Sunday, December 25, 2022

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি চলছে

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে টানা দুই বছর অনুষ্ঠিত হয়নি বিশ্ব ইজতেমা। নতুন বছরের শুরুতেই বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারিতে দুই পর্বে হবে এই ইজতেমা। ইতোমধ্যে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রস্তুতির অংশ হিসেবে ইজতেমা ময়দানের নিচু জমি ভরাট, সামিয়ানা টানানো, রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুতগতিতে।

তাবলিগের দায়িত্বশীলরা জানান, গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন ইজতেমার প্রস্তুতির কাজে। পাশাপাশি তাবলিগ জামাতের সাথীরাও যোগ দিয়েছেন। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন মাদরাসার ছাত্ররাও ইজতেমার কাজ করছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ১৩ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। মাঝে চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। দুই পর্বেই পৃথক পৃথক আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, বিশ্ব ইজতেমা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ময়দানের আইনশৃঙ্খলা রক্ষায় ইজতেমার শেষ দিন পর্যন্ত পুলিশ সক্রিয় থাকবে।

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

The post তুরাগ তীরে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি চলছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/1xtIZQf

Saturday, December 24, 2022

করোনার নতুন ধরন নিয়ে সরকার সতর্ক

ফাতেহ ডেস্ক:

চীনে করোনাভাইরাসের নতুন ধরন বিএফ-৭ দেখা দিয়েছে। এ ধরন নিয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ সরকার। নতুন এই সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিচ্ছে।

আজ রবিবার সকালে স্বাস্থ্য অধিদফতরের এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, টিকার মেয়াদ বাড়ানোর বিষয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে তার সুযোগ নেই। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পর্রামশেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে। ফলে দ্বিধার কোনো সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, চীনে নতুন ধরন বিএফ ৭ শনাক্ত হয়েছে। এই ধরন ওমিক্রনের চেয়ে শক্তিশালী। কম সময়ে এই ধরন বেশি মানুষকে আক্রান্ত করতে পারে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নিতে হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজ টিকা দেয়া শুরু করেছে। বিশেষ করে সম্মুখসারীর ব্যক্তি, গর্ভবতী নারী, ষাটোর্ধ্ব নাগরিক, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে টিকার চতুর্থ ডোজ অগ্রাধিকার পাচ্ছে।

ডা. কবীর বলেন, করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। ফলে দেশের সকল বন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজনদের বিচ্ছিন্নকরণ বা আইসোলেশনে নেওয়া হচ্ছে। আক্রান্তদের নমুনার জেনোমিক সিকোয়েন্সিং করে এফবি ৭ করোনা ভাইরাস রয়েছে কি না তার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, করোনার নিয়ন্ত্রণ সরকার গঠিত জাতীয় কারিগরি পর্রামশক কমিটি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ও করোনার টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক প্রমুখ।

The post করোনার নতুন ধরন নিয়ে সরকার সতর্ক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/cfpQNZv

Tuesday, December 20, 2022

তিন মাসে তারল্য কমেছে ২৭,১৫১ কোটি টাকা

ফাতেহ ডেস্ক:

অস্বাভাবিকভাবে কমেছে ব্যাংক খাতের তারল্য। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে তারল্য কমেছে ২৭ হাজার ১৫১ কোটি টাকা।

গত বছরের জুন শেষে ব্যাংকে মোট তারল্য ছিল ৪ লাখ ৩১ হাজার ৯২৯ কোটি টাকা। গত ৩০ সেপ্টেম্বর তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ৭৭৮ কোটি টাকায়। তবে গত অক্টোবরে এসে তারল্য কিছুটা বেড়েছে।

ওই সময়ে মোট তারল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৫ হাজার ৫৩৫ কোটি টাকায়। এ হিসাবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই চার মাসে তারল্য কমেছে ২৬ হাজার ১৪৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে ব্যাংকিং খাতে তারল্য কমার জন্য চারটি কারণকে শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হচ্ছে-করোনার পর হঠাৎ করে চাহিদা বৃদ্ধি, বেসরকারি খাতে ঋণপ্রবাহে বাড়তি প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে আমদানি ব্যয়ের মাত্রাতিরিক্ত প্রবৃদ্ধি ও ব্যাংক থেকে নগদ টাকা তুলে গ্রাহকরা নিজেদের হাতে রাখার প্রবণতা বেড়ে যাওয়া।

The post তিন মাসে তারল্য কমেছে ২৭,১৫১ কোটি টাকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/i8I1fXq

Thursday, December 15, 2022

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ানো হলো সুদের হার

ফাতেহ ডেস্ক:

মুদ্রাস্ফীতির লাগাম টানতে সুদের হার আরেক দফা বাড়ালো যুক্তরাষ্ট্র। ১৫ ডিসেম্বর থেকে সুদের এই হার হবে ৪.৫০%। করোনা এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধজনিত কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয় সর্বত্র। এ অবস্থায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদের হার গত ২৭ জুলাই পয়েন্ট ৭৫% বাড়ানো হয় ২.৫%। এরপরও পরিস্থিতির কোনো উন্নতি না ঘটায় ২১ সেপ্টেম্বর সুদের হার বাড়িয়ে করা হয় ৩.২৫ ডলার।

গত ২ নভেম্বর সুদের হার নির্ধারণ করা হয়েছিল ৪.০০ ডলার। ১৪ ডিসেম্বর করা হয় ৪.৫০ ডলার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নির্ধারকদের দু’দিনব্যাপী বৈঠকের পর ১৪ ডিসেম্বর ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল সাংবাদিকদের জানান, মুদ্রাস্ফীতির পাগলা ঘোড়ার গতি কিছুটা স্থিমিত হলেও আমি সন্তুষ্ট নই। সেজন্যে আবারও সুদের হার বাড়ানো হলো। এবং এটাই শেষ নয়। সামনের বছরের শেষে সুদের হার আরও বাড়ানো হবে যদি গতি-প্রকৃতি পরিবর্তিত না হয়।

উল্লেখ্য, ২ নভেম্বর থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির গতি কিছুটা কমেছে। তবে তা প্রত্যাশার পরিপূরক নয়। এদিকে, সুদের হার ক্রমাগতভাবে বাড়ানোর পরিপ্রেক্ষিতে হাউজিং মার্কেটে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি নতুন বাড়ি নির্মাতারাও হাত গুটিয়ে নিয়েছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী ব্যতিত অন্য সেক্টরে এক ধরনের মন্দা বিরাজ করছে।

উল্লেখ্য, ২০০৮ সালেও সুদের হার বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা সম্ভব হলেও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে সুবাতাস বইতে কয়েক বছর পর্যন্ত সময় লেগেছে।

The post যুক্তরাষ্ট্রে আবারও বাড়ানো হলো সুদের হার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/48VvGEQ