Tuesday, September 15, 2020

সীমিত পর্যায়ে চালু হচ্ছে ওমরা

আন্তর্জাতিক ডেস্ক:

নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে সীমিত পর্যায়ে চালু হচ্ছে ওমরা। তবে প্রথমেই সৌদি আরবে বসবাসকারীরা ওমরা পালনের অনুমতি পাবেন। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন। খবন সৌদি গেজেটের।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরা পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরা পারমিট’ দেয়া হবে।

তবে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা ও পরিকল্পনা, ওমরা শুরুর তারিখ সম্পর্কে হজ ও ওমরা মন্ত্রণালয় খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

এক্ষেত্রে তাদের ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এসব দেশের এক্সিট ও রি-এন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, রেসিডেন্স পারমিট ও ভিজিট ভিসাধারীরা এ সুযোগ পাবে।

The post সীমিত পর্যায়ে চালু হচ্ছে ওমরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iBAU7E

No comments:

Post a Comment