Wednesday, September 30, 2020

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে: শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় করোনাকালীন শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ছুটি বাড়বে কিনা এ বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ছুটি বাড়ছে। ছুটি বাড়াতে তো হবেই। শীঘ্রই তারিখটা জানিয়ে দেবো।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গাইডলাইন তৈরির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ঠিক করাই আছে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবো তখন কিভাবে খুলবো। স্বাস্থ্য মন্ত্রণালয়েরও দিক নির্দেশনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কেউ শিক্ষা প্রতিষ্ঠান এসে আক্রান্ত না হয়ে বাইরে হলেও কিন্তু বলা হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণেই হচ্ছে। তাই শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করে তাদের শিক্ষার বিষয়ে নিশ্চিত করার ক্ষেত্রেই আমরা নজর দিচ্ছি। সকল অভিভাবক শিক্ষার্থী সবাই এটি নিয়ে ভাবছে।

বার্ষিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার বিষয়ে তিনি বলেন, বার্ষিক পরীক্ষা, আগামী এসএসসিসহ অনেক পরীক্ষা নিয়েই সবার প্রশ্ন আছে। কিন্তু এই পরীক্ষা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। শীঘ্রই এটি আমাদের একটি সভা আছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা এখন নানান অপশন নিয়ে ভাবছি, কোন পরীক্ষা না নিয়ে অটোপ্রমোশন দেয়া; আবার পরীক্ষা নিয়ে প্রমোশন দেয়া। আমরা সব বিষয় নিয়েই কাজ করছি। শীঘ্রই এ বিষয়ে জানাতে পারবো। আমরা সব দেশের পরিস্থিতিই দেখছি।

কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সবার স্বাস্থ্যবিধির দিকে নজর রেখে সব করছি। একইসাথে শিক্ষা কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখছি। সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার সময়ে ধাপে ধাপে আমরা ছুটি বাড়িয়েছি। এটি ছাড়া তো সম্ভব ছিলো না। ধাপে ধাপে বাড়ানো ছাড়া একসাথে অনেক ছুটি বাড়ানোর যুক্তি নেই। শিক্ষার্থীরাতো অনলাইনে পড়াশুনা করছেন, তাদের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। আমরা চাই দ্রুত সব ঠিক হোক, দ্রুত আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চাই

“ও” লেভেলের পরীক্ষার বিষয়ে তিনি বলেন, “ও” লেভেলের প্রতিদিন ১৮০০ পরীক্ষার্থী। সেখানে মোট ৬ হাজার শিক্ষার্থী। তাদের ৩৫টির বেশি পরীক্ষা কেন্দ্রে। তাই স্বাস্থ্যবিধি মেনে তাদের কাজ করা অনেক সহজ হবে। তাদের সব শর্তই দেয়া হয়েছে। এবং যারা অক্টোবরের মধ্যে দিতে না পারবে, নারা মে মাসের আগে আর দিতে পারবেন না।

কওমির ক্ষেত্রে বলেন, কওমি মাদরাসা খোলার বিষয়ে একটি অন্যতম বিষয় তারা অনেকটাই আবাসিক। তারা স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে। সেজন্যই তারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়েছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার স্বার্থে তাদের অনুমতি দেয়া হয়েছে। যাতে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ম্যানেজিং কমিটি নিয়ে অনেক সমস্যা হয়। সারাদেশে এতো শিক্ষা প্রতিষ্ঠান, তাদের অনেক ধরনের সমস্যা থাকে। এটি নিয়ে একটি নীতিমালা হচ্ছে। সেটি চূড়ান্ত করতে একটি সংসদীয় উপকমিটি করে দেয়া হয়েছে। তারা ডিসেম্বরের মধ্যেই এটি চূড়ান্ত করতে পারবেন।

এমসি কলেজের বিষয়ে তিনি বলেন, এমসি কলেজের সেই ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ঘটনা ঘটার সাথে সাথে আমরা সব ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের পরিস্থিতির যেন উদ্ভব না ঘটে সেজন্য আমাদের করণীয় কি, সেটি নিয়ে কাজ করছি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম বিষয়ে তিনি বলেন, যারা নিজস্ব ক্যাম্পাসে যাচ্ছে না তাদের আমরা বার বার তাগাদা দিচ্ছি। কেউ কেউ ইতোমধ্যে স্থায়ী ক্যাম্পাসে গেছে। তবে কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান সংযুক্ত ছিলেন।

প্রসঙ্গত, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে।

The post শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে: শিক্ষামন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33hFLFX

আগামী সপ্তাহে এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ

ফাতেহ ডেস্ক:

আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক (ভার্চুয়াল) সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথাই জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। পরীক্ষা আয়োজনে প্রশ্ন, উত্তরপত্র তৈরিসহ সব প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি রয়েছে। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারও ক্ষতি না হয় সে বিষয়টি আমরা গুরুত্ব দেব। বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে আমরা দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নেব।’

তবে এবার সব বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। কোন কোন বিষয়ের পরীক্ষা নেয়া হবে সেটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, এবার এপ্রিলেই এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় স্থগিত করা হয় পরীক্ষাটি। গত ১৭ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

The post আগামী সপ্তাহে এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36h7R68

দেশে একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০৮টি ল্যাবে ১৩ হাজার ১৫৫ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৩৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৫১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৭৮৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৩ জন বা ৭৭.৩৮ শতাংশ এবং নারী ১ হাজার ১৮৮ জন বা ২২.৬২ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jhz3p2

ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক:

ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপ-রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক টুইট বার্তায় এ খবর জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

টুইট বার্তায় বলা হয়েছে, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু রুটিন পরীক্ষার সময় করোনাভাইরাস পজিটিভ আসে। ৭১ বছর বয়সী উপ-রাষ্ট্রপতি বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

তার স্ত্রী শ্রীমতি ঊষা নাইডুর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি স্ব-বিচ্ছিন্ন (সেলফ আইসোলেশন) অবস্থায় আছেন বলে টুইট বার্তায় জানানো হয়েছে।

প্রসঙ্গত ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও। গত সপ্তাহেই কোভিড পরিস্থিতির কারণে আট দিন আগেই শেষ হয়ে যায় সংসদের বর্ষাকালীন অধিবেশন। ওই সংসদের ২৫ জন সদস্যের করোনা পরীক্ষায় কোভিড ধরা পড়েছিল। নিয়মিত সংসদে গেছেন ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু তখন তার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও প্রায় এক সপ্তাহ পরে পজিটিভ এলো তার করোনা টেস্ট। দেশটিতে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৬০ লাখের ওপর। মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই।

The post ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Gi1dBE

Tuesday, September 29, 2020

আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়

আন্তর্জাতিক ডেস্ক:

বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পরে আজ ভারতের লখনৌ এর বিশেষ সিবিআিই আদালতে মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর রাম অনুসরীদের হাতে ধ্বংস হয় মসজিদটি। আলোচিত এই মামলায় ৪৯ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত।

মসজিদ ধ্বংসের মামলায় সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন এলকে আদভানি,মুরালি মনোহর যোশী,উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বিজেপির ফায়ার ব্র্যানড নেত্রী উমা ভারতী সহ আরো অনেকে।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ২৭ বছর আগে দিনের আলোয় অযোধ্যাতে এই ঘটনা ঘটেছিল। এক্ষেত্রে আদালতের রায়ে এমন শাস্তি দেওয়া উচিত যাতে পুনরায় কোন ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ না করা হয়।

১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ১০ মাস পর চার্জশিট দেয় সিবিআই। সঙ্ঘ পরিবারের প্রথম সারির নেতাদের মধ্যে নাম ছিল লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতীর। উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ার, সাক্ষী মহারাজ, ভিএইচপি নেত্রী সাধ্বী ঋতম্ভরা এবং রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস ও সম্পাদক চম্পত রাইয়ের নাম চার্জশিটে দেয় সিবিআই। সবমিলিয়ে ৪৮ জন ছিলেন অভিযুক্তের তালিকায়। মামলা চলাকালীন ১৬ জন মারা যান। যাঁদের মধ্যে রয়েছেন, বিশ্বহিন্দুপরিষদ নেতা অশোক সিঙ্ঘল, গিরিরাজ কিশোর, বিষ্ণুহরি ডালমিয়া ও শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরে।

২৮ বছরে নানা নাটকীয় টানাপোড়েনের সাক্ষী থেকেছে বাবরি মসজিদ ধ্বংস মামলা। ঘটনার পর সাবেক ফৈজাবাদ জেলায় পুলিস ২টি এফআইআর দায়ের করে। ১৯৭ নম্বর এফআইআরে অজ্ঞাতপরিচয় লাখো করসেবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। লখনউয়ের আদালতে শুরু হয় মামলা। ১৯৮ নম্বর এফআইআরে আদভানি, জোশী, উমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়। রায়বরেলির আদালতে শুরু হয় মামলা। তদন্ত শুরুর পর তিরানব্বইয়ের অক্টোবরে ২ মামলায় যৌথ চার্জশিট দেয় সিবিআই। ৪৮জন নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও মসজিদ ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ আনে। ২০০১-এ আডবাণী-সহ ১৪ জন নেতাকে, ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দেয় নিম্ন আদালত।

২০০৩-এ সিবিআই আর একটি চার্জশিট দিলেও, রায়বরেলির আদালতের নির্দেশে প্রমাণ না থাকায় ষড়যন্ত্রের অভিযোগ ছাড়াই আদভানিদের বিরুদ্ধে এগোতে থাকে মামলা। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টও নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখে, আডবাণীদের ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দেয়। ২০১১ সালে করা সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে ২০১৭ সালে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্টের রায়। আদভানি সহ ১৪ জন নেতার বিরুদ্ধে ফিরে আসে ষড়যন্ত্রের অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশেই, লখনউয়ের সিবিআই আদালতে, করসেবকদের বিরুদ্ধে এবং আডবাণীদের বিরুদ্ধে ২টি মামলার একসঙ্গে শুনানি শুরু হয়। প্রায় তিন দশক পর গত পয়লা সেপ্টেম্বর শেষ হয় সেই শুনানি।

২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নিয়মিত শুনানি করে ২ বছরের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয়। মামলা শেষ করতে লখনউয়ের আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবের অবসরের দিন পিছিয়ে দেয় শীর্ষ আদালত। বাবরি মসজিদ ভাঙার সময়ে ঘটনাস্থলে ছিলেন আদভানি, জোশীরা। সাম্প্রদায়িক সংঘর্ষ, সংঘর্ষে উস্কানি, ফৌজদারি ষড়যন্ত্র-সহ নানা অভিযোগে অভিযুক্ত হন তাঁরা। লখনউয়ের আদালতে নিজেদের বয়ানে আদভানি-জোশী দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার জন্যই ষড়যন্ত্রে অভিযোগ আনা হয়। করোনা পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সে সাক্ষ্য দেন তাঁরা। উমা-কল্যাণরা সশরীরে হাজিরা দেন। তবে, কল্যাণ সিং ছাড়া কেউই, নিজেদের নির্দোষ প্রমাণে কোনও নথি দেননি। মসজিদ ধ্বংসে জন্য ফাঁসি দেওয়া হলেও তিনি নিজেকে ধন্য মনে করবেন বলে আদালতের বাইরে মন্তব্য করেন উমা ভারতী।

আদভানি, জোশীরা সব অভিযোগ অস্বীকার করলেও লিবেরহান কমিশনের রিপোর্টে বলা হয় বাবরি ধ্বংস না ছিল স্বতঃস্ফূর্ত, না ছিল অপরিকল্পিত। গত বছর নভেম্বরে অযোধ্যায় রামমন্দিরের পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু, সেখানেও শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আদালতের নির্দেশ অমান্য করে, বাবরি মসজিদ ভাঙা হয়। বাবরি মসজিদ ধ্বংসে ভাঙা হয় আইন। হিসাব কষেই নষ্ট করে দেওয়া হয় মানুষের উপাসনাস্থল। বাবরি ধ্বংস মামলায় সাড়ে তিনশো জনের সাক্ষ্য শুনেছে নিম্ন আদালত। খতিয়ে দেখা হয় প্রায় ৬০০ নথি। ইতিমধ্যেই কেটে গেছে তিন দশক। মূল-মামলা উচ্চ আদালতে গড়ালে চূড়ান্ত নিষ্পত্তি হতে কতদিন লাগবে, সেই প্রশ্নই এখন ঘুরছে সব মহলে।

The post আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2G4P2IO

করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ

ফাতেহ ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে করোনা উপসর্গ নিয়েহাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ।

তার অবস্থা এতোটাই গুরুতর যে তাকে এখন হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থহয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।তারসুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

সূত্র জানায়, রাত ৯টা নাগাদ আবুল হাসানাত আবদুল্লাহ বাসায় শ্বাসকষ্ট অনুভব করেন। এক পর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে। হাসপাতালের আইসিইউতে নেয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছ বলে সন্দেহ করা হচ্ছে।

এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর ১২টা নাগাদ রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তাকে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সেখানে তার কাছে আছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ।

প্রসঙ্গত, ৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও।

এর আগের সরকারের সময়ে হাসানাত আবদুল্লাহ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। তার বড় ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণসম্পাদক। ১৯৭৫ সালেভয়াল কালোরাতেনিহত শহীদ আব্দুররব সের‌নিয়াবাতেরছেলেআবুল হাসানাত আবদুল্লাহ এবং ওই রাতেরপ্রত্যক্ষ সাক্ষী তিনি।

চলতি বছরের ৭ জুনে তার স্ত্রী সাহান আরা আবদুল্লাহ ইন্তেকাল করেন।

The post করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33eO8lK

ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও

ফাতেহ ডেস্ক:

নমুনা সংগ্রহের কয়েক মিনিটের মাথায় করোনাভাইরাস শনাক্ত করা যাবে- এমন কীট চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে ১৫ থেকে ৩০ সেকেন্ডেই ফল জানা যাবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। দরিদ্র ও মধ্যম আয়ের বিশ্বের ১৩৩ টি দেশে করোনার নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে দাবি করছে সংস্থাটি।

ডব্লিউএইচও জানায়, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে মিলে আগামী ৬ মাসে ১২ কোটি নতুন কীট তৈরিতে একমত হয়েছে, ওষুধ উৎপাদনকারী অ্যাবোট এবং এসডি বায়োসেনসর। চুক্তি অনুযায়ী ১৩৩ টি দেশে নতুন কীট সরবরাহ করা যাবে।

এদিকে, করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১০ লাখ ৫শ ৫৫ জনে দাড়িয়েছে। আক্রান্ত ২ কোটি ৩২ লাখ; সুস্থ হয়েছেন ২ কোটি ৬৪ হাজার।

সেপ্টেম্বরে প্রাণহানির পর্যালোচনায় রয়টার্স বলছে, বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজার ৪শ, গড়ে প্রতি ঘণ্টায় এ সংখ্যাটি ২২৬ এবং প্রতি ১৬ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছেন ১ জন। বিশ্বে প্রাণহানির ৪৫ ভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

The post ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33fUAZD

সারাদেশে কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধ

ফাতেহ ডেস্ক:

করোনাকালে বন্ধ থাকা সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্রাবাসে এক নারীকে ধর্ষণের ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার।

সারা দেশে সরকারি-বেসরকারি কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধসহ ছাত্রাবাস বন্ধ এবং ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপপরিচালক (কলেজ-১) প্রফেসর ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা’ বাস্তবায়ন সংক্রান্ত চিঠি দেশের সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১৮ মার্চ থেকে অদ্যাবধি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

‘প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সব সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানকে সচেষ্ট থাকতে হবে। ’

দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ও সম্পদ সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নয় দফা পদক্ষেপ জরুরি ভিত্তিতে নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

The post সারাদেশে কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3l0gZQu

জেসিসি বৈঠক: কী কী আলোচনা হলো

ফাতেহ ডেস্ক:

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে এবারের বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর নিজ নিজ দেশ থেকে এ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়। এসব নদীর পানি বণ্টন সমস্যার সমাধান চেয়েছে বাংলাদেশ। ভারত সমাধানের আগ্রহ দেখিয়েছে। ন্যায্যতার ভিত্তিতে তিস্তাসহ ৭টি নদীর পানি বন্টন শিগগিরই হবে। বৈঠকে অভিন্ন নদ-নদীগুলোর পানিবণ্টন, ভারতীয় ঋণের (লাইন অব ক্রেডিট, সংক্ষেপে এলওসি) আওতাধীন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নসহ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয়ের জন্যই লজ্জার। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। এ ইস্যুতে ভারতও একই প্রকার মনোভাব প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে আলোচনা হয়েছে।

ড. মোমেন তার প্রতিপক্ষ ড. সুব্রামানিয়াম জয়শঙ্করকে পেঁয়াজের মতো প্রয়োজনীয় পণ্য রফতানির দিকে নজর রাখতে আহ্বান জানিয়েছেন, যেহেতু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে প্রভাবিত করে। তিনি সমতার ভিত্তিকে জোর দিয়েছেন বাংলাদেশ-ভারত বিনিয়োগ নীতি প্রয়োগে।

বৈঠক সূত্রে জানা যায়, চলমান মহামারির প্রেক্ষাপটে উভয় পক্ষই স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। বিশেষত কোভিড-১৯ ভ্যাকসিনের সরবরাহ, বিতরণ এবং সহ-উৎপাদনের ক্ষেত্রে। ভবিষ্যতে সম্ভাব্য ভ্যাকসিন সরবরাহের জন্য বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভারতের আশ্বাসের প্রশংসা করেছেন ড. মোমেন।

উভয় পক্ষই সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করতে সম্মত হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর পর্যায়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে। ঐতিহাসিক মুজিবনগর-কলকাতা সড়ক পুনরায় চালু করা হবে। বিজয় এবং বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে ওয়েবসাইট চালু, দুই পক্ষই বঙ্গবন্ধু ও গান্ধীকে নিয়ে ডিজিটাল জাদুঘর প্রতিষ্ঠায় একমত হয়েছে। ।

ভারত সরকারও ২০২০ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটি স্মারক স্ট্যাম্প বঙ্গবন্ধুর জীবন ও আদর্শে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবে। বাংলাদেশ পক্ষ ভারতীয় পক্ষকে অনুরোধ করেছে বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য পারস্পরিকভাবে ভিসা এবং স্থলসীমা নিষেধাজ্ঞাগুলি সহজতর করতে বিশেষ করে যারা মেডিকেল রোগী এবং শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন।

সাফটার আওতায় দেওয়া শুল্ক ছাড়ের জন্য বাংলাদেশ ভারতকে ধন্যবাদ জানিয়েছে। কারণ শুল্কবিহীন বিভিন্ন বাধা এবং পর্যাপ্ত বাণিজ্য সুবিধার অভাব বাংলাদেশের প্রবাহকে বাধাগ্রস্ত করছে ভারতে পণ্য বিশেষত উত্তর-পূর্ব দিকে যাওয়ার ক্ষেত্রে।

গত বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে কমিশনের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ জেসিসির ষষ্ঠ বৈঠক আয়োজন করার কথা, যা এখন ভার্চুয়ালি হয়েছে। এবারের বৈঠকেও সর্বশেষ জেসিসি বৈঠক ও শীর্ষ নেতাদের নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি এবং সম্পর্কের অবস্থা পর্যালোচনা করা হয়।

The post জেসিসি বৈঠক: কী কী আলোচনা হলো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30j8FDJ

Monday, September 28, 2020

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-এইচএসসি নিয়ে বুধবার সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক:

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এবং শিগগিরই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব কিনা তা আগামী বুধবার জানা যেতে পারে।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করে সার্বিক তথ্য তুলে ধরতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, করোনার কারণে এইচএসসি পরীক্ষাসহ শিক্ষা বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে, বছর প্রায় শেষের দিকে চলে আসার পরেও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বিভিন্ন শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও নানা শঙ্কা রয়েছে।

এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা কাটাতেই সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় বলে জানান মোহাম্মদ আবুল খায়ের।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা, স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রয়েছে।

The post শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-এইচএসসি নিয়ে বুধবার সিদ্ধান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3n1FlLO

শিক্ষা প্রতিষ্ঠান ‘খুলতে চাইলে’ পরামর্শ দেবে সরকার

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে পরামর্শ দিবে মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে নিজ বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। তার পরেও তারা কোনো সাজেশন বা রুলিং প্রয়োজন মনে করলে মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী তা বিবেচনা করবেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো রেফার করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তবে অথরিটি এখন তাদের কাছে দেয়া আছে। তারা চাইলে নিজেরাও সিদ্ধান্ত নিতে পারে, পরামর্শও চাইতে পারে।

এদিকে চলমান সংকটে সন্তানদের শিক্ষাজীবন নিয়ে অভিভাবকরা উদ্বেগ জানিয়ে আসছে। ফলে সার্বিক বিষয়ে জানাতে আগামী ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মন্ত্রণালয় যখন চাইবে, তখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে।

এরপর চার শর্তে ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা আগামী অক্টোবর ও নভেম্বরে নেয়ার অনুমতি দেয় সরকার।

দেশে গত ৮ মার্চ প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ থেকে সাধারণ ছুটির আওতায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যা আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে।

The post শিক্ষা প্রতিষ্ঠান ‘খুলতে চাইলে’ পরামর্শ দেবে সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mTfs0F

বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক মঙ্গলবার

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। করোনার মহামারির কারণে এবার প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠক হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেসিসি বৈঠক বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

গত রোববার এবারের ষষ্ঠ জেসিসি বৈঠকের প্রস্তুতি নিয়ে ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সেখানে আলোচ্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, এবারের বৈঠকে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন ও ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে গুরুত্ব পাবে।

জেসিসি বৈঠক সামনে রেখে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি টেলিফোনে আলোচনাও করেছেন। এ ছাড়া সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফরকালেও এ বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ষষ্ঠ জেসিসি বৈঠক।

এদিকে, আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের এ বিষয়ে জানান যে, এবারের জেসিসি বৈঠকে সময় খুব কম। মাত্র এক ঘণ্টার আলোচনা হবে। আর সে কারণে সব বিষয়ে আলোচনা করা সম্ভব হবে না।

The post বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক মঙ্গলবার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2HF4Ty3

দুর্নীতি ও নারী নির্যাতনের মহামারিও চলছে: নজরুল

ফাতেহ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে বর্তমানে কেবল করোনা মহামারি নয়, ‘দুর্নীতি ও নারী নির্যাতনেরও’ মহামারি চলছে। এই মহামারি থেকে নিজেদের রক্ষা পেতে হবে এবং জনগণকে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্ণনা দিয়ে বিএনপি নেতা নজরুল প্রশ্ন তোলেন, এমন অবস্থা হলে গরিব মানুষ খাবে কী? কর্মজীবীরা হালাল উপার্জনে চলবেন কী করে? সন্তানদের লেখাপড়ার খরচ চালাবেন কী দিয়ে? চিকিৎসা চলবে কীভাবে? এগুলো একবার অন্তত ভাবুন।

২০১০ সালের চেয়ে খেটে খাওয়া মানুষের আয় কমেছে দাবি করে তিনি বলেন, উপার্জন কমছে, জিনিসের দাম বাড়ছে। এতে মানুষের কষ্টও বেশি হচ্ছে, এই সোজা কথাটা সরকারকে বুঝতে হবে।

এ ক্ষেত্রে বিআইডিএস ও দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, গত কয়েক মাসে দেড় কোটির বেশি গরিব মানুষ আরো গরিব হয়েছে। ১২৫ দেশের মধ্যে যে ৪৩টি দেশে প্রবৃদ্ধির হার বেশি হলেও সুখের হার কমেছে, তার মধ্যে বাংলাদেশও পড়েছে।

বক্তব্যের এক পর্যায়ে সিলেটের এমসি কলেজে নববধূ গণধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানকার অধ্যক্ষ সাহেব নিজের অসহায়ত্বের কথা বলেছেন। কিন্তু সামর্থ্যবান সাহসীদের ময়দানে নামতে হবে।

’৬৯, ’৭১ ও ’৯০ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, কেউ মাঠে না নামলে এসব গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমেছিল, সেই জনগণ এবার নামবে, নামবেই। এটাই বাস্তবতা, বার বার প্রমাণিত।

আয়োজক সংগঠনটির সদস্য আজিজুল বারী হেলালের সভাপতিত্বে এ মানববন্ধনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।

The post দুর্নীতি ও নারী নির্যাতনের মহামারিও চলছে: নজরুল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cF5ew6

শেখ হাসিনা-মোদি বৈঠক ডিসেম্বরে

ফাতেহ ডেস্ক:

আগামী ডিসেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতি বিদ্যমান থাকলে তাদের বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর পরিবেশ স্বাভাবিক থাকলে সরাসরি বৈঠকটির আয়োজন করা হবে।

মন্ত্রী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তিস্তার অমীমাংসিত পানি বণ্টন ইস্যু ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, এলওসি ও দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে আলোচনা হবে বলে।

রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে আটকাপড়া সৌদি প্রবাসী সকল শ্রমিককে ফেরানো সম্ভব হবে বলে আশা করছি।

The post শেখ হাসিনা-মোদি বৈঠক ডিসেম্বরে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2S6zIOg

অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

ফাতেহ ডেস্ক:

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলায় ১৪ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১১ জন আদালতে সাক্ষ্য দেন।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ১৯ জুলাই তাকে নিয়ে উত্তরার বাসার সামনে অভিযান চালায় ডিবি পুলিশ।

সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকারে পাঁচ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেনসিডিল, একটি পিস্তল এবং একটি গুলি উদ্ধার করা হয়। এরপর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।

৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জশিট দাখিল করা হয়। এরপর ২৭ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটির আট কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করা হয়।

উল্লেখ্য, সাহেদের বিরুদ্ধে সারাদেশে অর্ধশত মামলা রয়েছে। এর বেশিরভাগই প্রতারণার অভিযোগে করা।

The post অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2G4byRO

Sunday, September 27, 2020

ওমরাহ চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে, প্রস্তুত কাবা শরিফ

ফাতেহ ডেস্ক:

প্রাণঘাতী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে চালু হচ্ছে পবিত্র ওমরাহ। তবে সবার জন্য উন্মুক্ত করা হয়নি এ সুযোগ। প্রথম পর্যায়ে সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে ৪ অক্টোবর ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন। দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে।

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

হারামাইনের প্রশাসক ড. আবদুর রহমান আস সুদাইস গতকাল রোববার পবিত্র কাবায় বসানো আধুনিক ক্যামরা পরিদর্শন করেন। তিনি বলেন, করোনা রোধে আমরা সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছি। স্বাস্থবিধির সব কিছু স্থাপন করা হয়েছে।

-এ

The post ওমরাহ চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে, প্রস্তুত কাবা শরিফ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iazL6a

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

ফাতেহ ডেস্ক:

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন।

আজ রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সুমন মাহবুব লেখেন, ‘আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন।’ তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনার সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

The post অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2EBSCsY

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আবারও

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাড়ানো হবে।

তিনি বলেন, ‘আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে শতভাগ করোনামুক্ত হওয়া সম্ভব নয়, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কতটা সফলতা আসছে সে বিষয়টিও ভাবা হচ্ছে। বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব প্রতিষ্ঠান সচল হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের সেশনজটের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হচ্ছে কি না সেটিও আমাদের ভাবতে হচ্ছে।’

নওফেল আরও বলেন, ‘আগে থেকে প্রস্তুতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে। স্কুল-কলেজ খোলার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আমাদের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেয়া হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।’

The post শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আবারও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30epShx

সৌদিকে ফ্লাইট বাড়ানোর অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির কারণে আটকেপড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনে আলাপকালে এ অনুরোধ করেন।

এ সময় ড. মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।

একই সাথে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

The post সৌদিকে ফ্লাইট বাড়ানোর অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mXJdNG

করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১২৭৫

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ১৬১ জনে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৫ জন।

আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৯ হাজার ১৪৮জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭০ হাজার ৪৯১ জনে।

The post করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১২৭৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30eONBD

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় কাল

ফাতেহ ডেস্ক:

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় সোমবার ঘোষণা করবেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুরে কারাগার থেকে সাহেদকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হবে। গত ২০ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায়ের দিন ধার্য করেন।

তিনি আরো বলেন, ‘এ মামলায় সাহেদের বিরুদ্ধে ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা সাহেদের বিরুদ্ধে কথা বলেছেন। এ মামলায় প্রমাণ হয়েছে, সাহেদ দোষী। আমরা আদালতের কাছে সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কামনা করেছি।’

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। এরপর গত ১৯ জুলাই সাহেদকে নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে সাহেদের ব্যক্তিগত একটি গাড়ি, একটি অবৈধ অস্ত্র ও ১৫ বোতল মদ উদ্ধার করা হয়। সে ঘটনায় সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। মামলার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাহেদকে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে তাকে রিমান্ডে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এ ছাড়া সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে চার হাজার করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দিয়েছে। একজন কম্পিউটার অপারেটর বসে বসে সাড়ে চার হাজার রিপোর্ট তৈরি করেছেন। মনগড়া পজিটিভ-নেগেটিভ রিপোর্ট দিয়েছেন। এসব ঘটনায়ও পৃথক পৃথক মামলা হয়েছে।

The post সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় কাল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36ade6Z

সৌদি অভিবাসী শ্রমিকেরা যেভাবে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশে সৌদি অভিবাসী শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরুর দিনেই এর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে অভিবাসীদের মাঝে।

ঢাকার গুলশানের সৌদি দূতাবাসের সামনে রোববার সকাল থেকে জড়ো হন প্রবাসী শ্রমিকরা। এই শ্রমিকদের অধিকাংশেরই জিজ্ঞাসা, আকামা ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটি নবায়ন করা হবে কীভাবে।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে নিয়মিত বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের অনেকেই বিপাকে পড়েছেন।

সপ্তাহখানেক ধরে সৌদি আরবে যাওয়ার বিমান টিকেটের দাবিতে কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রবাসী কর্মীরা বিক্ষোভ করছেন। সেখানে প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল আজও।

তবে গুলশানের সৌদি দূতাবাস থেকে এই শ্রমিকদের জানানো হয়েছে যে দূতাবাস অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টির সমাধান করতে।

সৌদি এয়ারলাইন্সের অফিসে ও দূতাবাসের সামনে বিক্ষোভ করতে থাকা শ্রমিকদের অনেকেই করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বাংলাদেশে ফেরত আসেন। এখন আবার সৌদি আরব ফিরে যাওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়ছেন তারা।

কারওয়ান বাজারে বিক্ষোভ করতে থাকা শ্রমিকদের অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় চলে আসলেও করোনাভাইরাস প্রতিরোধে সৌদি এয়ারলাইন্সের আরোপিত শর্ত মেনে টিকিট পাওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়ছেন তারা। ফলে তাদের সৌদি আরব যাওয়া নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।

বিমান যাত্রার আগে নির্দিষ্ট সময় কোয়ারেন্টিন করা, দূতাবাসের নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিড টেস্ট করা, বিমান ভ্রমণের আগে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্ধারিত ফর্ম পূরণ করা, সৌদি আরবে নামার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে তথ্য নিবন্ধন করার মত কিছু নির্দেশনা সেসময় দেয় সৌদি কর্তৃপক্ষ।

যেভাবে ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব

গত বুধবার বাংলাদেশের পররাষ্টমন্ত্রী জানিয়েছিলেন সৌদি আরব থেকে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছিল সৌদি আরব কর্তৃপক্ষ।

সেসময় তিনি জানিয়েছিলেন রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু করবে সৌদি কর্তৃপক্ষ। তবে ঠিক কীভাবে এই কার্যক্রম পরিচালিত হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রোববার সকালে সৌদি দূতাবাসের সামনে জড়ো হওয়া শ্রমিকদের কাছে অনুমোদিত এজেন্সিগুলোর একটি তালিকা দেয়া হয় এবং সেখানে জড়ো হওয়ার শ্রমিকদের ঐ এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যোগাযোগ করতে বলা হয়।

সেরকম একটি অনুমোদিত এজেন্সি মিডল ইস্ট কনসাল্টেন্সির ম্যানেজার এম এ বারি জানান ভিসা নবায়নের বিষয়ে সৌদি দূতাবাস থেকে তাদের কাছে ‘নতুন’ কোনো নির্দেশনা আসেনি।

বারি বলেন, “দূতাবাসের আনুষ্ঠানিক ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি, নতুন কোনো নিয়মের বিষয়ে এখন পর্যন্ত তারা আমাদের কোনো সিদ্ধান্ত জানায়নি।”

“করোনাভাইরাসের কারণে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে কি না, নাকি আগের পদ্ধতিতেই ভিসা নবায়ন করা হবে, সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি তারা।”

পুরনো পদ্ধতিতে ছুটি কাটানোর ফর সৌদি আরবে ফিরে যাওয়ার ক্ষেত্রে তিন ধরণের নথিপত্র জমা দেয়ার প্রয়োজন হতো বলে জানান বারি।

“কফিল বা সৌদি আরবে নিয়োগকর্তার আনুষ্ঠানিক চিঠির মূল কপি যেটি চেম্বার ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত, যাওয়াযাত (সৌদি আরবের পাসপোর্ট অফিস) এর অনুমতিপত্রের কপি এবং একামার ফটোকপি প্রয়োজন হত পুরনো নিয়মে”, বলেন মিডল ইস্ট কনসাল্টেন্সির ম্যানেজার এম এ বারি।

“আর কারো ছুটির মেয়াদ যদি সাত মাস পার হয়ে যায়, অর্থাৎ সৌদি আরব থেকে ছুটি নিয়ে আসার পর সাত মাস এক দিন হয়ে গেলে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিএন্ট্রি এক্সটেনশন ভিসা নম্বর আনতে পারলে আবারো ভিসা নবায়ন সম্ভব হয়।”

এই ক্ষেত্রে প্রবাসী শ্রমিককে অনলাইনে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হয় এবং তার কফিলের হস্তক্ষেপ প্রয়োজন হয়।

“কফিল যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে বলেন যে তার কোনো শ্রমিক ভিসার মেয়াদ বাড়াতে চাইছে এবং তিনি ঐ শ্রমিককে সুযোগ দিতে চান, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণত আবেদন গ্রহণ করে থাকে।”

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি রিএন্ট্রি এক্সটেনশন নম্বর অনলাইনে পাঠানো হয়, যা সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে জানা যায় বলে জানান এম এ বারি। সূত্র: বিবিসি

The post সৌদি অভিবাসী শ্রমিকেরা যেভাবে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2S2xFdV

Saturday, September 26, 2020

কলকাতা-মদিনা-কুয়েতসহ বিমানের ৬ রুটের ফ্লাইট বাতিল

ফাতেহ ডেস্ক:

সাম্প্রতিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস জানায়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি মেলে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। তবে বিভিন্ন দেশ এখনো বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপের কারণে বিমান ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

The post কলকাতা-মদিনা-কুয়েতসহ বিমানের ৬ রুটের ফ্লাইট বাতিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30bmELS

৩ ঘণ্টায় শেষ করতে হবে পবিত্র উমরাহ

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের মহামারির কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে পবিত্র উমরাহ পালনে অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দুটি ধাপ অতিক্রম করে তৃতীয় ধাপে গিয়ে উমরাহ পালন স্বাভাবিক করা হবে।

প্রথম ধাপে একজন উমরাহ পালনকারী মাত্র তিন ঘণ্টা সময় পাবেন। অর্থাৎ নির্ধারিত এলাকায় প্রবেশ ও উমরাহ পালন শেষে বের হওয়া পর্যন্ত তিন ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। সৌদি গণমাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামী ৪ অক্টোবর থেকে প্রথম ধাপের উমরাহ পালন শুরু হবে। আই’তামারনা অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার লোক উমরাহ পালন করতে পারবেন। যা কাবা শরিফের ধারণ ক্ষমতার ৩০ শতাংশ। দিনের ছয়টি পৃথক সময়ে উমরাহ পালন করবেন তারা। অর্থাৎ প্রত্যেক বার এক হাজার করে লোক উমরাহ কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি পাবেন।

এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে। এ ব্যাপারে উমরাহ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর এ ধাপে কেবল সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকরাই উমরাহ করতে পারবেন। অর্থাৎ এই ধাপে অন্য কোনো দেশ থেকে গিয়ে কেউ উমরাহ করতে পারবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, উমরাহ পালনের দ্বিতীয় ধাপ শুরু হবে আগামী ১৮ অক্টোবর। তখন কাবা ঘরের ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ তথা ১৫ হাজার লোক উমরাহ পালন করতে পারবেন।

এর পর আগামী ১ নভেম্বর থেকে বিদেশি নাগরিকদের উমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। তখন একবারে ২০ হাজার এবং প্রতিদিন ৬০ হাজার লোক উমরাহ পালন করতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদি আরবের ছয় হাজার নাগরিক ও স্থানীয় বাসিন্দা উমরাহ পালনের অনুমতি পাবেন। আর আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরের মুসল্লিরা কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন।

The post ৩ ঘণ্টায় শেষ করতে হবে পবিত্র উমরাহ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2HAoFuz

জাতিসংঘের ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাতেহ ডেস্ক:

কোভিড-১৯ এর ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ বিবেচনা করে বিশ্বের সব দেশ যাতে এই টিকা সময়মত এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব প্রদান করা হলে, এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকরী ভূমিকা গ্রহণেরও অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন। এ অধিবেশনের মূল পর্ব সাধারণ বিতর্কে শনিবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে এটি শেখ হাসিনার ১৭তম ভাষণ। এরআগে ১৬ বার সশরীরে উপস্থিত হয়ে বিশ্বশান্তি ও সৌহার্দ্যরে ডাক দিয়েছেন তিনি। এবারই ব্যতিক্রম ঘটেছে। করোনা মহামারির কারণে বিশ্বের কোনো রাষ্ট্র ও সরকার প্রধান নিউইয়র্কে যাননি। আগে ধারণ করা ভিডিওতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল করোনা পরিস্থিতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোভিড-১৯ প্রমাণ করেছে, আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। এই ভাইরাস আমাদের অনেকটাই ঘরবন্দি করে ফেলেছিল। যার ফলে স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি আর্থনীতিক কর্মকা­ও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাংলাদেশে ২০১৮-১৯ অর্থবছরে ৮.২ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছিল। কিন্তু কোভিড-১৯ আমাদের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করেছে।’

করোনা মহামারির মধ্যে বাংলাদেশ প্রথম থেকেই ‘জীবন ও জীবিকা’ দুই ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, উৎপাদন যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন না হয়, তার জন্য সরকার বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ বিস্তারের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য আমরা তাৎক্ষণিকভাবে খাদ্য ও অন্যান্য সহায়তার ব্যবস্থা নিয়েছি। এতে ১০ মিলিয়নের বেশি পরিবার উপকৃত হয়েছেন। আমরা ৪ মিলিয়ন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি। করোনাকালে ক্ষতিগ্রস্ত কৃষক, শ্রমিক ও দিনমজুরসহ ৫ মিলিয়ন মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়েছি। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ের প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হতে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘দেশের মুক্তিযোদ্ধাদের জন্য আমরা প্রতি বছর প্রায় ৩৯ বিলিয়ন টাকা বরাদ্দ করি। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের জন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সমাজের অনগ্রসর শ্রেণিসহ অন্যদের জন্য বিভিন্ন কর্মসূচি ও ভাতার প্রচলন করেছি যার মাধ্যমে প্রায় ৯.১ মিলিয়ন পরিবার উপকৃত হচ্ছেন।’

শেখ হাসিনা বলেন, ‘সরকারি সহায়তার পাশাপাশি আমি নিজে উদ্যোগী হয়ে তহবিল সংগ্রহ করে এতিম ও গরীব শিক্ষার্থী, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল শিক্ষক, শিল্পী, সাংবাদিকসহ যাঁরা সাধারণভাবে সরকারি সহায়তার আওতাভুক্ত নন, তাঁদের মধ্যে ২.৫ বিলিয়নের বেশি টাকা বিতরণ করেছি। যার ফলে সাধারণ মানুষকে করোনা ভাইরাস খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ রোগী সনাক্তের সাথে সাথে আমরা ৩১-দফা নির্দেশনা জারি করেছিলাম। করোনাভাইরাস যাতে ব্যাপকহারে সংক্রমিত হতে না পারে, তার জন্য আমরা সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। যার সুফল হিসেবে আমরা লক্ষ্য করছি, ঋতু পরিবর্তনের ফলে আমাদের দেশে যেসব রোগের প্রাদুর্ভাব হয়, এবার সেসব রোগ তেমন একটা দেখা যাচ্ছে না।’

করোনা মহামারিতে আর্থিক খাতের সমস্যাগুলি চিহ্নিত করে ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রপ্তানিমুখী শিল্প, শ্রমিকদের সুরক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ওয়ার্কিং ক্যাপিট্যাল প্রদান, রপ্তানি বৃদ্ধিতে ঋণ প্রদান, কৃষি ও কৃষকদের সহায়তা, কর্মসৃজনের জন্য ঋণ প্রদান, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সুদ মওকুফ, পুনঃঅর্থায়ন স্কিম এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বীমা চালুকরণ-ইত্যাদি খাত প্রণোদনার অন্তর্ভুক্ত রয়েছে।’ এ পর্যন্ত মোট ১৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে যা দেশের মোট জিডিপি’র ৪ দশমিক শূন্য ৩ শতাংশ, জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা করোনাকালে খাদ্য উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সেই সঙ্গে পুষ্টি নিশ্চয়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দেশের শিল্প কারখানা সচল রাখা এবং কৃষি ও শিল্পপণ্য যথাযথভাবে বাজারজাতকরণের বিশেষ ব্যবস্থা নিয়েছি। যার ফলে বাংলাদেশের স্ব্যাস্থ্য ও অর্থনীতি এখনও তুলনামূলকভাবে অনেক ভাল আছে।’

তিনি আরও বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী উৎপাদনে স্থবিরতা সত্তে¡ও ৫.২৪ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগামী অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধির হার ৭ শতাংশে উন্নীত হবে বলেও আশা প্রকাশ শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন বিশ্ব শিগগিরই কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবে। তিনি বলেন, ‘এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাক্সিন সময় মত এবং একইসঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ব প্রদান করা হলে, এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে আমরা মানব ইতিহাসের এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি। জাতিসংঘের ইতিহাসেও এই প্রথমবারের মত নিউইয়র্কের সদরদপ্তরে সদস্য দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানদের অনুপস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি বলেন, ‘জাতিসংঘের এই সভাকক্ষটি আমার জন্য অত্যন্ত আবেগের। ১৯৭৪ সালে এই কক্ষে দাঁড়িয়ে আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে মাতৃভাষা বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন। আমিও এই কক্ষে এর আগে ১৬ বার সশরীরে উপস্থিত হয়ে বিশ্বশান্তি ও সৌহার্দের ডাক দিয়েছি। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এটি আমার ১৭তম বক্তৃতা।’

করোনায় স্বাস্থ্যকর্মীসহ সকল পর্যায়ের জনসেবকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠিকে সুরক্ষা দিয়ে চলেছেন। এই দুর্যোগকালে জাতিসংঘ মহাসচিবকে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও বহুপাক্ষিক উদ্যোগের জন্য সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শুরু থেকেই যুদ্ধ বিরতিসহ মহাসচিবের অন্যান্য উদ্যোগসমূহকে সমর্থন জানিয়ে আসছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন জাতিসংঘ সৃষ্টির মাধ্যমে বিশ্বের সকল দেশের ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্বারোপের সুযোগ তৈরি করেছিল, তেমনি এই মহামারি আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব প্রদানের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন। তিনি বলেন, ‘মহামারি নিরসনে উদ্যোগ এবং এজেন্ডা-২০৩০ অর্জনে প্রচেষ্টা সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের দ্বিতীয় ভলান্টারি ন্যাশনাল রিভিউ রিপোর্ট উপস্থাপন প্রমাণ করে যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমরা যথাযথভাবে এগিয়ে চলেছি।’

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ এবং ২১০০ সালের মধ্যে সমৃদ্ধ ব-দ্বীপে পরিণত করতে তাঁর সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা।

প্রযুক্তিগত বিভাজন নিরসন, সম্পদ আহরণ ও প্রযুক্তি স্থানান্তরের জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগানো প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বল্পোন্নত হতে উন্নয়নশীল এবং সদ্য উত্তরিত উন্নয়নশীল দেশসমূহের জন্য আপদকালীন, উত্তরণকাল ও উত্তরণ-পরবর্তী সময়ে বর্ধিত আন্তর্জাতিক সহায়তা এবং প্রণোদনা প্যাকেজ নিশ্চিত করা জরুরি।
প্রবাসী শ্রমিকরা স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছেন বলে জাতিসংঘের ভাষণে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘এই মহামারির কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছেন। অনেককে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি। তবে কোভিড-পরবর্তী সময়ে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ দেশগুলোর বিদ্যমান সমস্যাসমূহ প্রতিনিয়ত প্রকট হচ্ছে। এই সংকটকালেও আমাদের বন্যা ও ঘূর্ণিঝড় আম্ফানের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সিভিএফ ও ভি-২০ গ্রæপ অব মিনিস্টার্স অব ফাইনান্স-এর (ঈঠঋ ও ঠ-২০ এৎড়ঁঢ় ড়ভ গরহরংঃবৎং ড়ভ ঋরহধহপব) সভাপতি হিসেবে বাংলাদেশ জলবায়ু সমস্যা উত্তরণে একটি টেকসই পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব প্রদান করবে। এ ছাড়াও গøাসগো কনফারেন্স অব পার্টিস-সিওপি-এ (ঈড়হভবৎবহপব ড়ভ চধৎঃরবং (ঈঙচ) গঠনমূলক ও কার্যকর ফলাফল নিশ্চিত করতে বাংলাদেশ সর্বদা সচেষ্ট থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বেইজিং ডিক্লারেশন এন্ড প্ল্যাটফর্ম অ্যাকশন (Beijing Declaration and Platform of Action) কার্যকর ভূমিকা রেখেছে। এই ঘোষণার ২৫ বছর পূর্তি উদযাপনকালে ঘোষণায় উল্লেখিত গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ বাস্তবায়নে দৃঢ় সংকল্প ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। শেখ হাসিনা জানান, ‘বাংলাদেশে আমরা লিঙ্গ বৈষম্য সামগ্রিকভাবে ৭২ দশমিক ৬ শতাংশ কমিয়ে এনেছি। আমাদের জাতীয় উন্নয়নের মূলে রয়েছে নারীদের অবদান। মহামারি মোকাবেলাসহ সকল কার্যক্রমে বাংলাদেশের নারীরা সামনে থেকে কাজ করে যাচ্ছেন।’

শেখ হাসিনা বলেন, শিশুদের উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইউনিসেফ-এর এক্সিকিউটিভ বোর্ডের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ শিশুর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করছে। তাছাড়া, কোভিড সংক্রান্ত সমস্যা যাতে শিশুদের সামগ্রিক সমস্যায় পরিণত না হয়, তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’ এই নীতিবাক্য বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র। এ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং শান্তির সংস্কৃতি বিনির্মাণে নিয়মিত অবদান রেখে চলেছে। তিনি বলেন, ‘মহামারিকালে অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষ ও উগ্র জাতীয়তাবাদের মত বিষয়গুলো বৃদ্ধি পাচ্ছে। শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এ বিষয়গুলোর মোকাবেলা করতে পারি।’

প্রধানমন্ত্রী জানান, শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। সংঘাতপ্রবণ দেশসমূহে শান্তি প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম দায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ বছর আমরা ওমেন, পিস এন্ড সিকিউরিটি ( Women, Peace and Security) এজেন্ডা-এর ২০ বছর পূর্তি উদযাপন করছি। এই এজেন্ডার অন্যতম প্রবক্তা হিসেবে আমরা শান্তি ও নিরাপত্তায় নারীর ভ‚মিকার উপর গুরুত্বারোপ করি। বাংলাদেশ ইতোমধ্যে এ বিষয়ে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।’

শেখ হাসিনা বলেন, “শান্তির প্রতি অবিচল থেকে আমরা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। মহামারির ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও অপরিহার্য।”

পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী বিনির্মাণে বৈশ্বিক আকাক্সক্ষার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে উন্নয়নশীল দেশসমূহের কার্যক্রমকে বাংলাদেশ জোর সমর্থন জানায়।

তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতার সংগ্রামে বাঙালি জাতি অবর্ণনীয় দুর্দশা, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার মত জঘন্য অপরাধের শিকার হয়েছে। সেই কষ্টকর অভিজ্ঞতা থেকেই আমরা নিপীড়িত ফিলিস্তিনী জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন দিয়ে আসছি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। তিন বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভ‚মিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ আরও প্রকট হয়েছে। এ মহামারি আমাদের উপলদ্ধি করতে বাধ্য করেছে যে, এ সংকট উত্তরণে বহুপাক্ষিকতাবাদের বিকল্প নেই।’ জাতিসংঘের ৭৫তম বছর পূর্তিতে জাতিসংঘ সনদে অন্তর্নিহিত বহুপাক্ষিকতাবাদের প্রতি অগাধ আস্থার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে শ্রদ্ধাভরে স্মরণ করেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) শোষণ, বঞ্চনা ও নিপীড়নের অবসান ঘটিয়ে বাঙালি জাতিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন।’ প্রধানমন্ত্রী এক্ষেত্রে জাতিসংঘের পরিষদে দাঁড়িয়ে জাতির পিতার অবিস্মরণীয় উক্তিটি তুলে ধরেন– ‘জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তাঁরা চরম ত্যাগ স্বীকার করেছেন। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায়বিচার লাভের আকাক্সক্ষা প্রতিফলিত হবে।’ শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর এই দৃপ্ত ঘোষণা ছিল মূলত বহুপাক্ষিকতাবাদেরই বহিঃপ্রকাশ। ১৯৭৪ সালে জাতিসংঘে তাঁর প্রদত্ত দিক-নির্দেশনামূলক বক্তব্য বর্তমান সঙ্কট মোকাবেলার জন্য আজও সমানভাবে প্রাসঙ্গিক।

এ বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতির জন্য এ বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং সাফল্য আমাদের কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলায় যেমন সাহস যোগায়, তেমনি সংকটের উত্তরণ ঘটিয়ে নুতন দিনের আশার সঞ্চার করে।’

শেখ হাসিনা এসময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, ‘এ হত্যাকান্ডের শিকার আমার পিতা এবং বাঙালি জাতির পিতা, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা, আমার তিন ভাই, দুই ভাতৃবধূসহ পরিবারের ১৮ জন সদস্য। আমরা দুই বোন দেশের বাইরে থাকায় ঘাতকদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। শরণার্থী হিসেবে আমাদের ৬ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমি জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই প্রসঙ্গটি উত্থাপন করছি এ জন্য যে, পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য, নির্মম ও বেআইনি হত্যাকা­ যেন আর না ঘটে।’

প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তাঁর সরকার। দারিদ্র্য ও শোষণমুক্ত সে সোনার বাংলাদেশ হবে গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, যেখানে সবার মানবাধিকার নিশ্চিত হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জাতি ও বিশ্বের কাছে এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দিনের প্রথমার্ধের শুরুর দিকে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে সশরীরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এসময় প্রায় প্রতিটি সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অধিবেশন কক্ষে একটি দেশের একজন প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বক্তৃতা অধিবেশনের বড় পর্দায় প্রদর্শিত হয়।

প্রসঙ্গত, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের পর প্রথম ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের অধিবেশনে সব সময় বাংলায় ভাষণ দেন। ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির পর থেকে বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

সূত্র: যুগান্তর

The post জাতিসংঘের ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jcg2V6

আরো ৩৬ মৃত্যু, শনাক্ত ১১০৬

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২৯ জনে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরো এক হাজার ১০৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে।

শনিবার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৭৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ১০৪টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৭৬৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৮৫ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

The post আরো ৩৬ মৃত্যু, শনাক্ত ১১০৬ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mSTAlP

Thursday, September 24, 2020

একদিনে মৃত্যু ২৮, শনাক্ত ১৫৪০

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৪০ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭২ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ১৩৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post একদিনে মৃত্যু ২৮, শনাক্ত ১৫৪০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2HiVtYL

করোনায় ভারতের রেল প্রতিমন্ত্রীর মৃত্যু

ফাতেহ ডেস্ক:

করোনায় মারা গেলেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সুরেশ অঙ্গাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে গত ১১ সেপ্টেম্বর করোনা পজিটিভ রিপোর্ট আসে সুরেশ অঙ্গাদির। যদিও প্রথম দিকে তার শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। পরে সুরেশ অঙ্গাদিকে ভর্তি করা হয় দিল্লির এইমসের কোভিড ইউনিটে। সেখানেই মৃত্যু হয় তার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরেশ অঙ্গাদির মৃত্যুতে টুইট করে শোকবার্তা দিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ‘সুরেশ অঙ্গাদি অতুলনীয় কর্মী ছিলেন। কর্ণাটকে দলকে শক্তিশালী করতে পরিশ্রম করেছেন উনি। দায়বদ্ধ সাংসদ ও দায়িত্বশীল মন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে আমি শোকাহত। এমন শোকের মুহূর্তে পরিবার ও বন্ধুদের জানাই সমবেদনা ও শান্তি।’

কর্ণাটকের বেলগাভি কেন্দ্রের চারবারের সাংসদ সুরেশ অঙ্গাদি। জন্মেছিলেন বেলগাভির কোপ্পা গ্রামে। জেলার রাজা লখমগৌড়া ল কলেজ থেকে আইনের ডিগ্রি পেয়েছেন সুরেশ অঙ্গাদি।

করোনা সংক্রমণ নিয়ে ভারতের ৭টি রাজ্যের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিকে সতর্ক করে তিনি বলেন, ‘ভারতে ৭০০-রও বেশি জেলা রয়েছে। এর মধ্যে ৬০টি জেলা এখন চিন্তার কারণ হয়ে আছে। আর ওইসব জেলাগুলো ৭ রাজ্যের ভেতরেই আছে।’

The post করোনায় ভারতের রেল প্রতিমন্ত্রীর মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Ezeq8M

সৌদির টিকিট বিক্রি; স্বস্তিতে প্রবাসী শ্রমিকরা

ফাতেহ ডেস্ক:

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উড়োজাহাজের টিকিট কিনতে পারছেন সৌদি প্রবাসী কর্মজীবীরা। আজ (বৃহস্পতিবার) দুপুর পৌনে ২টা থেকে টোকেনধারী প্রথম পাঁচশ জনকে টিকিট দিতে শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতির আগে রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, তারা সবাই পর্যায়ক্রমে টিকিট পাবেন।

এছাড়া সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর আগে যারা রিটার্ন টিকিট কেটে দেশে ফিরেছেন, এখন শুধু তাদের টিকিট দেওয়া হবে। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না।

আজ (বৃহস্পতিবার) এক থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কার্যালয়। ভোর থেকেই কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে ভীড় করেন সৌদি প্রবাসী কর্মজীবীরা।

তারা বলেন, সিরিয়াল অনুসারে টিকেট পেলে সৌদি যেতে দুশ্চিন্তা কেটে যাবে। টিকেট যাতে কালোবাজারে চলে না যায়, সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান তারা।

সকালে পুলিশের তরফে টিকিটপ্রত্যাশীদের উদ্দেশে মাইকে জানানো হয়, আজ এক থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে। শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিজি) রুবায়েত জামান গণমাধ্যমকে এই তথ্য জানান। তবে প্রবাসী টিকিটপ্রত্যাশীদের কারও কারও অভিযোগ, এ পর্যন্ত এক থেকে ২০০ জনকে টোকেন দেয়া হয়েছে।

এদিকে প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। সেই সাথে শ্রমিকদের যাত্রা নিশ্চিত করতে বিশেষ ফ্লাইটেরও অনুমতি দিয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ৪টি বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে। কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিট পেতে বিক্ষোভ করছিলেন সৌদি প্রবাসী শ্রমিকরা।

The post সৌদির টিকিট বিক্রি; স্বস্তিতে প্রবাসী শ্রমিকরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2G85ojb

Wednesday, September 23, 2020

সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তার সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে উদীয়মান চাকরির বাজারের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ‘ডিজিটাল কো-অপারেশন: অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন’ শীর্ষক হাই-লেভেল ভার্চ্যুয়াল ইভেন্টে বুধবার এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বে ডিজিটাল সেবার শক্তি কতটা তা কোভিড-১৯ মহামারি দেখিয়ে দিয়েছে। আর সেটা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সব মাধ্যমিক স্কুলে ডিজিটাল একাডেমি ও সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে ডিজিটাল সেবার শক্তি যেমন প্রকাশ পেয়েছে, তেমনি বিশ্বে ডিজিটাল বৈষম্যের বিষয়টিও উন্মোচিত হয়েছে। বিশ্বের অর্ধেক মানুষই মৌলিক ইন্টারনেটের সুবিধা পাচ্ছে না। এই বৈষম্য অবশ্যই আমাদের দূর করতে হবে।

ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সহজতর করা এবং নারীর ক্ষমতায়নসহ সমাজ পরিবর্তন করা সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, এসডিজি বাস্তবায়ন এবং করোনার বিরুদ্ধে যুদ্ধে এটি সহায়তা করবে।

শেখ হাসিনা বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চাই। আর দিন বদলের এই যাত্রার কেন্দ্রবিন্দুতে আমরা আমাদের তরুণদের রাখতে চাই।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল করার ক্ষেত্রে তার সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১০৩. ৪৮ মিলিয়ন। জনগণকে চেঞ্জ মেকার হওয়ার বিশাল সুযোগ এনে দিয়েছে আমাদের ডিজিটালাইজেশন।

এ সময় শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অভিন্ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমরা একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের দিকে তাকিয়ে আছি।

The post সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cpFjIF

স্কুল খোলার প্রস্তুতি নিতে পরিপত্র জারি

ফাতেহ ডেস্ক:

খুব শিগগিরই খোলা হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই লক্ষ্যে পূর্বপ্রস্তুতি নিতে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন স্বাক্ষরিত পরিপত্রে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সেখানে বলা হয়, মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশগুলোর ন্যায় বাংলাদেশেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে শিশুর শিখন যোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে, প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে এই হারটা বেশি। তারা যত বেশি পড়াশোনার বাইরে থাকবে ততই স্কুলে ফেরার সম্ভাবনা কমে যাবে।

তাই সবকিছু বিবেচনায় শিগগিরই বিদ্যালয় খোলা জরুরি। এক্ষেত্রে মহামারি রোধে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলতে পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা আবশ্যক। এ ব্যাপারে গত ৩ সেপ্টেম্বর একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেয়া হলো।

ওই নির্দেশনার আলোকে বিদ্যালয়গুলোকে যে দিকগুলো খেয়াল রাখতে হবে:

=) ক্লাসরুমসহ স্কুলের পুরো আঙ্গিনা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুক্ত করা।
=) স্কুলের সকল আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুক্ত করা।
=) শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র ইনফ্রারেড থার্মোমিটার ক্রয় করা এবং ক্লাসে ঢোকার পূর্বে সকলের তাপমাত্রা পরিমাপ করা।
=) সাবান, ব্লিচিং পাউডার ইত্যাদি ক্রয় করা এবং প্রতিনিয়ত শিক্ষার্থীদের তা ব্যবহার করতে উৎসাহিত করা।
=) ওয়াশব্লক ও টয়লেটে বেশি জীবাণু থাকে। সে জন্য এগুলো সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
=) মগ, জগ, বালতি ক্রয় করা। এগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে লাগবে।
=) অস্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্ধারণ করা এবং সেখানে পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা।
=) পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শ্রমিকের যৌক্তিক সেবা ক্রয় করা, যদি প্রয়োজন হয়।
=) করোনাকালীন সময়ে ইন্টারনেট ডাটা ক্রয় করা।

এসব কাজে যত খরচ হবে সেগুলো স্কুলের জন্য বরাদ্দকৃত স্লিপ ফান্ড থেকে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর নির্দেশিকার আলোকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিকল্পনা গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়ন করবে। ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান অবশ্যই প্রতিপালন করতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

The post স্কুল খোলার প্রস্তুতি নিতে পরিপত্র জারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iT1BVD

সৌদিতে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত রোববার

ফাতেহ ডেস্ক:

ছুটি কাটাতে দেশে এসে করোনার কারণে আটকা পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে তার সিদ্ধান্ত আগামী রোববার দেশটির কর্তৃপক্ষ জানাবে বলে জানিয়েছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান।

এ সিদ্ধান্ত জানতে প্রবাসীদের রোববার পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়াতে সৌদি সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। কিন্তু দেশটিতে সরকারি ছুটি থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত জানতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গত দু’দিন ধরে বিমানের টিকেট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ঢাকায় বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। এর প্রেক্ষাপটে আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এবং পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এ ধরনের বিক্ষোভ বা আন্দোলন হলে সৌদির কাছে ভুল বার্তা যাবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরো জানান, সব ধরনের সৌদি বিমান ঢাকায় আসতে এবং দেশটিতে কর্মরত বাংলাদেশিদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ দিতে সৌদি আরবের কাছে অনুরোধ জানানো হয়েছে। আটকে পড়া প্রবাসীদের আরো দুদিন ধৈর্য্য ধরার আহ্বানও জানান প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্রমন্ত্রী।

The post সৌদিতে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত রোববার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/361eJnS

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দুর্নীতির বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন। আজ (বুধবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সম্প্রসারিত উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনার দ্বিতীয় ঢেউয়ের (সেকেন্ড ওয়েভ) শঙ্কা আছে। তবে এসব নিয়ে প্রস্তুত আছে স্বাস্থ্য বিভাগ। শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে। শীত মৌসুমে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, লকডাউনের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদান করায় দেশে করোনা নিয়ন্ত্রণে বলেও জানান জাহিদ মালেক।

The post দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2HqhRj7

দেশে একদিনে মৃত্যু ৩৭, শনাক্ত ১৬৬৬

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬৬৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৬২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে একদিনে মৃত্যু ৩৭, শনাক্ত ১৬৬৬ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Hg5iXp

Tuesday, September 22, 2020

অবশেষে ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদি আরবের পথে সাউদিয়ার ফ্লাইট

ফাতেহ ডেস্ক:

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এর মধ্যেই সৌদি যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতেই যত ভোগান্তি। গত তিন দিন ধরে টিকিট না পেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

অন্যদিকে, সৌদি আরব বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

এদিকে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা বাড়াতে চাইলে অনুমতি দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘এত দিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশ পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে।

আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক; আমারা সর্বাত্মক সহযোগিতা করবো। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো। যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একইসঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।’

The post অবশেষে ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদি আরবের পথে সাউদিয়ার ফ্লাইট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33QhJB4

বিদেশিরা ওমরাহ করতে পারবেন ১ নভেম্বর থেকে

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের (কভিড-১৯) বর্তমান প্রেক্ষাপটে ধাপে ধাপে ওমরাহ পালনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে মিডলইস্ট আই এ কথা জানিয়েছে।

মঙ্গলবার সৌদি আরব ঘোষণা করে, আগামী ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানরতরা ওমরাহ পালন করতে পারবে। স্বাস্থ্য সতর্কতার বিষয়টি বিবেচনায় নিয়ে সামর্থ্যের ৩০ শতাংশ হিসাবে দিনে ৬,০০০ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে, ১৮ অক্টোবর এই সামর্থ্য ৭৫ শতাংশে উন্নীত করে দিনে ১৫ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

এছাড়া তৃতীয় ধাপের অংশ হিসেবে বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে। তখন শতভাগ তথা ২০ হাজার জন দিনে ওমরাহ পালন করতে পারবে।

করোনাভাইরাস মহামারীর ছড়িয়ে পড়লে গত মার্চে ওমরাহ তথা মক্কা-মদিনা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। গতবার সৌদিতে অবস্থানরত মাত্র ১,০০০ জনকে হজ করার সুযোগ দেওয়া হয়।

এখন পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৩০ হাজারের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৫০০ জনের বেশি।

The post বিদেশিরা ওমরাহ করতে পারবেন ১ নভেম্বর থেকে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/362XHWy

জাতিসংঘের কঠোর সমালোচনায় এরদোগান

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে দেরি করে প্রতিক্রিয়া দেখানোয় জাতিসংঘের সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জাতিসংঘ আরো একবার ব্যর্থ হলো। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ করোনা মহামারির অস্তিত্বকে কয়েক সপ্তাহ পর স্বীকার করেছে। এমনকি মহামারি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে তেমন কোনো উপস্থিতি দেখাতে পারেনি।

জাতিসংঘ, যারা সিরিয়া থেকে ইয়েমেনের মানবিক সংকট, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মতো অস্থিতিশীল অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি ফ্রন্টে ব্যর্থ হয়েছিল, তারা মহামারি চলাকালীন আবারও ব্যর্থ হয়েছে, যোগ করেন তিনি।

জাতিসংঘের ৭৫তম বৈঠকের প্রাক্কালে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, এটা এমন এক সময় যখন তুরস্ক একাই ১৪৬টি দেশে মেডিকেল সরঞ্জামাদি পাঠাচ্ছে, তখন জাতিসংঘের অকার্যকরতা আরো একবার প্রতিষ্ঠিত হলো।

তিনি জোর দিয়ে বলেন, মহামারির শুরু থেকেই তুরস্ক এমন সব দেশগুলোর মধ্যে রয়েছে যারা বিশ্বব্যাপী রোগীদের সেবা প্রদান ও তাদের জন্য সব ধরনের সহায়তা দিতে উদ্ধৃত হয়েছে।

কোভিড-১৯ এর আটটি ভ্যাকসিন উন্নয়ন কর্মসূচির কথা স্মরণ করে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন, তুরস্ক আগামী বছরের শুরুর প্রথম কয়েক মাসের মধ্যে এগুলো জনসাধারণের ব্যবহারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নেয়া হচ্ছে।

The post জাতিসংঘের কঠোর সমালোচনায় এরদোগান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mIhmB7

ফের লকডাউনের কথা ভাবছে না সরকার

ফাতেহ ডেস্ক:

অর্থনীতি সচল রাখতে ফের লকডাউনের কথা ভাবছে না সরকার।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের ঢোকা ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে। অর্থনীতি সচল রাখতে পুনরায় লকডাউনের কথা ভাবছে না সরকার। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরগুলোতে আগমন ও বহির্গমনে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী।

উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি আবারো খারাপ হওয়ার আশঙ্কায় মন্ত্রিপরিষদের বৈঠকেও প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

The post ফের লকডাউনের কথা ভাবছে না সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kGZAfU

করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাত জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৬০ হাজার ৭৯০ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ১০২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ১৬৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ০৫ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

The post করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kI15dH

‘চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা উচিত’

ফাতেহ ডেস্ক:

বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা চলবে না বলেও মত দেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বে ধারণকৃত এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ইতিহাসে নানা সময় মানব সভ্যতার পথ পরিবর্তনের মুহূর্ত হিসেবে এসেছে। জাতিসংঘের ৭৫ বছরপূর্তি সেই রকম আরেকটি মূহূর্ত হিসেবে উপস্থিত হয়েছে।

এসময় তিনি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে শান্তি রক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সংঘাত কবলিত দেশগুলোতে শান্তি সমুন্নত রাখতে বাংলাদেশের দেড় শতাধিক শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন।

করোনা পরিস্থিতির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মহামারিসহ বর্তমান সময়ের নানা সংকট ভিশন ২০৩০ অর্জনকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এছাড়া এই মহামারি আন্তর্জাতিক পরিমণ্ডলের সংকট সামনে এনেছে। একই সঙ্গে এই মহামারি দেখিয়েছে যে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অন্য যে কোনও সময়ের চেয়ে এই মুহূর্তে জাতিসংঘকে বেশি প্রয়োজন। প্রমাণ হয়েছে বহুপাক্ষিকতাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’

চলমান বৈশ্বিক প্রাণঘাতি মহামারী কোভিড-১৯ প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারী আমাদের ২০৩০ এজেন্ডার লক্ষ্য অর্জনকে আরো কঠিন করে দিয়েছে। চলমান মহামারিসহ বর্তমান সময়ের চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এ ধরনের সংকট মোকাবেলার অক্ষমতা প্রকাশ পেয়েছে।

তিনি এ প্রসঙ্গে বলেন, এই মহামারী দেখিয়ে দিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশকেই পূর্বের যে কোন সময়ের চেয়ে জাতিসংঘকে এখন বেশি প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অনেক উপকৃত হয়েছে। তাই বাংলাদেশ জাতিসংঘের কাছে ঋণী।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সাথে একই সময়ে হওয়ায় বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে।

তিনি আরো বলেন, ‘১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু বলেছিলেন যে, জাতিসংঘ ভবিষ্যতে মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাবে। এটা জাতিসংঘ ও বহুপাক্ষিকতার উপর বাংলাদেশের আস্থা ও বিশ্বাসের প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আমি জাতিসংঘের সকল কর্মকর্তা ও সংস্থাগুলোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানান, ‘২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্যান্য বিশ্ব নেতাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পূর্বে ধারণকৃত ভাষণ দেবেন। প্রতিবছরের মতো এবারও তিনি বাংলায় বক্তৃতা দেবেন।’

কোভিড-১৯ মহামারীর কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন।

The post ‘চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা উচিত’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2FYPA2t

অচিরেই সৌদি আরব যাবে বিমান

ফাতেহ ডেস্ক:

করোনার কারণে বর্তমানে সৌদি আরবের সঙ্গে বিমান বাংলাদেশের সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ আছে। তবে দেশটির সাথে অচিরেই বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস’র ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, সৌদি আরবে এখনো অবতরণের অনুমতি পাওয়া যায়নি। আসছে ১ অক্টোবর থেকে বিমানকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব।

করোনা সময়ে সৌদি আরব থেকে দেশে এসে হাজারো প্রবাসী আটকে পড়েছেন। তাদের কাজে ফিরতে হবে। অগ্রিম টিকিট কেটে বিপাকে পড়েছেন তারা।

বিমান বাংলাদেশের টিকিট বিক্রি প্রসঙ্গে মোকাব্বির হোসেন বলেন, আসন বরাদ্দ দেওয়ার আগে অবতরণের অনুমতি পাওয়া প্রয়োজন। কিন্তু তা এখনো পাওয়া যায়নি। অবতরণের অনুমতি পাওয়া মাত্রই ফ্লাইটের সিডিউল ঘোষণা করা হবে। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে তা তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে। এজন্য যারা টিকিট কেটেছেন তাদের ধৈর্য ধরতে হবে।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, সৌদি আরব যাওয়ার টিকিট আছে যাদের কাছে, অগ্রাধিকার ভিত্তিতে শুধু তাদেরই আসন বরাদ্দ দেওয়া হবে। নতুন টিকিট বিক্রি আপাতত বন্ধ আছে।

ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অযথা ভিড় না করার জন্য টিকিট ক্রয়কৃত যাত্রীদের প্রতি বিমান কর্তৃপক্ষ বিশেষ অনুরোধ জানিয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-সৌদি আরব-ঢাকা রুটে প্রতি সপ্তাহে বিমান আটটি ফ্লাইট পরিচালনা করবে। যার মধ্যে জেদ্দায় তিনটি, দাম্মামে তিনটি আর রিয়াদে দুটি ফ্লাইট চলবে।

The post অচিরেই সৌদি আরব যাবে বিমান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3hTMrya

Monday, September 21, 2020

ভ্যাকসিন সহজলভ্য করতে জাতিসংঘে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

সাশ্রয়ী মূল্যে সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশের পক্ষে তিনি এ আহ্বান জানাবেন। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যহত রাখার পাশাপাশি তা আরো জোরাল করার তাগিদ থাকবে প্রধানমন্ত্রীর।

যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে জাতিসংঘ সদর দপ্তরে এরইমধ্যে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৭৫-তম অধিবেশন। করোনার স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতিসংঘের ইতিহাসে এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে সদস্য রাষ্ট্রগুলো নিজ নিজ দেশ থেকে সভায় অংশ নিচ্ছেন। ২২ সেপ্টেম্বর থেকে শীর্ষ বৈঠক।

ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এই নিয়ে বাংলাদেশের প্রস্তুতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। এতে প্রাধান্য পাবে করোনা মোকাবিলায় বিশ্ববাসীর সম্মিলিত প্রচেষ্টার আবশ্যকতা, ভ্যাক্সিনের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষা। করোনায় অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলা এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোড় দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাঁচ দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ককে আরো জোরাল ভূমিকা রাখার তাগিদ জনাবেন তিনি।

জলবায়ু পরিবর্তন, অভিবাসী শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, শিশু স্বাস্থ্য ও তাদের অধিকার, শান্তিরক্ষা ও নারীর ক্ষমতায়ণের মতো বিষয় নিয়ে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

The post ভ্যাকসিন সহজলভ্য করতে জাতিসংঘে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/360XG5H

বাড়তে পারে করোনার সংক্রমণ, প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক:

অক্টোবর, নভেম্বর থেকে আরেকবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, তাই প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, অক্টোবর-নভেম্বর থেকে আরেকবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, তাই প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও মাস্কের ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জোহর ও মাগরিবের নামাজের সময় মাস্ক পড়া নিয়ে সচেতন করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দ্বিতীয়বার করোনার সংক্রমণের আশঙ্কায় প্রস্তুতি ও পরিকল্পনা নিতে আগামীকাল আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

সচিব জানান, মেডিকেল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে খুলনা বিভাগে মেডিকেল কলেজসহ চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থাকবে।

এছাড়া, বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন ২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

The post বাড়তে পারে করোনার সংক্রমণ, প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2FGsnSW

দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৭০৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭০৫ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭৯ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ১৫২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৭০৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cjIbqu

Sunday, September 20, 2020

ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি সরকার

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পবিত্র ওমরাহ অবশেষে সীমিত পর্যায়ে চালু হচ্ছে। তবে প্রথমেই সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট শ’র্তপূরণ সাপেক্ষে ওমরাহ পালনের অনুমতি পাবেন। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে বিদেশিরাও সুযোগ পাবেন। খবর সৌদি গেজেটর।

আবারো পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি সরকারখবরে বলা হয়, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ওমরাহ পারমিট দেয়া হবে। তবে এ সংক্রান্ত বিস্তা’রিত ঘোষণা ও পরিকল্পনা, ওমরাহ শুরুর তারিখ সম্পর্কে হজ ও ওমরাহ মন্ত্রণালয় খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে তাদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বা’ধ্যতামূলক করা হয়েছে।

The post ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35ZyEUx

দেশে একদিনে মৃত্যু ২৬, শনাক্ত ১৫৪৪

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৪৪ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৩৯ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৭৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে একদিনে মৃত্যু ২৬, শনাক্ত ১৫৪৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35QUJED