, বলেন তিনি।

এ ধরনের সরকারি কর্মসূচিগুলো সরকার পরিবর্তন হলেই যেন বন্ধ হতে না পারে সেজন্যই আওয়ামী লীগ সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, উল্লেখ করে তিনি বলেন, ‘সেজন্য যাই করি সবসময় এটা চিন্তা করি সরকার বদল হলেও যেন এগুলো বন্ধ না হয়।’

তিনি বলেন, তার সরকার ’৯৬ পরবর্তী সরকারে থাকার সময় দেশের বিজ্ঞান শিক্ষার প্রসারে ১২টি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়ে ৬টি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করেছিল, সে সময় কম্পিউটার যন্ত্র্রাংশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে সরকার প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ করে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালে ক্ষমতায় এসেই বিএনপি পরবর্তী ৫ বছরে দেশে সাক্ষরতার হার ফের ৬৫ ভাগ থেকে ৪৪ ভাগে নামিয়ে এনেছিল।

তার সরকারের প্রচেষ্টায় জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণীত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে, মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে অতিদ্রুত প্রকাশ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হচ্ছে। পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন করা হয়েছে।

শিক্ষা সম্প্রসারণে আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে সরকার প্রধান বলেন, বর্তমানে শিক্ষার হার ৭৪ দশমিক ৪ শতাংশ দাঁড়িয়েছে।

তিনি বলেন, তাঁর সরকার ২০০৯ থেকে এ পর্যন্ত ৩৩৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৩৯টি বেসরকারি কলেজ সরকারিকরণ করেছে। সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তায় উন্নীত করেছে এবং ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। এতে ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ হয়।

The post শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3q36iiu

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি

ফাতেহ ডেস্ক:

দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তার আগে সর্বশেষ ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এ ছুটি বাড়ানোর আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে বলা হয়, আগামী ২৯ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এই নির্দেশনা দিয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান দফায় দফায় বন্ধ ঘোষণা করা হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানোর পর ২৭ ফেব্রুয়ারি রাতে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৩০ মার্চ খুলবে।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয় প্রাক-প্রাথমিক ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে।

 

The post শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3sBbMCM

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫

ফাতেহ ডেস্ক:

দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে এলেও থামছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪০৮ জনে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার ৩১৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্য থেকে ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার দুই দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী দুইজন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪০৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৫৯ জন বাকি দুই হাজার ৪৯ জন নারী।

The post গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৮৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Pnp6fP

Saturday, February 27, 2021

দেশে টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ

ফাতেহ ডেস্ক:

দেশে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন। এদের মধ্যে ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন পুরুষ এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন নারী রয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪২ লাখ ৩ হাজার ৮৩৫ জন মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন এবং নারী ৫৩ হাজার ৭২ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৩৯৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ২০ হাজার ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

The post দেশে টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/37W0QHR

উন্নয়নশীল দেশের অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ

ফাতেহ ডেস্ক:

উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে। এ এক বিরাট অর্জন বাংলাদেশের। এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। শনিবার বিকালে সংবাদ সম্মলনে বক্তব্যকালে তিনি অর্জন উৎসর্গের এই ঘোষণা দেন।

এর আগে প্রধানমন্ত্রীর হাতে উন্নয়নশীল দেশে যাওয়ার সুপারিশ হস্তান্তর করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বিকেলে গণভবনে এ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশের এ অর্জনকে দেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রজন্ম বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। এসময় প্রধানমন্ত্রী তার শাসনামলে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন, গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। তিনি আরো বলেন, করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে, ১ লাখ ২৪ হাজার কোটি টাকার ২৩ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যা মোট জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ।

শুক্রবার রাতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পায় বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) এই সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।

এলডিসি থেকে কোনো দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে সিডিপি। এ জন্য প্রতি তিন বছর পরপর এলডিসিগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কি না, সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যেকোনো দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়।

সিডিপি পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে এসব মান অর্জন করলেই এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে সিডিপি। সিডিপির সুপারিশ প্রথমে জাতিসংঘের ইকোসকে যায়। তিন বছর পরে তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য ওঠে। কিন্তু করোনার কারণে বাংলাদেশ বাড়তি আরও দুই বছর সময় পেল। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ।

The post উন্নয়নশীল দেশের অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kBeOEb

স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

ফাতেহ ডেস্ক:

স্কুল-কলেজে ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ মার্চ। শনিবার রাত সাড়ে আটটায় সচিবালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষমন্ত্রী দীপু মনি এই তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, ৩০ মার্চের আগে সব শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার মার্চের ২৯ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। ৩০ মার্চ থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

The post স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dTr8yq

Friday, February 26, 2021

মার্চেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র-শিক্ষক নাগরিক সমাজের

ফাতেহ ডেস্ক:

মার্চের মধ্যেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে রাজশাহীর ‘ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজ’।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন তারা এ দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, দেশের সকল কিছু চালু আছে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনার অযুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে শুধু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ ও জাতি। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান বক্তারা।

অন্যথায় মানসিক দুশ্চিন্তায় কোনো শিক্ষার্থী ভুল পথে গেলে সে দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

The post মার্চেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র-শিক্ষক নাগরিক সমাজের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bM0XXt

উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ, আজ ঘোষণা

ফাতেহ ডেস্ক:

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। সেই সুখবর জানাতে আজ শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিমের স্বাক্ষরে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভা গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। সেখানে দ্বিতীয় দফা পর্যালোচনা শেষে নিউইয়র্কের স্থানীয় সময় (শুক্রবার রাতে) অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে সিডিপি। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, বাংলাদেশ ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। মানবসম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে ৬৬ পয়েন্টের প্রয়োজন; বাংলাদেশের পয়েন্ট এখন ৭৫.৩।

অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে কোনো দেশের পয়েন্ট ৩৬ এর বেশি হলে সেই দেশকে এলডিসিভুক্ত রাখা হয়, ৩২ এ আসার পর উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন হয়। সেখানে বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ দশমিক ২।

সিডিপির প্রবিধান অনুযায়ী, উত্তরণের সুপারিশ পাওয়ার পর একটি দেশ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত প্রস্তুতিকালীন সময় ভোগ করতে পারে। করোনাভাইরাসের মহামারীর বাস্তবতায় উত্তরণ প্রক্রিয়াকে টেকসই ও মসৃণ করার লক্ষ্যে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে সিডিপির কাছে প্রস্তুতির জন্য পাঁচ বছর সময় চাওয়া হয়।

উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেলে পাঁচ বছরের প্রস্তুতিকাল শেষে ২০২৬ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশে আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে। উন্নয়নশীল দেশের কাতারে উঠলে সস্তা ঋণ পাওয়া এবং বিভিন্ন রপ্তানি সুবিধা হারাবে বাংলাদেশ। ফলে সেই সুবিধাগুলো উত্তরণের প্রস্তুতি পর্বে চেয়েছে বাংলাদেশ।

প্রস্তুতির এই সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত সব সুযোগসুবিধা ভোগ করতে পারবে। তাছাড়া বর্তমান নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বাংলাদেশ ২০২৬ সালের পর আরও তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে পারবে।

উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। জাতিসংঘের নিয়মানুযায়ী, কোন দেশ পরপর দু’টি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়।

The post উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ, আজ ঘোষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZXPw9T

Thursday, February 25, 2021

উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। দেশের উন্নয়ন আর তরুণদের কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিশাল সমুদ্রসীমা অর্জন ও নদীমাতৃক এ দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে এনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌপথে চলাচল আরও সচল ও সুষ্ঠু করার লক্ষ্যেই আমরা কাজ করছি। সে কারণেই আমরা এই মেরিটাইম একাডেমিগুলো প্রতিষ্ঠা করেছি। এর ফলে আমাদের ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এর ফলে একদিকে যেমন তারা নিজেরা ও পরিবারকে স্বাবলম্বী করতে পারছে, তেমনি দেশে-বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকেও স্বাবলম্বী করছে।

মেরিন একাডেমিতে উচ্চমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সমুদ্রপথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। সারাবিশ্বের অর্থনীতিতে এ পণ্য পরিবহনের গুরুত্ব অনেক। জাহাজ চলাচলে উচ্চ শিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বিশ্বে মর্যাদা নিয়ে চলতে হলে শিক্ষা-প্রশিক্ষণ দরকার।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষা ও প্রশিক্ষণ একসঙ্গে অর্জন করতে হবে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই উন্নত সমৃদ্ধ হতো বাংলাদেশ এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলে এবং দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি বলে আজকে প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। এমনকি এই করোনাকালীন আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি। বিশ্বে অনেক উন্নত দেশের আগে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি।

অনুষ্ঠানে করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকা গ্রহণ করলেও সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

The post উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2NEnsWr

Wednesday, February 24, 2021

ট্রাম্পের অভিবাসী ভিসার নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

ফাতেহ ডেস্ক:

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে করে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা অনেক পরিবারকে পৃথক করা এবং আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যায় না বলে বিবৃতিতে বলা হয়েছে।

অভিবাসন নিষেধাজ্ঞা দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিছু সদস্য এবং আইনি স্থায়ী বাসিন্দাদের সাথে তাদের পরিবারগুলোর দেখা করতে বিরত রেখেছে।

মানবাধিকার সংস্থাগুলো বাইডেন প্রশাসনের কাছে এই নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান জানিয়ে আসছিলেন, যা ৩১ মার্চ শেষ হবে।

নিউ ইয়র্কের অভিবাসী আইনজীবী কর্টিস মরিসন আল জাজিরাকে বলেছেন, আমি বিস্মিত যে বাইডেন অভিবাসী-শ্রমিক ভিসার নিষেধাজ্ঞা বাতিল করেছেন।

মরিসন বলেন, তবে আমিও চিন্তিত, যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়েক হাজার ভিসা আবেদনকারীকে ব্যাকলোগের মুখোমুখি করা হয়েছে।

২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে বাইডেন তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশ কয়েকটি অভিবাসনবিরোধী নীতি উল্টে ফেলেছে, এমন একটি নীতি যা আশ্রয়প্রার্থীদের মেক্সিকোয় অপেক্ষা করতে বাধ্য করেছিল।

The post ট্রাম্পের অভিবাসী ভিসার নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kkNM3G

করোনার টিকা সম্পূর্ণ নিরাপদ জানিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন শামীম ওসমান

ফাতেহ ডেস্ক:

করোনার টিকা সম্পূর্ণ নিরাপদ জানিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে, নগরীর খানপুর এলাকায় করোনা ডেডিগেটেট ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে নেয়ার আহ্বান জানান তিনি।

টিকা গ্রহণের পর হাসপাতাল প্রাঙ্গণে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, সারা বিশ্বে এখনো ১৩০টি দেশে করোনার ভ্যাকসিন পৌঁছায়নি। তবে ভ্যাকসিনপ্রাপ্ত মাত্র ২৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান বলে উল্লেখ করেন শামীম ওসমান।

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশের কোথাও কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে এই টিকা গ্রহণ করার তাগিদ দিয়ে পাশাপাশি মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া মহামারি করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই হাসপাতালে যেসব অস্থায়ী স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলেও আশ্বাস দেন শামীম ওসমান।

The post করোনার টিকা সম্পূর্ণ নিরাপদ জানিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন শামীম ওসমান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2MlN35X

একদিনে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪২৮

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মোট ১৬ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৪২৮ জন রোগী শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্তের পর বুধবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩৭৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জনে।

গত একদিনে আরও ৯১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৭১৮ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post একদিনে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪২৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2P89r3K

Tuesday, February 23, 2021

টিকা নিয়ে ৬৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

ফাতেহ ডেস্ক:

দেশে গণটিকাদান কর্মসূচির আওতায় ১৪ দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৩০ জনের মধ্যে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন টিকা নেন। তাদের মধ্যে মাত্র ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

তবে এ পর্যন্ত টিকা গ্রহণে পিছিয়ে আছে ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। আর প্রথম থেকে টিকা গ্রহণে এগিয়ে আছে ঢাকা বিভাগ তারপরই চট্টগ্রামের অবস্থান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সারাদিন ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন। চট্টগ্রাম বিভাগে টিকা গ্রহীতার সংখ্যা ২৭ হাজার ৭০৮ জন। আর পিছিয়ে থাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ৮ হাজার ১৮৮ জন ও ৮ হাজার ৪৪৩ জন।

এছাড়া রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৮১৬ জন এবং সিলেট বিভাগে টিকা গ্রহীতার সংখ্যা ৯ হাজার ৮৬ জন।

মঙ্গলবারের টিকা গ্রহীতাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৩১৮ জন পুরুষ এবং ৬৭ হাজার ৫৭৮ জন নারী। আর এ পর্যন্ত টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন এবং নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ২১ হাজার ১৯ জন, ময়মনসিংহ বিভাগে নিয়েছেন ১ লাখ ১১ হাজার ৩৫২৪ জন, চট্টগ্রাম বিভাগে নিয়েছেন ৫ লাখ ৬০ হাজার১৫৩ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুর বিভাগে ২ লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনা বিভাগে ২ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২০ হাজার ৬১১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ জন।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরুর পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলছে। একইসঙ্গে ক্রমে টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।

The post টিকা নিয়ে ৬৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aMWftg

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। বেশ কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে করোনা আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর করোনা নেগেটিভ হলে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে অবস্থা আশঙ্কাজনক অবনতি হলে তাকে গত রবিবার দুপুরে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা।

জীবনের বার্ধক্যবেলাতেও মনের বয়সকে বাড়তে দেননি ইব্রাহিম খালেদ। উচ্ছল, প্রাণবন্ত, মননে তরুণ খোন্দকার ইব্রাহিম খালেদ ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠানের জটিল হিসাব নিকাশ করেছেন জীবনভর। আর জীবনটা পার করেছেন সহজ সরলভাবে।

কর্মজীবনের তুমুল ব্যস্ততার মাঝেও,পছন্দ করতেন শিশু কিশোরদের সান্নিধ্য। জীবনের শেষ পর্যন্ত অঙ্গাঙ্গি যুক্ত ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার আসরের সঙ্গে।

খোন্দকার ইব্রাহিম খালেদের কর্মজীবন শুরু ১৯৬৩ সালে। ৪টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি সামলেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

বহুমুখী কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিলো ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর, তদন্ত প্রতিবেদন প্রণয়ন। আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়েও গণমাধ্যমে সরব ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুগোলে মাস্টার্স এবং আইবিএ থেকে এমবিএ করা খোন্দকার ইব্রাহিম খালেদ জন্মেছিলেন ১৯৪১ সালের ৪ঠা জুলাই, গোপালগঞ্জে।

The post বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/37Ip9sF

Monday, February 22, 2021

দেশেই তৈরি হবে যুদ্ধবিমান: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

নতুন নতুন সমরাস্ত্র কিনে বিমান বাহিনীকে আধুনিকায়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় দেশেই তৈরি হবে যুদ্ধবিমান। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে

নতুন নতুন সমরাস্ত্র কিনে বিমান বাহিনীকে আধুনিকায়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় দেশেই তৈরি হবে যুদ্ধবিমান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এসময় দেশের আকাশসীমা নিরাপত্তায় বাহিনীকে সদা জাগ্রত ভূমিকা পালনের নিদের্শ দেন সরকার প্রধান।

এর আগে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রনকে অন্যন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য এবং সফল আক্রমাত্মক স্কোয়াড্রন হিসেবে ২১ স্কোয়াড্রনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাহিনীর প্রধান জাতীয় পতাকা প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করছে। এই বাহিনী এখন ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাতে সক্ষম। বাংলাদেশে একসময় যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সে জন্য যথাযথ প্রশিক্ষণ ও গবেষণা চালানোর উদ্যোগ নিতে বাহিনীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

জাতীয় পতাকা পাওয়া বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা গৌরব ও সম্মানের। এ পতাকার মান রক্ষা করা সবার দায়িত্ব। আমি মনে করি, আপনারা এই মর্যাদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন।

তিনি আরও বলেন, বিশ্বায়নের যুগে যেকোনো দেশের জন্য পেশাদার বিমান বাহিনী অপরিহার্য। আধুনিক ও যুগোপযোগী বাহিনী গড়তে আমরা ফোর্সেস গোল বাস্তবায়নে কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে আমাদের সব স্থবির হয়ে গেছে। অনেক কিছু করতে পারি না। তবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। প্রতিটি মানুষকে ঘর দিচ্ছি। তাদের ঘর আলোকিত করছি। কেউ গৃহহীন থাকবে না। অন্ধকারে থাকবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি। প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ ও ডেল্টা প্ল্যান ১০০ করেছি। বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করবো।

The post দেশেই তৈরি হবে যুদ্ধবিমান: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qMCdVA

করোনার ২০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকা পৌঁছেছে

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে অক্সফোর্ডের করোনার টিকার দ্বিতীয় চালান ২০ লাখ ডোজ দেশে পৌঁছেছে।

২২ ফেব্রুয়ারি রাত ১২টা ২২ মিনিটে ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যান এসে পৌঁছায়। একে একে এই ভ্যানগুলো ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল জানান, স্পাইস জেটের একটি ফ্লাইটে অন্যান্য মালামালের সঙ্গে টিকার চালানও এসেছে। এই ভ্যাকসিন এখান থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ারহাউজে নেয়া হচ্ছে। সেখান থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র পাওয়ার পরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

এর আগে, ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা আসে বাংলাদেশে। বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান।

গত বছরের ৫ই নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়। গত ২৫শে জানুয়ারি ভারতের সিরামের প্রস্তুত করা এই ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় পৌঁছায়। তখন মোট ৫০ লাখ ডোজ আসে। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন এসেছে ৯০ লাখ ডোজ।

The post করোনার ২০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকা পৌঁছেছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZMyzPn

হল খুলছে ১৭ মে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ মে: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড: দিপু মনি। এ ছাড়াও হলগুলো খুলে দেয়ার এক সপ্তাহ পর থেকে শুরু হবে শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম।

আজ সোমবার দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং হল খুলবে ১৭ মে। এর আগে সকল ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ মে এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকা দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে যদি কোনো শিক্ষার্থী হলে অবস্থান করে থাকেন তাহলে অভিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে।

এ ছাড়া বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সাথে সঙ্গতি রেখে নির্ধারণ করা হবে। স্কুল কলেজ খোলার বিষয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছুটির পর জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

The post হল খুলছে ১৭ মে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ মে: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pBNZkc

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু: শিক্ষামন্ত্রী ফাতেহ ডেস্ক: দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।


ফাতেহ ডেস্ক:

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।

 

The post পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু: শিক্ষামন্ত্রী ফাতেহ ডেস্ক: দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে। appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/37zdA6Y

Sunday, February 21, 2021

কিছু ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে বাংলাদেশ: টিপু মুনশি

ফাতেহ ডেস্ক:

সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থনৈতিক, সামাজিকসহ সবগুলো সূচকেই আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভারত থেকেও এগিয়ে আছি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রোববার রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে। বাঁচতে হলে আমাদের সবাইকে টিকা নিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ টিকা সম্পূর্ণ নিরাপদ। মিথ্যা প্রচারণায় কান দেওয়া চলবে না। আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমি ও আমার পরিবারের সবাই টিকা গ্রহণ করেছে, কারও কোনো সমস্যা হয়নি। আমাদের মা, বাবা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যকে টিকা নিতে হবে। দেশকে ভালোবেসে, পরিবারের সবাইকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে টিকা গ্রহণ করতে হবে। আমরা যে যে অবস্থানে আছি, সে অবস্থান থেকেই দেশের সাধারণ মানুষকে টিকার গুরুত্ব বোঝাতে হবে, টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। আজকের শহীদ দিবসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, টিকা গ্রহণের জন্য সবাই কাজ করবে।

টিপু মুনশি বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। পৃথিবীর বহু দেশ এখনও করোনার টিকা সংগ্রহ করতে পারেনি। কিন্তু বাংলাদেশে শুরুতেই টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের কারণেই এটা সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ করোনা মোকাবিলায় সফল।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সব মানুষকে টিকা গ্রহণ করতে হবে। অনেক টাকা খরচ করে, চেষ্টা করে সরকার টিকা সংগ্রহ করেছে। আমরা যদি সময় মতো এ টিকা গ্রহণ না করি, তা হলে টিকা সংগ্রহের গুরুত্ব থাকবে না। মানুষকে বাঁচাতে হবে। আপনারা সময়মতো টিকা নিন। প্রয়োজনে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে করোনা টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন বুথ করেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি ইউনিয়নের হিসাব রাখা হবে, কোন দিন কোন ইউনিয়নে কতজন মানুষ টিকা গ্রহণ করল। সবাই টিকা গ্রহণ করলে আমাদের দেশ করোনামুক্ত হবে।

টিপু মুনশি বলেন, আমাদের স্বাধীনতার ৫০ বছর পর আমরা পাকিস্তান থেকে সবদিক দিয়ে এগিয়ে গেছি। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তানের মাত্র ২৪ বিলিয়ন মার্কিন ডলার। অর্থনৈতিক, সামাজিকসহ সবগুলো সূচকেই আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভারত থেকেও এগিয়ে আছি। এগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রমের কারণে। তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য। ভাষা শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল স্বাধীন, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। শহীদদের রক্ত অগণিত মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের সবাইকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. তানজিনা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।

The post কিছু ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে বাংলাদেশ: টিপু মুনশি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bpydUt

বাংলাদেশসহ ১২ দেশকে ভ্যাকসিন কিনতে অর্থ সাহায্য দেবে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ ১২টি দেশকে করোনা ভ্যাকসিনের জন্য ১৬০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। আগামী মাসের মধ্যে উন্নয়ন সহযোগী সংস্থাটির পর্ষদে এ তহবিলের অনুমোদন দেয়া কথা রয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দরিদ্র দেশগুলো যাতে আরও বেশি ভ্যাকসিন পায়, সে লক্ষ্যে কাজ করছে তার সংস্থা। একই সঙ্গে সংস্থার এক হাজার দুইশো কোটি ডলার কর্মসূচির আওতায় ভ্যাকসিন কেনা ও উৎপাদকদের সঙ্গে চুক্তি করা হচ্ছে। যার আওতায় দরিদ্র দেশগুলোর জন্য আরো বেশি ভ্যাকসিন নিশ্চিত করা হবে।

The post বাংলাদেশসহ ১২ দেশকে ভ্যাকসিন কিনতে অর্থ সাহায্য দেবে বিশ্বব্যাংক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZAsHc7

Saturday, February 20, 2021

তুরস্কের বিশিষ্ট মুহাদ্দিস শায়খ আমিন সিরাজের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

করোনাক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন তুরস্কের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও বরেণ্য হাদিস বিশেষজ্ঞ শায়খ মুহাম্মাদ আমিন সিরাজ। গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর ইন্তেকালের খবর জানানো হয়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল আনুমানিক ৯০ বছর। খবর আল জাজিরা

শায়খ মুহাম্মাদ আমিন সিরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই এবং স্পিকার মুস্তাফা সেনটপ।

শায়খ সিরাজ আমিন তুরস্কের উত্তরাঞ্চলীয় টোকাট প্রদেশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঘরোয় পরিবেশে মাত্র ছয় বছর বয়সে কোরআন পাঠ সম্পন্ন করেন। তখনকার সময়ে কোরআন শিক্ষায় তুরস্কে নিষেধাজ্ঞা ছিল। সন্তানদের আরবি ভাষা ও পবিত্র কোরআন শেখানোর অপরাধে তাঁর বাবা হাফেজ মুস্তফা আফেন্দিকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

১৯৪০ সালে তাঁর পরিবার তাঁকে মেরজিফন প্রদেশ এরপর ইস্তাম্বুল নগরীতে পাঠান। বিখ্যাত আল ফাতেহ মসজিদের ইমাম উমর আফেন্দির তত্ত্বাবধানে অনেক দিন শিক্ষা লাভ করেন। এরপর শায়খ সুলায়মান আফেন্দির কাছে সহিহ বোখারি গ্রন্থ পাঠ করেন এবং হাদিসের সর্বপ্রথম ‘ইজাজত’ তথা অনুমোদন লাভ করেন।

১৯৫০ সালে শায়খ সিরাজ মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। মিশর সফর তখনকার সময়ে অনেক কঠিন ছিল। অনেক পথ গিয়েও প্রথম বার তাঁকে ফিরে আসতে হয়। কিন্তু উচ্চশিক্ষার দৃঢ় আকাঙ্ক্ষা তাঁকে মিশর যায়। এবং মিশরের জামিউল আজহারের উচ্চতর বিভাগে পড়াশোনা শুরু করেন। তৎকালীন সময়ে মিশর ও শাম অঞ্চলের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্বদের কাছে তিনি হাদিস ও তাফসির বিষয়ে পাঠ গ্রহণ করেন।

পঞ্চাশের দশকে রাজনৈতিক কারণে তুরস্কের বিখ্যাত ইসলামী স্কলাররা মিশরে অবস্থান করেন। এ সুযোগে উসমানি সম্রাজ্যের বিখ্যাত আলেম শায়খ জাহেদ আল কাওসারি ও মুসতফা সাবরি আফেন্দির সান্নিধ্যে শায়খ সিরাজ অবস্থান করেন এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ১৯৬০ সালে শায়খ আমিন সিরাজ তুরস্কে ফিরে আসেন।

ষাটের দশকের অভ্যুত্থানকালে বাধ্যতামূলক সামারিক প্রশিক্ষণ সম্পন্ন করে শায়খ সিরাজ তুরস্কের ধর্মীয় ব্যক্তি হিসেবে নিয়োগ পান। কিন্তু ইসতাম্বুলে হাদিস অধ্যাপনা ছিল তাঁর একান্ত ইচ্ছা। তাই সরকারি দায়িত্ব ছেড়ে তিনি ইসলামী শিক্ষা প্রচারে পুরোপুরি আত্মনিয়োগ করেন।

আধুনিক তুরস্কের ধর্মহীনতার বেড়াজালে যে নিভৃতচারী আলেমরা ইসলাম প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেন, তাদের অন্যতম ছিলেন শায়খ আমিন সিরাজ। লেখালেখি, সম্পাদনা, অনুবাদ, পাঠদান, দাওয়াতসহ মুসলিম সমাজ পুনর্গঠনে সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখেন তুরস্কের এ মহান মনীষী। সাইয়েদ কুতুব রচিত তাফসির গ্রন্থ ‘ফি জিলালিল কোরআন’ শায়খ সিরাজ তুর্কি ভাষায় অনুবাদ করেন।

সূত্র : আল জাজিরা নেট

The post তুরস্কের বিশিষ্ট মুহাদ্দিস শায়খ আমিন সিরাজের ইন্তেকাল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3k65dVG

Friday, February 19, 2021

করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে মৃত্যু ৮, শনাক্ত ৪০৬

ফাতেহ ডেস্ক:

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩৩৭ জনে।

এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪০৬ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জনে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৯ লাখ ২২ হাজার ৪৮৯টি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

The post করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে মৃত্যু ৮, শনাক্ত ৪০৬ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3az0Qzq

Thursday, February 18, 2021

২১ ফেব্রুয়ারি রাজধানীতে ডিএমপির নির্দেশনা

ফাতেহ ডেস্ক:

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে রাজধানীতে ডিএমপি ট্রাফিক নির্দেশনা জারি করেছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি সুশৃঙ্খলভাবে উদযাপন করতে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা হতে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পযর্ন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের রাস্তা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সকল নাগরিকবৃন্দকে পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে অনুরোধ করা হয়েছে। কোনো ক্রমেই অন্য কোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।

কেন্দ্রীয় শহীদ মিনার হতে বের হবার ক্ষেত্রে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। কোনোক্রমেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবে না। বকশিবাজার-জগন্নাথহল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং (ফুলার রোড) যান চলাচল বন্ধ থাকবে।

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ৬টা হতে ২০ ফেব্রুয়ারি ১০টা পর্যন্ত রাস্তায় আলপনা অঙ্কনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। এ সময় শিববাড়ী, জগন্নাথ হল ও রোমানা চত্বর ক্রসিংগুলোতে গাড়ি ডাইভারশন দেয়া হবে।

২০ ফেব্রুয়ারি সন্ধ্য ৬টা হতে ২১ফেব্রুয়ারি ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুল, শহিদুল্লাহ হল, দোয়েল চত্ত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্ত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশনসমূহে রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেয়া হবে।

২১ ফেব্রুয়ারি ভোর ৫টায় সাইন্সল্যাব হতে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং হতে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সকল প্রকার যাত্রীবাহী গাড়ী প্রবেশ নিষিদ্ধ থাকবে। একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িসমূহের পার্কিং এর ব্যবস্থা থাকবে। নাগরিকবৃন্দ নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কসমূহে তাদের গাড়ি পার্কিং করতে পারবেন।

সাধারণ নির্দেশনাবলীতে ডিএমপি জানিয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে কবরস্থান এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধার্ঘ ও পুস্পস্তবক অর্পণ করবেন, তারা অনুগ্রহ করে মাস্ক পরিধান করে আসবেন। কবরস্থান এবং শহীদ মিনারে যারা পুস্পস্তবক অর্পণ করতে যাবেন, তারা অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের চলাচলের সুবিধার জন্য রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি না করার অনুরোধ জানানো হয়েছে। শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে আর্চওয়ের মাধ্যমে তল্লাশী করে সকলকে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে সারিবদ্ধভাবে প্রবেশ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণ হতে প্রচারকৃত নিদের্শনা নাগরিকবৃন্দকে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। কোন ধরণের ব্যাগ বহন না করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো পুলিশি প্রয়োজনে শহীদ মিনার এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ এর পবিত্রতা ও ভাবমূর্তি রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।

The post ২১ ফেব্রুয়ারি রাজধানীতে ডিএমপির নির্দেশনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bnJJQm

মাস্ক ছাড়া প্রবেশ নয়, থাকছে ৩ স্তরের নিরাপত্তা

ফাতেহ ডেস্ক:

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ব্যক্তি পর্যায়ে এক সাথে ২ জন ও প্রতিষ্ঠান বা সংগঠন পর্যায়ে ৫ জন শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্বিবিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন তিনি।নির্ধারিত প্রবেশ পথ ছাড়া অন্যকোনো স্থান দিয়ে কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনরা শফিকুল ইসলাম জানান, ২১ ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। তল্লাসির পর সবাইকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনো ধরনের জঙ্গিবাদের হুমকি বা হামলার আশঙ্কা না থাকলেও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।শহীদ মিনারের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, এ বছর ভিন্ন একটি পরিবেশে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের টিকা অনেকে নিয়েছেন এবং অনেকে নিচ্ছেন। তারপরও শহীদ মিনারে আসার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করব।

The post মাস্ক ছাড়া প্রবেশ নয়, থাকছে ৩ স্তরের নিরাপত্তা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dmiQPe

নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ: কী কথা হলে তাহাদের মাঝে

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত এক মাস আগে ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশে সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করলেও জো বাইডেন এতদিন ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নি। অবশেষে গতকাল (বুধবার) তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে টেলিফোন সংলাপ সম্পর্কে বলা হয়েছে, জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর ফোন আলাপ ছিল উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। প্রায় এক ঘন্টা সংলাপে দুজন কথিত ডিল অফ দ্যা সেঞ্চুরি এবং ইরান ও করোনাভাইরাস বিরোধী লড়াই নিয়ে কথা বলেন।

ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে দু পক্ষ সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ইসরাইল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরো জোরদার করা বিষয়ে আলোচনা করেছেন।

এ বিষয়ে জো বাইডেনও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেন নি। ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে বরাবরের মতো আমেরিকার অব্যাহত সমর্থন থাকবে বলে জানিয়েছেন জো বাইডেন।

The post নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ: কী কথা হলে তাহাদের মাঝে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2M2jXsb

এখনও করোনা ভ্যাকসিন পায়নি দরিদ্র ১৩০ দেশ, জাতিসংঘের ক্ষোভ

ফাতেহ ডেস্ক:

বিশ্বের বেশিরভাগ দেশে এখনও করোনার ভ্যাকসিন না পৌঁছানোর কারণ হিসেবে সমন্বয়হীনতাকে দুষছেন জাতিসংঘ মহাসচিব।

করোনা মহামারিতে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়ে। প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবনের পর আশার আলো দেখতে থাকে বিশ্ববাসী। কিন্তু, ভ্যাকসিন উদ্ভাবিত হলেও বিশ্বের দরিদ্র ১৩০টি পৌঁছায়নি করোনার টিকা। এমনকি করোনা ভ্যাকসিনের ৭৫ শতাংশই ১০ ধনী দেশের কাছে মজুদ থাকার উদ্বেগজনক তথ্য তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়ালি বৈঠকে তিনি ক্ষোভ জানান। অধিকাংশ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস।

তিনি বলেন, এ মুহূর্তে টিকার সুষম বণ্টনই সবচেয়ে জরুরি। বৈঠকে জি-২০ সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মফাসচিব। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন সম্ভব মনে করেন তিনি।

গত বছরের নভেম্বরে সৌদি আরবের রিয়াদে জি-২০ সম্মেলনে কোভিড-১৯ এর টিকা, ওষুধ এবং পরীক্ষার সুষ্ঠু বিতরণ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জি-২০ ভুক্ত দেশের নেতারা। ফাইজার, অক্সফোর্ডসহ কয়েকটি টিকা বের হলেও এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

The post এখনও করোনা ভ্যাকসিন পায়নি দরিদ্র ১৩০ দেশ, জাতিসংঘের ক্ষোভ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2OQthjR

Wednesday, February 17, 2021

দেশে ভ্যাকসিন নিলেন ১৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৫১০ জনের

ফাতেহ ডেস্ক:

গত ১০ দিনে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ৫১০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার ভ্যাকসিনদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দেশে ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন আর নারী ৮১ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ জন, আর সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন।

আজ ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে পুরুষ ২০ হাজার ৯৪৬ জন আর নারী ১০ হাজার ৯২৪ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ১৩ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৮২৯ জন, আর নারী ৬৯ হাজার ৫৮৭ জন।

The post দেশে ভ্যাকসিন নিলেন ১৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৫১০ জনের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2NCeqch

এখনো টিকা পায়নি ১৩০ দেশ

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারি মোকাবিলায় বেশ কয়েকটি দেশে কোভিডের টিকাদান কর্মসূচি চলছে। যদিও এখনো ১৩০টি দেশে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া শুরু হয়নি। এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুতেরেস।

বুধবার (১৭ জানুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়ালি বৈঠকে বিষয়টি জানান। অধিকাংশ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস। বলেন, টিকা সুষম বন্টনই সবচেয়ে জরুরি। যত দ্রুত সম্ভব প্রতিটি দেশ যেন ভ্যাকসিন পায় বিষয়টি নিশ্চিত করতে হবে।

বৈঠকে গুতেরেস জি ২০টি সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন করা সম্ভব মনে করেন তিনি।

ইতিমধ্যে বিশ্বের উন্নত দেশগুলো নিজ দেশের জনগণকে টিকা প্রয়োগ করে আসছে। কিন্তু অনেক দরিদ্র ও উন্নয়নশীল দেশে ভ্যাকসিন না পৌঁছানো গেলে করোনা নিয়ন্ত্রণে আসা সম্ভব নয় মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছরের নভেম্বরে সৌদি আরবের রিয়াদে জি-২০ সম্মেলনে কোভিড-১৯- এর টিকা, ওষুধ এবং পরীক্ষার সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জি-২০ ভুক্ত দেশের নেতারা। সেই সঙ্গে করোনভাইরাস মহামারি থেকে মুক্তি পেতে সংগ্রাম করা দরিদ্র দেশগুলোকে সমর্থন করার জন্য যা করার প্রয়োজন, তারও প্রতিশ্রুতি ব্যক্তি করেন। ফাইজার, অক্সফোর্ডসহ কয়েকটি টিকা বের হলেও এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

The post এখনো টিকা পায়নি ১৩০ দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bjGYiC

Tuesday, February 16, 2021

১০ দিনে টিকা নিলেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ

ফাতেহ ডেস্ক:

দেশব্যাপি চলা করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রমের ১০ দিনে টিকা গ্রহণ করেছেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন।

এদের মধ্যে ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন পুরুষ এবং ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন নারী রয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৯০২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৭ হাজার ১০ জন রয়েছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৭৫ হাজার ৪৪৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ হাজার ৬০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ১৯ হাজার ৯৫৯ জন, রাজশাহী বিভাগে ১ লাখ ৫৩ হাজার ৬৮৩ জন, রংপুর বিভাগে ১ লাখ ১৭ হাজার ৪৪৫ জন, খুলনা বিভাগে ১ লাখ ৫৩ হাজার ১৮৫ জন, বরিশাল বিভাগে ৬৩ হাজার ৬৫৯ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫ হাজার ৬৩৬ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল।

এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

The post ১০ দিনে টিকা নিলেন সাড়ে ১৩ লক্ষাধিক মানুষ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dk5nYj

উন্নয়নের নামে লুটপাটের মহোৎসব চলছে: ইসলামী আন্দোলন

ফাতেহ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, উন্নয়নের নামে দেশের শত কোটি টাকা লুটপাটের মহোৎসব চলছে। বিভিন্ন খাতে অস্বাভাবিক ভাবে দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগরের চুং ওয়া চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন আয়োজিত কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ৭ম অধিবেশন ২০২১ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এর পরিচালনায় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ন মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান প্রমুখ।

প্রিন্সিপাল মাদানী আরো বলেন, সরকার যুবসমাজের চরিত্র ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়, এমতাবস্থায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে ইসলামী যুব আন্দোলনকে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা নেছার উদ্দিন বলেন, করোনার এই সংকটে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ। অনেক তরুণ ব্যবসায়ী, উদীয়মান উদ্যোক্তা আজ নিঃস্ব হয়ে গেছে। সরকার তাদের জন্য তেমন কিছুই করছে না। সরকার উন্নয়ন কথিত করেছে শুধু তাদের ভোট ছিনতাইকারী ক্যাডারদের। এভাবে নিয়ন্ত্রণহীন একটি সমাজ চলতে দেওয়া যায় না।

শাহবাগ থানা শুরা অধিবেশন অনুষ্ঠিত এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাগ থানা শাখার উদ্যোগে রাজধানীর আনন্দবাজারস্থ একটি মিলনায়তনে দ্বি-বার্ষিক থানা মজলিসে শুরা অধিবেশন আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আব্দুর রহমান, নগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। থানা সভাপতি মুহাম্মদ তকদীর হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রায় অর্ধ শতকের বেশি শুরা সদস্য উপস্থিত ছিলেন।

The post উন্নয়নের নামে লুটপাটের মহোৎসব চলছে: ইসলামী আন্দোলন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZzG6kR

ফিলিস্তিনিদের টিকার চালান আটকে দিল ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ফিলিস্তিনিদের জন্য রাশিয়ার বানানো করোনার টিকার চালান আটকে দিয়েছে ইহুদিবাদী ইজরাইল। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এক বিবৃতিতে জানান, পশ্চিম তীর শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কর্তৃক টিকার চালানটি আমদানি করা হয়েছিল। সেটি আটকে দেওয়া হয়েছে। এর দায় ইজরাইলকে নিতে হবে।

উল্লেখ্য, ইজরাইলের কারণে পশ্চিম তীরে টিকাদান শুরু হলেও গাজাতে এখনো টিকাই পৌঁছায়নি। সেখানের স্বাস্থ্যকর্মীদের জন্য রাশিয়া থেকে এক হাজার ডোজ স্পুটনিক ভি টিকা আমদানি করা হয়েছে।

The post ফিলিস্তিনিদের টিকার চালান আটকে দিল ইজরাইল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZneAa4

ফের লকডাউনে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার ৪র্থ ঢেউ মোকাবিলা করতে মালয়েশিয়ায় ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে তা বাড়িয়ে ৪ মার্চ পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব । দেশটির জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া দেশটির সেলাঙ্গর, কুয়ালালামপুর, জহুর, পিনেং রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) আগামী ৪ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। বাকি রাজ্যগুলোতে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) এবং রিকভারী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) যথাযথ বহাল থাকবে। পাশাপাশি দেশটির আন্তঃরাজ্য ভ্রমণের ওপর চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

চলমান মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডারের নির্দেশনাবলী অমান্য করলে এক হাজার রিঙ্গিত জরিমানা অথবা অমান্যকারীদের গ্রেফতারও করা হচ্ছে।

The post ফের লকডাউনে মালয়েশিয়া appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2N1L6Mp

অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। সোমবার ডব্লিউএইচও এক বিবৃতিতে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার এসকে বায়ো উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ প্যানেল এই টিকা ব্যবহারের অন্তর্বর্তীকালীন সুপারিশ করার কয়েক দিনের মধ্যে টিকাটি সংস্থার অনুমোদন পেল বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, ওই প্যানেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার দুটি ডোজ ৮ থেকে ১২ সপ্তাহের ব্যবধানে দিতে বলেছে। দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের যে ধরণ দেখা দিয়েছে সেটাসহ সব দেশেই প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে লাগাম টানতে টিকাটি প্রয়োগের পরামর্শ দিয়েছেন তারা।

The post অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rStXmQ

Monday, February 15, 2021

যশোর বোর্ডের অটো পাশ ১৭শ’ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষার আবেদন

ফাতেহ ডেস্ক: যশোর শিক্ষাবোর্ডে এবার এইচএসসির অটোপাস করা ১৭শ’ শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করেছে। আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে এ ফলাফল প্রকাশিত হবে।

পরীক্ষার্থীদের এবারের আবেদন নিয়ে খানিকটা মুশকিলে পড়েছেন শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। তারা বলেছেন, এবার নির্দিষ্ট কোন বিষয়ে শিক্ষার্থীরা ফলাফল পুনঃপরীক্ষার আবেদন করেনি। এ কারণে তাদেরকে সকল বিষয়ে জেএসসি ও এসএসসির খাতা নিরীক্ষা করেই ফলাফল তৈরি করতে হচ্ছে।

যশোর শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ছিল যশোর শিক্ষাবোর্ডসহ দেশের ইতিহাসে ব্যতিক্রমী। করোনা মহামারির কারণে ওই বছরে দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তারপরও শিক্ষাবোর্ডগুলোকে ফলাফল প্রকাশ করতে হয়েছে।

এইচএসসি পরীক্ষায় আবেদনকৃতদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই শিক্ষাবোর্ডগুলো ফলাফল তৈরি করেছে। এবারের ফলাফলে যশোর শিক্ষাবোর্ডের অধীনে ফরম পূরণকৃত শিক্ষার্থীরা অটো পাস করেছে ১ লাখ ২১ হাজার পাঁচশ’ ২৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮শ’ ৯২ জন। গত ৩০শে জানুয়ারি যশোর শিক্ষাবোর্ড সারাদেশের সাথে একযোগে এ ফলাফল ঘোষণা করে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, উচ্চ মাধ্যমিকের প্রধান বিষয়গুলোর গড় মূল্যায়ন করে জাতীয় পরামর্শক কমিটির নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণ ছাড়াই ফলাফল তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার ফল তৈরি করেছে সব শিক্ষাবোর্ড। ফলাফল মূল্যায়নে জেএসসিতে ২৫ ও এসএসসিতে ৭৫ নম্বর ধরা হয়েছে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন, একাধিকবার পিছিয়ে এবারের এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফল তৈরিতে তাদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জেএসসি ও এসএসসির নম্বরপত্র তাদের মূল্যায়ন করতে হয়েছে। যদিও এ কাজটি তাদের করতে হয় না। শিক্ষকরা পরীক্ষার খাতা দেখেন, তাদের শুধমাত্র সমন্বয় করতে হয়। ফলে নতুন সিস্টেমে ফলাফল তৈরিতে তারা হিমশিম খেয়েছেন।

এদিকে, নিয়মানুযায়ী ফলাফল প্রকাশের সাতদিনের মধ্যে পরীক্ষার্থীদের খাতা পুন:নিরীক্ষার আবেদন করতে হয়। ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল এ আবেদনের শেষ দিন। এ সময়ের মধ্যে যশোর শিক্ষাবোর্ডের অধীনে বিভিন্ন কলেজের মোট ১৬ শ’ ৯৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা ১২৫ টাকা ফি দিয়ে টেলিটকের মাধ্যমে আবেদন করেছে। যেহেতু এ বছর পরীক্ষা হয়নি, ফরম পূরণ করা সব পরীক্ষার্থীকে অটো পাস করিয়ে দেয়া হয়েছে। সে হিসেবে বিষয় অনুযায়ী পরীক্ষার্থীরা আবেদন করার সুযোগ পায়নি। তারা মূলত গ্রেড পরিবর্তনের আবেদন করেছে।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর ফলাফল নিরীক্ষার আবেদনের সংখ্যা খুবই কম। তবে ভিন্ন পদ্ধতিতে এ বছর ফলাফল প্রকাশের কারণে ভিন্নভাবেই নিরীক্ষা করা হচ্ছে। নতুন পদ্ধতিতে ফলাফল তৈরির কারণে যদিও নিরীক্ষার কোন প্রয়োজনীয়তা ছিল না। তারপরও যারা আবেদন করেছে, তারা সন্দেহের বশিভূত হয়ে কাজটি করেছে। জেএসসি ও এসএসসির প্রধান বিষয়গুলোতে নম্বর কম থাকায় পরীক্ষার্থীদের হয়তো আশানুরূপ ফলাফল হয়নি। অন্য বিষয়ে তাদের বেশি নম্বর থাকায় শিক্ষার্থীরা আরো ভাল ফলাফল আশা করেছিল। এ কারণে তারা নিরীক্ষার আবেদন করেছে।

তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের একমাসের মধ্যে আবেদনকারীদের পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এ হিসেবে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই তারা নিরীক্ষার রেজাল্ট ঘোষণা করবেন বলে জানান।

উল্লেখ্য, গত ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে মোট এক লাখ ২১ হাজার পাঁচশ’ ২৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। এরমধ্যে ছাত্র ছিল ৬১ হাজার সাতশ’ ৬১ জন ও ছাত্রী ৫৯ হাজার সাতশ’ ৬৭ জন। ঘোষিত ফলাফলে এরা সবাই অটো পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮শ’ ৯২ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে নয় হাজার নয়শ’ ২২, মানবিক বিভাগে দু’ হাজার দুশ’ ১৩ জন ও বাণিজ্য বিভাগে সাতশ’ ৫৭ জন রয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ক্যাজুয়ালও রয়েছে। যারা গত বছরের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় ছিল গত বছরের এপ্রিল মাসে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষা হয়নি।

The post যশোর বোর্ডের অটো পাশ ১৭শ’ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষার আবেদন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZhleP7

‘চার নয়, আট সপ্তাহ পরেই দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ’

ফাতেহ ডেস্ক:

করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার মধ্যবর্তী সময়সীমা ছিলো তা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে বলে জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের চার সপ্তাহ অর্থাৎ এক মাস পর দ্বিতীয় ডোজ নেয়ার মেসেজ এসেছে। কিন্তু, চার সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ নেয়ার যে সিদ্ধান্ত ছিলো তা পরিবর্তন করা হয়েছে। চার সপ্তাহের পরিবর্তে আট সপ্তাহ পরেই করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

তিনি আরও জানান, টিকা প্রয়োগের ক্ষেত্রে বয়সভিত্তিক যে সীমাবদ্ধতা ছিলো তা বাতিল করা হবে। অর্থাৎ ৪০ বছরের কম বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া নিবন্ধনের ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। আর কোভ্যাক্সের ৫০ লাখ টিকা আগামী মাসের মধ্যে আসবে নিশ্চিত করেছেন ডা. এ বি এম খুরশীদ আলম।

তারিখ পরিবর্তন হওয়ায় ইতিমধ্যে যারা প্রথম ডোজ গ্রহণের পর দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ দেয়া হয়েছে তাদের পরবর্তী ডোজ গ্রহণের নতুন তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

এদিকে, প্রথম চালানের তুলনায় দ্বিতীয় চালানে টিকা কম আসবে। কারণ হিসেবে জানানো হয়েছে চাহিদা অনুযায়ী টিকা উৎপাদন করতে পারছে না সিরাম ইনস্টিটিউট।

এর আগে, প্রত্যাশা অনুযায়ী টিকা গ্রহণকারীদের নিবন্ধন না হওয়ায় দ্রুতই টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কথা জানানো হয়। দ্রুত দ্বিতীয় ডোজ দেয়ায় কার্যকারিতায় তেমন কোনও প্রভাব পড়বে না বলেও জানান সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) টিকা কর্মসূচির অষ্টম দিনে টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নেয়ার পর নাজমুল হাসান পাপন জানান, আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এবার করোনা টিকার ২০-৩০ লাখ ডোজ আসবে। টিকা আনাটা চাহিদার ওপর ভিত্তি করে নির্ভর করছে উল্লেখ পাপন জানান, চুক্তি লঙ্ঘন হওয়ার কোনো বিষয় নেই। টিকা নিয়ে সংকটের কোনও কারণ নেই বলেও জানান নাজমুল হাসান পাপন।

গত ২৫ জানুয়ারি দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার প্রথম চালান আসে। তার আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার।

গত ২ জানুয়ারি এই টিকা প্রথম ৩০ জনকে দেওয়া হয়। সর্বপ্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

The post ‘চার নয়, আট সপ্তাহ পরেই দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZlkwjO

ইয়েমেনে অনাহারে চলতি বছরে লাখো শিশুর মৃত্যুর শঙ্কা

ফাতেহ ডেস্ক:

ইয়েমেনে মারাত্মক অপুষ্টিতে ভুগছে পাঁচ বছরের নিচে দুই মিলিয়নের বেশি শিশু। যার মধ্যে চলতি বছর অনাহরে ৪ লাখ শিশুর মৃত্যু হতে পারে।

গত শুক্রবার জাতিসঙ্ঘের চারটি সংস্থার যৌথ বিবৃতিতে এই এই আশঙ্কার কথা জানানো হয়। জাতিসঙ্ঘ বলছে, ইয়েমেনে গৃহযুদ্ধ ও করোনাভাইরাসের কারণে ভয়ঙ্কর খাদ্যাভাব দেখা দিয়েছে। অবস্থার পরিবর্তন না হলে মৃত্যুর হার আরো বেড়ে যেতে পারে।

জাতিসঙ্ঘের বিবৃতিতে বলা হয়, এই সঙ্কটপূর্ণ মুহুর্তে বিভিন্ন সংস্থা থেকে দেশটিতে যেই সাহায্যসামগ্রী আসছে, তা খাদ্যের সঙ্কট নিরসনে যথেষ্ট নয়। সঙ্কট নিরসনে প্রয়োজন ৩.৪ মিলিয়ন ডলার। যেখানে এসেছে মাত্র ১.৯ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, এর আগে জাতিসঙ্ঘ ইয়েমেনকে সবচেয়ে দুর্যোগপূর্ণ দেশ আখ্যা দিয়েছে। যুদ্ধের কারণে দেশটির প্রায় ৮০ ভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধ ২০১৪ সালের ওই সময়ে শুরু হয় ,যখন হাউচি সম্প্রদায় ইয়েমেনের রাজধানী সানা শহরকে দখলের ঘোষণা দিয়েছিল। সূত্র : জিও নিউজ

The post ইয়েমেনে অনাহারে চলতি বছরে লাখো শিশুর মৃত্যুর শঙ্কা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZhJ9Od

Sunday, February 14, 2021

৭ দিনে টিকা নিয়েছে ৯ লাখেরও বেশি মানুষ

ফাতহ ডেস্ক:

দেশে করোনা টিকাদান কর্মসূচির কার্যক্রম ৭ দিন পার হয়েছে। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। এছাড়া সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৪২৬ জনের মধ্যে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে মাত্র ৩২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ আর নারী ৬৭ হাজার ৩২৮ জন।

The post ৭ দিনে টিকা নিয়েছে ৯ লাখেরও বেশি মানুষ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/37hl2DL

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে জয়ী যারা

ফাতহ ডেস্ক:

চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৩০টি ইভিএমে এবং বাকি ২৫টিতে ব্যালটে ভোটগ্রহণ করা হয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপের নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে আয়জিত সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খন্দকার।

৫৫টি পৌরসভায় নতুন মেয়র নির্বাচিত হলেন যারা- বান্দরবানে নৌকার প্রার্থী মোঃ ইসলাম বেবী, রাজশাহীর তাহেরপুরে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার, ঠাকুরগাঁও সদরে আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম, রাণীশংকৈলে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেরপুর সদরে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুরের শ্রীবরদীতে নৌকার প্রার্থী মোহাম্মদ আলী লাল মিয়া,‌ হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের সাইফুল ইসলাম রুবেল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের তাকজিল খলিফা কাজল, রাঙামাটিতে নৌকা প্রতীকের আকবর হোসেন চৌধুরী, রাজশাহীর তানোরে আওয়ামী লীগের ইমরুল হক, কিশোরগঞ্জের করিমগঞ্জে নৌকার প্রার্থী মুছলেহ উদ্দিন, নাটোরের বড়াইগ্রামে নৌকার প্রার্থী মাজেদুল বারী নয়ন, বাগেরহাট সদরে আওয়ামী লীগের খান হাবিবুর রহমান, নেত্রকোনা সদরে আওয়ামী লীগের নজরুল ইসলাম খান, যশোরের চৌগাছায় নৌকার প্রার্থী নুর উদ্দিন আল মামুন, ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের শশধর সেন, কিশোরগঞ্জের বাজিতপুরে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আশরাফ, যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের কামরুজ্জামান বাচ্চু, চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের নাজমুল আলম স্বপন, ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নিমাই চন্দ্র সরকার, মুন্সিগঞ্জের মীরকাদিমে নৌকার প্রার্থী আব্দুস ছালাম, জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের রাবেয়া সুলতানা, কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী লীগের আব্দুল কাইয়ুম খোকন, নরসিংদীর মাধবদীতে নৌকার প্রার্থী মোশারফ হোসেন প্রধান, টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগের রকিবুল হক ছানা ও কালিহাতীতে আওয়ামী লীগের নুরুন্নবী সরকার, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের সৈয়দ মুনিরুল ইসলাম, নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগের মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগের এম এম মেজবাহ উদ্দিন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগের হাসান কাদির গনু ও জীবননগরে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদরে বিএনপির প্রার্থী তাজকীন আহমেদ চিশতী, রাজবাড়ী সদরে স্বতন্ত্র প্রার্থী আলমগীর শেখ তিতু ও গোয়ালন্দে আওয়ামী লীগের নজরুল ইসলাম মন্ডল, চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের আবুল খায়ের পাটোয়ারী, লালমনিরহাট সদরে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন ও পাটগ্রামে আওয়ামী লীগের রাশেদুল ইসলাম সুইট, রাজশাহীর গোদাগাড়ীতে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক বাবু, ময়মনসিংহের ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিস, জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের শহিদুল আলম, নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের নুরুল হক চৌধুরী এবং সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগের লুৎফুর রহমান।

করোনা মহামারির কারণে এবার পাঁচ ধাপে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে ইতিমধ্যে চারটি ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হলো। চতুর্থ ধাপের ৫৫টি পৌরসভা নির্বাচনে ২২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ৫১০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ২০৯৯ জন এবং ১৭০টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ৬২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

গেল ২৮ ডিসেম্বর ২৪টি পৌরসভায় প্রথম ধাপে, ১৬ জানুয়ারি ৬০টি পৌরসভায় দ্বিতীয় ধাপে, ৩০ জানুয়ারি ৬২টি পৌরসভায় তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

The post চতুর্থ ধাপের পৌর নির্বাচনে জয়ী যারা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/37eySaa

করোনাভাইরাসের টিকা নিলেন সেনাপ্রধান

ফাতেহ ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রবিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকা নেয়া শেষে তিনি সবাইকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে নির্দেশ প্রদান করেন।

দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তারা জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে শনিবার মোট ২৬ টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ অন্যান্য অসামরিক ব্যক্তি টিকা নেন।

The post করোনাভাইরাসের টিকা নিলেন সেনাপ্রধান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3d74FNU

সৌদিতে আরও ২০ দিনের নিষেধাজ্ঞা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে করোনার সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের মেয়াদ ২০ দিন বাড়ানো হয়েছে। স্থানীয় সময় রোববার রাত দশটা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ কার্যকর হবে। খবর আরব নিউজ।

এ সময় সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ৪ ফেব্রুয়ারি ১০ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হয় ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে। নির্দেশনায় বলা হয়, এ সময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেয়া যাবে।

কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়। ফের নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ ও চার সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে।

The post সৌদিতে আরও ২০ দিনের নিষেধাজ্ঞা বাড়ল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZcYMXk

‘করোনাভাইরাস মোকাবিলায় সব উদ্যোগ নিয়েছে সরকার’

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মোকাবেলায় যা যা করণীয় তার সব করেছে সরকার, ফলে এই ভাইরাস বাংলাদেশে এখন অনেকটাই নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে কুমুদিনী ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে সরকার। করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে দ্বিধা কেটে গেছে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে সরকার কাজ করছে। এছাড়া ভ্যাকিসন নিলেও স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলা করার জন্য ডাক্তার ও নার্স নিয়োগ দিয়েছি। এসব পদক্ষেপের ফলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিটা মানুষ যাতে চিকিৎসা পায়, সেজন্য চেষ্টা করে যাচ্ছি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন একমাত্র লক্ষ্য। করোনা মহামারী মোকাবেলায় নিরসলভাবে কাজ করার জন্য স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনের সব কর্মকর্তাকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে হত্যা করা হয়েছে। ৭৫ এর পরবর্তী শাসকরা দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে উন্নত করা জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

The post ‘করোনাভাইরাস মোকাবিলায় সব উদ্যোগ নিয়েছে সরকার’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Nn9yYq

Saturday, February 13, 2021

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আজ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রোববার সকালে এ তথ্য জানিয়েছেন।

গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়। স্কুল-কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যে কোনো মুহূর্তে সেগুলো খুলে দেয়া যেতে পারে।

The post শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2OC5eoJ

এ পর্যন্ত টিকা নিয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন

ফাতেহ ডেস্ক:

দিনে দিনে করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় কাটছে মানুষের। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে টিকা নেয়া মানুষের সংখ্যা। আজ টিকা নিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩শ’ ৭১ জন।

আর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৬শ’ ৮০ জন। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরাও বলছেন, টিকা নিতে প্রথমদিকে ভিড় কম ছিল, এখন দিনে দিনে সেই সংখ্যা বাড়ছে। এদিকে, স্বাস্থ্যসচিব বলেছেন, প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। করোনার টিকা দানের ষষ্ঠ দিনের চিত্র এটি। নিবন্ধন কারিরা মোবাইলে ম্যাসেজ না পেলেও করোনার টিকা দিতে পারতেন। ষষ্ঠদিন শনিবার সেটি সম্ভব হচ্ছেনা।

হাসপাতালের পরিচালক জানান, টিকা গ্রহীতার সংখ্যা বাড়ার কারণে ম্যাসেজ ছাড়া টিকা দেয়া সম্ভব হচ্ছে না। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. ফারুক আহমেদ বলেন,’আমরা অফিস থেকে ১২শ; এসএমএস পেয়েছি। এর বাইরে যদি আসে, এ জন্য আমরা বলেছি, যারা এসএমএস পেয়েছেন তাদের আমরা অবশ্যই দিবো। তারপর যদি সময় থাকে তবে অন্যদেরকেও দিব।’

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়েও দেখা গেল টিকা নেয়া মানুষের ভীড়। নিটোর ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আক্তারুজ্জামান জানান,’রেজিষ্ট্রেশনের সংখ্যা প্রতিদিন বাড়ছে। একটা স্বতস্ফুর্ত পরিবেশ দেখা যাচ্ছে।’

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা দান কর্মসূচী পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব জানান, বয়স্কদের ন্পট রেজিস্ট্রেশনের বিষয়ে ভাবা হচ্ছে। স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন,’৮০ বছরের উর্দ্ধে, একেবারেই রেজিস্ট্রেশন করতে পারছে না। তাদের জন্য স্পটে আমরা কিছু করতে পারি কিনা সেটা দেখছি।’

শনিবার সকাল পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ১৪লাখ ৩৪ হাজার ৮১৩ জন।

The post এ পর্যন্ত টিকা নিয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pgzTV7

দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। যা গতকালের চেয়ে প্রায় তিনগুণ।

এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ২৯১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনে দাঁড়াল।

আজ শনিবার (১৩ই ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি আরো জানান, এদিন সুস্থ হয়েছেন ৩৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৩৯৭টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ১০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

এর আগে শুক্রবার (১২ই ফেব্রুয়ারি) দেশে আরও ৪০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

The post দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rKT3nC

Friday, February 12, 2021

মালয়েশিয়ায় প্রথম টিকা নেবেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় সবার আগে করোনাভাইরাসের টিকা নেবেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। বৃহস্পতিবার (১১ ফেব্রুযারি) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রযুক্তিমন্ত্রী ও জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির সমন্বয়মন্ত্রী খায়েরি জামালউদ্দিন।

চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় কোভিড-১৯ টিকা কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। দেশটিতে ফাইজারের তৈরি করোনা টিকা প্রয়োগ করা হবে।

বৃহস্পতিবার রাতে দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা টিভিতে এক টকশোতে প্রযুক্তিমন্ত্রী খায়েরি জামালউদ্দিন বলেন, ‘ভ্যাকসিন নিরাপদ; জনগণকে এটা বোঝাতে ও আশ্বস্ত করতে সবার আগে ফাইজারের ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী।’

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানিয়েছিলেন, মালয়েশিয়ায় জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চলতি মাসের শেষের দিকে শুরু হবে এবং সরকার দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে এই টিকা প্রদানের কাজ শুরু করবে। জনগণকে এই টিকা বিনামূল্যে দেয়া হবে বলেও সে সময় জানিয়েছিলেন তিনি।

The post মালয়েশিয়ায় প্রথম টিকা নেবেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qfldqt

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ৪০৪

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। যা গত ৬ মের পর সবচেয়ে কম। একই সময়ে নতুন করে আরো শনাক্ত হয়েছেন ৪০৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন হয়েছে।

The post দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ৪০৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3d9xCsq

Thursday, February 11, 2021

বিবিসির টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিষিদ্ধ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির চলচ্চিত্র, টিভি ও রেডিও প্রশাসন এ নির্দেশনা জারি করেছে।

করোনাভাইরাস সংক্রমণ ও উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে চীন সরকারের সমালোচনা করত বিবিসি। অবশ্য দেশটিতে আগে থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যমটির সম্প্রচার অত্যন্ত সীমাবদ্ধ ছিল। সেখানে শুধু আন্তর্জাতিক হোটেল এবং কিছু কূটনৈতিক এলাকায় বিবিসি সম্প্রচারিত হতো। অর্থাৎ চীনের সাধারণ মানুষ তাদের অনুষ্ঠান দেখতে পেত না।

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্য। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অফকমের দাবি, গত বছর ব্রিটিশ নাগরিক পিটার হামফ্রের কথিত ‘জোরপূর্ব স্বীকারোক্তি’ প্রচার করে যুক্তরাজ্যের সম্প্রচারনীতি ভঙ্গ করেছে সিজিটিএন।

এঘটনার সপ্তাহখানেক পরেই অন্তত এক বছরের জন্য বিবিসির সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধের ঘোষণা করল চীন।

চীনা কর্তৃপক্ষ বলেছে, চীনের বিষয়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনগুলো সম্প্রচার নীতিমালার ‘গুরুতর লঙ্ঘন’। তাদের কথায়, ‘সংবাদ সত্য ও নিরপেক্ষ হওয়া উচিত এবং তা যেন চীনের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর না হয়।’

চীনে বিবিসি নিষিদ্ধ করার নিন্দা জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এতে ‘গণমাধ্যমের স্বাধীনতা অগ্রহণযোগ্যভাবে সংকুচিত’ করা হয়েছে।

The post বিবিসির টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিষিদ্ধ করল চীন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ae1aU8

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯, শনাক্ত ৪১৮

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪১৮ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

The post দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯, শনাক্ত ৪১৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ba1gLN

Wednesday, February 10, 2021

টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে আনসার-ভিডিপিকে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

প্রতিটি মানুষ যেন করোনার টিকা পায় সেজন্য গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম জাতীয় সমাবেশে গণভবন থেকে ভার্চৃয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বীরত্তোপূর্ণ অবদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ পদকে ভুষিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জনে আনসার বাহিনীর ভুমিকা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়েসহ সমাজের ব্যাধিগুলো দুর করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিশেষ ভুমিকা পালনের আহ্বান জানান।

The post টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে আনসার-ভিডিপিকে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jFGqr6

গফরগাঁওয়ের ৯ রাজাকারের রায় আজ

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার খলিলুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হতে পারে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও আবু আহমেদ জমাদার।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।

উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল। কিন্তু করোনার কারণে গত বছর যুদ্ধাপরাধের মামলার কোনো রায় দিতে পারেননি ট্রাইব্যুনাল।

এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন- প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, সাহিদুর রহমান, জাহিদ ইমাম, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস শুকুর খান ও আবদুস সাত্তার পালোয়ান।

এ মামলার আসামিরা- মো. খলিলুর রহমান মীর, মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. আব্দুল্লাহ, মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী, আব্দুল লতিফ। আর পলাতক ছিলেন এ এফ এম ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক মণ্ডল, সিরাজুল ইসলাম তোতা, আলিম উদ্দিন খান ও নুরুল আমিন শাহজাহান। এর মধ্যে বিচার চলাকালে মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার ও পলাতক থাকা অবস্থায় নুরুল আমিন শাজাহানের মৃত্যু হয়।

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে ৪ জনকে হত্যা, ৯ জনকে আটক ও নির্যাতনের অভিযোগ।

The post গফরগাঁওয়ের ৯ রাজাকারের রায় আজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aROsJC

মহামারি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ফাতেহ ডেস্ক:

ধীরে ধীরে বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসছে করোনার প্রকোপ। গত চার সপ্তাহে আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসায় বিচার বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও জানিয়েছে, মহামারি করোনা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। শক্তিশালী করোনার প্রকোপ কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টায় যে সুফল আসতে শুরু করেছে, তা করোনা মহামারি নিয়ন্ত্রণেরই আভাস।

ডব্লিউএইচও করোনা মহামারির সাপ্তাহিক হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৮ হাজার মানুষের। যা আগের সপ্তাহের চেয়ে সংখ্যা ১০ শতাংশ কম। এছাড়া গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৩১ লাখের বেশি। তার আগের সপ্তাহের চেয়ে এ সংখ্যা ১৭ শতাংশ কম। তাদের তথ্যে আরও দেখা গেছে, গেল অক্টোবরের শেষ সপ্তাহের পর গত সপ্তাহেই বিশ্বজুড়ে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন। বিশ্ববাসীর জন্য অনেকটা সুসংবাদই বটে।

ওয়ার্ল্ডোমিটারস-এর সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত ১০ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২৩ লাখ ৫৩ হাজারের বেশি। এদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশে প্রচণ্ড শীতের কারণে মৃত্যু ও সংক্রমণের মাত্রা বেড়েছে। তবে বৈশ্বিকভাবে আক্রান্ত-মৃত্যু দুটোই নিম্নমুখী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনে গত সপ্তাহে তুলনামূলক কম করোনা রোগী শনাক্ত হয়েছেন। সংক্রমণ কমার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। সংক্রমণ কমার হারে সবার পেছনে রয়েছে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল। এই অঞ্চলে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সংক্রমণ কমেছে ২ শতাংশ।

দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত,পাকিস্তানসহ বাংলাদেশেও করোনার প্রকোপ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ভারতে গত বছরের শেষদিকেও যেখানে আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখানে একদিন আগে আক্রান্তের সংখ্যা ১০ হাজারে নেমেছে। আর মৃত্যুও শতকের নিচে।

করোনার প্রকোপ কমার পেছনে বিশ্বব্যাপী যে টিকাদান কর্মসূচি চলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনতে সব জায়গায় টিকা কার্যক্রম চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তবে মহামারি নিয়ন্ত্রণে আনতে হলে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের টিকা কর্মসূচির আওতায় আনার বিকল্প নেই বলে জানান সংস্থাটির মহাসচিব।

The post মহামারি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/370OCx3

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ

ফাতেহ ডেস্ক:

দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ। শিগগিরই খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ৬ দিন করে ক্লাস নেয়া হবে। ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্যও সিলেবাস কমানো হবে।

দেশে করোনা কারণে প্রায় ১১ মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দেয়–শিক্ষা মন্ত্রণালয়।

এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় বলছে-শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে করোনার টিকা। শিগগিরই খোলা হতে পারে প্রতিষ্ঠানও। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে ৬ দিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমানো হয়েছে সিলবাস। কাজ চলছে এইচএসসির সিলেবাস কমানোরও। ২০২২ সালেও কমছে সিলেবাস। আগামী বছরে পরীক্ষার্থীদের ক্লাশ হবে সপ্তাহে দুই দিন।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই প্রতিষ্ঠান প্রস্তুত থাকতে পারে।

ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষায়ও সরকার কিছু পরিবর্তন আনে।

The post শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Z7mrbm