Wednesday, September 23, 2020

স্কুল খোলার প্রস্তুতি নিতে পরিপত্র জারি

ফাতেহ ডেস্ক:

খুব শিগগিরই খোলা হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই লক্ষ্যে পূর্বপ্রস্তুতি নিতে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন স্বাক্ষরিত পরিপত্রে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সেখানে বলা হয়, মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশগুলোর ন্যায় বাংলাদেশেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে শিশুর শিখন যোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে, প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে এই হারটা বেশি। তারা যত বেশি পড়াশোনার বাইরে থাকবে ততই স্কুলে ফেরার সম্ভাবনা কমে যাবে।

তাই সবকিছু বিবেচনায় শিগগিরই বিদ্যালয় খোলা জরুরি। এক্ষেত্রে মহামারি রোধে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলতে পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা আবশ্যক। এ ব্যাপারে গত ৩ সেপ্টেম্বর একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেয়া হলো।

ওই নির্দেশনার আলোকে বিদ্যালয়গুলোকে যে দিকগুলো খেয়াল রাখতে হবে:

=) ক্লাসরুমসহ স্কুলের পুরো আঙ্গিনা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুক্ত করা।
=) স্কুলের সকল আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুক্ত করা।
=) শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র ইনফ্রারেড থার্মোমিটার ক্রয় করা এবং ক্লাসে ঢোকার পূর্বে সকলের তাপমাত্রা পরিমাপ করা।
=) সাবান, ব্লিচিং পাউডার ইত্যাদি ক্রয় করা এবং প্রতিনিয়ত শিক্ষার্থীদের তা ব্যবহার করতে উৎসাহিত করা।
=) ওয়াশব্লক ও টয়লেটে বেশি জীবাণু থাকে। সে জন্য এগুলো সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
=) মগ, জগ, বালতি ক্রয় করা। এগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে লাগবে।
=) অস্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্ধারণ করা এবং সেখানে পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা।
=) পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শ্রমিকের যৌক্তিক সেবা ক্রয় করা, যদি প্রয়োজন হয়।
=) করোনাকালীন সময়ে ইন্টারনেট ডাটা ক্রয় করা।

এসব কাজে যত খরচ হবে সেগুলো স্কুলের জন্য বরাদ্দকৃত স্লিপ ফান্ড থেকে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর নির্দেশিকার আলোকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিকল্পনা গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়ন করবে। ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান অবশ্যই প্রতিপালন করতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

The post স্কুল খোলার প্রস্তুতি নিতে পরিপত্র জারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iT1BVD

No comments:

Post a Comment