Friday, December 31, 2021

২০২২ সালে করোনাভাইরাসের মহামারি শেষ হবার প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, তিনি আশা করছেন, ২০২২ সালে করোনাভাইরাসের মহামারি হার মানবে। তবে এ জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে একটি হলো, করোনার সংক্রমণ রোধে দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতে একটি বিবৃতি দিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। এতে তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

চীনের হুবেই প্রদেশের উহানে প্রায় দুই বছর আগে করোনাভাইরাস শাক্ত হয়েছিল। অর্থাৎ শনাক্ত হওয়ার দুই বছর পর করোনার বিদায় নিয়ে কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি যখন করোনার পরাজিত হওয়ার কথা বলছেন তখন বিশ্বজুড়ে প্রায় ২৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৫৫ লাখ মানুষ।

এই যখন পরিস্থিতি তখন বিশ্বজুড়ে খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপন করা হচ্ছে। তবে করোনার কারণে দেশে দেশে এই উদ্‌যাপনের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনসমাগম যাতে না হয় সেই আহ্বান জানানো হচ্ছে।

তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন তেদরোস আধানম। তিনি বলেন, টিকার ক্ষেত্রে যে অসমতা রয়েছে তা বজায় থাকলে ভাইরাসের নতুন ধরন আসার ঝুঁকি বাড়বে। তিনি আরও বলেন, ‘আমরা যদি এই অসমতা থেকে বেরিয়ে আসতে পারি তবে করোনার মহামারি বিদায় নেবে।’

The post ২০২২ সালে করোনাভাইরাসের মহামারি শেষ হবার প্রত্যাশা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31i9xw8

Tuesday, December 28, 2021

ওমিক্রন ঠেকাতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত উদ্বেগজনক এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে দিল্লিতে ‘হলুদ সতর্কতা’ হিসেবে নতুন করে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধ অনুযায়ী দিল্লির বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধেক কর্মী নিয়ে কাজ করতে হবে, দোকানপাট ও শপিংমলগুলো জোড়-বিজোড় তারিখের ভিত্তিতে খোলা থাকবে আর বিয়েতে ২০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবে না। মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হবে বলে জানা গেছে।

The post ওমিক্রন ঠেকাতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/32uscW4

সম্প্রতি চুরি-ছিনতাই বেড়েছে : ডিবি প্রধান

ফাতেহ ডেস্ক:

করোনাকালীন রাজধানীতে অনেক দিন সবকিছু বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে সব খুলে দেওয়া হয়। লকডাউন উঠে গেলে হঠাৎ করে বেড়ে যায় মানুষের চলাচলও। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। এই বিষয়গুলো অস্বীকার করার কিছু নেই।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব কথা বলেন।

তিনি বলেন, বাসা-বাড়ি ও মার্কেটের আশপাশে ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগালে ছিনতাই ও চুরির ঘটনা কমে আসবে। আমরা ডিএমপি থেকেও রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি।

হাফিজ আক্তার বলেন, যেকোনো ঘটনা ঘটলেই ডিবি চেষ্টা করে এটা শনাক্ত করতে। আগের চেয়ে ডিবি অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে সক্ষমতা ও ডাটা এনালাইসিস কার্যক্রম বৃদ্ধি করেছে।

এই কর্মকর্তা আরও বলেন, যখনই ঘটনা ঘটে, তৎক্ষণাৎ যদি স্থানীয় থানায় কিংবা ডিবিতে জানানো হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ছিনতাই বেশি হলেও আমরা সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

The post সম্প্রতি চুরি-ছিনতাই বেড়েছে : ডিবি প্রধান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3evlgKK

Monday, December 27, 2021

সু চির বিরুদ্ধে দুই মামলার রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও ব্যবহারের অভিযোগে করা দুই মামলার রায় সোমবার স্থগিত করেছে সেনাশাসিত দেশটির একটি আদালত।

এক আইনি কর্মকর্তার মতে, ১০ জানুয়ারি পর্যন্ত মামলার রায় বিলম্ব করার কোনো কারণ জানায়নি আদালত। তবে শাস্তি হতে পারে এই ভয়ে নিজের নাম না প্রকাশের ওপর জোর দেন এই কর্মকর্তা।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী এবং এর ফলে দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে পারেনি নির্বাচনে জয়ী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর থেকে ৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হলে তার ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

এর আগে ৬ ডিসেম্বর উসকানি ও করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি বিশেষ আদালত। তবে রায়ের কয়েক ঘণ্টা পর সামরিক সরকারের প্রধান জ্যৈষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং তা অর্ধেক কমিয়ে দেন।

সামরিক সরকার তাকে অজ্ঞাত স্থানে আটক রেখেছে এবং সরকারি টেলিভিশন জানিয়েছে, সেখানে তিনি সাজা কাটছেন। সু চির এ বিচার কার্যক্রম গণমাধ্যম ও দর্শকদের দেখার সুযোগ দেয়া হয়নি। এছাড়া এই নেত্রীর পক্ষের আইনজীবীদেরও গণমাধ্যমে তথ্য প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র : এপি/ইউএনবি

The post সু চির বিরুদ্ধে দুই মামলার রায় স্থগিত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/32DMTPc

অধিকৃত গোলানে বসতির সংখ্যা দ্বিগুন করবে ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানিয়েছেন, ইসরাইল অধিকৃত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমিতে বসতির সংখ্যা দ্বিগুন করা হবে। এই লক্ষ্যে তার সরকার কয়েক লাখ ডলারের পরিকল্পনা করেছে।

রোববার গোলানে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে তিনি এই তথ্য জানান।

বেনেত বলেন, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই ভূখণ্ডের ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এখনই ইসরাইলের এই অবস্থানের বিরোধিতা না করার পরিপ্রেক্ষিতেই ইসরাইল এই অঞ্চলে বিনিয়োগ করছে।

তিনি বলেন, ‘এটিই আমাদের জন্য সময়। এটিই গোলান মালভূমির জন্য সময়। বসতি স্থাপন করার সুযোগ নিয়ে দীর্ঘ ও অচল কয়েক বছরের পর, আজ আমাদের লক্ষ্য হলো গোলান মালভূমিতে ইসরাইলের বসতি দ্বিগুন করা।’

নতুন পরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য সাত হাজার তিন শ’ নতুন ঘর তৈরি করা হবে।

১৯৬৭ সালের জুনে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি অঞ্চল দখল করে নেয় ইসরাইল। পরে ১৯৮১ সালে অঞ্চলটিকে ইসরাইলের সাথে সংযুক্ত করে নেয়ার ঘোষণা দেয় দেশটি।

গোলান মালভূমি ১৯৬৭ সালে ইসরাইলের দখলে যাওয়ার পর অঞ্চলটির কুনেইতরা ও ফিক শহরসহ ১৩৭টি গ্রাম ও ১১২টি ফার্ম থেকে এক লাখ ৩১ হাজার সিরিয়ান আরবকে ওই অঞ্চল থেকে বহিস্কার করা হয়।

বর্তমানে মাত্র চারটি গ্রামে ২০ হাজার সিরিয়ান আরব বাস করছেন।

ইসরাইলের সাথে এই ভূখণ্ড সংযুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ই ইসরাইলি ইহুদিদের এই অঞ্চলে বসতি গড়ে দেয়া হয়।

বর্তমানে গোলান মালভূমিতে ৩০ এর বেশি বসতিতে অন্তত ২৫ হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী বাস করছে।

জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় গোলান মালভূমির ওপর ইসরাইলের অধিকারকে ‘অবৈধ দখলদারিত্ব’ হিসেবে বিবেচনা করে আসছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে প্রথম গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।

সূত্র : আলজাজিরা ও মিডল ইস্ট আই

দেখুন:
মধ্যপ্রাচ্য সিরিয়া গোলান মালভূমি ইসরাইল ইসরাইলি বসতি নাফতালি বেনেত
আরো সংবাদ
গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক মহড়া
সানায় হাউছিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা
ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণ, অসংখ্য ফিলিস্তিনি আহত
আরো একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি সেনারা
ইরানি কূটনীতিকদের ভ্রমণে ভিসা দেবে সৌদি আরব
দক্ষিণ ইরানে সড়ক দুর্ঘটনা, ১০ ব্যক্তি নিহত
premium cement
সর্বশেষ
জনপ্রিয়
নির্বাচিত
ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৪
বিপিএল ড্রাফট : যেমন হলো মোস্তাফিজের কুমিল্লা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় অধ্যাপক ফারুক আর নেই
ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ, প্রধান শিক্ষক গ্রেফতার
ক্রিস গেইল বরিশালের হয়ে বিপিএল মাতাবেন
বরগুনায় ৭ দফা দাবিতে লঞ্চ যাত্রীদের মানববন্ধন
ধর্ষণেরও কারণ আছে ! জানালেন মূলহোতা আশিক
মাহমুদউল্লাহ-মাশরাফি-তামিম ত্রিরত্ন ঢাকাতে
খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত হচ্ছে : রিজভী
চকরিয়ায় দুই ইউপি নির্বাচনে জয়ী জামায়াত প্রার্থী
অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু
সকল

Nayadiganta
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এদিকে, বুস্টার ডোজ পেতে পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানান, আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ সারাদেশে দেওয়া হবে। কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা হবে বলে জানান তিনি।

এছাড়া যাদের টিকা দেওয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

কাদের কাছে এসএমএস যাবে প্রশ্নের জবাবে তিনি জানান, যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।

 

The post অধিকৃত গোলানে বসতির সংখ্যা দ্বিগুন করবে ইজরাইল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3puFLgP

দেশে মঙ্গলবার থেকে শুরু করোনার বুস্টার ডোজ

ফাতেহ ডেস্ক:

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এদিকে, বুস্টার ডোজ পেতে পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানান, আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ সারাদেশে দেওয়া হবে। কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা হবে বলে জানান তিনি।

এছাড়া যাদের টিকা দেওয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

কাদের কাছে এসএমএস যাবে প্রশ্নের জবাবে তিনি জানান, যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।

 

The post দেশে মঙ্গলবার থেকে শুরু করোনার বুস্টার ডোজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3puXUeD

বাংলাদেশ ২০৩৬ সালে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে

ফাতেহ ডেস্ক:

অর্থনৈতিক বিকাশের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩৬ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে। যুক্তরাজ্যের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) সর্বশেষ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২২’ শীর্ষক প্রতিবেদনটি শনিবার রাতে প্রকাশিত হয়।

এতে মূলত সামনের বছর এবং আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কী হারে বাড়বে, এরই পূর্বাভাস দেওয়া হয়েছে। সিইবিআর প্রতিবছর এই রিপোর্ট প্রকাশ করে। এটি সংস্থাটির ১৩তম প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী, আর মাত্র ৮ বছর পরেই চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ২০৩১ সালে ভারত হবে তৃতীয়। আর এ সময় দ্বিতীয় হবে যুক্তরাষ্ট্র, জার্মানি চতুর্থ ও জাপান পঞ্চম। ২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে।

সিইবিআর বলছে, বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান হবে ৪১তম, ২০২৬ সালে ৩৪তম ও ২০৩১ সালে ২৯তম। ২০৩৬ সাল নাগাদ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বহু ধাপ ওপরে উঠে হবে ২৪তম অর্থনৈতিক শক্তি। অর্থাৎ আগামী ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি ১৮ ধাপ এগিয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ করোনাভাইরাসের মধ্যেও কিছুটা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে, সামনের বছরগুলোয় বাংলাদেশে ধারাবাহিক এবং জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে বলে জানিয়েছে সিইবিআর।

সিইবিআর বলছে, এক দশক ধরে বাংলাদেশ বিশ্বে অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এর পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে। এর মধ্যে রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, পোশাক খাতের মাধ্যমে ব্যাপক রপ্তানি আয় বৃদ্ধি, স্থিতিশীল ক্ষুদ্র ও মাঝারি অর্থনীতি, চীনসহ বিভিন্ন দেশের বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন।

 

The post বাংলাদেশ ২০৩৬ সালে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3sJxeIO

Sunday, December 26, 2021

২০২১ সালে বিশ্বের আলোচিত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

বিগত বছরের মতো ২০২১ সালেও করোনা থাবা বিস্তার করেছিল। তবে বিদায়ি বছরে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও নতুন ভ্যারিয়েন্টের আগমণ ঘটেছে তারপরও গত বছরের চেয়ে এ বছরটি কিছুটা স্বস্তিদায়ক ছিল। মহামারি ছাড়াও চলতি বছর আরো অনেক ঘটনা আলোচনায় আসে। এরকম আলোচিত ৫ টি ঘটনা নিয়ে এখানে আলোকপাত করা হলো

১. মার্কিন প্রেসিডেন্ট পদে জো বাইডেন

জো বাইডেন ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। কমলা হ্যারিস দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হন। এবারের ক্ষমতা হস্তান্তর ছিল কিছু ব্যতিক্রমী। প্রথা অনুযায়ী বিদায়ি প্রেসিডেন্ট নব নির্বাচিত প্রেসিডেন্টের কাছে দায়িত্ব বুঝিয়ে দেননি। বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে হোয়াইট হাউজ ত্যাগ করেন।

২. তালেবান ফের ক্ষমতায়

আফগানিস্তানে ১৫ আগস্ট আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতায় আসে। তালেবানের এই জয়কে প্রতিবেশী ইরান ও পাকিস্তান স্বাগত জানায়। দেশটিতে দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে। সরকারি হিসেবে আড়াই হাজারের বেশি মার্কিন সৈন্য ও প্রায় ৪ হাজার মার্কিন বেসামরিক লোক নিহত হন। অন্যদিকে আফগানিস্তানে ১ লাখ ৭০ হাজারের ওপর প্রাণহানি ঘটে।

৩. নতুন রূপে করোনা

চলতি বছর করোনা ভাইরাস বিদায় না নিলে অনেকটা স্মিত হয়ে পড়ে বলে অনুমান করা হয়। তবে এর নতুন রূপ বা ভ্যারিয়েন্ট বিশ্ববাসীর কপালে নতুন করে ভাঁজ ফেলে। এর আগে হাম, পোলিও বা ম্যালেরিয়ার টিকা উদ্ভাবন করতে অনেক বছর সময় লেগেছিল। করোনার টিকা আসতে এত সময় না নিলেও নতুন নতুন ভ্যারিয়েন্ট এর কার্যকারিতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ৮৯টি দেশে শনাক্ত হয়। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও দ্রুততার সঙ্গে ছড়ায়। সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগ ছড়িয়ে দেয় ইউরোপ এবং আমেরিকায়।

৪. মিয়ানমারে সেনা অভ্যুত্থান

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর দেশটি বিক্ষোভে উত্তাল থাকে। নিয়মিতই কোনো না কোনো শহরে বিক্ষোভ হয়। ১ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত এবং ৩ হাজার লোক আটক হয়। যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়। বহির্বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে মিয়ানমার। এসব কিছুর পরও নমনীয় হয়নি সামরিক জান্তা। ৯ এপ্রিল প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তরের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করে বলে আগামী দুই বছরের মধ্যে নির্বাচিত সরকারের কাছে এটি করা হবে।

৫. গাজায় ইসরাইলি হামলা

চলতি বছর এপ্রিল ও মে মাসে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ও ইসরাইল আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসে। অস্ত্রবিরতি হলেও সংকট কাটছে না এখনই। মে মাসের ১০ তারিখ থেকে ২১ তরিখ পর্যন্ত চলে ইসরাইলের সামরিক হামলা। ২১ মে ভোররাতে উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হয়। ঘটনার শুরু জেরুজালেমের শহরতলী এলাকা শেখ জাররাহ থেকে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদকে কেন্দ্র করে। লড়াই শুধু যে গাজা আর ইসরাইলের কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল তা নয়। সংঘাত ছড়িয়ে গেছে ইসরাইলের ভেতরেও। সেখানে ইহুদি ও আরবদের সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। ইসরাইলের শহর লদে একটি ব্যস্ত সড়কে সেদেশের আরব নাগরিকদের গাড়ি লক্ষ্য করে ইহুদির পাথর ছুড়তে দেখা গেছে। এই আরবরা ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছিল। এর আগে সেখানে আরবদের হাতে এক বন্দুকধারী ইহুদি নিহত হয়। ইসরাইলের আরব নাগরিকরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে এবং ইহুদিদের একটি উপাসনালয়ে হামলা করে। লদ ছাড়া ইসরাইলের রামলে, আক্রে, নাজারেথ, হাইফা ও বন্দরনগরী জাফা থেকেও আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।

 

The post ২০২১ সালে বিশ্বের আলোচিত ৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3sGKCxH

অমিক্রনে প্রথম মৃত্যু অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে অমিক্রনে মৃত্যুর খবর জানা গেল। তবে হাসপাতালে ভর্তির হার কম হওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগের ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অমিক্রনে মৃত্যু হয়েছে কয়েকজনের। এদিকে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে অমিক্রন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অমিক্রন ধরনে আক্রান্ত অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি মারা যান। তাঁর বয়স আশির কোটায়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। প্রায় দুই বছর অস্ট্রেলিয়ায় নতুন প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় বিধিনিষেধ দেওয়া হয়। অবশেষে কিছু অংশ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছিল। এই সময়ে অমিক্রনে মৃত্যু তাতে বাদ সেধেছে।

অমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ অবশ্য তেমন বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানানো হয়েছে যে প্রবীণদের একটি কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। পরে সিডনির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দা।

নিউ সাউথ ওয়েলসের মহামারিবিদ ক্রিস্টিন সেলভে সরকারি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ওই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের উদ্বেগজনক ধরন অমিক্রন যুক্ত।’

 

The post অমিক্রনে প্রথম মৃত্যু অস্ট্রেলিয়ায় appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3puz7r5

Saturday, December 25, 2021

আমিরাতের সবুজ তালিকায় নাম এলো না বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা ভ্রমণ বিধিনিষেধ শিথিল করে বিশ্বের ৭৩ দেশের ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে। তবে নতুন এই হালনাগাদ দেশের তালিকায় ঠাঁই হয়নি বাংলাদেশের। শনিবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ প্রকাশ করে।

হালনাগাদ তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধিনিষেধ ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে পৌঁছার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।

তবে আমিরাতে পৌঁছানোর পর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে।

আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ বলেছে, বিশ্বের বিভিন্ন দেশের করোনাভাইরাস মহামারির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত এ সবুজ তালিকা তৈরি করা হয়েছে। কঠোর এ ভ্রমণ বিধিনিষেধের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করা।

আমিরাতের সবুজ তালিকার দেশগুলো হচ্ছে- আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বুলগেরিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, কানাডা, চীন, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, ইতালি, জাপান, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লাটভিয়া, লেবানন, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, নরওয়ে, ওমান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, আয়ারল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, সৌদি আরব, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, ইয়েমেন, তুরস্ক, তুর্কমেনিস্তান, ইউক্রেন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তান।

The post আমিরাতের সবুজ তালিকায় নাম এলো না বাংলাদেশের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FppyPA

ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখের বেশি করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দাপট দেখাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটিতে করোনা সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার। প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন।

এ দিন ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হন। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।

 

The post ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখের বেশি করোনা শনাক্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mAIIKX

Thursday, December 23, 2021

রেজিস্ট্রেশন ছাড়াই টিকা পাবেন মাদরাসা শিক্ষার্থীরা

ফাতেহ ডেস্ক:

সরকারি-বেসরকারি মাদরাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ছাড়াই করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পাবেন। স্থানীয় প্রশাসনের টিকা দেওয়ার নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে গিয়ে নিজ নিজ জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা নিতে হবে। আর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার আগে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।

বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে সব জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এতে অধিদপ্তর বলছে, সব মাদরাসায় অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৬ টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং ভ্যাকসিনেশনের আওতা আরও সম্প্রসারিত করতে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশনের পাশাপাশি রেজিস্ট্রেশন ছাড়া (এক্ষেত্রে শিক্ষার্থীরা টিকা পাবেন না) টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লিখিত বয়সের শিক্ষার্থীরা নির্দিষ্ট দিনে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে নিজ নিজ জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে করে প্রথম ডোজ টিকা গ্রহণ করবে। স্ব স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা সুপার বা ইবতেদাযয়ি প্রধান প্রত্যেক শিক্ষার্থীকে দুই কপি টিকা কার্ডসহ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের তত্ত্বাবধানে নির্দিষ্ট দিনে জেলা শিক্ষা অফিসার কর্তৃক নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে পাঠানো এবং সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদেরকে টিকা গ্রহণ নিশ্চিত করবেন।

অধিদপ্তর আরও জানিয়েছে, শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের আগে তাদের টিকা গ্রহণ সংক্রান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তা না হলে তারা দ্বিতীয় ডোজ টিকা পাবেন কিন্তু টিকা সনদ পাবে না।

চিঠিতে বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলার নির্বাচিত টিকা কেন্দ্র ছাড়াও টিকা দেওয়ার সুবিধা রয়েছে এ ধরনের আরও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে জানাবেন। বিদ্যমান টিকা কেন্দ্রের বাইরে আরও বেশি সংখ্যক কেন্দ্রে যাতে এ টিকা কার্যক্রমকে সম্প্রসারণ করা যায় সে লক্ষ্যে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসক, সিভিল সার্জান ও আঞ্চলিক পরিচালকদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবেন।

এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তাগণ প্রতিদিন শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষে টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য বিকেল ৪টার মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ই-মেইল (madrasahvaccination@gmail.com) এক্সেল সিটে অন্তর্ভুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

The post রেজিস্ট্রেশন ছাড়াই টিকা পাবেন মাদরাসা শিক্ষার্থীরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3J97JGZ

Tuesday, December 21, 2021

ঘরের বাইরে বড়দিন ও থার্টি ফার্স্ট উদযাপন করা যাবে না

ফাতেহ ডেস্ক:

করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নতুন বছর উদযাপনে থার্টি ফার্স্ট নাইটে প্রকাশ্যে সভা সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন না করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে ঘরের বাইরে কোন অনুষ্ঠান করা যাবে না।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি-মহাসচিবকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।

চিঠিতে বলা হয়েছে, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন এবং খ্রিষ্টীয় বর্ষের শেষ তারিখ ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে প্রকাশ্যে কোন সভা সমাবেশ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সীমিত পরিসরে আয়োজন করা যৌক্তিক হবে।’

এ লক্ষ্যে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের সকল অনুষ্ঠান সীমিত আকারে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজন নিশ্চিত করতে এবং নিরাপত্তা জোরদার ও নজরদারি অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয় জননিরাপত্তা বিভাগের পাঠানো চিঠিতে।

 

The post ঘরের বাইরে বড়দিন ও থার্টি ফার্স্ট উদযাপন করা যাবে না appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3JbzgHx

Monday, December 20, 2021

ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

রোববার (১৯ ডিসেম্বর) পুরস্কারকরোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তি করোনার টিকা নেননি বলে জানা গেছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর। তিনি করোনার টিকা গ্রহণ করেননি এবং শারীরিক জটিলতায় ভুগছিলেন।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রন এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এরপরই বতসোয়ানা, হংকংসহ আরও বেশ কিছু দেশে ছড়িয়ে পড়তে শুরু করে অতি সংক্রামক এই ধরন। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনে আক্রান্তের খবর বিশ্ববাসীকে জানায়।

The post ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FiA3nI

যুক্তরাষ্ট্র ও তুরস্ক ভ্রমণে ইজরাইলের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তুরস্কে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। সোমবার যুক্তরাষ্ট্রকে নিজেদের ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করে ইসরাইল।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন ধরনে আক্রান্ত ১৩৪ রোগী শনাক্ত হয়েছে এবং আরও ৩০৭ জন করোনাভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, গত মাসে প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার পর দ্রুত ভ্রমণ সীমিত করার মাধ্যমে ইসরাইল কিছুটা সময় পেয়েছে, কিন্তু তা কমে আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন রোগী বাড়তে পারে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি।

এরপরই বেনেটের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, জার্মানি, হাঙ্গেরি, মরক্কো, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড ও তুরস্ককে তাদের ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেয়।

সোমবার ঘোষিত এ আদেশ ইসরাইলের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে বলে রয়টার্স জানিয়েছে।

এই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যেতে চাইলে ইসরাইলিদের বিশেষ অনুমতি নিতে হবে। ফলে যে ৫০টিরও বেশি দেশে ভ্রমণের বিরুদ্ধে ইসরাইলি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রও তার অন্তর্ভুক্ত হল।

The post যুক্তরাষ্ট্র ও তুরস্ক ভ্রমণে ইজরাইলের নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FgHZpx

Sunday, December 19, 2021

চার মন্ত্রী নিলেন বুস্টার ডোজ

ফাতেহ ডেস্ক :

বয়স্ক ও ফ্রন্টলাইনারদের দিয়ে দেশে শুরু হলো করোনার টিকার বুস্টার ডোজ। শুরুর দিন এই ডোজ নিয়েছেন সরকারের চার মন্ত্রী।

তারা হলেন-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রথম ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। গত ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল।

এরপর চার মন্ত্রীকে বুস্টার ডোজ দেওয়া হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বুস্টার ডোজ নেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। অন্য ডোজ যারা নিয়েছেন তাদেরও ফাইজার দেওয়া হবে।

অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, যারা এরইমধ্যে করোনার দ্বিতীয় ডোজ টিকা দিয়েছেন এবং সে টিকা দেওয়ার পর ৯ মাসের বেশি পার হয়েছে, তাদেরকেই প্রথমে বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারা দেশেই এ কর্মসূচি চালু হবে।

The post চার মন্ত্রী নিলেন বুস্টার ডোজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3e6ewCN

Saturday, December 18, 2021

ওমিক্রন ঠেকাতে আজ থেকে কঠোর লকডাউনে নেদারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ড। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখেও জনস্বাস্থ্য বিবেচনায় রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে।

তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিধেষ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। একইসঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

স্থানীয় সময় রোববার থেকে নেদারল্যান্ডে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে। এর আগে দেশটির সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে বৈঠকের পর লকডাউনের ঘোষণা আসে।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, আবারও লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ড। এটিই অনিবার্য। কারণ, করোনার নতুন এ ধরনটির অভিঘাত দ্রুতই আমাদের ওপর আসছে। আমাদের নাগরিকেরা এ বিষয়টি বুঝতে পারবেন, আমি তা মনে করি।

ওমিক্রন মোকাবিলার অংশ হিসেবে জনসমাগম এড়াতে গত কয়েক সপ্তাহ ধরে নেদারল্যান্ডে সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে কারফিউ জারি রয়েছে।

 

The post ওমিক্রন ঠেকাতে আজ থেকে কঠোর লকডাউনে নেদারল্যান্ড appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3F9AKjh

হাজিদের সেবাদানের বিষয়টি ঢেলে সাজাচ্ছে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারির কারণে প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা হজ ও ওমরাহ বিষয়ক অর্থনৈতিক কার্যক্রম ফের পুরোদমে সচল করতে সরকারি-বেসরকারী উভয় উদ্যোক্তার অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করছে সৌদি আরবের সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ‘হজ অ্যান্ড ওমরাহ ডেভেলপমেন্ট ফান্ড’ নামে একটি তহবিলও গঠন করা হয়েছে।

শুক্রবার সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহ পালন করতে বাইরের দেশ থেকে আসা তীর্থযাত্রীদের আবাসন, যাতায়াত ও অন্যান্য সেবাদানের বিষয়টিকে নতুন করে ঢেলে সাজাতে চাইছে সরকার; এবং তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে হজ ও ওমরাহ পালন করতে আসা যাত্রীদের সার্বিক সেবাদানের বিষয়টি সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে পরিচালিত হবে।

শুক্রবার মক্কার ব্যবসায়ীদের সংগঠন মক্কা চেম্বার্স অব কমার্সের বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন।

মক্কা চেম্বার অব কমার্সের সদস্য ও বিনিয়োগকারী আহমেদ বাজাইফ আরব নিউজকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী পরিষেবার সংক্রান্ত যাবতীয় বিষয় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত হবে, তবে গোটা ব্যাপারটি তত্ত্বাবধান করবে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। ‘হজ অ্যান্ড ওমরাহ ফান্ড’ নামে যে তহবিলটি গঠন করা হয়েছে- বেসরকারি উদ্যোক্তরা প্রয়োজনবোধে সেখান থেকে ঋণও নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

তবে হজ ও ওমরা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড হজ অ্যান্ড ওমরাহ কনভেনশনের প্রধান মোহসিন টুটলা অবশ্য মনে করছেন বৈশ্বিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় দেশের অর্থনীতিকে চাঙা রাখার জন্য হজ ও ওমরাহ খাতে অধিক মনোযোগ দিচ্ছে সৌদি সরকার।

 

The post হাজিদের সেবাদানের বিষয়টি ঢেলে সাজাচ্ছে সৌদি সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3E1JOp2

ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর বুস্টার ডোজ: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার ওমিক্রন ধরন থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে টিকার বুস্টার ডোজ। করোনার অন্যান্য ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজ যতটা কার্যকর সুরক্ষা দেয়, ওমিক্রনের বিরুদ্ধে তার চেয়ে কিছুটা কম সুরক্ষা দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। বুস্টার ডোজ নেওয়া থাকলে ওমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়। খবর বিবিসির

যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল ওমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা চালিয়েছে। গবেষকেরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে।

ওমিক্রন কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা।

ইমপেরিয়ালের গবেষণা দলের একজন প্রফেসর আজরা গনি জানান, ওমিক্রনের সিভিয়ারিটির পরিসর সম্পর্কে জানতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন। তবে সম্ভাব্য যেকোন প্রভাব মোকাবিলায় সরকারকে পরিকল্পনা হাতে রাখতে হবে। আর এক্ষেত্রে বুস্টার ডোজকে বড় পরিসরে জনস্বাস্থ্যের সুরক্ষার একটি অংশ মনে করেন প্রফেসর আজরা।

যুক্তরাজ্যে ওমিক্রনে একদিনে রেকর্ড ৩ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকালের তুলনায় এই সংখ্যা ১ হাজার ৬৯১ জন বেশি। এ নিয়ে যুক্তরাজ্যে মোট ১৪ হাজার ৯০৯ জনের অমিক্রন শনাক্ত হলো।

The post ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর বুস্টার ডোজ: গবেষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3e5R2xQ

শর্ট সিলেবাসের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

ফাতেহ ডেস্ক:

শর্ট সিলেবাসের দাবিতে দিনাজপুরের হাকিমপুরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৩০ শতাংশ সিলেবাস করার দাবিতে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সামনে শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তারা ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেয়ার দাবি জানান। মহামারি করোনা ভাইরাসের কারণে নবাগত দশম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে থাকাকালীন সময়ে তেমন আহামরি শিক্ষালাভ না হওয়ায় শর্ট সিলেবাস এর দাবি জানায়।

The post শর্ট সিলেবাসের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3GX6RTY

রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ। মহাখালি বিসিপিএস প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনার ওয়ার্কারদের মাঝে এ টিকা দেয়া হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেয়া হবে। ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছেন। যারা প্রথম দিকে টিকা নিয়েছেন তারাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি চালু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের সাত কোটি টিকা রয়েছে। আগামী মাসে আসবে আরও দুই কোটি। তাই টিকার কোনো সংকট হবে না।

The post রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3E4d1Q5

Friday, December 17, 2021

ডব্লিউএইচওর ছাড়পত্র পেল করোনা টিকা কোভোভ্যাক্স

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও মার্কিন ওষুধ নোভাভ্যাক্সের উৎপাদিত করোনা টিকা কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যাবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।

The post ডব্লিউএইচওর ছাড়পত্র পেল করোনা টিকা কোভোভ্যাক্স appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3yDlxVm

রবি-সোম থেকে বুস্টার ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আগামী রোববার (১৯ ডিসেম্বর) অথবা সোমবার (২০ ডিসেম্বর) থেকে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে সম্মুখসারির চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরও বলেন, দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ভাইরাসটির আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ শুরু হয়েছে। এরইমধ্যে বাংলাদেশে দুইজনের শরীরে এই ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। তারা দুজনই জিম্বাবুয়েফেরত জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। বর্তমানে তারা সুস্থ আছেন।

The post রবি-সোম থেকে বুস্টার ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3q44TKy

সাশ্রয়ী অর্থ মন্ত্রণালয়, বিদেশ ভ্রমণ ও গাড়ি কিনতে মানা

ফাতেহ ডেস্ক:

সম্প্রতি করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় সরকারি কর্মকর্তাদের মধ্যে বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনার প্রবণতা দেখা যাচ্ছে। তা রোধ করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিপত্র জারি করেছে।

১৪ ডিসেম্বর জারি করা এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, ঢালাও বিদেশ ভ্রমণ ও যানবাহন কেনা যাবে না। শুধু জরুরি ও অপরিহার্য প্রয়োজনে বিদেশ যাওয়া যাবে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার ক্ষেত্রে মিতব্যয়িতার কারণে গত অর্থবছর সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছিল।

চলতি ২০২১-২২ অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জন্য যা বরাদ্দ দেওয়া হয়েছে, কোনোভাবেই তার অতিরিক্ত ব্যয় দাবি করা যাবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে গত জুলাই মাসে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল।

নতুন পরিপত্রে বলা হয়েছে, চলতি অর্থবছরের বাকি সময় উন্নয়ন ব্যয়ের টাকা অব্যবহৃত থাকলে তা কোনোভাবেই পরিচালন বাজেটে নেওয়া যাবে না।

The post সাশ্রয়ী অর্থ মন্ত্রণালয়, বিদেশ ভ্রমণ ও গাড়ি কিনতে মানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3e2vJ06

Wednesday, December 15, 2021

২০২১ সালে গুগলে সবচে বেশি কী সার্চ হলো

ফাতেহ ডেস্ক:

সম্প্রতি গুগল তাদের বার্ষিক সার্চ প্রতিবেদন ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে। ২০২১ সালে মানুষ আগের বছরের মতো করোনাভাইরাস নিয়ে বেশি সার্চ করেনি। বরং খেলাধুলা এবং বিনোদন নিয়েই মানুষ সরব ছিল বেশি। যার প্রমাণ গুগল সার্চ।

‘ইয়ার ইন সার্চ’-এ দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া বনাম ভারত মেনস ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এবং একই টুর্নামেন্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে সার্চের কারণে খেলাধুলা সর্বোচ্চতে উঠে এসেছে। এ ছাড়া কোভিডের কারণে বাতিল হওয়া টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এ দুটিও সেরা দশ সার্চের মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতে শতকোটি ইন্টারনেট ব্যবহারকারীর কারণে এ ম্যাচগুলোর সার্চ সবচেয়ে বেশি হয়েছে। এর কারণও সহজ-ভারতেই সবচেয়ে বেশি ক্রিকেটপ্রেমী রয়েছে। তা ছাড়া ভারতীয় ক্রিকেটের ভক্তও অসংখ্য। বিনোদনের নানা বিষয়েও মানুষ অনেক বেশি খোঁজ করেছে। কোরিয়ান নেটফ্লিক্স শো স্কুইড গেমও গ্লোবাল এবং ইউএস লিস্টে উঠে এসেছে। আমেরিকায় রাজনীতি এবং ফিন্যান্স সেরা দশ ট্রেন্ডিং সার্চের মধ্যে রয়েছে। নতুন সার্চের মধ্যে ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টে ডোজিকয়েনের মিমি এবং এথেরিয়াম ক্রিপ্টোকারেন্সির মূল্য ইত্যাদি রয়েছে।

The post ২০২১ সালে গুগলে সবচে বেশি কী সার্চ হলো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DWWOMw

সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ফাতেহ ডেস্ক :

করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সামাজিক আচার অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনা এখনও চলে যায়নি, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, করোনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করছি। আমাদের সব কাজ চলছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে, করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি।

জাহিদ মালেক বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।

The post সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ywmj6u

Monday, December 13, 2021

২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা: মুক্তিযুদ্ধমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আগামী ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের আগেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করছে সরকার। এরই মধ্যে ১৯১ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকা তৈরিতে কাজ চলছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা যেসব তালিকা পেয়েছি, সেগুলো প্রকাশ করা হয়েছে। অনেক আবেদন আছে, সেগুলোর ‍যথার্থতা নিরূপণে স্ব-স্ব উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সেগুলো ফেরত পেতে কিছুটা সময় লাগছে। ফেরত পেলে শিগগিরই পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হবে। আমরা আশা করছি, আগামী ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।

The post ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা: মুক্তিযুদ্ধমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DNHrpz

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

ফাতেহ ডেস্ক:

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ (১৪ ডিসেম্বর)। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। এ হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখে।

নিহত বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এ এন এম মুনীর চৌধুরী, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, আবদুল মুকতাদির, ড. জিসি দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, এস এম রাশীদুল হাসান, ড. শাহাদাত আলী, ড. এম এ খায়ের, এ আর খান খাদিম, ড. এন এম ফয়জুল মাহী, ফজলুর রহমান খান, এ এন এম মুনীরুজ্জামান, ড. সিরাজুল হক খান, মো. সাদেক, শরাফত আলী, গিয়াসউদ্দিন আহমেদ, অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর আবদুল কাইয়ুম, হবিবর রহমান, সুখরঞ্জন সমাদ্দার, ড. আবুল কালাম আজাদ।

সাংবাদিকদের মধ্যে ছিলেন সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খোন্দকার আবু তালেব, নিজামুদ্দীন আহমদ, আ ন ম গোলাম মোস্তফা, শহীদ সাবের, শেখ আবদুল মান্নান (লাডু), সৈয়দ নজমুল হক, এম আখতার, আবুল বাসার, চিশতী হেলালুর রহমান, শিবসদন চক্রবর্তী, সেলিনা পারভীন। এছাড়া শিল্পী আলতাফ মাহমুদ, সাহিত্যিক পূর্ণেন্দু দস্তিদার, মেহেরুন্নেসা, দানবীর রণদাপ্রসাদ সাহাসহ আরও অনেককে হত্যা করে পাকবাহিনী।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। গত বছর করোনার কারণে তেমন কোনো কর্মসূচি ছিল না। এবার করোনার প্রকোপ কমে যাওয়ায় সরকার, বিরোধী দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

The post শহীদ বুদ্ধিজীবী দিবস আজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3EUINQW

Saturday, December 11, 2021

দেশে প্রথম বুস্টার ডোজ পাবেন যারা

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে শুরুর আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রচলিত টিকার দুই ডোজ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে দূরে রাখতে যথেষ্ট নয় বলে জানানা যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।তবে ২ ডোজের পর আরেকটি বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে বলে বিজ্ঞানীদের উদ্বৃতি দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে টিকাদানের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এখন সেই টিকার সুরক্ষা দুর্বল হয়ে আসছে। এমন অবস্থায় কিছু দেশ তাদের নাগরিকদের আরেকটি ডোজ টিকা দিচ্ছে, যেটিকে বুস্টার ডোজ বলা হচ্ছে।

বাংলাদেশে করোনার বুস্টার ডোজ দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু করা যাবে।’

বুস্টার ডোজ প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব।’

তিনি আরও বলেন, এ বিষয়ে কাজ চলছে। যে অ্যাপ ছিল, সেটাকে আমরা ঠিক করে নিচ্ছি। তালিকা তৈরি করছি। আশা করি, অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে।’

The post দেশে প্রথম বুস্টার ডোজ পাবেন যারা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ER3ey4

বাংলাদেশে দুজনের ওমিক্রন শনাক্ত

ফাতেহ ডেস্ক:

জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে। দেশে এই প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হলো।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ওই দুই নারী ক্রিকেটার দেশে ফিরলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে আইইডিসিআরের একজন কর্মকর্তা বলেন, ‘আক্রান্ত দুজন নারী ক্রিকেটার ভালো আছেন‌। তাদের শরীরে মৃদু লক্ষণ রয়েছে। দুজনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

The post বাংলাদেশে দুজনের ওমিক্রন শনাক্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31S4geO

Friday, December 10, 2021

বুস্টার ডোজ নেয়ার পরও ওমিক্রনে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই রোগীর সন্ধান পাওয়া গেছে সিঙ্গাপুরে। তারা উভয়েই করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ওমক্রিনে শনাক্ত রোগীদের কথা জানানো হয়। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। তাই সিঙ্গাপুরেও আরও শনাক্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৮৭ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। যাদের বেশিরভাগই ফাইজার অথবা মডার্নার টিকা গ্রহিতা। সেইসঙ্গে দেশটির ২৯ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

চলতি সপ্তাহে ফাইজার-বায়োনএটেক টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি দাবি করে, ওমিক্রন মোকাবিলায় ফাইজারের বুস্টার ডোজ কাজ করবে।

বুধবার (৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানান, টিকার তৃতীয় ডোজ দিয়েই এই নতুন ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া সম্ভব। করোনা ছড়িয়ে পড়ার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব করোনা টিকার প্রথম দুই ডোজ পুরোপুরি সম্পন্ন করে এবং তৃতীয় ডোজ নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।

The post বুস্টার ডোজ নেয়ার পরও ওমিক্রনে আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rTqish

Thursday, December 9, 2021

ওমিক্রনের ভয়ে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর থেকে। ওই মর্মেই বিবৃতি দিয়েছিল ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। কিন্তু, দুনিয়াজুড়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। ওই কারণে নিষেধাজ্ঞা তোলার জায়গায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এক বিবৃতিতে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ জানিয়েছে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আন্তর্জাতিক কমার্শিয়াল যাত্রীবাহী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জারি থাকবে।

প্রসঙ্গত, মহামারীর কারণে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে। তবে ২০২০-র মে থেকে ‘বন্দে ভারত’ মিশন ও জুলাই থেকে দ্বি-পাক্ষিক জৈব সুরক্ষা বলয় চুক্তির সাহায্যে কিছু ‘স্পেশ্যাল’ আন্তর্জাতিক ফ্লাইট চলছে। ৩২টি দেশের সাথে জৈব সুরক্ষা বলয়ের চুক্তি হয়েছে ভারতের। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মতো দেশ।

সূত্র : আজকাল

The post ওমিক্রনের ভয়ে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DKUyb4

Wednesday, December 8, 2021

১০০ দিনের মধ্যে ওমিক্রনের টিকা আনবে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে ফাইজারের বুস্টার ডোজ, এমন দাবি করেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। এক বিবৃতিতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছোট পরিসরে গবেষণায় পরীক্ষার মাধ্যমে এই সফলতা পাওয়া গেছে।

তারা জানিয়েছে, টিকার তিনটি ডোজ নিলেই ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, করোনার অন্যান্য ধরন ঠেকাতে যেখানে দুটি ডোজ নিতে হয়।

বুধবার (৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে, ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেন, টিকার তৃতীয় ডোজ দিয়েই এই নতুন ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

তবে ফাইজার ও বায়োএনটেক কোম্পানি, এই গবেষণার ফলকে প্রিলিমিনারি বলছে এবং তারা ওমিক্রন সম্পর্কিত আরও ডাটা সংগ্রহ অব্যাহত রেখেছে প্রকৃত চিত্র বোঝার জন্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা শুধু অমিক্রন প্রতিরোধে একটি টিকা তৈরি করছে এবং তা আগামী ১০০ দিনের মধ্যে সরবরাহের জন্য তৈরি হবে।

এর আগে প্রচলিত করোনাভাইরাসের টিকাগুলো অমিক্রন সংক্রমিতদেরকেও গুরুতর অসুস্থ হবার হাত থেকে রক্ষা করতে পারবে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: বিবিসি, রয়টার্স

The post ১০০ দিনের মধ্যে ওমিক্রনের টিকা আনবে ফাইজার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31zWLJF

সৌদির মসজিদে আবারো সামাজিক দূরত্ব বাধ্যতামূলক হলো

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের মসজিদগুলোতে আবারো সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় মসজিদগুলোকে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লিদের করোনাভাইরাস ও তার ভেরিয়েন্টগুলো থেকে রক্ষা করতে মসজিদগুলোকে অবশ্যই নিরাপদ সামাজিক দূরত্ব, মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

নিদের্শনায় আরো বলা হয়, মন্ত্রণালয় নিয়মিত স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা দিচ্ছে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইমামরাও যেন সমাজকে স্বাস্থ্যবিধি ও এসংক্রান্ত রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার ব্যাপারে সচেতন করেন। সঙ্গে সঙ্গে মুসল্লিদের আহ্বান জানিয়েছে যে কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বা স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ব্যর্থ হয় তবে যেন ১৯৩৩ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারকে অবগত করেন।

উল্লেখ্য, সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিতপবিত্র দুই মসজিদে পূর্ণধারণ ক্ষমতা পরিমাণ মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দেওয়ার কিছু দিন পরই নতুন এই নির্দেশনা এলো।

সূত্র: আরব নিউজ

The post সৌদির মসজিদে আবারো সামাজিক দূরত্ব বাধ্যতামূলক হলো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dymAfg

মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্ডান সফরে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্ডান, পর্তুগাল ও তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরিভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের।

এ পর্যন্ত ৮৩ দেশকে সিডিসি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এ তালিকায় মঙ্গলবার অ্যান্ডোরা, সাইপ্রাস ও লিচটেনস্টেইন যুক্ত হয়েছে।

নতুন আইন অনুসারে আমেরিকা বিদেশি নাগরিকদের সে দেশ সফরের জন্য কোভিড টেস্টের নেগেটিভ বিপোর্ট বাধ্যতামূলক করেছে।

আমেরিকায় প্রকাশের একদিনের ভেতরে এ রিপোর্ট জমা দিতে হবে। এর আগে ভ্যাকসিন গ্রহণকারী বিদেশি সফরকারীরা তিন দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে পারতেন।

মার্কিন সরকার এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি দেশকে নিষিদ্ধের তালিকায় ফেলেছে যাদের নাগরিক আমেরিকায় প্রবেশ করতে পারবে না।

 

The post মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্ডান সফরে নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oyUtDd

Monday, December 6, 2021

সু চির ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১১টি অভিযোগ। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সোমবার (৬ ডিসেম্বর) তার প্রথম মামলার রায় ঘোষণা করা হলো। তার বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে। খবর বিবিসির।

জনসাধারণকে উস্কে দেওয়ার এবং কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে চার বছরের কারাদণ্ড ঘোষণা করা হলো। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন।

গত বছরের নভেম্বরের নির্বাচনে জয়ী হয় ৭৬ বছর বয়সী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি পার্টি। ভূমিধস জয়ের পর তারা সরকার গঠন করে। কিন্ত চলতি বছরের ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী।

সে সময় সু চি সহ অন্যান্য নেতাদের আটক করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত গৃহবন্দি রয়েছেন সু চি। এরপরেই একাধিক দুর্নীতির অভিযোগ, গোপনীয়তা লঙ্ঘন জনসাধারণকে সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয় সু চির বিরুদ্ধে।

গৃহবন্দির পর থেকেই সু চিকে খুব একটা দেখা যায়নি। যদিও জান্তা সরকার দাবি করেছে যে, সু চি সুস্থ আছেন এবং এরই মধ্যে তাকে করোনাভাইরাসের ভ্যাকসিনও দেওয়া হয়েছে।

The post সু চির ৪ বছরের কারাদণ্ড appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31nPnRv

Sunday, December 5, 2021

ভারতে একদিনে ৮ জনের ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে নতুন করে আরও আট জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহারাষ্ট্রের সাত ও দিল্লির একজন রয়েছেন। জানা গেছে, মহারাষ্ট্রের সাত জনের মধ্যে চার জন বিদেশ থেকে এসেছেন। বাকি তিনজন তাদের সংস্পর্শে এসেছিলেন।

এছাড়া সকালে দিকে তানজানিয়া থেকে দিল্লিতে আসা ৩৭ বছর বয়সী এক নারীর ওমিক্রন শনাক্ত হয়। করোনার হালকা লক্ষণ থাকার পর পরীক্ষা করা হলে তার ওমিক্রন শনাক্ত হয়। তিনি করোনা প্রতিরোধী দুই ডোজ টিকা নিয়েছেন। দেশটির এলএনজেপি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. সুরেশ কুমার এ তথ্য জানান। ভারতে ওমিক্রন শনাক্তে তার অবস্থান পঞ্চম।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ১২ জনের ওমিক্রন শনাক্ত হলো। রোববার (৫ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটিতে প্রথম ওমিক্রন শনাক্ত হয় কর্ণাটকে। সে সময় আক্রান্তদের সংখ্যা ছিল দুই। তৃতীয় ব্যক্তি ছিলেন গুজরাটের ও চতুর্থ ব্যক্তি মহারাষ্ট্রের।

গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ। এখন পর্যন্ত বিশ্বের ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হলেও এতে মৃত্যুর খবর পাওয়া যায়নি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার নতুন এই ধরনে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওমিক্রনে এমন কিছু মিউটেশন বা রূপান্তর ঘটেছে, যার ফলে এর বিরুদ্ধে প্রচলিত টিকাগুলো কার্যকর না-ও হতে পারে। তবে বিধিনিষেধের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি।

 

The post ভারতে একদিনে ৮ জনের ওমিক্রন শনাক্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3opyMoT

চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক:

চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি। উদ্যোক্তাদের সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া হচ্ছে। শুধু চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হোন।

রোববার শিল্প মন্ত্রণালয় আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত নবম এসএমই পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন থেকে নারী উদ্যোক্তা ঋণ পেয়েছে ২৬ শতাংশ, এটি অত্যন্ত ভালো দিক। উদ্যোক্তারা যেন সব ধরনের সুযোগ-সুবিধা পান প্রতি খেয়াল রাখতে হবে।

এবারের মেলায় সারা দেশ থেকে ৩০০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬০ শতাংশ নারী। এ সময় করোনার কারণে মেলা ঘুরে দেখতে না পারায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত আট দিনব্যাপী এ মেলার লক্ষ্য— ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা করা এবং কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করা। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা।

প্রথমবারের মতো ১০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মেলায় অংশ নিয়েছে। পাশাপাশি জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশ থেকে বাছাইকৃত ৩০০ এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা।

প্রদর্শনীতে যেসব পণ্য থাকবে, তার মধ্যে রয়েছে— পাট, পাটজাতপণ্য, চামড়া ও চামড়াজাতপণ্য, হস্তশিল্প, বেতপণ্য, মৃৎশিল্প, সিরামিক, কৃত্রিম ফুল, গহনা, বুটিকস, খাদ্য প্রক্রিয়াকরণ, জামদানি, কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি। এ ছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল, এগ্রো মেশিনারি এবং আইটি ও কুরিয়ার সেক্টরের পণ্যও মেলায় থাকবে।

মেলায় অর্থায়ন প্রক্রিয়া, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন এবং চতুর্থ শিল্প বিপ্লব ও ক্লাস্টার উন্নয়নের ওপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

 

The post চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3Es9JY2

দেশে আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণের কারণে দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই। তবে সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার ওপর জোর দিচ্ছে সরকার।

রোববার (৫ ডিসেম্বর) সকালে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের সংক্রমিত হয়ে দেশে না আসারও অনুরোধ জানান। একই সঙ্গে মৃত্যুহার শূন্যের কোঠায় নামাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

এসময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post দেশে আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pmpf12

Saturday, December 4, 2021

দ. আফ্রিকায় ওমিক্রনে বেশি সংক্রমিত হচ্ছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার ওমিক্রন ধরনের সংক্রমণের মধ্য দিয়ে করোনা চতুর্থ ঢেউ প্রবেশ করেছে দক্ষিণ আফ্রিকায়। দেশটির শিশুদের মধ্যে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে। অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন শিশুদের জন্য বেশি ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার নয়টি প্রদেশের মধ্যে সাতটিতে নতুন এ ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। শিশুদের ব্যাপক সংখ্যায় হাসপাতালে ভর্তিতে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেসের বিজ্ঞানী মিচেল গ্রুম জানান, খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সংক্রমণ নজিরবিহীনভাবে বেড়েছে। এই সংক্রমণ কম বয়সীদের কাছ থেকে বয়স্কদের মধ্যে ছড়াচ্ছে।

বয়সভিত্তিক বিবেচনায় দক্ষিণ আফ্রিকায় অমিক্রনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা। দ্বিতীয় অবস্থানে পাঁচ বছরের কম বয়সী শিশুরা।

তবে এই ভ্যারিয়েন্টে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়ে বিজ্ঞানীরা এখনও কোনো সম্পর্ক খুঁজে পাননি। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এতে অন্যান্য কারণও ভূমিকা রাখতে পারে।

The post দ. আফ্রিকায় ওমিক্রনে বেশি সংক্রমিত হচ্ছে শিশুরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3xSArXj

ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।

ওই বার্তায় বলা হয়, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবে না।

এখন পর্যন্ত তাওয়াক্কালনা এপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকাগ্রহণ সম্পন্ন করা। এখন এই নির্দেশনার ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শর্ত হবে তিন ডোজ সম্পন্ন করা।

সম্প্রতি আফ্রিকাতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর সৌদি আরবেও উত্তর আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

 

The post ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3xU9fHz

Thursday, December 2, 2021

প্রতি বছর কোভিডের টিকা নেবার প্রয়োজন হতে পারে: ফাইজার প্রধান

ফাতেহ ডেস্ক:

মানুষের আগামী বহু বছর ধরে প্রতি বছর কোভিডের টিকা নেবার প্রয়োজন হতে পারে বলে বিবিসিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ওষুধ কোম্পানি ফাইজারের প্রধান। ওই সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন যে ”খুবই উঁচু মাত্রার সুরক্ষা” নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেয়ার প্রয়োজন হবে।

ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত হওয়ার আগে।

তিনি এই সাক্ষাৎকার দেবার আগেই ব্রিটেন ২০২২ এবং ২০২৩ সালের জন্য অতিরিক্তি ১১ কোটি ৪০ লাখ কোভিড টিকা কেনার চুক্তি করেছে, যার মধ্যে পাঁচ কোটি ৪০ লাখ টিকা ব্রিটেন কিনবে ফাইজার থেকে, আর বাকি ছয় কোটি মডার্না থেকে।

ড. বুর্লা বলেন, করোনাভাইরাসের বিটা ভ্যারিয়েন্ট – যেটিও প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল – এবং ডেল্টা ভ্যারিয়েন্ট, যা প্রথম ধরা পড়ে ভারতে, সেগুলো মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ তারা ইতোমধ্যেই নিয়েছেন। যদিও তিনি বলেছেন, ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোন বদল ঘটাতে হয়নি।

তিনি আরও বলেন, অমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ এখন তারা করছেন এবং আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে।

 

The post প্রতি বছর কোভিডের টিকা নেবার প্রয়োজন হতে পারে: ফাইজার প্রধান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3EhVhlj

Wednesday, December 1, 2021

মধ্যপ্রাচ্যে এল ওমিক্রন, সৌদি আরবে আক্রান্ত রোগী

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে এসেছে এমন ব্যক্তিদেরও আইসোলেশনে রাখা হয়েছে। সৌদি আরবে প্রবেশের মাধ্যমে করোনার অমিক্রন ধরন মধ্যপ্রাচ্যে প্রবেশ করল।

সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি সৌদি আরবের নাগরিক। তবে ওই ব্যক্তি আফ্রিকার কোন দেশ থেকে সেখানে গিয়েছেন, তা জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অমিক্রন নিয়ে গত সোমবার একটি সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞানীরাও এই ধরন নিয়ে উদ্বিগ্ন। বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ পেয়েছে। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এক বিজ্ঞানী করোনার নতুন এই ধরনকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন। আরেক বিজ্ঞানী বলেছেন, এতটা ভয়ংকর ধরন তাঁরা দেখেননি।

 

The post মধ্যপ্রাচ্যে এল ওমিক্রন, সৌদি আরবে আক্রান্ত রোগী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3de3tXD

Tuesday, November 30, 2021

ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানান তিনি।

এর আগে গত রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্রে ফিরে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হন। আর এর পরই ভারত সরকার বাংলাদেশসহ প্রায় অনেকগুলো দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করার বিষয়ে নির্দেশিকা জারি করে।

তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর হালনাগাদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। আজ ৩০ নভেম্বর নতুন তালিকা দিয়েছে ভারত।

বিশ্বব্যাপী সরকারগুলো নতুন ওমিক্রন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরও (ডিজিএইচএস) রবিবার ভেরিয়েন্ট নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য একটি নির্দেশিকা ঘোষণা করেছে।

The post ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pbmujk

Monday, November 29, 2021

ওমরাহ পালনে ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টিকা নেওয়া থাকলেও তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ১৮ দেশের নাগরিককে সৌদি প্রবেশে নিষেজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের।

সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে- মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিশেল, মরিশাস, কোমোরোস, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, মোজাম্বিক, লেসোথু, ইউথুপিয়া ও এসওয়াতিনি।

এ ছাড়া করোনার নতুন ধরনের কারণে এ বছর হজের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এ কারণে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলও। আর এ ধরন ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউইয়র্কে।

 

The post ওমরাহ পালনে ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cWtRoY

ওমিক্রন সতর্কতা: স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাজধানীসহ সারাদেশের জন্য সতর্কতামূলক ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় আক্রান্ত দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর, সিডিসি অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা জারি হয়।

নির্দেশনায় বলা হয়, সাউথ আফ্রিকা ও অন্যান্য দেশে নতুন ধরনের করোনাভাইরাস ওমিক্রন’র সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে করোনার এ ধরন সম্পর্কে সতর্ক করেছে।

যুক্তরাজ্যসহ অনেক দেশ সাউথ আফ্রিকা, নামিবিয়া জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি এবং লেসোথোর সঙ্গে আকাশপথ ও সড়কপথে যোগাযোগ বন্ধ রেখেছে। করোনার সাউথ আফ্রিকান এ ভ্যারিয়েন্ট করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও অধিক সংক্রামক বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তাই এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী নিম্নলিখিত পদক্ষেপসমূহ কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ করা হলো বলে নির্দেশনামূলক চিঠিতে বলা হয়।

১৫ দফা নির্দেশনায় রয়েছে:

১. সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সময় সময় ঘোষিত অন্যান্য আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের বন্দরসমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

২. সব ধরনের সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়সহ অন্যান্য জনসমাগমে নিরুৎসাহী করতে হবে।

৩. বাড়ির বাইরে প্রত্যেককে সর্বদা সঠিকভাবে নাক, মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৪. রেস্তোরাঁতে বসে খাওয়ার ব্যবস্থা ধারণক্ষমতার অর্ধেক বা তার কম করতে হবে।

৫. সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।

৬. মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৭. গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৮. আক্রান্ত দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

৯. সকল শিক্ষাপ্রতিষ্ঠান (সকল মাদরাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

১০. সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সর্বদা সঠিকভাবে নাক, মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১১. স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

১২.করোনার উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও করোনা পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১৩. করোনার লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে।

১৪. অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন বাধ্যতামূলকভাবে নাক, মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

১৫. করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও হ্রাস করার নিমিত্তে কমিউনিটি পর্যায়ে মাপ্ত পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচারণা চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির/ গির্জা/প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

The post ওমিক্রন সতর্কতা: স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CWsyAY

Saturday, November 27, 2021

ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি

ফাতেহ ডেস্ক:

সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। যদিও গত বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়, ওমরাহের জন্য বয়সের সীমা ১৮-৫০ এর মধ্যে হতে হবে।

আজ শনিবার হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,১৮ ঊর্ধ্ব যেকোনো বয়সী লোক ওমরাহ করতে পারবেন। ঊর্ধ্ব বয়স বেঁধে দেওয়ার সংবাদটি সঠিক নয়।

তবে নীতিমালায় সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক। সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।

মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদের এ বিধান মানতে হচ্ছে।

সূত্র: আরব নিউজ

The post ওমরাহর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3xvDEvS

করোনার নতুন ধরন: আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত বাংলাদেশের

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ধরন ‘ওমিক্রনের’ বিষয়ে তাঁরা অবহিত হয়েছেন। এই ভাইরাসটি খুবই আগ্রাসী (অ্যাগ্রেসিভ)। এ কারণে আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে।

আজ শনিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি সেকেন্ড স্পেশাল সেশনে’ অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন নামের নতুন ধরনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, নতুন ভাইরাসটি করোনার অন্যান্য ধরনের তুলনায় কিছুটা বেশি আগ্রাসী হলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে। সব বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সব জেলা শহরের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

ভাইরাসটি নিয়ে বেশি আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের আক্রান্ত অন্যান্য জায়গা থেকেও যারা আসবে, তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই স্ক্রিনিং ছাড়া যেন আক্রান্ত দেশের কোনো ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

The post করোনার নতুন ধরন: আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত বাংলাদেশের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3151FgO

বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশকে আরও ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের করোনার টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটি।

শনিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এক টুইট বার্তায় জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশকে ১.৭৯ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে। কোনো স্ট্রিং সংযুক্ত না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ অন্যান্যদের জীবন বাঁচানোর জন্য টিকার সমর্থন দিয়ে যাচ্ছে।

গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

The post বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FW5Nz7

Friday, November 26, 2021

করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম ‘ওমিক্রন’: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে ।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠক ডাকে। বৈঠকে নতুন ভেরিয়েন্টটির নামকরণ করা হয়।

ডব্লিউএইচ’র এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করছে। এটার নতুন নাম দেওয়া হয়েছে ওমিক্রন। প্রাথমিকভাবে হাতে আসা তথ্য বলছে, এই ধরনটির মাধ্যমে করোনার সংক্রমণ নতুন করে বিস্তারের ঝুঁকি রয়েছে।

নতুন শনাক্ত হওয়া ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধরনটির সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কিনা তা এ সময়ের মধ্যে খতিয়ে দেখা হবে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও টিকার ওপর কোনো প্রভাব আসবে কিনা তা জানার চেষ্টা করা হবে।

বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়ামে এখন পর্যন্ত একজনের শরীরে শনাক্ত হয়েছে ধরনটি।

The post করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম ‘ওমিক্রন’: ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lcrZx1

আফ্রিকায় করোনার নতুন ধরন: বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন শনাক্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে । ব্রিটিশ স্বাস্থ্য সুরক্ষা সংস্থার দাবি- আজ পর্যন্ত যত ধরনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।

করোনার নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা শুরু করেছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ইসরায়েল, সিঙ্গাপুর এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। খবর আল-জাজিরার।

নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক সেক্রেটারি সাজিদ জাভিদ বলেন, করোনার নতুন ধরন সংক্রমণ দেখা দেওয়ায় উদ্বিগ্ন দেশটির বিজ্ঞানীরা। আমরা এখন পর্যাপ্ত তথ্য জানি না, কত সংখ্যক মানুষ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত হয়েছেন। তবে এটি অবশ্যই উদ্বেগের কারণ ও সতর্ক হওয়ার সঠিক সময়।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নও নতুন করে বিধিনিষেধ আরোপের ব্যাপারে বিবেচনা করছে। বিশেষ করে বর্তমানে ইউরোপে করোনা মহামারির চতুর্থ ঢেউ চলছে।

গত দুই সপ্তাহ আফ্রিকার সাত দেশ—দক্ষিণ আফ্রিকা, লেসোথো, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া ও এসওয়াতিনি দেশে ভ্রমণ করা কোনো ব্যক্তিকে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নেদারল্যান্ডসও একই ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেন, এয়ারলাইন্সগুলো দক্ষিণ আফ্রিকা থেকে শুধু জার্মান নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারবে এবং এছাড়া ভ্রমণকারীদের অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার গণমাধ্যমকে বলেন, মালাবি থেকে আসা ইসরায়েলের এক যাত্রীর মধ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। যেটা ইসরায়েলেই প্রথম। শনাক্ত হওয়া ব্যক্তি ও তার সঙ্গে ভ্রমণকারী দুই সন্দেহভাজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা তিনজনই করোনার পূর্ণ ডোজ নিয়েছিলেন।

 

The post আফ্রিকায় করোনার নতুন ধরন: বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rhLV5g

Wednesday, November 24, 2021

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসঙ্ঘের অনুমোদন

ফাতেহ ডেস্ক:

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে অনুমোদিত হয়েছে। পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় বুধবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন এবং একে বাংলাদেশের উন্নয়নযাত্রার এক মহান মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ জাতিসঙ্ঘ নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণের মাধ্যমে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের এ অর্জন বিশ্বদরবারে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরো অধিকতর উন্নয়নের যাত্রাকে ত্বরান্বিত করবে।

এদিকে জাতিসঙ্ঘের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের ক্ষেত্রেও একই সুপারিশ করা হয়েছে। এই তিন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। সাধারণত প্রস্তুতির জন্য তিন বছর সময় দেয়া হয়। করোনার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বাড়তি সময় দেয়া হলো।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতিসঙ্ঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড পূরণের সুপারিশ লাভ করে বাংলাদেশ। সিডিপি একইসাথে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছর প্রস্তুতিকালীন সময় দেয়ার সুপারিশ করেছিল।

প্রস্তুতিকালে বাংলাদেশ এলডিসি হিসেবে যেসব সুযোগ-সুবিধা পেয়ে আসছিল, সেগুলো অব্যাহত থাকবে। তা ছাড়া বর্তমান নিয়মে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশ ২০২৬ সালের পর আরো তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে।

সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ তুলনামূলক দুর্বল, সেসব দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।

The post স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসঙ্ঘের অনুমোদন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3nNNGVz

Tuesday, November 23, 2021

মানবদেহে ট্রায়ালের অনুমতি পেল বঙ্গভ্যাক্স

ফাতেহ ডেস্ক:

ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষার জন্য অনুমোদন পেল দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’। মঙ্গলবার (২৩ নভেম্বর) গ্লোব বায়োটেকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ নভেম্বর গ্লোব বায়োটেক বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমার পর গত রোববার (২১ নভেম্বর) ন্যাশনাল রিসার্চ ইথিকস কমিটি বৈঠকে বসে এবং সেই বৈঠক থেকেই টিকাটি মানবদেহে পরীক্ষার অনুমোদন পায়।

ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, বঙ্গভ্যাক্স টিকা এক ডোজের। এটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড) দিয়ে তৈরি, তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। ইঁদুরের দেহে টিকাটি পরীক্ষা করে ৯৫ শতাংশ কার্যকারিতা পায় গ্লোব বায়োটেক।

এর আগে গত ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বিএমআরসির কাছে প্রটোকল জমা দেয় গ্লোব বায়োটেক। বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা পড়ে ১৭ ফেব্রুয়ারি। গত ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে পরীক্ষা শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর।

 

The post মানবদেহে ট্রায়ালের অনুমতি পেল বঙ্গভ্যাক্স appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DSmoDq

ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের শরীরে ‘শতভাগ কার্যকর’

ফাতেহ ডেস্ক:

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দ্বিতীয় ডোজ দেওয়ার চার মাস পর্যন্ত ১০০ ভাগ কার্যকারিতা দেখিয়েছে বলে কোম্পানিটি দাবি করেছে। ট্রায়ালের পর্যবেক্ষণ রিপোর্টের বরাত দিয়ে ফাইজার এমন দাবি করেছে বলে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২২৮ জনের ওপর টিকা প্রয়োগ করে পর্যবেক্ষণ চালানো হয়েছে। এতে দেখা যায়, দ্বিতীয় ডোজের পরে অন্তত ছয় মাস ফলোআপ করা হলেও, তাদের মধ্যে কারও ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা যায়নি।

ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, ‘এই ফলাফল কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের টিকা ব্যবহারে আস্থা আরও বাড়িয়ে দেবে। আমরা শিগগির এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এই ফলাফলের তথ্য ভাগ করে নিতে আগ্রহী।’

The post ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের শরীরে ‘শতভাগ কার্যকর’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3qYfoRH

Saturday, November 20, 2021

সবার জন্য মসজিদে নববীর দ্বার উন্মুক্ত হলো

আন্তর্জাতিক ডেস্ক:

মুসুল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবেন। খবর গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর।

সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদির সংবাদপত্র ওকাজের প্রতিবেদন বলছে, মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি যে টিকার দুই ডোজ নিয়েছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।

করোনা সংক্রমণ কমে আসায় সতর্কতামূলক ব্যবস্থা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিথিল করার পর মসজিদে নববী খুলে দেওয়া হলো। মক্কার বাইতুল্লাহও এখন সবার জন্য উন্মুক্ত।

 

The post সবার জন্য মসজিদে নববীর দ্বার উন্মুক্ত হলো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/30GVIqk

করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

অবশেষে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম প্রাণহানির পর ফাঁকে কয়েকদিন দেশ মৃত্যুহীন ছিল। কিন্তু ওই বছরের ৪ এপ্রিল দুজনের মৃত্যুর মধ্য দিয়ে যে শোকের মিছিল শুরু হয়, তা আর থামেনি। শেষ পর্যন্ত এক বছর সাত মাস ১৬ দিন পর এমন সুখবর পেলো বাংলাদেশ।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুসের সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি নমুনা। এতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন। ফলে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৯৪৬ জন। মোট মৃতদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৮৭ জন ও নারী ১০ হাজার ৫৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন রোগী। ফলে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৩৮ হাজার ছয়জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি সাত লাখ ছয় হাজার ৬৬২ জনের। করোনা শনাক্তের শুরু থেকে এখন পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ।

বিশ্বে অর্ধকোটিরও বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে ওই বছরের ১৮ মার্চ। এরপর ফাঁকে ফাঁকে মার্চের কয়েকদিন দেশ মৃত্যুহীন থাকলেও এপ্রিল থেকে এমন কোনো দিন যায়নি, যেদিন করোনা কারও প্রাণ কাড়েনি। এমনকি ওই বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত করোনায় মৃত্যুর বড় ধাক্কা দেখা যায়।

তবে করোনার বড় ঢেউ দেখা যায় এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। বিশেষ করে জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রতিদিন শতাধিক মৃত্যুও হয়েছে। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনেরও মৃত্যু হয়েছে।

অক্টোবর থেকে করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। সবশেষ গত শুক্রবার (১৯ নভেম্বর) মৃত্যু হয়েছে সাতজনের।

The post করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DBseZn

Friday, November 19, 2021

ওমরাহ পালনে বিদেশিদের বয়স নির্ধারণ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এখন থেকে শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন।

শুক্রবার প্রকাশিত গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।

দেশটির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে। মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদেরও এ বিধান মানতে হচ্ছে।

The post ওমরাহ পালনে বিদেশিদের বয়স নির্ধারণ সৌদির appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FvI4FE

দারুননাজাত থেকে ঢাবি: দূরত্ব কতদূর?

হাসান ইনাম:

দারুননাজাত। পাঁচ বছর বেশ বড় সময়। অল্প কয়েকটা শব্দে হাজার দিনের দিনলিপি কিভাবে আটকাবো? দারুননাজাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে কতক্ষণ লাগে? দারুননাজাত মাদরাসার সামনে থেকে রিকশা নিয়ে চিটাগাং রোড অথবা স্টাফ কোয়ার্টার। এরপর বাসে শাহবাগ বা চানখারপুল। বড়জোর এক ঘন্টা। খুব বেশি জ্যাম না থাকলে ত্রিশ মিনিটেও যাওয়া যায়। কিন্তু আমার পাঁচ বছর লেগে গেলো। এই পাঁচ বছরের জার্নির কথা কিভাবে লেখবো কয়েক শো শব্দে? রাস্তায় কত কত মানুষের সাথে দেখা হলো। কত কত মানুষ যাত্রাসঙ্গী হলো, কত মানুষকে হারিয়ে ফেললাম।

তবে এমন একটা লেখা লেখবো আমি ভেবেছি অনেকবার। হলের ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভেবেছি, শীতের রাতে হলের বারান্দায় বসে ভেবেছি। একা একা শীতলক্ষ্যার পাশে হাঁটতে হাঁটতে ছক কষেছি। কিন্তু এখন স্মৃতির ঝাঁপি খুলে বিহ্ববল হয়ে বসে আছি। তাসের ভর্তি পরীক্ষার দিনের কথা মনে পড়ছে। আমাদের ক্লাসগুলোর নাম আরবিতে ছিল। খামেস, সাদেস, সাবে, তাসে, আশের। আমার তাসে অর্থাৎ ক্লাস নাইনে দারুননাজাতে ভর্তি হই। আমার ধারণা ছিল আমি ভর্তি পরীক্ষায় ফেল করবো। আমি দুটো পরীক্ষার রেজাল্ট নিয়ে খুব টেনশনে ছিলাম। একটা ঢাবির ভর্তি পরীক্ষার রেজাল্ট আরেকটা তাসের৷ পরীক্ষার দিনেই রেজাল্ট দিয়ে দেয়৷ আমি মসজিদে বসে আছি৷ খুব চিন্তা হচ্ছে। মাঝেমধ্যে একটু খুশিও হচ্ছি যে পরীক্ষা খারাপ যেহেতু হয়েছে রেজাল্ট আসবে না৷ আর পাশ না করলে এখানে ভর্তি হতে হবে না। সম্ভবত দারুননাজাতে আসা সব ছাত্র প্রথমেই এটা ভাবে৷ কিন্তু দেখা গেলো আমি পাশ করে গেলাম কোনরকমে৷ ভর্তিও হয়ে গেলাম। দারুননাজাতে নিয়মিত ক্লাস করা বাধ্যতামূলক৷ তাই কওমি মাদরাসার পড়াশোনা শেষ। নতুন যাত্রা শুরু হলো৷

তখন আমার প্রথম বইটা কেবল বের হইছে। ভিতরে ভিতরে বড়সড় লেখক ভাব নিয়ে হাঁটি৷ দারুননাজাতে ভর্তি হওয়ার আগের দুই-তিন বছর খুব এক্টিভ লেখালেখিও করেছি। কেবল লেখালেখি না আরো অনেককিছুই৷ এখনও আমি সেইসব কাজ বা নেটওয়ার্কিং নিয়েই চলছি। তাই স্বভাবতই একটা হামবড়া ভাব ছিল আমার ভিতর৷ দারুননাজাতে যাওয়ার পর সেটা ভেঙে গেলো। আবিষ্কার করলাম আমি কিছুই না৷ কেউ আমাকে চিনে না৷ একটা ঠুনকো মায়াজালের ভিতরে যে ছিলাম কিছুদিন সেটাও আস্তে আস্তে বুঝতে শিখলাম। দারুননাজাতে এসে আমি আমার লেখক পরিচয় বা অন্যসবকিছু পুরোপুরি বুক পকেটে রেখে দিলাম। মাদরাসার ভিতরে খোয়ানি হলের পাঁচ তলায় থাকি৷ নিয়মিত ক্লাসে যাই। সবার সাথে লাইনে দাঁড়িয়ে খাবার উঠাই৷ রাতের বেলা লাইটের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই৷ লাইট কেন অফ করে না রাতে সেটাও কাউকে জিজ্ঞেস করি না। মাদরাসার ভিতরের হলগুলো হেফজখানার মতো বা কওমি মাদরাসার মতোই। বাইরের হলগুলো রুম রুম। প্রত্যেক রুমে তিনটা বা চারটা খাট৷ ভর্তির সময় যাকে যেই হল দেয়া হয় সেখানেই থাকতে হয়, সেখান থেকে নড়াচড়া খুব কষ্টের কাজ৷ কিন্তু কয়েকমাস পরেই আমি বাইরের একটা হলে চলে যাই৷ আননাজাত নামে নতুন একটা হলে উঠি।

মাঝখানে বলে রাখি পড়াশোনার কোনো কথাই আমি এই লেখায় আনবো না। যদি ভুলে একটা-দুটো চলে আসে সেটা ভিন্ন কথা। যাইহোক, এদিকে আমার ততোদিনে নতুন নতুন বন্ধু হচ্ছে৷ রকিব, আমান, নাবিল, আনিস, তাউসিফ, মিয়াদ, মাইনু, রোকন, সাখাওয়াত…। আমান আমার নতুন হলের রুমমেট৷ আননাজাত হলে আমরাই ছিলাম সিনিয়র৷ আর ক্লাস সেভেন বা সিক্সের কিছু ছাত্র ছিল। মাত্র কয়েকমাস ছিলাম। তবে সময়গুলো খুব দারুণ কেটেছে। আননাজাত হলে থাকতেই একটা ঘটনা আমার জীবনের মোড় অনেকাংশে ঘুরিয়ে দেয়। একদিন বিকালে স্থানীয় কিছু বখাটে ছেলেরা আমাকে আক্রমণ করে। মূলত আমার মোবাইল নেয়ার জন্য ওরা আমাকে ধরেছিল। মাদরাসারায় যাওয়ার রাস্তায় একটা পরিত্যক্ত ভবন আছে। ওরা আমাকে ডেকে ওখানে নিয়ে যায়। এই ঘটনা অনেক বড়। সারকথা হলো আমি ওদের হাত থেকে ছুটে মাগরিবের আগেই মসজিদে ঢুকে যাই। ওইদিন ছিল বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার মাগরিব থেকে এশা পর্যন্ত মাদরাসার মসজিদে এসলাহি জলসা হয়। আমি মসজিদে নামাজের পর সবার সাথে বসে বয়ান শুনছি। এদিকে বাইরে রটে গেছে আমাকে আর পাওয়া যাচ্ছে না। হুলস্থুল অবস্থা। আমি হাত-পা ছোড়াছুড়ি করে ওদের হাত থেকে ছুটে যখন বের হয়েছি তখন সামনেই দেখি আমার ক্লাসের এক ছাত্র। ওরে শুধু বলেছি, আমাকে ওরা মারধর করছে। তুমি গিয়ে কোন একজন হুজুরকে বলো। ওই ছেলে দৌড়ে গিয়ে মোহাম্মদ স্যারকে জানাইছে। আমি কিছুটা ধাতস্থ হয়ে মসজিদের দিকে চলে গেছি। মাথায় পানিটানি দিছি। মোহাম্মদ স্যার আরো কিছু ছাত্র নিয়ে সঙ্গে সঙ্গেই হয়তো আসছে। কিন্তু তখন তো আমি মসজিদে। আমি নতুন একটা ছাত্র। সব হুজুর, সব ছাত্র আমাকে এই পরিচয়ে চিনলো যে, আমি মাইর খাইছি। আমি ট্রমার ভিতর পড়ে গেছিলাম। ট্রমা থেকে বের হওয়ার জন্য বুক পকেট থেকে লেখক সত্তা বের করে আনলাম আবার। একদিন সাহস করে প্রিন্সিপাল হুজুরের রুমে একটা লেখা নিয়ে গেলাম। হুজুর সাহিত্যানুরাগী৷ মাদরাসার নিজস্ব মাসিক পত্রিকা আছে। বিভিন্ন স্মারক আর স্মরণিকা বের হয় নিয়মিত। সবচেয়ে বড় কথা মাদরাসার নিজস্ব একটা প্রকশনী আছে।
হুজুরকে আমার লেখাটা দেখালাম। বেশ খুশি হলেন। মুচকি হেসে বললেন, ‘লেখক মানুষ আবার মাইর খায় কেমনে?’
এরপর আস্তে আস্তে ওইদিনের ঘটনা চাপা পড়ে গেলো। মাদরাসার পত্রিকা মাসিক বিকাশে আমার ধারাবাহিক উপন্যাস ছাপা হতে শুরু করলো। প্রিন্সিপাল হুজুরের নির্দেশে আমি আননাজাত হল ছেড়ে রিয়াজুল জান্নাত- ১২ নম্বর হলে উঠলাম।

বারো নাম্বার হলে ওঠা আমার জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট। আমি যেই রুমে উঠলাম ওই রুমে নাকি কলরবের আবু রায়হান থাকতো। ভালো একটা সার্কেল পেলাম৷ পরিবেশও খুব সুন্দর। বড় মাদরাসা বা বড় প্রতিষ্ঠানে পড়লে নিজের স্বপ্নটা বড় হয়। এছাড়া আর তেমন কিছুনা। সবখানেই সিলেবাস এক, পড়াশোনা এক। আমার রুমমেট ছিল মাহমুদ ভাই। মাহমুদ ভাই এখন মিশরে আল-আজহারে পড়েন। আমরা যখন আশেরে পড়ি তখন দারুননাজাত থেকে প্রায় ৬৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আমার হলের মোজাম্মেল ভাই ডি ইউনিটে দশের ভিতরে ছিল। এছাড়াও মুহসিন ভাই, জাওয়াদ ভাই সহ হলের অনেকেই চান্স পায়৷ এরকম কাছ থেকে সফলতা দেখলে স্বপ্নটা আর স্বপ্ন থাকে না। মনে হয় বাস্তব। আমার মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা তখন একটু একটু আসছে।
শাহবাগ মোড়ে বড় স্ক্রিনে খেলা দেখানোর কথা। টি-টুয়েন্টি বিশ্বকাপ চলছে তখন। সেদিন কোনো কারণে খেলা বন্ধ অথবা সম্প্রচার বন্ধ। আমি টিএসসি বসে আছি। যিয়াদ আসবে বলেছিল, আসেনি। আমি একা বসে আছি। তীব্র রোদ, তপ্ত দুপুর। ওই দুপুরে সম্ভবত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার স্বপ্ন প্রথম দেখেছিলাম। এর আগে রাত বিরাতে, সকালে বা বিকালে বহু বসে ছিলাম ফুলার রোডে, উদ্যানে বা টিএসসিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার কথা চিন্তাও করেছি বা ভেবেছি। কিন্তু সেদিন দুপুরের ব্যাপারটা ভিন্ন। বুকের ভিতর কেমন যেন একটা ছটফটানি। আমি তখন ক্লাস নাইনে।

এই স্বপ্নটা আরো বড় করে তুললো মোহাম্মাদ বিন ইয়াহয়া স্যার। ক্লাস নাইনে স্যারের অসামান্য সব মোটিভেশন, জীবন চলার পাথেয় আমাকে একটু একটু করে সাহসী করে তুলছিল। ভয়াবহতা বা লড়াই সম্পর্কে তখনও কিছু জানি না।

দারুননাজাতে আমাকে আরো একটু জায়গা করে দিল ‘রেনেসাঁ’। ‘রেনেসাঁ’ আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি ক্লাস নাইনেই নাম লেখায় অভিনয়তে। ইংরেজি স্যারের নজরে আসি। স্যার আমাকে নাট্যকার বলে ডাকতেন। আমাদের দাখিল পরীক্ষার রেজাল্টের আগেই স্যার মারা গেলেন। আমি এখনও একাডেমিক ভবন বা মসজিদের সিঁড়ি দিয়ে নামার সময় শুনি স্যার আমাকে নাট্যকার বলে ডাকছে।

দাখিল পরীক্ষার পর আলিমেও দারুননাজাত ভর্তি হই। আগের ছেলেমানুষিগুলো কমে যেতে থাকে। মাদরাসায়ও কিছুটা সিনিয়র হয়ে যাই। আলিমে ‘ডিবেট’ করার সুযোগ পাই। দারুননাজাতের সব হীরাপান্না ছাত্রদের সাথে ডিবেট করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। সাইফুল্লাহ, জাকারিয়া আমি আর কামরুল ভাই ছিলাম আমাদের শাখার ডিবেট দলে। আমরা প্রথমে আলিফ শাখার সাথে জিতে যাই৷ সাফওয়ান, রাশেদ, আশিক, হুজাইফা ছিল আলিফ শাখার ডিবেট দলে। ওদের সাথে জিতে যাওয়া মানে অনেক বড় কিছু৷ সাইফুল্লাহ, জাকারিয়া থাকতে কোন এক অজানা কারণে আমাকে দলনেতা বানানো হয়েছিল। আলিফ শাখার সাথে জিতে ফাইনাল রাউন্ডে দাল শাখার সাথে হেরে বসি৷ আলিম ফার্স্ট ইয়ার এই ডিবেটেই কেটে যায়৷ সেকেন্ড ইয়ারে ক্লাস ছিল অল্প কয়েকদিন। আমাকে আবার রেনেসাঁর থিয়েটার পরিচালকের দায়িত্ব দেয়া হয়। এটাও ছিল পরম সৌভাগ্য।

দারুননাজাতে ক্লাস থেকে ক্লাসের বাইরে আমি বেশি শিখেছি। নতুন নতুন অনেক কিছু ভাবতে শিখেছি, করতে শিখেছি। আমার দারুননাজাত এমন একটা মাদরাসা, এখান থেকে আপনি যা হতে চান, তাই হয়েই বের হতে পারবেন। আলিম পরীক্ষা তো আর হলো না। করোনার শুরুতে বাসায় চলে আসি। আমার অন্যান্য বন্ধুদের তুলনায় আমি দারুননাজাতের জার্নিটা ছোট। কিন্তু আমার মনে হয় অভিজ্ঞতা সঞ্চয়ের দিক থেকে আমি একটু বেশি সুযোগ পেয়েছি। এই ছোট্ট লেখাটায় আমি তেমন কিছুই বলতে পারলাম না। আমি যাত্রাপথের কুসুমাস্তীর্ণ অংশটুকুর কথাই লেখলাম। মহাসড়কে ওঠার আগে যে অসংখ্য গলি-ঘুপচি আর গলি-ঘুপচিতে ঘাপটি মেরে থাকা বিষাদ, কষ্ট আর হতাশা, তাদের কথা আর লেখলাম না। তোমকে ধন্যবাদ দারুননাজাত, আমাকে নতুন করে পথ চলতে শেখানোর জন্য।

The post দারুননাজাত থেকে ঢাবি: দূরত্ব কতদূর? appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3HGunps