Thursday, April 30, 2020

ইয়েমেনে প্রথম মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভয়ংকর করোনাভাইরাস এবার থাবা বসালো যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। দেশটির বন্দরনগরী এডেনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

ইয়েমেন সরকার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত পাঁচ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

বিবিসি বলছে, দীর্ঘ পাঁচ বছর ধরে ইয়েমেনে চলছে যুদ্ধ। এর ফলে দেশটির যাবতীয় অবকাঠামো ভেঙে পড়েছে এবং করোনাভাইরাস ঠেকানোর মতো যথাযথ স্বাস্থ্য ব্যবস্থাও নেই দেশটিতে। এ অবস্থায় করোনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, ইয়েমেনে হাসপাতালের মধ্যে অর্ধেক পুরোপুরি চলমান আছে। তবে সেখানে কলেরা, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

দেশটির সরকার পাঁচ জনের সংক্রমণ দাবি করলেও মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। দুই জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন এক জন।

-এ

The post ইয়েমেনে প্রথম মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3f9Em8u

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের বাদ্যযন্ত্র: ট্রাম্প

ফাতেহ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের ‘পাইপ অরগান’ (এক ধরনের বাদ্যযন্ত্র) বলে বর্ণনা করেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খবর এনডিটিভি।

ট্রাম্প জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে একটি সুপারিশ পেশ করতে যাচ্ছে। এছাড়া চীনকে নিয়েও যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে,সে বিষয়ে আবারও হুশিয়ারি দিলেন ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে যুক্তরাষ্ট্র দাবি করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরিস্থিতি নিয়ে তাদের বিভ্রান্ত করেছে। দেশটির প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে মোটেও সন্তুষ্ট নই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে কিছুই জানে না মন্তব্য করে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা জানে, করোনা সম্পর্কে তার চেয়ে বেশি জানা উচিত ছিল সংস্থাটির। ট্রাম্প সংস্থাটিকে চীনের চেয়ে বেশি অর্থ সহায়তা দেয়ার বিষয়টিও সামনে আনেন। কিন্তু এরপরও সংস্থাটি কেন করোনাভাইরাসের বিষয়ে তদন্ত করতে আরও আগে চীনে গেল না, সে প্রশ্ন তোলেন ট্রাম্প।

চীনকে নিশানা করে ট্রাম্প প্রশ্ন তোলেন, কেন চীন করোনার আবহে নিজের দেশে বিদেশি উড়োজাহাজ আসতে দিল না ? অথচ নিজের দেশ থেকে বিদেশে ফ্লাইট যাওয়ার অনুমতি দিল। তিনি বলেন, চীনের উহান শহর থেকে ইতালিসহ সারা বিশ্বে ফ্লাইট গেল, কিন্তু চীনে কোনো ফ্লাইট যেতে দেয়া হলো না।

করোনাভাইরাসকে শুরুর দিকে গুরুত্ব না দেয়া মার্কিন প্রেসিডেন্টের এ ইস্যুতে চীনকে দোষারুপ নতুন নয়।এসব দোষারুপের জবাবে বেইজিংয়ের জবাব, ট্রাম্প নিজের ব্যর্থতা আড়াল করতেই অন্যকে দোষারুপ করছে।

-এ

The post বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের বাদ্যযন্ত্র: ট্রাম্প appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2SlRPQC

২ হাজার ডাক্তার, ৫ হাজার নার্স নিয়োগের সুপারিশ

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ক্যাডার হিসেবে ২ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। একই সাথে সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হচ্ছে। আজ (বৃহস্পতিবার) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। এদের মধ্য থেকে দুই হাজার জনকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মেধার ভিত্তিতেই ২ হাজার চিকৎসক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিএসসি।

প্রথমে ৩৯তম বিসিএসে অপেক্ষমাণ তালিকার চিকিৎসকদের নন-ক্যাডার হিসেবে নিয়োগ করার কথা থাকলেও এই ২ হাজার চিকিৎসককে ক্যাডার হিসেবেই নেওয়া হচ্ছে। তারা প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরসহ তালিকা কর্মকমিশনের ওয়েবসাইট boschen.gov.bd অথবা টেলিটকের মাধ্যমে bps.teletalk.com.bd এর মাধ্যমে ফল জানা যাবে।

এছাড়া সারাদেশের হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন থেকে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া কিছু আবেদন করা প্রার্থীর যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি, এমন সিনিয়র স্টাফ নার্সের পদগুলো সংরক্ষিত রেখে এই ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে সাময়িক সুপারিশ করা হয়েছে। বিস্তারিত ফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে মেধার ভিত্তিতে ২ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং ২০১৮ সালের অপেক্ষমাণ তালিকা থেকে নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। তারা সবাই পরীক্ষিত। সবাই পাস করেছেন। পদ কম থাকার কারণে আমরা তাদের নিয়োগের সুপারিশ করতে পারিনি, তাই অপেক্ষমাণ তালিকায় রেখেছি।’

-এ

The post ২ হাজার ডাক্তার, ৫ হাজার নার্স নিয়োগের সুপারিশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35qiu4c

গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত করতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট (কভিড-১৯ ডট ব্লোট) পরীক্ষার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিটের সক্ষমতা পরীক্ষা করা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, গতকাল(২৯ এপ্রিল) অনুমতি দিয়ে চিঠি লেখে ওষুধ প্রশাসন। আজ (বৃহস্পতিবার) সেই চিঠি পেয়েছে বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

তিনি আরও বলেন, ‘ওষুধ প্রশাসন গবেষণার জন্য অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন গতকাল বিএমএসএসইউকে চিঠি লিখেছে, আজকে তারা পেয়েছে। আমরাও আজ পেয়েছি চিঠি। আমরা চাচ্ছিলাম যে, দুই লাইনের একটা চিঠি দেন, ফাইনালি তারা ব্যুরোক্রেসি (আমলাতান্ত্রিকতা) বাদ দিয়ে চিঠি দিয়েছে।’

‘বিএসএমএমইউ কীভাবে গবেষণা করবে, তাদের চাহিদা মতো মাল-মসলা দেব। আগামী শনিবার তাদের সঙ্গে আমরা এসব বিষয় নিয়ে বসবো’, যোগ করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা।

-এ

The post গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aUneA2

‘আন্তর্জাতিক বাজার হাতছাড়া হবার আশংকায় গার্মেন্টস সীমিত আকারে চালু’

ফাতেহ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভাসমান গৃহহীনদের তালিকা প্রণয়ন করে তাদের গৃহের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সকালে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আগে ওবায়দুল কাদের তার বাসা থেকে ভিডিও কানফারেন্সিংয়ে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

এসময় করোনা সংকটে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশংকা তৈরি হওয়ায় ঢাকার আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরিসমূহ সীমিত আকারে চালু করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এসকল ফ্যাক্টরিগুলোতে ঢাকায় অবস্থানকারী শ্রমিকদের কাজে লাগানোর কথা বলা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মালিকরাও তা মেনে নিয়েছে কিন্তু চাকরি হারানোর ভয়ে অসংখ্য শ্রমিক ঢাকায় প্রবেশ করছে, এ বিষয়ে মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহস ও ধৈর্য্যের সঙ্গে করোনা সংকট মোকাবেলা করতে হবে।

পরে, প্রতিনিধিদের মাধ্যমে গরীব অসহায় মানুষের জন্য ২২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য একেএম রহমতুল্লাহ, সভাপতি মন্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু।

-এ

The post ‘আন্তর্জাতিক বাজার হাতছাড়া হবার আশংকায় গার্মেন্টস সীমিত আকারে চালু’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VNHXBa

ভাসমান মানুষের তালিকা করার নির্দেশ

ফাতেহ ডেস্ক

গৃহহীন ও ভাসমান মানুষ যাদের ঘর নেই, তাদের হাতে ত্রাণ পৌঁছে দিতে তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনেকের কোনো ঘর নেই, রেল স্টেশন, টার্মিনাল, ফ্লাইওভার, খোলা আকাশের নিচে শিশুসহ অসংখ্য মানুষ গৃহহীন অবস্থান করছেন। গৃহহীন এসব মানুষের তালিকা করে তাদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আগে ওবায়দুল কাদের তার বাসা থেকে ভিডিও কানফারেন্সিংয়ে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

দলীয় নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। আপনাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। আপনারা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যার অঙ্গীকার গৃহহীনকে গৃহ দেওয়া। এজন্য দলীয় নেতাদের প্রয়োজনীয় তালিকা প্রণয়নে সহায়তা করতে হবে।

তিনি বলেন, মনে রাখতে আমরা বলছি ঘরে থাকতে হবে। আমি নিজেও ঘরে রয়েছি, প্রধানমন্ত্রীর নির্দেশে। কিন্তু যাদের ঘর নেই তারা থাকবে কোথায়? এদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে।

কাদের বলেন, ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভাসমান মানুষের তালিকা প্রণয়ন করার জন্য। পাশাপাশি ওই সকল ভাসমান মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে ত্রাণ উপ কমিটি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করতে পারেন।

পোশাক কারখানার মালিকদের উদ্দেশে বলেন, করোনা সংকটে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ অর্ডার বাতিল হয়ে যাবে এমন আশঙ্কার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঢাকা ও ঢাকার আশপাশের পোশাক কারখানা সীমিত আকারে চালু করার অনুমতি দিয়েছেন। কথা ছিল এই সকল ফ্যাক্টরিতে ঢাকায় অবস্থানরত শ্রমিকদের কাজে লাগাবে, মালিকরা সেটা মেনে নিয়েছিল। কিন্তু আমরা গণমাধ্যমের খবরে দেখছি প্রতিদিন অসংখ্য শ্রমিক ঢাকার বাইরে থেকে আসছে চাকরি হারানোর ভয়ে। বিষয়টি মালিকরা যেন দেখেন ও প্রধানমন্ত্রীর কাছে দেওয়া ওয়াদা যেন বাস্তবায়ন করেন।

পরে প্রতিনিধিদের মাধ্যমে গরীব অসহায় মানুষের জন্য ২২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম রহমতুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু।

-এ

The post ভাসমান মানুষের তালিকা করার নির্দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3f8WcIK

শিক্ষার্থীদের ৬ মাসের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবি

ফাতেহ ডেস্ক

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের ৬ মাসের মেস ভাড়া মওকুফের দাবি জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের শিক্ষার্থীদের পক্ষে এ দাবি তুলে ধরেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন।

লিখিত বক্তব্যে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের বেশির ভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের অনেকের অভিভাবক কৃষক, দিনমজুর, শ্রমিক, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও খেটে খাওয়া দিনমজুর। এ কারণে দেশের বেশির ভাগ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি প্রাইভেট (টিউশনি) পড়ান এবং কোচিং করান। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় ভাড়ার চাপে বেকায়দায় পড়েছেন মেসে থাকা শিক্ষার্থীরা।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে। এ কারণে অনেকেই নিজ নিজ স্থানে লকডাউন হয়ে আছে। কিন্তু তাদের মেস ও বাসা ভাড়ার জন্য মালিকরা অমানবিক চাপ প্রয়োগ করছে। নিদারুণ এই বাস্তবতায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’

এ সময় সরকারি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ চলাকালীন শিক্ষার্থীদের কমপক্ষে ৬ মাসের মেস/বাসা ভাড়া মওকুফ করতে সংশ্লিষ্টদের প্রতি বিনয় অনুরোধসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। অন্যথায় শিক্ষার্থীরা বড় ধরনের বিপদের সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন জাতীয় ছাত্র সমাজ।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতারা ছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও রংপুর সরকারি কলেজ শাখা কমিটির ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এ

The post শিক্ষার্থীদের ৬ মাসের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bSgkMS

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৬৪ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার ৮ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৬৪১ জন। গতকালের তুলনায় করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা কমেছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭৬৬৭ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের নমুনা সংগ্রহের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৬২৬টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে ২জন, ৪০- ৫০ বছরের মধ্যে তিনজন।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৬০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা পরীক্ষার পরিধি বাড়িয়েছি। ২৯ টি ল্যাবের ফলাফল জানানো হয়েছে। নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, এভারকেয়ার হাসপাতাল ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফলাফল যুক্ত হয়েছে। বেসরকারি হাসপাতালগুলো আমাদের নীতিমালা মেনে আবেদন করলে, তা তদন্ত সাপেক্ষে অনুমোদন দেব।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Yj4YOg

Wednesday, April 29, 2020

করোনায় যুক্তরাষ্ট্রে ২১৮ বাংলাদেশির মৃত্যু, ১৯৯ জনই নিউইয়র্কের

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত ২১৮ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৯৯ জনই নিউইয়র্কের বাসিন্দা।
এছাড়া নিউজার্সিরতে ৭, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, দুইজন মেরিল্যান্ড ও একজন বোস্টনের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এছাড়া ইতালি, স্পেন, গাম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চার শতাধিক বাংলাদেশি করোনায় মারা গেছেন।

-এ

The post করোনায় যুক্তরাষ্ট্রে ২১৮ বাংলাদেশির মৃত্যু, ১৯৯ জনই নিউইয়র্কের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zGuC57

সৌদি ধনভাণ্ডার থেকে উধাও ২৩,৩০০ কোটি ডলার

ফাতেহ ডেস্ক

সৌদি আরব অর্থ কর্তৃপক্ষ বা এসএএমএ’র প্রকাশিত প্রতিবেদনের স্বীকার করা হয়েছে যে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ক্ষমতা গ্রহণের মাত্র পাঁচ বছরের মধ্যে সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয় থেকে ২৩ হাজার ৩০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ উধাও হয়ে গেছে।

ইয়েমেন যুদ্ধ, পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার কাছ থেকে অপ্রয়োজনীয় ব্যাপক অস্ত্র-সম্ভার ক্রয় এবং নিওম নামে পরিচিত ভবিষ্যৎ-নগরীর প্রকল্প খাতের খরচের যোগান দিতে গিয়ে বিশাল অংকের এ অর্থ নজিরবিহীন ভাবে সৌদি ধনভাণ্ডার থেকে উধাও হয়ে যায়।

২০১৫ সালের জানুয়ারিতে ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান সৌদি আরবের সিংহাসনে বসেন। একই বছরে সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ ছিল ৭৩ হাজার ২০০ কোটি ডলার। কিন্তু ২০১৯ সালে একই ভাণ্ডারে রয়েছে মাত্র ৪৯ হাজার ৯০০ কোটি ডলার। অর্থাৎ পাঁচ বছরে এ ভাণ্ডার থেকে উধাও হয়ে গেছে ২৩ হাজার ৩০০ কোটি ডলার। গড়ে প্রতিবছর এ অর্থ-ভাণ্ডার থেকে চার হাজার ৬৬০ কোটি ডলার কমেছে।

গত পাঁচ বছরে সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয় থেকে যে পাহাড় পরিমাণ অর্থ হ্রাস পেয়েছে তা এমইএনএ নামে পরিচিত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোর মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির সমপরিমাণ। পরিমাণের দিক থেকে তিউনিশিয়ার বাৎসরিক বাজেটেরও ১৮ গুণ বেশি এ অর্থ।

বাদশাহ সালমান ক্ষমতায় বসার মাত্র তিন মাসের মাথায় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট আগ্রাসন শুরু করে। এ দরিদ্র দেশটির বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট গত পাঁচ বছর ধরে অব্যাহত যুদ্ধের পরও সেখানে বিশেষ ফয়দা হয়নি তাদের। কার্যত ইয়েমেন যুদ্ধের চোরাবালিতে বেশ ভালো ভাবেই আটকে গেছে রিয়াদ। পিতা ক্ষমতায় বসার অল্প কয়েকদিনের মধ্যেই সৌদি প্রতিরক্ষামন্ত্রীর পদটি বাগিয়ে নেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সৌদি ক্ষমতার প্রধান নেপথ্য নায়ক হিসেবে সালমানকে গণ্য করা হয়। ইয়েমেন যুদ্ধও চলছে তারই নির্দেশে।

এদিকে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী সৌদি মাথাপিছু আয়ও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১২ সালে এর পরিমাণ ছিল, ২৫ হাজার ২৪৩ ডলার। কিন্তু ২০১৮ সালে তা কমে এসে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৩৮ ডলারে।

বর্তমানে তেল-বাজারের বিপর্যয়ের আগেই সৌদি বৈদেশিক মুদ্রার সঞ্চয় থেকে হাওয়া হয়ে যায় ব্যাপক অর্থ। করোনার বিশ্ব মহামারি থেকে সৃষ্ট তেল-বাজারের বিপর্যয় সৌদি আরবের জন্য আরো অনেক বড় আর্থিক দুর্গতি বয়ে আনবে বলেই নিশ্চিত আশংকা করা হচ্ছে। পার্সটুডে।

-এ

The post সৌদি ধনভাণ্ডার থেকে উধাও ২৩,৩০০ কোটি ডলার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3d14vUQ

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের এক বৃদ্ধাশ্রমে ৭০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের তাণ্ডবে সারা বিশ্ব যেন অসহায়। বিশ্বের পরাশক্তি দেশগুলো থেকে শুরু করে তৃতীয় বিশ্বের দেশ- করোনাভাইরাস মহামারীতে সবারই যেন একই চিত্র। তবে প্রাণঘাতী এই ভাইরাসের আঘাতে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মোট ৫৯ হাজার ৪৩৮ জন।

এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃদ্ধদের থাকার একটি ভবনে (বৃদ্ধাশ্রম) করোনাভাইরাসের ভয়াবহ আক্রমণে প্রাণ হারিয়েছেন ৭০ জন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি বৃদ্ধাশ্রমে। আর এই ঘটনার পর ওই বৃদ্ধাশ্রমে করোনাভাইরাস কিভাবে সংক্রমিত হলো তা সংশ্লিষ্ট রাজ্য ও ফেডারাল কর্মকর্তারা তদন্ত করে দেখছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমটির নাম ‘হলিওক সোলজার্স’। বৃদ্ধাশ্রমে ২৩০ জন বৃদ্ধ বসবাস করতেন। গত মার্চ মাস পর্যন্ত সেখানে অবশিষ্ট ছিলেন মাত্র ১০৬ জন। তাদের বেশিরভাগের শরীরেই দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের হালকা ও মাঝারি মানের সংক্রমণ দেখা যাচ্ছিল। বর্তমানে বৃদ্ধাশ্রমে বসবাসরত আরো ৮২ জন বৃদ্ধ ও তাদের দেখাশোনার জন্য নিযুক্ত ৮১ জন কর্মী সকলেরই করোনা পজিটিভ।

অ্যাডওয়ার্ড ল্যাপিন্তে নামে এক ব্যক্তির শ্বশুর থাকেন ওই বৃদ্ধাশ্রমে। তিনি জানিয়েছেন, ওই বৃদ্ধাশ্রমের পরিস্থিতি ভয়ানক। ওই বৃদ্ধাশ্রমে থাকা আরো মানুষ মারা যেতে পারেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রতিদিনই আসছে ওই বৃদ্ধাশ্রম থেকে।

এই হোমে নার্সের দায়িত্বপালন করেন জোয়ান মিলার নামে এক ব্যক্তি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কর্মী সংখ্যা কম থাকায় করোনাভাইরাস এই বৃদ্ধাশ্রমে আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। এখানে কর্মী সঙ্কট এতোটাই ছিল যে- এক ইউনিটের কর্মীরা অন্য ইউনিটে যেতে বাধ্য হচ্ছিলেন। ফলে ভাইরাসের সংক্রমণ ভয়ানক রূপ ধারণ করে।

-এ

The post করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের এক বৃদ্ধাশ্রমে ৭০ জনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bRrsKb

লেবাননের ব্যাংকে ব্যাংকে বোমা হামলা

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস বা কোভিড–১৯ পরিস্থিতির মধ্যে লেবাননে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছে তারা। এ সময় ব্যাংকে ব্যাংকে পেট্রোল বোমা হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, মহামারীর কারণে ঘোষিত লকডাউন ভেঙেই এই বিক্ষোভ চলছে। বিক্ষুব্ধরা ক্রমেই সহিংস হয়ে উঠছেন। দেশটির প্রায় প্রতিটি শহরেই তারা ভাঙচুর চালাচ্ছে।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শহরে বিভিন্ন ব্যাংকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে। অন্তত এক ডজন ব্যাংকে তারা হামলা চালিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেককে গ্রেফতার করেছে লেবানন সরকার। সব থেকে বড় বিক্ষোভ হয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলিতে। এটি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর হলেও দেশের সব থেকে দরিদ্র অঞ্চল।

-এ

The post লেবাননের ব্যাংকে ব্যাংকে বোমা হামলা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2KK42dD

মসজিদ খোলার অবস্থান থেকে সরে আসলেন গাজীপুরের মেয়র

ফাতেহ ডেস্ক

সরকারি আদেশ উপেক্ষা করে মসজিদ খুলে দেয়ার ঘোষণার একদিন পরই পিছু হটলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গতকালের বক্তব্য থেকে সরে এসে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের যে সিদ্ধান্ত সেটাই আমার বক্তব্য।

করোনা তাণ্ডব রুখতে চলছে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে সরকার। করোনা নিয়ন্ত্রণে মসজিদ-মাদ্রাসায় নামাজ পড়ার ওপরও সরকার বিশেষ নির্দেশনা জারি করেছেন। যেখানে মসুল্লিদের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মসজিদে নামাজ পড়ার কথা উল্লেখ রয়েছে।

সেখানে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম মসজিদে জুম্মা ও তারাবি নামাজ পড়ার কথা বলে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি ভিডিও বার্তায় দেন।

করোনা সংক্রমণের তৃতীয় ঝুঁকিপূর্ণ এই নগরীতে মসজিদে নামাজের এমন নির্দেশনার বিষয়টি সময় টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আজ (২৯ এপ্রিল) বিকেলে মেয়র তাঁর নিজ ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় সেই নির্দেশনা প্রত্যাহার করে নেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে এবং বিশ্বস্বাস্থ্যবিধি মেনে যে লকডাউন দিয়েছে সেটা আমরা শতভাগ মেনে চলছি। মসজিদে সীমিত আকারে লোক আসার কথা বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটা যেনো আমরা মেনে চলি।

-এ

The post মসজিদ খোলার অবস্থান থেকে সরে আসলেন গাজীপুরের মেয়র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zBsews

সোহরাওয়ার্দী হাসপাতালের ৫৭ চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক ও সাত নার্সসহ ৫৭ জন করোনায় আক্রান্ত। তাদের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও ওয়ার্ডবয়সহ অন্যান্য আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অর্ধশতাধিক চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হলেও হাসপাতালের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা কম। যাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের অবজারভেশনে থেকে এবং প্রযোজনে নমুনা পরীক্ষার পর নেগেটিভ পাওয়া গেলে কাজে যোগদান করবেন বলে জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩।

-এ

The post সোহরাওয়ার্দী হাসপাতালের ৫৭ চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3d1Wf7h

মসজিদ খোলার বিষয়ে মেয়রের ঘোষণা প্রত্যাহার না হলে কড়া ব্যবস্থা

ফাতেহ ডেস্ক

সরকারি নির্দেশনার বিরুদ্ধে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহানগরে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেয়ায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, এ ঘোষণা প্রত্যাহার করা না হলে কড়া ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) এ কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় মেয়র মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তার (মেয়রের) এমন ঘোষণাকে আমরা চরম বিরোধী হিসেবে দেখছি। অত্যন্ত কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছি আমরা। তাকে বার্তা দেয়া হয়েছে, অতি অল্প সময়ের মধ্যে ওই ঘোষণা প্রত্যাহার করে সরকার যেভাবে চায় সেভাবে ঘোষণা দিতে। মনে হয় সেটা তিনি দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ স্থানীয় সব নেতা মেয়রের এই ঘোষণার বিপক্ষে। স্থানীয়ভাবে মাইকিং হচ্ছে, এমন ঘোষণা দেয়ার কোনো এখতিয়ার মেয়রের নেই, এই ঘোষণায় কান দেবেন না।

শেখ আবদুল্লাহ আরও বলেন, মেয়র জাহাঙ্গীর তার ঘোষণা প্রত্যাহারে কিছুটা সময় চেয়েছেন। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করছি। প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে।

এর আগে মেয়র তার ঘোষণায় বলেন, গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস রয়েছে। বাকিগুলো পার্শ্ববর্তী উপজেলায়। যেহেতু গাজীপুরের গার্মেন্টস কারখানাগুলো খুলে দেয়া হয়েছে তাই এ রমজান মাসে এখন আর মসজিদ অল্পসংখ্যক মুসল্লির জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিরা অংশ নিতে পারবেন। এতে সিটি কর্পোরেশনের কোনো বাধা থাকবে না।

করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার মসজিদে ওয়াক্ত, জুমা ও তারাবিহ নামাজ আদায়ে উপস্থিতি সীমিত করেছে। এর বিরুদ্ধে গিয়ে মেয়রের এমন ঘোষণায় বিভিন্ন পরিসরে আলোচনার সৃষ্টি হয়েছে।

-এ

The post মসজিদ খোলার বিষয়ে মেয়রের ঘোষণা প্রত্যাহার না হলে কড়া ব্যবস্থা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zI4ozl

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

ফাতেহ ডেস্ক

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত দুটোই বাড়ছে আশঙ্কাজনক হারে। দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার।

সোমবার রাত পর্যন্ত তথ্য দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কভিড-১৯ এ ভারতে মৃত্যু হয়েছে ৫৮ জনের, যা একদিনে সর্বোচ্চ। করোনায় এই নিয়ে টানা তিন দিন দেশটিতে ৫০ জনের বেশি মৃত্যু হলো। তাতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭।

আর মোট আক্রান্ত ৩০ হাজার ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে ১,৭০৯ জন। এর মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটে করোনার নতুন রোগী পাওয়া গেছে যথাক্রমে ৫২২ ও ২৪৭ জন করে।

হঠাৎ করেই করোনার রোগী বেড়েছে মধ্য প্রদেশের ইন্দোরে। সেখানে একদিনে আক্রান্ত ১৯৬ জন, মোট ১,৩৭২। মুম্বাইয়ে নতুন শনাক্ত ৩৬৯ জন। আর দিল্লিতে ১৯০ নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ৩ হাজার ছাড়িয়েছে।

এতদিন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা বিহার ও ঝাড়খন্ডেও আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বিহারে একদিনে আক্রান্ত ৬৮ জন, ঝাড়খন্ডে ২০ জন। আর গুজরাটে ১১, রাজস্থানে ৯, মধ্য প্রদেশে ৭ ও পশ্চিম বঙ্গে ২ জন করে নতুন কভিড-১৯ রোগী পাওয়া গেছে।

ভারতের সরকারি তথ্যে বলা হয়েছে, করোনায় মোট ৯৩৭ মৃতের ৩৬৯ জন মহারাষ্ট্রের; ২১৯ জন মুম্বাইয়ের।

-এ

The post ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ycQDIv

দেশে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৬৪১, মৃত্যু ৮

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৪১ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার ৩ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৫৪৯ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭১০৩ জন।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৭০৬টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে চারজন, ৫০-৬০ বছরের মধ্যে দুইজন, ৪০- ৫০ বছরের মধ্যে দুইজন। এর মধ্যে ৬ জন ঢাকার, বাকি দুইজন অন্য জেলার।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৫১ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post দেশে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৬৪১, মৃত্যু ৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VPF7vL

Tuesday, April 28, 2020

করোনা থেকে বাঁচতে মুসলিমদের সবজি না কেনার পরামর্শ বিজেপি নেতার

ফাতেহ ডেস্ক

চলমান করোনাভাইরাসের মহামারি থেকে বাঁচতে মুসলিমদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। তিনি দেশটির উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

এ অবস্থায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যও দিয়েছেন সুরেশ তিওয়ারি নামের ওই নেতা।

সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি বলেন, একটা বিষয় মনে রাখা দরকার। সেটা হলো- মিঞাদের (মুসলিমদের) কাছ থেকে সবজি কেনার কোনো দরকার নেই। বিষয়টি আমি সকলকে খোলাখুলিই বলছি।

তার এই বক্তব্য ভাইরাল হলে এর সমালোচনায় সরব হন বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে তীব্র সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে সরে আসেননি সুরেশ তিওয়ারি। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, তিনি তো কোনো ভুল কথা বলেননি, তাহলে কেন বিষয়টিকে এত বড় করে দেখা হচ্ছে।

এদিকে, বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক অভিনেত্রী ও প্রদেশটির কংগ্রেস নেত্রী নাগমা। টুইটারে ভিডিওটি শেয়ার করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে তিনি লিখেছেন, আপনার দলের নেতাদের এ ধরনের কাজ করা থেকে বিরত থাকতে বলুন। তারা তো দেখি কিছুই বোঝে না।

এর পর তিওয়ারি তার বক্তব্যের পক্ষে দাবি করেছেন, তিনি কেন্দ্রের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন, তারা তাকে বলেছেন যে, সবজি বিক্রি করার আগে মুসলিমরা তাতে থুথু দিচ্ছে। এতে করোনা ছড়াচ্ছে। তাই করোনার সংক্রমণ থেকে লোকজনকে বাঁচাতেই এমন পরামর্শ দিয়েছেন তিনি।

-এ

The post করোনা থেকে বাঁচতে মুসলিমদের সবজি না কেনার পরামর্শ বিজেপি নেতার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zFWCpE

করোনা থেকে শিক্ষা নিয়ে বাসযোগ্য বিশ্ব গড়ার আহ্বান জাতিসংঘের

ফাতেহ ডেস্ক

‘শ্রেষ্ঠতর একটি পৃথিবী গড়তে বিশ্ব নেতারা বিরল এক সুযোগ পেয়েছেন।’

করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান গুতেরেস।

তিনি বলেন, এই সংকট মোকাবিলায় প্রয়োজন সাহসী ও সহযোগিতামূলক নেতৃত্ব। শ্রেষ্ঠতর পৃথিবী গড়তে বিরল এক সুযোগ পেয়েছেন বিশ্ব নেতারা। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক হুমকি মোকাবিলায় তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়া মহামারি থেকে বিশ্বকে রক্ষা করতে হলে মানুষের নিরাপদ, স্বাস্থ্য সম্মত ও সহিষ্ণু পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

-এ

The post করোনা থেকে শিক্ষা নিয়ে বাসযোগ্য বিশ্ব গড়ার আহ্বান জাতিসংঘের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2KF0xFv

করোনায় মৃতদের রেখে পালাচ্ছে স্বজনরা

ফাতেহ ডেস্ক

করোনায় মৃতদের রেখে পালাচ্ছে স্বজনরা মরদেহ বাসা-বাড়িতেই পড়ে থাকছে ১০-১২ ঘণ্টা।

করোনাভাইরাসে মৃতদের মরদেহ বাসা-বাড়িতে পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। আবার হাসপাতালের মর্গে মরদেহের স্তূপ, যথাযথ সংরক্ষণের অভাবে ছড়াচ্ছে দুর্গন্ধ। কখনও কখনও স্বজনেরা সটকে পড়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এমন মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে।

করোনায় মৃতদের সৎকার করছে তিনটি সংগঠন। এরমধ্যে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে দল গঠন করে কাজ করছে রহমতে আলম সমাজ সেবা সংস্থা। রাজধানীর বাসা-বাড়ি ও হাসপাতালের মর্গ থেকে ত্রিশটির বেশি মরদেহ সংগ্রহ করে শেষকৃত্য সম্পন্ন করেছে সংগঠনটি।

মরদেহ সংগ্রহের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রহমতে আলম সমাজ সেবা সংস্থা’র স্বেচ্ছাসেবীরা।

স্বেচ্ছাসেবীরা জানান, বাসা-বাড়িতে বেশিরভাগ মরদেহই পড়ে থাকছে অন্তত দশ-বারো ঘণ্টা। তারপর স্বেচ্ছাসেবীরা গিয়ে উদ্ধার করছেন। হাসপাতালের মর্গ থেকে সংগৃহীত মরদেহের দশা আরও করুণ।

স্বেচ্ছাসেবী জারিফ আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুর্বিসহ অবস্থা হিমাগারে জায়গা নেই এবং লাশের দুর্গন্ধের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। কখনও কখনও করোনায় মৃতদেহ ফেলে সটকে পড়ছেন স্বজনেরা। এক্ষেত্রে মৃত ব্যক্তি সম্পর্কে তথ্যের অভাবে রেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে। রেওয়ারিশ লাশ নিয়ে আগে যারা কাজ করতো এই মূহুর্তে তারা এখন মাঠে নেই তারা কোন কাজ করছেনা।

মরদেহ সংগ্রহ থেকে দাফন- প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোটোকল মেনে স্বেচ্ছাসেবীরা কাজ করছে, জানান রহমতে আলমের চেয়ারম্যান মো. আতাউর রহমান।

তিনি জানান, স্বেচ্ছাসেবীদের সাস্থ্য নীতি মোতাবেক পিপিই, সানগ্লাস, হ্যান্ড গ্লাভসসহ প্রোটেকশনের জন্য যাযা দরকার সবধরনের ব্যাবস্থা নেয়া হয়েছে। প্রতিটি লাশ দাফনের পেছনে ১০-১২ হাজার টাকা আমাদের খরচ হচ্ছে তবুও আমরা ব্যক্তিগত উদ্দোগে এটা করে যাচ্ছি।

আগামীতে করোনার প্রকোপ বেড়ে গেলে মৃতদেহ সৎকারের কার্যক্রম ঢাকার বাইরে চালানোরও কথা জানিয়েছে রহমতে আলম সমাজ সেবা সংস্থা।

-এ

The post করোনায় মৃতদের রেখে পালাচ্ছে স্বজনরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zyiSBA

গাজীপুর মহানগরীতে মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিলেন মেয়র

ফাতেহ ডেস্ক

গাজীপুর মহানগরীতে মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন মেয়র।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত ৬ এপ্রিল দেশের সকল মসজিদ গুলোতে পাঁচজন করে মুসল্লি নামাজ আদায় করার নির্দেশ রয়েছে। সেই সঙ্গে ২৪ এপ্রিল তারাবির নামাজ মসজিদে ১২ জন আদায়ের নির্দেশ বলবৎ থাকা সত্ত্বেও গাজীপুরের মেয়র এই ঘোষণা দিলেন।

মেয়র বলেন, যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেয়া হয়েছে তাই এ রমজান মাসে এখন আর মসজিদের অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোন প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোন বাধা থাকবে না।

তিনি বলেন, যে সব ওয়ার্ডে করোনা ভাইরাসের কোন পজিটিভ পাওয়া যায়নি সেসব এলাকার মসজিদে যদি মুসল্লিরা নামাজ পড়তে চায় তাহলে আমাদের পক্ষ থেকে কোন সমস্যা হবে না। তবে ওই সব এলাকায় যেন বাইরে থেকে কোন লোক করোনার উপসর্গ নিয়ে আসতে না পারে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমাদের নগরে আমরা সবাই নিরাপদে থাকব। আমাদের পরিবার ও সন্তানদের নিরাপদে রাখব।

তিনি বলেন, গাজীপুরের গার্মেন্টস ও আশপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু খোলা হয়েছে সেহেতু এ এলাকার মানুষকে আর বন্দী রাখা ঠিক হবে না। ওয়ার্ড ভিত্তিক ধান কাটাসহ অন্যান্য কৃষি কাজ যেগুলো আছে তা যেন তারা করতে পারে।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম এর বক্তব্য জানার জন্য একাধিকবার মোবাইলে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় বলা হয় রমজানে এশার জামাতে মসজিদের ইমাম, মোয়াজ্জিন,খতিব, খাদেম এবং দুজন হাফেজসহ ১২জন মুসল্লি তারাবির নামাজ আদায় করতে পারবে। অন্যদের নিজ নিজ বাড়িতে তারাবির নামাজ আদায় করা জন্য বলা হয়।

-এ

The post গাজীপুর মহানগরীতে মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিলেন মেয়র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ShUISm

হজের জন্য জমানো অর্থ দিয়ে অনাহারিদের পাশে খামার শ্রমিক

ফাতেহ ডেস্ক

ভারতের কর্নাটকের মঙ্গলুরুর নামক অঞ্চলের বাস করেন আবদুর রহমান। পেশায় তিনি একজন খামার শ্রমিক। বহু বছরের কঠোর পরিশ্রমে কিছু অর্থ জমা করছিলেন। স্বপ্ন ছিল সেই অর্থ দিয়ে হজ পালন করতে যাবেন। কিন্তু স্বপ্ন বিসর্জন দিয়ে সব অর্থ বিলিয়ে দিলেন করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়া মানুষের সাহায্যে।

হয়তো আগামী বছরই হজের জন্য যাত্রা করতেন পারতেন আবদুর রহমান। কিন্তু করোনাভাইরাসের মহামারি যেন সব পাল্টে দিলো। তিনি উপলব্ধি করলেন, এই সঙ্কটাপন্ন পরিস্থিতিতে অনেকেই জীবিকা হারিয়েছেন, খাবার খেতে পারছেন না। এরকম একটি অবস্থায় তাদের মুখে খাবার তুলে দেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই হজের অর্থ দিয়ে কিনে নিলেন খাবার সামগ্রী, তুলে দিলেন অনাহারীদের মুখে।

আবদুর রহমানের ছেলে ইলিয়স বলেন, বাবা অন্যদের মতো হজে যেতে চেয়েছিলেন। সে লক্ষ্যে টাকাও জমিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেয়াকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন।

ইলিয়স আরো বলেন, বাবা একটি খামারে শ্রমিক হিসেবে কাজ করেন। মা বাড়িতে বিড়ি তৈরি করেন। বাবার বহুদিনের ইচ্ছা ছিলো হজে যাওয়ার, কিন্তু তা আর পূরণ করতে পারলেন না। বর্তমান পরিস্থিতিতে নিজের সঞ্চয় দিয়ে ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

জানা যায়, গ্রামের ২৫টি পরিবারের মাঝে চাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন আবদুর রহমান। তিনি বলেন, লকডাউনের কারণে অনেকেই অর্থনৈতিক সংকটে পতিত হয়েছে। তাদের দুর্দশা দেখে আমি দুঃখ পেয়েছিলাম। আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয়েছে, করেছি। কী পরিমাণ সাহায্য সামগ্রী দিয়েছেন সে সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।

-এ

The post হজের জন্য জমানো অর্থ দিয়ে অনাহারিদের পাশে খামার শ্রমিক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aJISad

পোশাক শ্রমিকরা ভুল করে ফিরে আসছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

দেশজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যেই কারখানা খোলার সংবাদ শুনে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শ্রমিকরা। এদিকে গ্রামে থাকা শ্রমিকদের কাজে ফিরে আসাকে ভুল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে আপাতত সীমিত পরিসরে কারখানা খোলা হচ্ছে। চলমান সংকটে শুধুমাত্র গার্মেন্টস অধ্যুষিত এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চলবে।

আর যেসব শ্রমিক এখন গ্রামে অবস্থান করছেন তাদের না ফিরতে অনুরোধ করে তিনি বলেন, ইতোমধ্যে যারা ফিরে আসছেন তারা ভুল করে এই কাজ করেছেন। এর আগেও তারা এমন ভুল করেছিল।

কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৯৭ শতাংশ কারখানার শ্রমিকদের ইতোমধ্যে মার্চ মাসের বেতন দেয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই দিয়ে দেয়া হবে। এ বিষয়ে মালিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

এক ভিডিও বার্তায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যেই পর্যায়ক্রমে পোশাকশিল্প কারখানাগুলো খোলা হবে। স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকাকে ফের সচল করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকি এড়াতে দূর-দূরান্ত থেকে শ্রমিকদের কর্মস্থলে না ফেরার জন্য অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ফ্যাক্টরিতে ঢোকার আগে হাত ধোয়া, ব্লিচিংমিশ্রিত পানিতে জুতা ভিজিয়ে প্রবেশ, থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপ, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাজ করতে হবে। মোটকথা যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।

-এ

The post পোশাক শ্রমিকরা ভুল করে ফিরে আসছেন: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2W3CBRi

হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ৩০ জনের করোনা শনাক্ত

ফাতেহ ডেস্ক

ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আটজন চিকিৎসকসহ মোট ৩০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া, হাসপাতালটির ১৫ চিকিৎসক এবং ৩৭ নার্সকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন এ তথ্য জানান। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১০ জনের সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন উল্লেখ করে তিনি বলেন, ওই রোগীরা হৃদ্‌রোগের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের সেবা দিতে গিয়ে ডাক্তার সেবিকাসহ অন্যরা আক্রান্ত হন।

ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার জানান, এর আগে সাতজন চিকিৎসকের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। মঙ্গলবার আরও একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে।

ডা. কাজল জানান, আটজন ডাক্তার ছাড়া আক্রান্তদের মধ্যে ১৬ জন নার্স, দুজন ওয়ার্ড মাস্টার, তিনজন ওয়ার্ড বয় এবং একজন আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া, ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন সেবিকা হোম কোয়ারেন্টিনে আছেন।

গত বুধবার এ হাসপাতালের এক রোগীর দেহে কোভিড-১৯ ধরা পড়ার পর তার সেবায় থাকা ডাক্তারসহ অন্যদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এরই মধ্যে আরও বেশ কয়েকজন রোগীর উপসর্গ দেখে পরীক্ষা করা হলে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সব মিলিয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন।

-এ

The post হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ৩০ জনের করোনা শনাক্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35co4a9

এক দিনে করোনায় ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৫৪৯

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ঘণ্টায় ৩ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৪৯ জন।

গতকালের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৬৪৬২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post এক দিনে করোনায় ৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৫৪৯ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bIctly

নারায়ণগঞ্জে একই পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তার পরিবারের ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরিবারটি সদর উপজেলার কুতুবপুরের দেলপাড়া এলাকায় বাস করে।

মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়দুল ইসলাম।

তিনি বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৭ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, প্রথমে ডা. শিল্পী আক্তারের ভাই আনিসের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সোমবার প্রাপ্ত রিপোর্টে তাদের পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. শিল্পী আক্তারের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

-এ

The post নারায়ণগঞ্জে একই পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VK2kiA

যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিউইয়র্কের এবং একজন নিউজার্সির বাসিন্দা।
এতে দেশটির পাঁচ রাজ্যে মোট ২০৬ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

সোমবার করোনায় যারা মারা গেছেন তারা হলেন, ব্রুকলিনের বাসিন্দা এরশাদ উল্লাহ ও মুজাফফর ইসলাম। ওজন পার্কের বাসিন্দা মইজ উদ্দিন ও নিউজার্সির পেটারসন শহরের মোহাম্মদ মোসাববির আলী। করোনায় মৃতদের ১৮৮ জনই নিউইয়র্কের।

এছাড়া, নিউজার্সির ৭, মিশিগান ৬, ভার্জিনিয়া ৩ এবং দুইজন মেরিল্যান্ডের বাসিন্দা। এর আগে রবিবারও দেশটিতে তিন বাংলাদেশি মারা যান।

-এ

The post যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/359Y5Ah

Monday, April 27, 2020

যুক্তরাজ্যের মসজিদের পার্কিংয়ে শুধু লাশ

ফাতেহ ডেস্ক

যুক্তরাজ্যের বার্মিংহামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মরদেহ ঘামকল শরিফ কেন্দ্রীয় জামে মসজিদের গাড়ি পার্কিংয়ে তৈরি অস্থায়ী মর্গে রাখা হচ্ছে। সেখানে এখন অনেক লাশ জমে গেছে বলে জানা গেছে।

মসজিদটি অবস্থিত বার্মিংহামের স্মল হিথ এলাকায়। এই এলাকায় প্রধানত দক্ষিণ এশিয়া থেকে যাওয়া অভিবাসীরা বাস করে থাকেন। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মদজিদ বন্ধ হয়েছে বেশ আগেই। যার কারণে ট্রাস্টি কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ জাহিদ মসজিদের পার্কিং স্থানটি অস্থায়ী মর্গ তৈরি করার অনুমতি দেন।

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে প্রতি সপ্তাহে এখানে এক বা দুটি জানাজার নামাজ হতো। এখন এক দিনেই পাঁচ থেকে ছয়টি জানাজা পড়তে হচ্ছে।

পাশের এলাকার গ্রিন লেন মসজিদের সালিম আহমেদ জানান, তাদের মসজিদে বছরে ২৫টি জানাজা হয়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক পাঁচটি করে জানাজা হচ্ছে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে। মৃতদের ১৬ শতাংশ কৃষ্ণাঙ্গ, এশীয় কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের। সংখ্যালঘুদের ওপর করোনাভাইরাসের এমন ভয়াবহ সংক্রমণের কারণ খতিয়ে দেখতে বলেছে ব্রিটিশ প্রশাসন।

দেশটির লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমলেশ খুন্তি বলেন, ব্রিটেনে সংখ্যালঘুদের বেশিরভাগই ছোট এলাকায় একসঙ্গে বসবাস করেন৷ এ ছাড়াও আরেকটি কারণ হলো- তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুকিপূর্ণ পেশা যেমন চিকিৎসক, নার্স, ট্যাক্সি চালক, বাসকর্মী হিসেবে কাজ করেন৷

-এ

The post যুক্তরাজ্যের মসজিদের পার্কিংয়ে শুধু লাশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eRcLbX

‘করোনা মহামারি শেষ হতে অনেক সময় লাগবে’

ফাতেহ ডেস্ক

করোনা নিয়ে ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা।

করোনা মহামারি শেষ হতে এখনো অনেক সময় লাগবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, মহামারির কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, আমাদের সামনে দীর্ঘ রাস্তা আর করার মতো অনেক কাজ পড়ে রয়েছে। করোনা মহামারি ঠেকাতে কঠোর লকডাউনের কারণে সীমান্ত বন্ধ করে রাখায় বিশ্বের ২১টি দেশে অন্যান্য রোগের প্রতিষেধকের ঘাটতি পড়েছে বলে জানান তিনি। সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গেব্রিয়াসিস বলেন, ‘সেটা ঘটতে দেওয়া যায় না, আমরা সহায়তা দেয়ার জন্য দেশগুলোর সঙ্গে কাজ করছি।’

-এ

The post ‘করোনা মহামারি শেষ হতে অনেক সময় লাগবে’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cRqRrL

করোনা সন্দেহে মারা গেলেই মরদেহ পেতে সময় লাগছে ২৪-৪৮ ঘণ্টা

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলেই মরদেহের পরীক্ষা করছে ডিএমসিএইচ, পরীক্ষার ফল তৈরিতে দেরি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃত্যু হলে মরদেহ হস্তান্তরে এক থেকে দুইদিন সময় লাগছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তারা বলছেন, শোকের মধ্যেই মরদেহ বুঝে পেতে নামতে হচ্ছে অসহনীয় এক যুদ্ধে। ছুটতে হচ্ছে এক বিভাগ থেকে আরেক বিভাগে। চিকিৎসকরা জানান, প্রতিদিন পরীক্ষা করার সামর্থ্যের চেয়ে বেশি নমুনা সংগ্রহ হচ্ছে। এতে ফলাফল তৈরি করতে দেরি হচ্ছে। তাই কখনও কখনও মরদেহ হস্তান্তরে জটিলতা দেখা দিচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দৈনিক গড়ে চারটি মরদেহের ঠাঁই হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। সতর্কতা হিসেবে এ ধরনের মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই মরদেহ বুঝে পেতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে স্বজনদের।

মৃত স্বজনের করোনা পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে জরুরি বিভাগ, পরীক্ষাকেন্দ্র কিংবা হাসপাতাল প্রশাসকদের দ্বারে দ্বারে ঘুরে ভীষণ ক্ষুব্ধ নারায়ণগঞ্জের এক বাসিন্দা। তিনি বলেন, দশ বছর ধরে শ্বাসকষ্টের রোগী তার পিতার ভাগ্যে জীবিত অবস্থায় চিকিৎসা জোটেনি। আর এখন মরদেহের পরীক্ষা চলছে।

মরদেহ বুঝে পেতে তার মত অনেকেরই গুণতে হচ্ছে অপক্ষোর প্রহর।

মর্গের সামনে দেখা যায়, অন্তত দুটি মরদেহ সংরক্ষণের জন্য অপেক্ষমাণ। সম্প্রতি জরুরি বিভাগ ও অন্যান্য ওয়ার্ডে দুই দিনে পনেরো জন মারা যান, তারা সবাই করোনা আক্রান্ত ছিলেন সন্দেহে পরীক্ষার পর মরদেহ হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সর্বোচ্চ একশ আটাশি জনের করোনা পরীক্ষা করার সামর্থ্য রয়েছে ঢাকা মেডিক্যালের ভাইরোলজি বিভাগের। কিন্তু প্রতিদিন নমুনা সংগ্রহ হচ্ছে আড়াইশ থেকে তিনশ জনের। অতিরিক্ত এই চাপের কারণে মরদেহগুলোর পরীক্ষার ফলাফল প্রস্তুতেও সময় লাগছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সমন্বয়ক ডা. খায়রুল ইসলাম বলেন, টেকনিক্যাল কারণে কোন লাশ যদি রাতে আসে তাহলে কিন্তু তার স্যাম্পল পরদিন দুপুরে আসে। এই স্যাম্পল রান করে শেষ করতে করতে রাত নয়টা দশটা বাজে। এই নিয়ম সবার জন্যই প্রযোজ্য। এখানে আমাদের করার কিছু নেই, যা হচ্ছে টেকনিক্যাল কারণেই হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হস্তান্তরে জটিলতা কাটাতে এখন মৃতদেহের করোনা পরীক্ষায় অগ্রাধিকার দেয়া হচ্ছে।

-এ

The post করোনা সন্দেহে মারা গেলেই মরদেহ পেতে সময় লাগছে ২৪-৪৮ ঘণ্টা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Y8eALD

ভিক্ষুকের মহানুভবতার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দী কর্মহীন মানুষের খাদ্য সহায়তার জন্য, উপজেলা প্রশাসনের তহবিলে ১০ হাজার টাকা দান করা ভিক্ষুক নাজিমুদ্দিনের মহানুভবতার প্রশংসা করেছেন স্বয়ং সরকার প্রধান শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তার কাছ থেকেও শেখার আছে অনেক কিছু। এই ঘটনা বিশ্বে উদারতার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো।’

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী বিভাগের ৮ জেলার মাঠ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, ত্রাণ সহায়তাসহ দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায় নানান দিকনির্দেশনা তুলে ধরেন সরকার প্রধান। প্রসঙ্গক্রমে, শেরপুরের নাজিমউদ্দিনের মহানুভবতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

তিনি বলেন, ‘শেরপুরের এক কৃষক…নাম নাজিমউদ্দিন; তিনি ভিক্ষা করে দিন চালান। একেবারেই সাধারণ মানুষ; একসময় কৃষিকাজ করতো উনি। অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায়, তারপর আর কাজ করতে পারেনি। এখন ভিক্ষা করে। ভিক্ষা করে করে দশ হাজার টাকা সে জমিয়েছিলো, থাকার ঘরটা ঠিক করবেন বলে; মাত্র একটা ছেঁড়া কাপড় তার গায়ে। ঘরে ঠিকঠাক খাবারও নেই তার। তারপরও সেই মানুষটা তার জমানো ১০ হাজার টাকা তুলে দিয়েছে- করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য।’

শেখ হাসিনা তার বক্তব্যে জানান, ‘তার মতো নিঃস্ব মানুষ যা করেছেন, এতবড় মানবিক গুণ সমাজের অনেক বিত্তশালীর মধ্যেও নেই। তার কাছে তো ১০ হাজার টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো।’সে ঐ টাকা দিয়ে জামা-কাপড় কিনতে পারতেন, ঘরের খাবার কিনতে পারতেন; করোনা ভাইরাসে নানা ধরনের অসুবিধা। সেসব নিয়েও চিন্তা করতে পারতো। কিচ্ছু ভাবেননি তিনি। তারপরও তার শেষ সম্বলটুকু তিনি দান করে গেছেন।’

সমাজের স্বচ্ছল ও বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। কিছুটা আক্ষেপ করে তিনি বলেন, ‘আসলে উনি (ভিক্ষুক নাজিমউদ্দিন) যে উদারতাটা দেখিয়েছেন, বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই মানবিক বোধটা এখনো আছেই; কিন্তু সেটা আমরা পাই শুধু নিঃস্বদের কাছেই।’ শেখ হাসিনা জানান, ‘অনেক সময় দেখি বিত্তশালীরা শুধু হা-হুতাশ করে বেড়ায়। তাদের মধ্যে নাই নাই অভ্যাসটাই যায় না; ঐ চাইচাই ভাবটাই যেন সবসময় থেকে যায়।

-এ

The post ভিক্ষুকের মহানুভবতার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2W5hDBp

ঢাকায় ৩১৭ চিকিৎসক করোনায় আক্রান্ত, সারাদেশে ৩৮৭

ফাতেহ ডেস্ক

এ পর্যন্ত সারাদেশে ৩৮৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৩১৭ জন চিকিৎসক।

আজ সোমবার (২৭ এপ্রিল) ফাউন্ডেশন ফর ডক্টরস্ সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস্ (এফডিএসআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান বলেন, ঢাকায় ৩১৭ জন, বরিশালে নয়জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে পাঁচজন, খুলনায় ১০ জন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে ২8 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯১৩। এর মধ্যে মারা গেছে ১৫২ জন।

-এ

The post ঢাকায় ৩১৭ চিকিৎসক করোনায় আক্রান্ত, সারাদেশে ৩৮৭ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2W3AGMI

রেস্তোরাঁয় ইফতারি বিক্রির সিদ্ধান্তের বিষয়ে জানেন না স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলোতে ইফতার সামগ্রী বিক্রি করার অনুমতি দিয়েছে ডিএমপি। এছাড়া পাড়া মহল্লার দোকানও ২ ঘণ্টা বাড়িয়ে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

তারা জানান, ইফতারিতে ঢাকার ঐতিহ্য রক্ষা এবং ব্যাচেলরদের কথা বিবেচনা করে সমন্বয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

দেশে প্রতিদিনই বাড়ছে মহামারী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানী ঢাকার নাগরিকরা।

যেখানে সংক্রমণ রোধে প্রতিদিন রাজধানীর সড়ক কিংবা অলিগলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন, বন্ধ করা হয়েছে সব ধরণের বড় জামায়েত সেখানে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে রাজধানীর রেস্তোরাঁগুলোতে ইফতার বিক্রির অনুমোদন দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

তারা জানান, করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএমপি উপ-কমিশন মাসুদুর রহমান বলেন, পাড়া-মহল্লার যে দোকানগুলো আছে, সেগুলো ৪টা পর্যন্ত খোলা থাকবে। রাজধানীতে অনেক ব্যাচেলর আছে, যাদের খাবার কিনে খেতে হয়, তাদের কথা ভেবে এটা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠিত হোটেল-রেস্টুরেন্টগুলো ইফতারি বিক্রি করতে পারবে। যা করা হয়েছে আমাদের সমন্বয়ের মাধ্যমেই হয়েছে।

সমন্বয় তো দূরে থাক জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জানালেন, তিনি বিষয়টির কিছুই জানেন না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখনও কিছু জানি না। আমি একটু জেনে নেই। সচিব বা ডিজির সঙ্গে কথা হয়েছে কিনা তা জেনে নেই।’

-এ

The post রেস্তোরাঁয় ইফতারি বিক্রির সিদ্ধান্তের বিষয়ে জানেন না স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2yQwNTu

ফেসবুকে কবিতায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ফাতেহ ডেস্ক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফেসবুকের এক কবিতায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে থানায় অভিযোগ করেছেন এক ব্যক্তি।

যদিও অভিযুক্তের দাবি, তার ফেসবুক হ্যাক হয়েছিল। এছাড়াও এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিলা সংস্থার সামনে এক মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় কবিতা লেখক মনি রানী কর্মকারের কুশপুতুল দাহ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমুলক কবিতা লেখার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও কুশপুতুল দাহ করা হয়।

মানববন্ধনকারীরা জানান, তারা করোনা ভাইরাস সংক্রান্ত নিরাপত্তা দূরত্ব বজায় রেখেই এই প্রতিবাদ করেন। এ বিষয়ে উপজেলার গিরিয়াসা গ্রামের আশরাফুল আলম মিন্টুর ছেলে মো. শেখ ফরিদ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। মানববন্ধনের কথাও শুনেছি। মনি রানীর দাবি, তার আইডিটি হ্যাক হয়েছিল। এ ব্যাপারে আমরা তদন্ত করছি।

-এ

The post ফেসবুকে কবিতায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2SbSDaS

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫৯১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eTNQ7x

সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

ফাতেহ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনার বৈশ্বিক মহামারি শেষে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দার যে পূর্বাভাস আছে তা মোকাবেলার প্রস্তুতিও রাখতে হচ্ছে সরকারকে। বোরো ধান উঠলেই ২১ লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগ পরবর্তি সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে কৃষি কাজ অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর পর বিশ্ব মন্দা ও দুর্ভিক্ষ মহামারী মোকাবিলায় এখন থেকে কাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সোমবার ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সংস্থাগুলো জানাচ্ছে, করোনার পর বিশ্ব মন্দা দেখা দেবে। দুর্ভিক্ষের মহামারী দেখা দিতে পারে। এই দুর্ভিক্ষের মহামারী ঠেকাতে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের জমি উর্বর। এক খণ্ড জমিও যাতে অনাবাদি না থাকে। ধান তোলার পর যে ফসল লাগানো যায়, সেটা লাগাতে হবে। আমাদের কাছে কৃষিটাই এখন গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, আমরা ইতোমধ্যে কৃষকদের জন্য প্রণোদনা ঘোষণা করেছি। ডেইরিসহ ছোটখাটো ব্যবসা করে, কৃষিকাজ করে তাদের কথা চিন্তা-ভাবনা করে প্রণোদনা দিয়েছি। সেখান থেকে এক লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। মাত্র ২ শতাংশ ইন্টারেস্টে আমরা এই টাকাটা দিচ্ছি।

তিনি বলেন, আর যারা ঋণ নিয়ে করোনাভাইরাসের কারণে দিতে পারেননি, সুদ বেড়ে গেছে; তাদের এখনই সুদ পরিশোধ করতে হবে না। এ নিয়ে আমি অর্থমন্ত্রীর সঙ্গে বসবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এ দুঃসময় কাটিয়ে উঠব। আবার কল-কারখানা খুলবে। আমাদের অর্থনীতি আবার সচল হবে। দুর্যোগ আসবে সেটা আবার চলে যাবে। আবার আলো আসবে।

এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।

-এ

The post সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cNxrQf

গণস্বাস্থ্যের কিট না নেওয়ার ব্যাখ্যা দিল ওষুধ প্রশাসন

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট গ্রহণ না করার ব্যাখ্যা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

তাদের বক্তব্য, বিশ্বের কোনো দেশে করোনা শনাক্তে র‌্যাপিড টেস্ট কিট ব্যবহারের অনুমতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এছাড়া গাইডলাইন না মানায় গণস্বাস্থ্যের কিট হস্তান্তর অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অংশ নেয়নি বলেও জানানো হয়। সোমবার দুপুরে অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান এ সব কথা বলেন।

এ সময় সঠিক প্রক্রিয়া মেনে কিট হস্তান্তর করলে ওষুধ প্রশাসন এখনো তা নিতে প্রস্তুত বলে জানান তিনি।

এছাড়া ‘কিট না নিলেও ঘুষ দেব না’- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর এমন বক্তব্যকে ‘আপত্তিকর’ উল্লেখ করে সৌজন্যমূলক আচরণ করার আহ্বান জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।

করোনা কিট নিয়ে গণস্বাস্থ্যকে এতদিন সহযোগিতা করে আসার বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

এর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর ব্যবসায়িক কারণে জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করছে। নানা অজুহাত দেখিয়ে গণস্বাস্থ্যের করোনা পরীক্ষার কিট গ্রহণ করেনি সরকার।

তিনি বলেন, আমরা জনগণের স্বার্থে শুধু সরকারের মাধ্যমে পরীক্ষা করে কিটটি কার্যকর কিনা তা দেখতে চেয়েছিলাম। কিন্তু সরকারিভাবে প্রতি পদে পদে পায়ে শিকল দেওয়ার চেষ্টা করছে।

-এ

The post গণস্বাস্থ্যের কিট না নেওয়ার ব্যাখ্যা দিল ওষুধ প্রশাসন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VGKYDj

মোবাইল ট্র্যাকিং করে বাগান থেকে আটক করা হলো করোনা রোগীকে

ফাতেহ ডেস্ক

চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে পালিয়েও রক্ষা হলো না করোনা আক্রান্ত এক রোগীর। পুলিশ তাকে আটক করে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করেছে।

রবিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা থেকে ফিরেছিলেন বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে আসা ওই রোগীর (৩৫) নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত জেনেও তিনি রবিবার তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ আসেন।

কিন্তু পরিবারের লোকজন তাকে বাড়িতে থাকতে না দেওয়ায় তিনি দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালে আসেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার রিপোর্ট দেখে আইসোলেশনে ভর্তি করার নির্দেশ দিলে তিনি কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে রবিবার রাত সাড়ে ১০টার সময় তাকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের চরহোগলা গ্রাম থেকে আটক করে থানা পুলিশ। বর্তমানে তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদৌলা রুবেল বলেন, রবিবার রাত সাড়ে ১০টার সময় পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে আসেন। পরবর্তীতে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি বলেন, এর আগে রবিবার দুপুর ৩টার দিকে ওই রোগী হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন। এতে করে তিনি যেই যেই স্থানে গিয়েছে, যাদের সঙ্গে মিশেছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নয়তো তাদেরও করোনা সংক্রমণ ঝুঁকি রয়ে যাবে।

আরএমও জানান, বর্তমানে পালিয়ে যাওয়া ওই করোনা রোগীর চিকিৎসা চলছে। রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাকিব বলেন, করোনা রোগীর পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কাজে নেমে পড়ি। এ সময় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটি ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি।

তিনি জানান, পরবর্তীতে সুরক্ষা বস্ত্র পরিধান করে পুলিশের একটি টিম উপজেলার চরবড়ালি গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করে। পরবর্তীতে রাত প্রায় সাড়ে ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

-এ

The post মোবাইল ট্র্যাকিং করে বাগান থেকে আটক করা হলো করোনা রোগীকে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2W2K7f7

Sunday, April 26, 2020

ইসরায়েলে নতুন সরকার গঠনের বিরুদ্ধে বিক্ষোভ

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যেও সরকারবিরোধী বিক্ষোভে ইসরাইলের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। শনিবার তেল আবিবের রবিন স্কয়ারে সমবেত হয়ে বিক্ষোভ করেছে তারা।

এ দিন বিক্ষোভকারীরা সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। মুখে মাস্ক ও হাতে ইসরাইলের পতাকা নিয়ে ঐক্যের সরকার গঠনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করে তারা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইসরাইলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৩৯৮ জন। মারা গেছেন অন্তত ১৯৯ জন। করোনা প্রতিরোধে দেশজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি রয়েছে সেখানে। তবে এর মধ্যেও ‘গণতন্ত্র রক্ষায়’ রাস্তায় নেমেছে হাজারও মানুষ।

গত সোমবার করোনা পরিস্থিতি মোকাবেলায় সাবেক সেনাপ্রধান বেনি গান্টজের নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে ঐক্যের সরকার গঠনের চুক্তি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই চুক্তির ফলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুই আবারো ক্ষমতার চেয়ারে বসছেন।

বিক্ষোভকারীরা বলছেন, ঐক্যের সরকারের ফলে বিচারক ও আইনি কর্মকর্তা নিয়োগে বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফলে তিনি প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং এতে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।

আগামী মাসেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগের শুনানির দিন ধার্য রয়েছে। যদিও তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। ঐক্যের সরকার গঠনের চুক্তির ফলে অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউটর নিয়োগে দুই রাজনৈতিক দলের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে।

পাশাপাশি, যেসব কর্মকর্তার হাতে নেতানিয়াহুর আইনি ভাগ্য দুলছে, তাদের সিদ্ধান্তেও ভেটো দেয়ার ক্ষমতা পাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। আলজাজিরা।

-এ

The post ইসরায়েলে নতুন সরকার গঠনের বিরুদ্ধে বিক্ষোভ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cQQCbP

করোনায় বিশ্বে রমজান যেমন যাচ্ছে

ফাতেহ ডেস্ক

বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান। কিন্তু করোনা মহামারির কারণে এবারের রমজান মাস অন্য বছরগুলোর চেয়ে কিছুটা ভিন্ন রকমের। বিভিন্ন দেশে কিভাবে পালিত হচ্ছে এ মাস চলুন দেখে নেয়া যাক।

পাকিস্তান
পাকিস্তান সরকার করোনা সংক্রমণ ঠেকাতে বাসায় নামাজ পড়ার আহ্বান জানালেও দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী ইমাম মুসল্লিদের মসজিদে আসার আহ্বান জানিয়েছেন। বেশকিছু এলাকায় মসজিদে যাওয়া নিয়ে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ২০টি নিয়ম মানার শর্তে মসজিদ খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

ফিলিস্তিন
ফিলিস্তিনে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়নি। তবে জরুরি কাজ ছাড়া বাইরে বের না হতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করা হচ্ছে জনগণকে। এমনিতেই গাজা উপত্যকায় অর্থনীতি বেশ ভঙ্গুর। তার ওপর করোনা ভাইরাসের সংক্রমণ অর্থনীতিকে আরো বিপর্যস্ত করে তুলেছে। গাজা উপত্যকাতেও ইফতার বা নামাজে বড় জমায়েত নিরুৎসাহিত করা হচ্ছে।

আফগানিস্তান
আফগান সরকার দরিদ্রদের জন্য আটা সরবরাহ করছে। ত্রাণ নেয়ার জন্য দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে দেখা যাচ্ছে আফগানদের। আফগান সরকার করোনা ও রমজানের সময়ে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়াতে রমজানে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ঈদের ছুটিতেও শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

সাউথ আফ্রিকা
দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে৷ কিন্তু চাঁদ দেখার পর রমজান মাসের শুরুর দিনে অনেককেই নামাজ পড়তে একসঙ্গে জড়ো হতে দেখা গেছে৷

সোমালিয়া
দেশটিতে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। রমজান মাসে মানুষের মেলামেশা বেড়ে যাওয়ায় সংক্রমণ আরো ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। বড় জমায়েত ঠেকাতে সন্ধ্যার পর থেকে কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার।

মিশর
রমজান উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথল করার ঘোষণা দিয়েছে মিশর সরকার। শপিং মল এবং দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু বিকেল ৫টার মধ্যে তা বন্ধ করে দিতে হবে। সন্ধ্যার কারফিউ শুরুর সময় ৮টা থেকে একঘণ্টা পিছিয়ে ৯টা করা হয়েছে। আফ্রিকা মহাদেশে প্রথম করোনা সংক্রমণ ঘটে মিশরেই।

আলজেরিয়া
আফ্রিকার দেশ আলজেরিয়াতেও রমজান উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। বেশকিছু প্রদেশে কারফিউ শুরুর সময় বিকেল ৩টা থেকে পিছিয়ে বিকেল ৫টা করা হয়েছে। ব্লিদা প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ কমিয়ে ১৭ ঘণ্টা করা হয়েছে। তবে বড় জমায়েত ও মসজিদে নামাজ আদায়ের নিষেধাজ্ঞা থাকছে আগের মতোই।

জার্মানি
জার্মানিতে রমজান মাসের জন্য আলাদা কোনো বিধিনিষেধ আরোপ বা শিথিল করা হয়নি। তবে অন্য সব ধর্মীয় স্থাপনার মতো মসজিদে জামাতে নামাজ আদায়ও বন্ধ রয়েছে। ছোট দোকানপাট এখনই খোলা রয়েছে। ৪ মে থেকে নিষেধাজ্ঞা আরো শিথিল করা হবে৷ তবে বড় কোনো জমায়েতের ওপর নিষেধাজ্ঞা থাকছে আগের মতোই। ডয়চে ভেলে।

-এ

The post করোনায় বিশ্বে রমজান যেমন যাচ্ছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cRf116

তুরস্কে একদিনে ১০৬ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কে নতুন করে আরও ১০৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ২ হাজার ৭০৬ জনের মৃত্যু হলো। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, তুরস্কে নতুন করে আরও ২ হাজার ৮৬১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৭৭৩ জন। চীন ও ইরানকে ছাড়িয়ে এশিয়ায় যা সর্বোচ্চ আর গোটা বিশ্বে আক্রান্তের দিক দিয়ে সপ্তম সর্বোচ্চ।

গত বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) তুর্কি সরকার করোনার বিস্তার ঠেকাতে দেশের ৩১টি প্রদেশে চারদিনের লকডাউন ঘোষণা করে। এরমধ্যে দেশটির জাতীয় দিবস উপলক্ষে ছুটি ও পবিত্র রমজান শুরুর ছুটিও অন্তর্ভূক্ত। গোটা বিশ্ব যেভাবে করোনার বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে তুরস্ক তা থেকে কিছুটা ব্যতিক্রম। খবর বিবিসি।

বিবিসি জানিয়েছে, দেশের অর্থনৈতিক কার্যক্রম বন্ধ ও মানুষের জনসমাগম নিষিদ্ধ না করেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মহামারি এই ভাইরাস প্রতিরোধের চেষ্টা করছেন। তাই দেশটির চিকিৎসক, বাণিজ্য সংস্থা ও বিরোধী দল তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছে।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২১ হাজার ২০১ জন। বিশ্বের ২ লাখ ৩ হাজার ২৮৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

-এ

The post তুরস্কে একদিনে ১০৬ জনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Y7tcef

করোনায় আক্রান্ত ৩০ লাখ ছুঁইছুঁই

ফাতেহ ডেস্ক

বিশ্বে এখন পর্যন্ত ২৯ লাখ ৯৪ হাজার ৭৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৯৯০ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৮১৬ জন।

বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ১৯ লাখ ৮ হাজার ৯২৮ জনের শরীরে। এর মধ্যে ১৮ লাখ ৫১ হাজার ৩২৫ জনের শরীরে রয়েছে মৃদু সংক্রমণ ও ৫৭ হাজার ৬০৩ জনের শরীরে অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ১৬০ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৫৫ হাজার ৪১৩ জন।

এছাড়া স্পেনে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৯ জনের শরীরে এবং সেখানে মারা গেছেন ২৩ হাজার ১৯০ জন।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জনের শরীরে এবং মারা গেছেন ১৪৫ জন ও সুস্থ হয়েছেন ১২২ জন।

-এ

The post করোনায় আক্রান্ত ৩০ লাখ ছুঁইছুঁই appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/358tjaH

মক্কা ছাড়া সৌদিতে কারফিউ শিথিল

ফাতেহ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে মক্কা নগরী বাদে সৌদি আরবের অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে। খবর রয়টার্স।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক আদেশে মক্কা ছাড়া অন্য শহরের কারফিউ শিথিলের ঘোষণা দেন। রোববার (২৬ এপ্রিল) থেকে এই নিদের্শনা কার্যকর হচ্ছে। পবিত্র রমজান মাসে সৌদি নাগরিক এবং প্রবাসীদের জীবনকে আরেকটু সহজতর করতেই বাদশাহর সময়োপযোগী এ ঘোষণা।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণা করা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কারফিউ জারি রয়েছে সৌদিতে। তবে কারফিউ শিথিলের ঘোষণায় সৌদি বাদশাহ বলেন, ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সৌদি আরবে সব ধরনের দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিক এবং প্রবাসীরা বাইরে বের হতে পারবেন।

কেবলমাত্র মক্কা নগরী ছাড়া সৌদি আরবের সর্বত্র বাদশাহর এই ঘোষণার আওতাধীন থাকবে। মক্কা নগরীতে আগের মতোই ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ থাকবে। মক্কাতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন অন্য যে কোনো শহরের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়াতে মক্কা নগরীকে সাময়িক কারফিউ শিথিলতার আওতায় আনা হয়নি।

রোজার মাসে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতে এবং মানুষের জীবন যাপনকে আরও সহজতর করতেই বাদশাহ কারফিউ শিথিলের এই নির্দেশ দিয়েছেন।

-এ

The post মক্কা ছাড়া সৌদিতে কারফিউ শিথিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aFjjae

যুক্তরাষ্ট্রে প্রাণ হারালো আরও চার বাংলাদেশি

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- বাবলী নেওয়াজ, মিজানুর রহমান, মহিউদ্দিন মিয়া এবং ফরিদ আহমেদ সাইদুল। তাঁরা সবাই নিউইয়র্কে বাস করতেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১৮৮ বাংলাদেশির মৃত্যু হলো।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হলেও এর সঠিক কোন পরিসংখ্যান নেই। সিটি কর্তৃপক্ষ জাতিগতভাবে আক্রান্ত বা মৃতের তালিকা প্রকাশ করে না। যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর হার নিউইয়র্কেই। প্রদেশটির মৃতের সংখ্যা প্রায় ২২ হাজারে দাঁড়িয়েছে।

এদিকে, যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মোট ১২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে ২৭ জন, ইতালিতে ৭ জন, কানাডায় ৬ জন, কাতারে ২ জন, আরব আমিরাতে ১ জন, লিবিয়ায় ১ জন, স্পেনে ১ জন, সুইডেনে ১ জন ও গাম্বিয়ায় ১ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছেই। এই ভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ লাখ ৩১ হাজার ৮৭৮ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মোট মৃতের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি। ইতালি মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। মৃতের দিক দিয়ে স্পেন আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ২৩ হাজারে দাঁড়িয়েছে। এছাড়া পঞ্চম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

-এ

The post যুক্তরাষ্ট্রে প্রাণ হারালো আরও চার বাংলাদেশি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2xOOX7X

বাংলাদেশকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিলো ভারত

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস্ দিয়েছে ভারত।

আজ (রোববার) বাংলাদেশ সরকারের কাছে এসব জরুরী চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় ও কোভিড-১৯ এর বিস্তার রোধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সাহায্য করার উদ্দেশ্যে এই সহায়তা দেওয়া হয়েছে। চিকিৎসা সামগ্রীগুলি বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর ডিপোতে পাঠানো হয়েছে। এর আগে বিমান বাংলাদেশের সহায়তায় ওষুধগুলো ভারত থেকে আনা হয়।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, সঙ্কটের সময়ে প্রতিবেশী বন্ধুর সহায়তাকে আমরা স্বাগত জানাই।

এর আগে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের অধীনে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান গত ২৫ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে হস্তান্তর করা হয়।

-এ

The post বাংলাদেশকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিলো ভারত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2W2DBFp

ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক সমন্বয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস মহামারির মতো ভবিষ্যতের যে কোনো বিশ্ব বিপর্যয় কার্যকরভাবে মোকাবিলায় আরও বেশি নীতি ও আর্থিক গুরুত্ব প্রদানের জন্য বৈশ্বিক সমন্বয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমি ভবিষ্যতের যে কোনো বিশ্ব বিপর্যয় কার্যকরভাবে মোকাবিলার জন্য সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা অর্জনের মতো স্বাস্থ্য বিষয়গুলোতে আরও নীতি ও আর্থিক গুরুত্ব প্রদানে বিশ্বব্যাপী সমন্বয়ের আহ্বান হিসাবে সবাইকে আমি এ সংকটকে সতর্কতা হিসেবে বিবেচনার আহ্বান জানাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. টেড্রস অ্যাডহ্যানম জিব্রেইসাসকে লেখা এক চিঠিতে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বঙ্গবন্ধুর সময় থেকেই তার রীতি অনুসারে বাংলাদেশ আঞ্চলিক ও বিশ্বব্যাপী সব দেশের সাথে একত্রে কাজ করতে বিশ্বাসী বলেও প্রধানমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বহুপাক্ষিকতায় দঢ়ভাবে বিশ্বাসী। যেহেতু সংক্রামক রোগ এবং মহামারিটি কোনও সীমানাকে সম্মান করে না, তাই আমরা কোভিড-১৯-এর বিস্তার রোধ করতে এবং সার্বিকভাবে জাতিসংঘের মাধ্যমে এবং বিশ্বব্যাপী ডব্লিউএইচওর মাধ্যমে আঞ্চলিকভাবে সংযুক্ত হয়েছি। কেননা সাম্প্রতিক ইতিহাসে এটি একটি অভূতপূর্ব সংকট।

এ সময়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা প্রদানকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করি যে, এ মহা বিপর্যয় কাটিয়ে উঠতে ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী এ আপদকালে নিরন্তর প্রচেষ্টা এবং নেতৃত্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি অচিরেই আমরা সম্মিলিতভাবে এই কালো অধ্যায় অতিক্রম করতে সক্ষম হব।

-এ

The post ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক সমন্বয়ের আহ্বান প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eRuO1K

সচিবালয় খুললেও উপস্থিতি সীমিত

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলছে সরকারি ছুটি। ছুটি চলবে আগামী ৫ মে পর্যন্ত।

তবে রোববার (২৬ এপ্রিল) থেকে সীমিত পরিসরে খুলেছে সচিবালয়। জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়গুলোতে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে যেসব দফতরে জরুরি কাজ রয়েছে তাদেরকেই অফিস করতে বলা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ১৯টি মন্ত্রণালয়-বিভাগ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়ে জারি করা আদেশ বাতিল করে জরুরি প্রয়োজনে সব মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীন অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে সচিবদের চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। আদেশ অনুযায়ী, ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো সীমিত পরিসরে খুলেছে আজ।

খোঁজ নিয়ে জানা গেছে, সচিবালয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আগেই খোলা ছিল। আর যেসব মন্ত্রণালয়ের জরুরি কাজ রয়েছে নতুন করে তারাও অফিস খুলেছেন। কোনো দফতরের জরুরি কাজের ক্ষেত্রে অল্প সংখ্যক কর্মকর্তাকে অফিসে আনা হয়েছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আর মন্ত্রণালয়ে প্রবেশের পূর্বেই শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, দুর্যোগকালীন সময়ে সহায়তা দিতে সরকারের কাজ অব্যাহত রাখার অংশ হিসেবে কিছু অফিস খোলা রাখা হচ্ছে। সীমিত পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাজ চলছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার বার্তা২৪.কমকে বলেন, ‘সচিব স্যারসহ, তিনজন অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের জরুরি প্রয়োজনীয় দফতরের কর্মকর্তারা সীমিত পরিসরে কাজ করছেন। এক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই কাজ চালানো হচ্ছে। যেসব বিভাগের জরুরি কাজ রয়েছে তাদের ক্ষেত্রে হয়ত তিনজনের জায়গায় একজনকে থাকতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়ে সীমিত আকারে কাজ চলছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখন সচিবালয়ে অফিস করছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার জানান, করোনার পরিস্থিতির মধ্যেও সীমিত আকারে অফিস খোলার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের সচিবসহ জরুরী প্রয়োজনীয় দফতরগুলোতে কর্মকর্তারা সীমিত পরিসরে অফিস করছেন।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে চলমান সাধারণ ছুটি এ নিয়ে পঞ্চম দফায় বাড়াল সরকার। শ্রমিকদের স্বাস্থ্য বিধি রক্ষা করে শর্তসাপেক্ষে আজ থেকে রফতানিমুখী শিল্পকারখানাও খোলা রাখা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়েরে ছুটির আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।

-এ

The post সচিবালয় খুললেও উপস্থিতি সীমিত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zr213C

করোনা আতঙ্কে ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিরা

ফাতেহ ডেস্ক

ইসরায়েলের জেল থেকে ছাড়া পাওয়ার সময় ফিলিস্তিনি আমির নাজিকে বলা হলো, সে যেন পরিবারের কারোর সঙ্গে কোলাকুলি না করে। কিন্তু আবেগ ধরে রাখতে পারলেন না তিনি, জড়িয়ে ধরলেন মাকে!

পরক্ষণেই মাস্ক, প্লাস্টিক স্যুট, গ্লাভস পরিহিত আঠারো বছর বয়সী নাজিকে সরিয়ে নিলেন তার বাবা। এরপর পশ্চিম তীরের শহর রামাল্লায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করার পর তাকে পার্শ্ববর্তী এক হোটেলে আইসোলেশনে পাঠানো হয়। সেখানে রয়েছেন ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত অন্যান্য বন্দীরাও।

ভূ-মধ্য সাগর ঘেঁষা ক্ষুদ্র দেশ হলেও ইসরায়েলে ব্যাপক হারে ছড়াচ্ছে করোনাভাইরাস। প্রায় ৯০ লাখ জনসংখ্যার এই দেশে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়েছে। মৃত্যু ২০০ ছুঁই ছুঁই।

কারাগারগুলোতেও যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে সে চেষ্টাও চালিয়ে যাচ্ছে ইসরায়েল কর্তৃপক্ষ। প্রতিদিনই কারাগারগুলো জীবাণুমুক্ত করা হচ্ছে, কর্মকর্তা কর্মচারীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে প্রতিদিন। বন্ধ করা হয়েছে বন্দীদের পরিবার পরিজন ও আইনজীবীদের যাতায়াত।

কিন্তু ইসরায়েলের এসব পদক্ষেপেও থামছে না বন্দীদের আইনজীবীদের উদ্বেগ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা কয়েদিদের মুক্তি দিতে ইহুদি রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা।

ইসরায়েলের জেলে বর্তমানে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী আছে। ইসরায়েল বলছে এদের মধ্যে এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি।

কিন্তু ফিলিস্তিন বলছে মুক্তিপ্রাপ্ত এক বন্দীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের অন্যরাও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত কি-না তা তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের বিচার বিভাগ।

যাদের বয়স ৬৫ বা এর বেশি তাদের মুক্তি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসও। সংগঠনটির জেরুজালেম মিশনের প্রধান ডেভিড কেসনে বলেন, “আমরা চাই তাদের যত সম্ভব মুক্তি দেওয়া হোক। তা না হলে ঝুঁকি থেকে তাদের সরিয়ে নেওয়া হোক।”

কারাগারগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এএফপিকে জানিয়েছে ইসরায়েলি প্রিজন সার্ভিস।

বন্দীরা করোনার ঝুঁকিতে আছে বলে ফিলিস্তিনসহ অন্যান্য গণমাধ্যমে যেসব সংবাদ এসেছে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রিজন সার্ভিস। তারা জানিয়েছে, প্রত্যেক বন্দীকে দুটি করে মাস্ক দেওয়া হয়েছে। নতুন বন্দীকে নিয়মানুযায়ী ১৪ দিন আইসোলেশনে রাখা হচ্ছে।

-এ

The post করোনা আতঙ্কে ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Y5UFgo

ধর্ম ও বিজ্ঞান : প্রেক্ষিত করোনা মহামারি  

আশরাফ উদ্দীন খান

বৈশ্বিক করোনা মহামারীর প্রভাব বা ফলাফলের একটি বহুমাত্রিক রূপ অনুমান করা যাচ্ছে। ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সম্পর্কে আমূল পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে। সেই সাথে ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনেও এর প্রভাব পড়বে, এবং সেটা হবে শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক –এমন একটি আলামত দেখা যাচ্ছে।  

করোনা মহামারীকে কেন্দ্রকরে ধর্ম ও বিজ্ঞানের মাঝে এবং সেখান থেকে ‘নতুন বিশ্ব ব্যবস্থা’য়  বিভেদের দেয়াল উঠানোর চেষ্টা করা হচ্ছে মহল বিশেষের পক্ষ থেকে। এই প্রবণতার সূচনাতে আন্তঃধর্মীয় বিরোধ অনেকটা শক্তিশালী ছিল। সূচনাটা শ্রেণী পর্যায়ে শুরু হয়েছিল, কিন্তু সেখান থেকে এখন বিশ্বব্যাপী রুপ নিচ্ছে বলেই মনে হচ্ছে। 

প্রথমে এক ধর্মের লোকেরা প্রতিবাদের ভাষায় বলতে লাগলেন দেখেন অমুক ধর্মের লোকেরা এই করছে, অমুক সংগঠনের অনুসারীরা এই করছে, আবার হিন্দুরা তাবলীগ, মারকাজের লোকদের বিরুদ্ধে আপত্তির তীর নিক্ষেপ করতে শুরু করল। কেউ একজন মন্তব্য করে বসল ‘ভারতের সমস্যা দুটি। এক, করোনাভাইরাস ; দুই, তাবলীগ’। 

মুসলিম উম্মার গণজমায়েত সাধারণ ও প্রতিদিনের বিষয়। প্রতিদিন পাঁচবার মুসলমানদেরকে একত্রিত হতেই হয়, মসজিদে নামাজের উদ্দেশ্যে। নামাজের বাইরে রয়েছে উমরাহ ও হজ্জের বিষয়। হজের বিষয়টি বছরের একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে, এবং এখন সেই সময় উপস্থিত না হওয়ার কারণে বিষয়টি তেমন সমস্যার রুপে প্রকাশ পায়নি, তবে ধীরে ধীরে সেই সময় এগিয়ে আসছে, ফলে এখানে একটা আতংকের সৃষ্টি হচ্ছে। উমরার বিষয়টি সমস্যার সৃষ্টি করতে পারে বলেই সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে –দোয়া করি অচিরেই এই অবস্থা দূর হয়ে যাক-। 

মুসলমানদের কাছে দ্বীনের মর্যাদা-স্থান নিজেদের জীবনের চেয়েও অনেক বেশী। আর নামাজ, জামাত, মসজিদ, হজ্জ, উমরা এই সকল বিষয় মুসলমানদের জীবনে কি গভীর প্রভাব বিস্তার করে আছে যেটা বুঝার জন্য খুব বেশী গবেষণার দরকার নেই। আমাদের মধ্যে যারা এই করোনা-পরিস্থিতি এবং এই ব্যপারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্বেক্ষন করছিলেন, তাদের কাছে এটা আশ্চর্যের বিষয় বলেই মনে হবে যে, ধর্মীয় ইবাদত ও বিষয়ে বাধ্যবাধকতার ব্যাপারটি মুসলিম উম্মাহ এত সহজে মেনে নিবেন ও গ্রহণ করবেন, এবং নিজেদের সেই উদ্ভুত অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারবেন –সেটা আমরা ধারণা করতে পারিনি। মানসিকভাবে দুঃখিত হলেও, পরিস্থিতির কারণে সেটা মুসলিম উম্মাহ মেনে নিয়েছেন এবং এর চেয়েও সুন্দর কোন ব্যবস্থা হতে পারে কিনা বা করা যায় কিনা তার জন্যে তাদের চিন্তা ও ফিকির জারি আছে। 

এই বিষয়টি থেকে আমাদের কাছে এটাই প্রমাণিত হয়েছে যে তাত্ত্বিকভাবে ইসলাম আর বিজ্ঞানের মাঝে যেমন কোন সংঘাত নেই, তেমনি ব্যবহারিকভাবেও এটা নতুন করে প্রমাণিত হয়েছে যে, ইসলাম ও বিজ্ঞানের মাঝে কোন বিভাজনের রেখা দাঁড় করানো যায়নি। এই মহামারীকে কেন্দ্র করে, বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান যে ব্যাখ্যা দিয়েছে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উদ্দেশ্য, ইসলামী মূলনীতি ও দর্শনে সেটাকে অস্বীকার করা হয়নি। বরং বিজ্ঞানের ব্যাখ্যাকে ইসলাম তাঁর নিজস্ব দর্শন, উসুল, মূলনীতি দিয়ে তাঁর অনুসারীদেরকে বুঝিয়েছে। একটি ধর্ম কি পরিমাণ বিশাল হতে পারলে এই ভাবে এত সহজে এই ধরণের পদক্ষেপ ও কর্মকাণ্ডকে নিজের দর্শনে হজম করে নিজস্ব ভাষায় পেশ করতে পারে, তার উদাহরণ একমাত্র ইসলামই হতে পারে। 

বিশ্বব্যাপী পরিস্থিতি-প্রবাহ অনুসরণ ও পর্যবেক্ষন করলে দেখা যায় যে, ধর্মীয় আচরণ বা ধর্মের ছায়ায় যে সকল আচরণ ও ঘটনা ঘটছে সেগুলোকে একত্রিত করে ধর্মকে বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটা রায় দেওয়ার চেষ্ঠা বা চিন্তা চলছে। সেই রায়ের খোলাসা এমন হতে পারে ‘ধর্ম, ধার্মিকতা, ধর্মীয় প্রবণতা, ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিক বিশ্বের উন্নতি ও নিরাপত্তার পথে…………’। 

দিল্লীর নিজামুদ্দিন, মালয়েশিয়ার তাবলীগ জামাত, আমাদের দেশের জানাযার নামাজের জামাত ইত্যাদি ঘটনাকে জাতীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে যে পরিমাণ স্থান, সময় ও গুরুত্বদিয়ে আলোচনা-পর্যালোচনা করা হচ্ছে –সেটা এই ধরণের একটা উপসংহারের দিকেই নিয়ে যায়। 

মুসলমানদের সাথে সম্পর্কিত যে সকল উদাহরণ উপরে টানলাম সেগুলো এই পরিস্থিতির জন্যে কল্যাণকর ছিল না –এতটুকু সত্য বা বাস্তব। পরিস্থিতির বিচারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এসকল আচরণ সমর্থন পায় না। এখানে আমরা এই সকল আচরণের শুদ্ধতা বা অশুদ্ধতা নিয়ে আলোচনা করছি না, আলোচনা করছি ধর্মকে যেভাবে এখানে উপস্থাপন করার চেষ্ঠা করা হচ্ছে সেটা নিয়ে। 

নিরপেক্ষ দৃষ্টিতে এই ধরণের মহামারী সৃষ্টি ও মহামারি ছড়িয়ে দিতে ধর্মের অবস্থান যদি ইনসাফের সাথে বিবেচনা করা যায় তাহলে আমরা কি দেখতে পাবো? এই ভাইরাস কি কোন মসজিদ বা ধর্মীয় উপাসনালয় থেকে চড়িয়েছে? ধর্মীয় কোন আচরণ বা কাজের মাধ্যমে এটি সৃষ্টি হয়েছে? ধর্মের সাথে সম্পর্কিত যে কয়টি উদাহরণ পেশ করেছি সেই কয়টি উদাহরণ বৈশ্বিক সামাজিক মেলামেশার মধ্যে তাদের অবস্থান কতটুকু? 

গত ১০০ বছরের মধ্যে দুনিয়া যে সকল মহামারি, দুর্ভিক্ষ, মহামন্দা, বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই সকল পরিস্থিতির জন্যে সুদ ভিত্তিক অর্থব্যবস্থা, কৃত্রিম সংকট সৃষ্টি, অমানবিক অর্থবণ্টন ব্যবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থা, সাম্রাজ্যবাদী রাজনৈতিক স্পৃহা, সামাজিক ও রাজনৈতিক অত্যাচার, নিজেদের জাগতিক উন্নতির জন্যে পরিবেশ ও প্রকৃতিকে নির্মমভাবে ব্যবহার করা, অনৈতিক-অসামাজিক ও অবৈধ মেলামেশা, অনিরাপদ-অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ইত্যাদি নানাবিষয় এখানে মৌলিকভাবে দায়ী। চিন্তা করে দেখুন এই সমস্ত বিষয়ের ব্যাপারে ইসলাম ধর্ম কিভাবে মানবজাতিকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেছে? ইসলামী বিধি-বিধান পালান না করার কারণেই এই ধরণের বৈশ্বিক মহামারি ও দুর্যোগ সৃষ্টি হচ্ছে –এটাই প্রকৃত বাস্তবতা। 

কিন্তু এই দুনিয়ার আরেক বাস্তবতা হচ্ছে এই যে, এখানে ধর্মকে অভিযুক্ত করা যায় অতি সহজে। সেই সহজ পথেই অনেকে অগ্রসর হতে চাচ্ছেন। ইসলামকে ধর্মকে নিশানা বানিয়ে নিজেদের রাজনৈতিক বা সাংস্কৃতিক ফায়েদা উঠাতে চিন্তা ও চেষ্ঠা করছেন। 

আন্তর্জাতিক লেখিকা ‘অরুন্ধতী রায়’ তাঁর একটি কলাম ‘এই মহামারী নতুন দুনিয়ার ঢোকার পথ’ এ লেখেছিলেনঃ “…টানা দুই সপ্তাহ ধরে লকডাউন চলছে। সরবরাহব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ওষুধ ও প্রয়োজনীয় জিনিসেরও সংকট তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। এর মধ্যে চলছে রাজনৈতিক সংকট। মূলধারার মিডিয়া, কোভিডের গল্পটিকে মুসলিমবিদ্বেষী প্রচারের সঙ্গে যুক্ত করেছে। লকডাউন ঘোষণার আগে দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশ হয়েছিল। এটি এখন এই ভাইরাসের সুপার স্প্রেডার হিসেবে পরিণত হয়েছে। মুসলিমদের আঘাতের জন্য এখন এটিকে ব্যবহার করা হচ্ছে। বিষয়টা অনেকটা এমন দাঁড়াচ্ছে যে ভাইরাসটি মুসলমানরা আবিষ্কার করেছে এবং এটি ইচ্ছাকৃতভাবে জিহাদের মতো করে তারা ছড়িয়ে দিয়েছে” (০৮ এপ্রিল, প্রথম আলো) 

ধর্মকে অভিযুক্ত না করে, স্বীকার করা উচিত যে, ধর্মের অনুসরণের মধ্যেই বিশ্ব নিজেকে নিরাপদ রাখতে পারে। ধর্ম ও বিজ্ঞানকে একসাথে গ্রহণ করেই পৃথিবী উন্নত ও নিরাপদ থাকতে পারে। 

The post ধর্ম ও বিজ্ঞান : প্রেক্ষিত করোনা মহামারি   appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2xaesjJ

দেশে করোনা আক্রান্ত ৫ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ১৪৫

ফাতেহ ডেস্ক

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন।

রবিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে অনেক চিকিৎসক, নার্স, হাসপাতালকর্মী ও আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪৫ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের একজন শিশু, যার বয়স ১০ বছরের নিচে। শিশুটির কিডনি জটিলতা ছিল। এই পাঁচজনের তিনজন পুরুষ আর বাকি দুজন নারী। মৃতদের চারজন ঢাকা শহরের আর একজন ঢাকা জেলার দোহার উপজেলার।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার রাতে ২ লাখ ছাড়ায়। এর মধ্যে ইউরোপের দেশগুলোর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২২ হাজার। আর একক দেশ হিসেবে মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংখ্যাটা ৫৪ হাজার ছুঁই ছুঁই।

-এ

The post দেশে করোনা আক্রান্ত ৫ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ১৪৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VXKkjU

Saturday, April 25, 2020

করোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য হাসপাতাল হচ্ছে ঢাকায়, পাবেন হেলিকপ্টার সুবিধা

ফাতেহ ডেস্ক

কোভিড হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবাদানে আন্তরিক হওয়ার অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের নবগঠিত মিডিয়া সেলের প্রথম ব্রিফিংয়ে আক্রান্ত ডাক্তার-নার্সদের জন্য ঢাকায় বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনার কথাও জানানো হয়।

এছাড়া ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও জানান আহ্বায়ক।

করোনা সঙ্কটের দেড় মাসেরও বেশি সময় পার করে করে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠন করলো আলাদা মিডিয়া সেল। সচিবালয়ে এ সেলের প্রথম সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, তাদের দায়িত্ব অপপ্রচার রোধ।

বলা হয়, কোভিড নাইনটিনে আক্রান্ত চিকিৎসক ও নার্সদের জন্য মহাখালীতে ডিএনসিসির মার্কেটে বিশেষ হাসপাতাল হবে। জরুরি পরিস্থিতিতে তারা পাবেন হেলিকপ্টার সুবিধাও। আর অনুরোধ করা হয় রোগীদের কাছে গিয়ে সেবা দেয়ার।

বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার হাসপাতাল ৩-৪ দিনের মধ্যেই প্রস্তুত হবে জানানো হয়। কিন্তু কোভিড হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যাপারে আশার কথা শোনাতে পারেননি এ কর্মকর্তা।

কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে অভিযোগের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড হাসপাতালগুলোর চিকিৎসক, নার্সদের রোগীদের কাছে গিয়ে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার অনুরোধ করছি।

জরুরি অবস্থায় রাষ্ট্রপতিকে প্রদত্ত ক্ষমতাবলে, শিগগিরই ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের কথা জানান এ কর্মকর্তা।

-এ

The post করোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য হাসপাতাল হচ্ছে ঢাকায়, পাবেন হেলিকপ্টার সুবিধা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Y255h3

৩৬ জন শনাক্ত হওয়ায় ইসকন মন্দির লকডাউন

ফাতেহ ডেস্ক

রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে ৩৬ জনকে করোনাভাইরাসের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর পর ওই মন্দির লকডাউন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া।

ওসি বলেন, আমরা জানতে পেরেছি যে, ইসকন মন্দিরে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর পর ওই মন্দির লকাডাউন করা হয়েছে।

তবে স্থানীয়রা বলছেন, ওই মন্দিরে তিন শতাধিক লোক অবস্থান করছে। সুতরাং আক্রান্তের সংখ্যা আরো বেশি হতে পারে।

শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার। মারা গেছে ১৪০ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম করোনায় মৃত্যু ঘটে ১৮ মার্চ।

-এ

The post ৩৬ জন শনাক্ত হওয়ায় ইসকন মন্দির লকডাউন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VSZve8