Monday, December 27, 2021

দেশে মঙ্গলবার থেকে শুরু করোনার বুস্টার ডোজ

ফাতেহ ডেস্ক:

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এদিকে, বুস্টার ডোজ পেতে পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানান, আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ সারাদেশে দেওয়া হবে। কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা হবে বলে জানান তিনি।

এছাড়া যাদের টিকা দেওয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

কাদের কাছে এসএমএস যাবে প্রশ্নের জবাবে তিনি জানান, যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।

 

The post দেশে মঙ্গলবার থেকে শুরু করোনার বুস্টার ডোজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3puXUeD

No comments:

Post a Comment