Saturday, September 12, 2020

ট্রায়ালে ফিরেছে অক্সফোর্ডের ভ্যাকসিন

ফাতেহ ডেস্ক:

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় স্থগিত হয়েছিলো। তবে আবারও এটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে ফিরেছে।

মেডিসিন হেলথ রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) পুনরায় ট্রায়ালের বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ডের করোনাভাইরাস ভ্যাকসিন যুক্তরাজ্য জুড়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলবে।

এর আগে প্রয়োগের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ‍তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। চূড়ান্ত দফায় ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন উদ্ভাবকরা।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ করে তৃতীয় পর্যায়ে এসেছিলো অক্সফোর্ডের ভ্যাকসিন। কিন্তু এই পর্যায়ে এসে সমস্যা দেখা দেয়। বিভিন্ন দেশের ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। এর সাফল্যের ওপর নির্ভর করেই এই ওষুধ বাজারে ছাড়া হবে।

The post ট্রায়ালে ফিরেছে অক্সফোর্ডের ভ্যাকসিন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Rib2BM

No comments:

Post a Comment