Monday, February 28, 2022

কারাগার থেকে লড়াই অভিজ্ঞ আসামিদের ছেড়ে দেবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেয়া হবে।

তিনি বলেন, রাশিয়ার সাথে লড়াইতে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে।

ভিডিওতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানান। রুশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “অস্ত্র ত্যাগ করো। এদেশে থেকে চলে যাও। তোমাদের কম্যান্ডারদের বিশ্বাস করোনা। প্রোপাগান্ডা বিশ্বাস করোনা। নিজের জীবন বাঁচাও।“

ইউক্রেনকে দ্রুত সদস্য করে নেয়ার জন্য প্রেসিডেন্ট যেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

সূত্র: আল-জাজিরা

 

The post কারাগার থেকে লড়াই অভিজ্ঞ আসামিদের ছেড়ে দেবে ইউক্রেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/olXOnBw

Saturday, February 26, 2022

করোনার টিকা নিতে গিয়ে ভবনের রেলিং ভেঙে আহত ২০

ফাতেহ ডেস্ক:

ভোলার লালমোহনে করোনার টিকা নিতে গিয়ে ৩ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।

আহতদেরকে লালমোহন হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ভর্তি করা হয়েছে।

কালমা ইউনিয়ন পরিষদের সচিব মোশারেফ হোসেন জানান, টিকা নিতে যাওয়া লোকজন সবাই নিচ থেকে এক যোগে দোতলায় উঠে পড়ে। এসময় প্রচন্ড চাপাচাপির কারণে ভবনের ২ তলার বারান্দার রেলিং ভেঙে বেশ কয়েজন নিচে পড়ে আহত হন।

কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নওয়াব বকসী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা (ইউএইচও) ডা. মিজানুর রহমান বলেন, আহতদের মধ্যে রিজিয়া বেগম, সীমা আক্তার, পারুল বেগম, ফরিদা ইয়াসমিন, জলেখা বিবি, মিনার বেগম, পারভিন বেগম এবং রোকসানা বেগম নামের ৮ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কা মুক্ত।

The post করোনার টিকা নিতে গিয়ে ভবনের রেলিং ভেঙে আহত ২০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/fclh2Zr

টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল

ফাতেহ ডেস্ক:

টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল এবং নতুন করে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, সরকার সারা দেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন না থাকলেও শুধু লাইনে দাঁড়ালে টিকা পাচ্ছেন মানুষ। এর পরও যদি কেউ টিকা নিতে অবহেলা করে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ৫৪ ওয়ার্ডের ৪৮৬ কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবে, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে।

মেয়র বলেন, ১ মার্চ থেকে ডিএনসিসির ১০ অঞ্চলে ১০ ম্যাজিস্ট্রেট নামানো হবে। কোনো দোকানদারের করোনা টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এ ছাড়া টিকা কার্ড না থাকলে যারা নতুন করে ট্রেড লাইসেন্সের আবেদন করবেন তাদের লাইসেন্স দেওয়া হবে না।

The post টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/U6nYSLK

আরও ২ দিন চলবে গণটিকা কার্যক্রম

ফাতেহ ডেস্ক:

একদিনে এক কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান কর্মসূচি আরও দুদিন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

দেশে এক কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে আজ (শনিবার)। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্রের প্রয়োজন হচ্ছে না।

জানা গেছে, দেশের ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত আছেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকসহ মোট এক লাখ ৪২ হাজার জন।

দেশের প্রত্যেকটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে করোনার গণটিকাদান শুরু হয় ২০২১ বছরের ৭ ফেব্রুয়ারি। করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের মতো।

তাদের মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ এবং ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন। এর মধ্যে গতবছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল একদিনে।

The post আরও ২ দিন চলবে গণটিকা কার্যক্রম appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/8Q4O3XP

Friday, February 25, 2022

এক কোটি মানুষ টিকা পাচ্ছে আজ

ফাতেহ ডেস্ক:

এক কোটি মানুষকে আজ করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। এ কর্মসূচি সফল হলে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আসবে। এ লক্ষ্যে প্রস্তুত রয়েছে সারা দেশের ২৮ হাজার টিকা বুথ।

এ গণটিকাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরেই দেশব্যাপী ব্যাপক প্রচার চালানো হয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ১৮ বছরের ঊর্ধ্ব বয়সী যেকোনো মানুষ নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এসব কেন্দ্রে চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকা দেওয়া হবে।

গণটিকার জন্য গ্রামাঞ্চলে ১৬ হাজারের বেশি ও শহরাঞ্চলে (পৌরসভা ও সিটি করপোরেশন) সাড়ে আট হাজার অস্থায়ী টিকাকেন্দ্র করা হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে প্রয়োজন অনুযায়ী সব ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগগুলোতে চাহিদা অনুযায়ী অতিরিক্ত বুথ ও ভ্যাক্সিনেটরের ব্যবস্থা রাখা হয়েছে। এসব কেন্দ্রে ৭০ হাজারের মতো ভ্যাক্সিনেটর ও স্বেচ্ছাসেবক টিকা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, এ গণটিকার মধ্য দিয়েই লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজ দিয়ে টিকার আওতায় আনতে পারবে।

সার্বিক প্রস্তুতির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘শনিবার যাতে ৭০ শতাংশ মানুষের টিকা শেষ হয়, আমরা সে পরিকল্পনা করেছি। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। কেন্দ্রে যতক্ষণ লোক থাকবে, টিকাদানও ততক্ষণ চলবে।’

শনিবারের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে গত এক সপ্তাহ ধরেই টিকা নিতে দেশ জুড়ে ব্যাপক প্রচার চালানো হয়। বিশেষ করে ২৬ ফেব্রুয়ারির পর আর প্রথম ডোজ দেওয়া হবে না স্বাস্থ্য অধিদপ্তরের এমন তথ্যে গত কয়েক দিন ধরে টিকার প্রথম ডোজ নিতে কেন্দ্রগুলোতে বেশ ভিড় করে মানুষ। এ সময় ভিড় সামাল দিতে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলাও হয়। ফলে বাধ্য হয়ে গতকাল শুক্রবারও টিকাকেন্দ্র খোলা রাখা হয় ও বিভিন্ন কেন্দ্রে টিকা নেয় মানুষ।

The post এক কোটি মানুষ টিকা পাচ্ছে আজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/P9axGXM

Thursday, February 24, 2022

কাতারে হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার, করাতে হবে না পিসিআর টেস্ট

আন্তর্জাতিক ডেস্ক:

কাতারে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এমনকি কাতারে যেতে আর করাতে হবে না পিসিআর টেস্ট। ফলে বাংলাদেশ থেকে যারা করোনার টিকা নিয়ে কাতারে আসবেন, তারা এখন থেকে পিসিআর টেস্ট ও হোটেল কোয়ারেন্টাইনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

তবে বাংলাদেশসহ মোট ৯টি দেশ থেকে যারা টিকাবিহীন অবস্থায় কাতারে আসবেন, তাদের জন্য কিছু আলাদা নিয়ম ঘোষণা করা হয়েছে। দেশগলোর মধ্যে আছে বাংলাদেশ, মিসর, জর্জিয়া, ভারত, জর্দান, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কা। আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টা থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

বলা হয়েছে, ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে যারা টিকা নিয়ে আসবেন বা করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে আসবেন, তাদের বেলায় কাতারে আসার আগে আর পিসিআর টেস্ট করাতে হবে না। এমনকি কাতারে আসার পর তাদেরকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে কাতারে আসার পর ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে। আর যারা করোনার টিকা নেননি বা করোনায় কখনো আক্রান্তও হননি, তাদের বেলায় কাতারে আসার আগে ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে। এরপর কাতারে আসার পর থাকতে হবে ৫ দিনের হোটেল কোয়ারেন্টাইনে। আর হোটেলে ৫ম দিনে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে।

তবে যাদের কাতারি আইডি নেই, অর্থাৎ ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে কাতারে আসবেন, তারা যদি করোনার টিকা প্রাপ্ত হন, তবে আসার আগে ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে। এছাড়া আসার পর একদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর হোটেলে একবার র‌্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে। ভিজিট ভিসায় কাতারে আসা কারও যদি করোনার টিকা নেওয়া না থাকে, বা কখনো করোনায় আক্রান্ত না হয়ে থাকে, তবে তারা কাতারে আসতে পারবেন না।

তবে টিকাপ্রাপ্তদের বেলায় মনে রাখতে হবে, এই টিকার মেয়াদ হতে হবে দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে ৯ মাস বা বুস্টার ডোজ নেওয়ার পর থেকে ৯ মাস। অর্থাৎ ৯ মাস পার হয়ে গেলে তিনি আর টিকাপ্রাপ্ত হিসেবে বিবেচিত হবেন না। তবে শর্তযুক্ত কোম্পানির টিকা নেওয়া থাকলে এক্ষেত্রে মেয়াদ ধরা হবে ৬ মাস। একইভাবে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের কাছে যদি সুস্থ হওয়ার সার্টিফিকেট থাকে, তবে তারা টিকা না নিলেও ৯ মাস পর্যন্ত টিকাপ্রাপ্তদের মতো সুবিধা পাবেন।

The post কাতারে হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার, করাতে হবে না পিসিআর টেস্ট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/VMnql3P

Tuesday, February 22, 2022

বিমানবন্দরে আমিরাতগামীদের করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

ফাতেহ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত যেতে ৬ ঘণ্টা আগে যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানোর বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এ নির্দেশনা জারি করেন। এর আগে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, শারজাহ ও আবুধাবি যেতে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলকভাবে যাত্রীদেরকে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হতো। সেই আরটিপিসিআর টেস্ট করানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেবিচক।

সংযুক্ত আরব আমিরাতের সম্মতিতে গত বছরের ২৯ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা শুরু হয়। এই টেস্ট করাতে যাত্রীদের গুনতে হতো ১ হাজার ৬০০ টাকা।

The post বিমানবন্দরে আমিরাতগামীদের করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/Vho4HZM

Sunday, February 20, 2022

রোজায় ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য

ফাতেহ ডেস্ক:

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের এক কোটি দরিদ্র পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য দেবে সরকার। রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের আয় কমে যাওয়া এবং পণ্যমূল্য বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর সরবরাহ করা হবে। এ কাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে তেলের দাম সমন্বয় না করলে আরও বড় সংকট দেখা দিতো বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা তেলের দাম বাড়িয়েছি, কারণ ৯০ শতাংশ খাওয়ার তেল আমরা আমদানি করি। আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে। অবশ্য সেই দাম বাড়ার সঙ্গে কনটেইনার ভাড়া বেড়েছে। তার সঙ্গে অ্যাডজাস্ট যদি আমরা না ঠিক করে দেই, তাহলে তেল তো আমদানিকারকরা আনবেই না।

The post রোজায় ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/NvIDbC7

সোমবার রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

ফাতেহ ডেস্ক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে ঢোকার রাস্তা

পলাশী মোড় থেকে এস এম হল হয়ে জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে। কোনোক্রমেই অন্য কোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হবার রাস্তা

শহীদ মিনার থেকে বের হতে রোমানা চত্ত্বর ও দোয়েল চত্বরের দিকের রাস্তা ব্যবহার করতে হবে। কোনোভাবেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবে না।

যেসব রাস্তা বন্ধ থাকবে

বকশীবাজার-জগন্নাথহল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং (ফুলার রোড)।

এ ছাড়া ডিএমপির দেওয়া নির্দেশনা অনুসারে রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধ থাকবে। এক্ষেত্রে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুর, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্বর, হাইকোর্ট, টিএসসি ও শাহবাগ ইন্টারসেকশনে রোড ব্লক দিয়ে ডাইভারশন দেওয়া হবে।

২১ ফেব্রুয়ারি ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং ও ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরির জন্য সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। অন্যরা নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে তাদের গাড়ি পার্কিং করতে পারবেন।

সাধারণ নির্দেশনাবলি

>> বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে কবরস্থান এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করবেন, তাদের মাস্ক পরে আসতে হবে।

>> কবরস্থান এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন, তাদেরকে অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

>> সর্বসাধারণের চলাচলের সুবিধার জন্য ওপরে বর্ণিত রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি না করতে বলা হয়েছে।

>> শহীদ মিনারে ঢোকার ক্ষেত্রে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করে সবাইকে ঢুকতে হবে। এক্ষেত্রে সারিবদ্ধভাবে প্রবেশ করতে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।

>> শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রচারকৃত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

>> কোন ধরনের ব্যাগ সাথে বহন করা যাবে না।

>> যেকোনো পুলিশি প্রয়োজনে শহীদ মিনার এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

The post সোমবার রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/GmXOA4a

২ মার্চ থেকে প্রাথমিকে ক্লাস শুরু

ফাতেহ ডেস্ক:

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ মার্চ শবে মেরাজ হওয়ার কারণে ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে।

The post ২ মার্চ থেকে প্রাথমিকে ক্লাস শুরু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/ktj14PB

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৭ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে হয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

রোববার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মাঝে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন, চট্টগ্রামে ৪ জন, রংপুরে ২ জন এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।

The post করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/Y7cWVEu

Thursday, February 17, 2022

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬ হাজার ৫৭০ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক শতাংশে।

বুধবার করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯২৯ জনের।

The post করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/nf6h2Og

Tuesday, February 15, 2022

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল ৪টার পর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

৩৮তম এ বইমেলা চলবে ১৪ দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (আপাতত সিদ্ধান্ত অনুযায়ী) চলবে বইমেলা । তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে।

সোমবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বইমেলা বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদি করোনা পরিস্থিতি ভালোর দিকে যায়, তাহলে মেলা বৃদ্ধির বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। মেলায় যারা আসবেন তাদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে চলতে হবে। কেউ যদি না মানেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

খালিদ বলেন, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। সাড়ে ৮টার পর আর কাউকে মেলা মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। সরকারি বন্ধের দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

 

The post অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/8DGIpqE

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেলো ৩৪

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে পৌঁছেছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে ভাইরাসটিতে আগের ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছিল এবং সংক্রমিত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবে ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহের বিপরীতে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৪৫৮টি। দৈনিক পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ জন, খুলনা, সিলেট ও রংপুরে ২ জন করে এবং বরিশালে ৪ জন মারা গেছেন।

The post করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেলো ৩৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/HlKgIYF

Tuesday, February 8, 2022

কারাগারে বাইরে থেকে খাবার সরবরাহে নিষেধাজ্ঞা

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কারাগারে বাইরে থেকে খাবার সরবরাহে বিধিনিষেধ জারি করেছে কারা অধিদপ্তর। এ ছাড়া নতুন করে প্রবেশ করা বন্দিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এ বিষয়ে একটি আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, বন্দিদের বাইরে থেকে সব ধরনের খাবার দেওয়া বন্ধ থাকবে। তাদের কোনো আত্মীয় স্বজন খাবার নিয়ে এলে বিনয়ের সঙ্গে বুঝিয়ে প্রত্যাখ্যান করতে হবে। কারাগারে অসুস্থ বন্দিদের অন্তত ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে হবে। এক বন্দী থেকে অন্যদের দূরত্ব অন্তত এক মিটার বা তিন ফুট অথবা সম্ভব হলে দুই মিটার বা ছয় ফুট হবে।

সম্প্রতি কারাগারে আসা বন্দিদের ১৪ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাদের কোয়ারেন্টাইন থেকে বের করে উন্মুক্ত স্থানে নেওয়া যাবে না।

The post কারাগারে বাইরে থেকে খাবার সরবরাহে নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/VCkBsqr

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

ফাতেহ ডেস্ক:

দেশের সব আন্তঃনগর ট্রেন আজ (বুধবার) থেকে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করবে। এক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকেট পাওয়া যাবে রেল স্টেশনের কাউন্টার থেকে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো।

রেলের এই কর্মকর্তা আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক টিকিট স্টেশন কাউন্টারে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। তবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির খেয়াল রেখে আসনবিহীন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার ও রাতে বেডিং সরবরাহ করা হবে।

 

The post আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/48nOLC5

Monday, February 7, 2022

ওমরাহ করতে লাগবে করোনা নেগেটিভের সার্টিফিকেট

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া বিদেশী নাগরিকদের সৌদিতে পৌছেই করোনা নেগেটিভের সার্টিফিকেট দেখাতে হবে। সোমবার এমন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজ-এর।

সৌদি আরবে পা রাখার সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে পিসিআর বা র্যা পিড অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে হবে। এই সময়ের আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না।

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি আরব।

The post ওমরাহ করতে লাগবে করোনা নেগেটিভের সার্টিফিকেট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/wxhWIqJ

আবারও পানির দাম ৩৮% বাড়াতে চায় ঢাকা ওয়াসা!

ফাতেহ ডেস্ক:

আবারও পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। এবার এই বৃদ্ধির হার প্রায় ৩৮ শতাংশ। গতকাল সোমবার ঢাকা ওয়াসা ভবনে অনুষ্ঠিত বোর্ড সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান পানির মূল্য বাড়ানোর এ প্রস্তাব দেন। এর পক্ষে তিনি বিভিন্ন যুক্তিও তুলে ধরেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর ও ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য মামুন রশিদ শুভ্র গণমাধ্যমকে বলেন, বৈঠকে ওয়াসার পক্ষ থেকে পানির দাম বাড়ানোর প্রস্তাব ও যুক্তি তুলে ধরা হয়। বলা হয়, এরই মধ্যে বিদ্যুতের দাম বেড়েছে। পানির উৎপাদনে বিদ্যুৎ ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া পানির জন্য প্রতি বছর ওয়াসাকে ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি থেকে ওয়াসাকে বেরিয়ে আসতে হবে। এ জন্য পানির দাম বাড়ানো প্রয়োজন। তবে আমি বলেছি, করোনার এই সংকটকালে কোনোভাবেই পানির দাম বাড়ানো ঠিক হবে না। কিন্তু তারা মন্ত্রণালয়ে পানির দাম বাড়ানোর প্রস্তাব পাঠাতে চাইছেন। তারা বলছেন, মন্ত্রণালয় অনুমোদন দিলে তখন এটা কার্যকর হবে।

২০২০ সালের মার্চ মাসে এক ধাপে পানির দাম প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। তার আগের ১২ বছরে ১২ বার পানির দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের ১ জুলাইও পানির দাম বাড়ানো হয়। বর্তমানে আবাসিকে প্রতি হাজার লিটার পানির মূল্য প্রায় ১৬ টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে তা ৪২ টাকা।

The post আবারও পানির দাম ৩৮% বাড়াতে চায় ঢাকা ওয়াসা! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/ESnvk01

রোনার টিকা হাতে আছে ১০ কোটি, টিকা নেন: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

সরকার টিকা দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা এখনও টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন মন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা হাতে আছে ১০ কোটি। সবাই টিকা দেওয়ার পরও টিকা বেঁচে যাবে। যারা টিকা নেননি তারা দ্রুত টিকা নেন। হাসপাতালে এখন সারা দেশে মিলে আড়াই হাজার রোগী আছে, আর ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী। টিকা নেওয়ার কারণে মৃত্যুহার কমেছে।

এ বছরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে বুস্টার ডোজসহ করোনার টিকা দেওয়া শেষ করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এ জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থাও আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া (প্রথম ডোজ) সম্পন্ন হয়েছে। আর লক্ষ্যমাত্রা মানুষের মধ্যে ৮২ শতাংশের টিকা দেওয়া হয়েছে। ১০ কোটি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রমে সফল হয়েছে বাংলাদেশ। দেশের ১০ কোটি মানুষ টিকা পেয়েছে। ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। পৌনে সাত কোটি ২য় ডোজ পেয়েছে। বুস্টার ডোজ পেয়েছে ২৬ লাখ মানুষ।

The post রোনার টিকা হাতে আছে ১০ কোটি, টিকা নেন: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/MNX9GUh

Sunday, February 6, 2022

এরদোগানের আরোগ্য কামনায় রাষ্ট্রপ্রধানদের ফোন

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। রোববার তিনি এরদোগানকে ফোন করে তার এবং তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগানের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনা করেন। খবর ডেইলি সাবাহর।

সম্প্রতি ইউক্রেন সফর থেকে ফেরার পর এরদোগানের করোনা ধরা পড়ে। পরে নমুনা পরীক্ষা করে তার স্ত্রী এবং দেশটির ফার্স্টলেডি এমিনে এরদোগানেরও করোনা ধরা পড়ে।

ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ইসরাইলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এরদোগান। এ সময় খুব শিগগির তারা বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। আরোগ্য কামনা করে এরদোগানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদমি।

এদিকে রোববার এক বিবৃতিতে এরদোগান জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি এবং তার স্ত্রী এখন ভালোই আছেন। তারা ইস্তানবুলে তাদের বাসভবনের আইসোলেশনে আছেন, সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় জরুরি কাজকর্ম করছেন।

The post এরদোগানের আরোগ্য কামনায় রাষ্ট্রপ্রধানদের ফোন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/lhWXsx5

কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভ, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রবিবার শহরটির মেয়র জিম ওয়াটসন এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে হাজার হাজার বিক্ষোভকারী অটোয়ার বিভিন্ন রাস্তায় নেমে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত অতিক্রম করার সময় ট্রাকাররা ভ্যাকসিনের প্রয়োজনীয়তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। এর পরই সেখান থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা করোনা বিধিনিষেধ ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পরিণত হয়।

মেয়র জিম ওয়াটসন বলেছেন, ‘জরুরি অবস্থার ঘোষণাটি অন্যান্য এখতিয়ার এবং সরকার থেকে সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরে।’ এর আগে দিনের শুরুতে, পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বলে বর্ণনা করেছিলেন ওয়াটসন। স্থানীয় রেডিও স্টেশন সিএফআরএকে তিনি বলেছেন, ‘স্পষ্টতই আমরা এই যুদ্ধে হেরে যাচ্ছি।’
এদিকে, বিক্ষোভকারীদের সাহায্য করা থেকে লোকজনকে আটকাতে নতুন ব্যবস্থা ঘোষণা করেছে পুলিশ। এক টুইট বার্তায় অটোয়ার পুলিশ বলেছে, ‘কেউ যদি বিক্ষোভকারীদের জন্য সহায়তা আনার চেষ্টা করে তাহলে তাকে গ্রেফতার করা হবে।’

 

The post কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভ, জরুরি অবস্থা ঘোষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/kKMIi2x

করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। পরীক্ষা করা হয় ৩৮ হাজার ৮২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ৪, সিলেটে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

The post করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DoA7SJ

Saturday, February 5, 2022

কওমি মহিলা মাদরাসায় টিকাদান কার্যক্রম শুরু

ফাতেহ ডেস্ক:

দেশে এবার মাদ্রাসা শিক্ষার্থীদের করোনাভাইরাসে টিকা দেওয়া শুরু হলো। আজ রবিবার রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সকালে মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নুরানি মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন উপস্থিত ছিলেন। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক উপস্থিত ছিলেন।

 

The post কওমি মহিলা মাদরাসায় টিকাদান কার্যক্রম শুরু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/E3mkylZ

Thursday, February 3, 2022

শপথ নেওয়ার আগেই বিচারপতির মৃত্যু

ফাতেহ ডেস্ক:

শপথ নেওয়ার আগেই মারা গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্যনিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মাদ সাইফুর রহমান।

গত ৯ জানুয়ারি নাজমুল আহাসানসহ চার বিচারপতি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওইদিনই তিন বিচারপতি শপথ নিলেও নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শপথ নেওয়া তিন বিচারপতি হলেন বিচারপতির বোরহান উদ্দিন, এম. ইনায়েতুর রহিম ও কৃষ্ণা দেবনাথ।

নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করেন। এরপর আইনপেশায় যোগ দেন।

১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন নাজমুল আহাসান। ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের ও ২০০৯ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন। এ বছরের ১৪ ফেব্রুয়ারি তার অবসর গ্রহণের তারিখ ছিল।

The post শপথ নেওয়ার আগেই বিচারপতির মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/PfuoCXW

Wednesday, February 2, 2022

৫৭ দেশে অমিক্রনের অতি সংক্রামক উপধরন বিএ.২: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের অতি সংক্রামক অমিক্রনের একটি উপধরন (বিএ.২) বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ইতিমধ্যে কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, অমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’ অনেক বেশি সংক্রামক হতে পারে।

অনেক মিউটেশনের অমিক্রনের উচ্চ সংক্রমণক্ষমতা রয়েছে। অমিক্রনের আবার বেশ কিছু উপধরন তৈরি হয়েছে। এগুলো হলো বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩। এই উপধরনগুলোর মধ্যে বিএ.২ মূল ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় আভাস মিলেছে।

মহামারিসংক্রান্ত সর্বশেষ সাপ্তাহিক তথ্য উপস্থাপন করতে গিয়ে গতকাল ডব্লিউএইচও জানায়, গত মাসে করোনার যত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার বেশির ভাগই অমিক্রন। এর মধ্যে বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ রয়েছে।

করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) অমিক্রনের যেসব তথ্য আপলোড করা হয়েছে, তার ৯৬ শতাংশই বিএ.১ ও বিএ.১.১। তবে বিএ.২ উপধরনটি শনাক্তের হারও ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও জানায়, জিআইএসএআইডির হালনাগাদ তথ্য অনুযায়ী, বিএ.২ উপধরনটি বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। কিছু কিছু দেশে মোট শনাক্ত অমিক্রনের অর্ধেকের বেশি বিএ.২।

The post ৫৭ দেশে অমিক্রনের অতি সংক্রামক উপধরন বিএ.২: ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/Ay4CNatP5