Tuesday, July 25, 2023

সৌদি আরবে এবার বাধ্যতামূলক হলো ওমরাহ বিমা

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশি ওমরাহযাত্রীদের জন্য ‘ওমরাহ বিমা’ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সোমবার (২৪ জুলাই) সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মৌসুমে ওমরাহ পালনের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে ওমরাহ বিমা বাবদ অতিরিক্ত অর্থ জমা দিতে হবে। এই অর্থের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ রিয়াল।

ওমরাহ ফি’র সঙ্গেই এই অর্থ জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে এই বিমার সুবিধা পাবেন ওমরাহযাত্রীরা।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের দাফতরিক কমিউনিকেশন চ্যানেলগুলোর সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

এর আগে, সৌদি আরবের নাগরিকরা বিদেশে থাকা তাদের মুসলিম বন্ধুদের ‘ব্যক্তিগত ভিজিট ভিসায়’ পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন বলে জানায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

গেল বৃহস্পতিবার (২০ জুলাই) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, ব্যক্তিগত ভিজিট ভিসা অনলাইনে আবেদন করেও পাওয়া যাবে, যা সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি হতে পারে।

এই ভিসায় সৌদি আরবে গিয়ে বিদেশিরা ওমরাহ পালনের পাশাপাশি মসজিদে নববী পরিদর্শনসহ দেশটির বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে। ব্যক্তিগত ভিজিট ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।

The post সৌদি আরবে এবার বাধ্যতামূলক হলো ওমরাহ বিমা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/noRY9aT

Wednesday, July 19, 2023

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুলাই প্রকাশ করা হবে। বুধবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী আগামী ২৮ জুলাই ফল প্রকাশ করা হবে। আমরা ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়ে সম্মতি দিয়েছেন। তাই সেদিনই ফল প্রকাশ করা হবে।

তপন কুমার সরকার বলেন, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। ‌তাই প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন সেই তারিখে ফল প্রকাশ করতে হবে।

গত ৩০ এপ্রিল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে।

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির প্রকোপ শুরু হলে সেই ধারাবাহিকতা আর ঠিক রাখা যায়নি। ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২২ সালে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা আরও পিছিয়ে নভেম্বর মাসে মাসে নেওয়া হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা মে মাসে নেওয়া হয়। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

The post এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/cRtbOeS

Sunday, July 16, 2023

করোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (ইউএনডিপি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতে বাধ্য হবেন।

এই ১৬ কোটি ৫০ লাখ মানুষ হয় মহামারিতে কোনো না কোনো ভাবে চাকরি বা কাজ হারিয়েছেন। অথবা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে তাদের ওপর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অন্তত সাড়ে সাত কোটি মানুষ মাত্র ২.১৫ ডলারে দিন কাটান। তাদের ‘অতি দরিদ্রের’ তালিকায় রেখেছে জাতিসংঘ।

এছাড়া, আরও অন্তত ৯ কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। যারা সংসার চালাতে দিনে গড়ে ৩.৬৫ ডলার খরচ করতে পারেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের অন্তত ৩০০.৩ কোটি মানুষ এমন সব দেশে বসবাস করছেন, যেখানকার সরকার নাগরিকদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ খরচ করে থাকে।

অবিলম্বে তাই ওইসব দেশের ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

The post করোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ: জাতিসংঘ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/D4fXRjs

Monday, July 10, 2023

চকৎস বজঞন গবষণয জর দত বললন পরধনমনতর

ফাতেহ ডেস্ক:

দেশে চিকিৎসাবিজ্ঞানে গবেষণার অভাবের বিষয়টি তুলে ধরে এ বিষয়ে জোর দিতে চিকিৎসকদের বিশেষ তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসাবিদ্যার ওপর দেশে গবেষণা না হওয়া অত্যন্ত দুঃখের বলেও আক্ষেপ করেন সরকারপ্রধান।

ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রান্তে আয়োজিত মূল অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, আমি একটু দঃখের কথা বলবো যে, আমাদের চিকিৎসাবিজ্ঞানে গবেষণার খুব অভাব। চিকিৎসাবিজ্ঞানে কিন্তু গবেষণা হচ্ছে না। হাতেগোনা মাত্র কয়েকজন গবেষণা করে থাকেন। বর্তমান যুগে গবেষণা কিন্তু অপরিহার্য। গবেষণার জন্য আমরা বিশেষ অনুদানও দিই। আমরা যে একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমরা করেছি এবং প্রধানমন্ত্রী ফেলোশীপের ব্যবস্থাও আমরা করেছি। সেখানেও কিন্তু কেউ এই গবেষণার জন্য আর্থিক সহায়তা ফান্ড পেতে পারেন। আপনারা দয়া করে একটু গবেষণার দিকে দৃষ্টি দেবেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি উদভাবন হচ্ছে পাশাপাশি নানা ধরনের রোগের প্রাদুর্ভাব হওয়ার বিষয়টিও তুলে ধরেন। করোনা ভাইরাস মহামারীর সময় চিকিৎসাসেবা বা ভ্যাকসিন দেওয়া কার্যক্রম নিয়ে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা সেবা দিয়েছি। যার ফলে আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব হয়েছে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্থ হয়নি। আমরা ভালোভাবে মোকাবেলা করতে পেরেছি, যেটা অনেক উন্নত দেশ পারেনি। আমাদের ভূখন্ড ছোট কিন্তু ১৭ কোটি মানুষ, এত মানুষের চিকিৎসাসেবা দেওয়া এবং তাদের কাজ করানো এটা কিন্তু একটা কঠিন দায়িত্ব। সেই কঠিন দায়িত্বগুলো সবাই পালন করে যাচ্ছেন।

চিকিৎসকরা ঢাকার বাইরে থাকতে চান না আর সেটিও দুঃখের বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি গ্রাম বা উপজেলা পর্যায়ে যোগাযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি হওয়ার বিষয়টি তুলে ধরেন।

সরকারপ্রধান বলেন, ‘দঃখের বিষয় সবাই ঢাকাকেন্দ্রিক বেশি থাকতে চান। ঢাকার বাইরে কেউ থাকতে চান না। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ আছে। প্রত্যেকটা গ্রাম পর্যায়ে পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আছে। গ্রাম পর্যায়ে ওয়াইফাই কানেকশন আছে। গ্রামে এখন সব রকমের ব্যবস্থা আছে। আর আমরা সেই সঙ্গে সঙ্গে অনেক উপজেলায় বাসস্থানের ব্যবস্থাটাও করে দিচ্ছি। কাজেই যারা যখনই যে বিষয়ে দায়িত্ব পাবেন তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা পর্যায় পর্যন্ত যদি এই সেবা যাতে নিশ্চিত হয় এতগুলো হাসপাতাল এত চমৎকার জায়গা করে দিয়েছি। আর সেখানে যদি যন্ত্রপাতিগুলোও আরেক জায়গায় পড়ে থাকে, সেগুলোর যথাযথ ব্যবহারও হয় না তা দুঃখের। কাজেই নতুন আধুনিক যে যন্ত্রপাতি আসছে সেগুলো ব্যবহার করার মতো লোক আপনাদের ট্রেনিং দেওয়াতে হবে। প্রয়োজনে দেশে না হোক বাইরের থেকে ট্রেনিং করিয়ে নিয়ে আসতে হবে। সেগুলোর দিকে সবাই একটু দৃষ্টি দেবেন আমি সেটাই চাই।

প্রতিষ্ঠার পর থেকে সবাইকে সেবাদানের ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ সর্বসেরা মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই এই মেডিকেল কলেজ আরও উন্নত হোক সেটাই আমি চাই। ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম আসবে তারা আরও জ্ঞান সম্পন্ন হবে। প্রয়োজনে আমরা দেশে বিদেশেও শিক্ষা দিয়ে নিয়ে আসবো। ট্রেনিং করাবো।’

‘আরেকটা কাজ মনে হয় করা উচিৎ যে আমরা দরজা বন্ধ করে না রেখে পৃথিবীর বিভিন্ন নামী হাসপাতাল থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের কিছু দিনের জন্য নিয়ে আসতে পারি। তাদের অপারেশন বা তাদের চিকিৎসা পাশে থেকে দেখলে আমাদের অনেক ডাক্তাররা উপকৃত হবেন, শিখতে পারবেন, জানতে পারবেন।

সীমিত আকারে হলেও এই সুযোগ সৃষ্টি করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিছু বিদেশ থেকে ভালো ডাক্তারদের আনতে পারি। তাতে আমাদের দেশের স্বাস্থ্যসেবার মানটা আরও উন্নত হবে বলে আমি বিশ্বাস করি।’

The post চিকিৎসা বিজ্ঞানে গবেষণায় জোর দিতে বললেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/5HyaBPm