Friday, December 10, 2021

বুস্টার ডোজ নেয়ার পরও ওমিক্রনে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই রোগীর সন্ধান পাওয়া গেছে সিঙ্গাপুরে। তারা উভয়েই করোনা প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ওমক্রিনে শনাক্ত রোগীদের কথা জানানো হয়। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। তাই সিঙ্গাপুরেও আরও শনাক্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৮৭ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। যাদের বেশিরভাগই ফাইজার অথবা মডার্নার টিকা গ্রহিতা। সেইসঙ্গে দেশটির ২৯ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

চলতি সপ্তাহে ফাইজার-বায়োনএটেক টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি দাবি করে, ওমিক্রন মোকাবিলায় ফাইজারের বুস্টার ডোজ কাজ করবে।

বুধবার (৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানান, টিকার তৃতীয় ডোজ দিয়েই এই নতুন ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া সম্ভব। করোনা ছড়িয়ে পড়ার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব করোনা টিকার প্রথম দুই ডোজ পুরোপুরি সম্পন্ন করে এবং তৃতীয় ডোজ নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।

The post বুস্টার ডোজ নেয়ার পরও ওমিক্রনে আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rTqish

No comments:

Post a Comment