Thursday, December 9, 2021

ওমিক্রনের ভয়ে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর থেকে। ওই মর্মেই বিবৃতি দিয়েছিল ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। কিন্তু, দুনিয়াজুড়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। ওই কারণে নিষেধাজ্ঞা তোলার জায়গায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এক বিবৃতিতে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ জানিয়েছে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আন্তর্জাতিক কমার্শিয়াল যাত্রীবাহী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জারি থাকবে।

প্রসঙ্গত, মহামারীর কারণে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে। তবে ২০২০-র মে থেকে ‘বন্দে ভারত’ মিশন ও জুলাই থেকে দ্বি-পাক্ষিক জৈব সুরক্ষা বলয় চুক্তির সাহায্যে কিছু ‘স্পেশ্যাল’ আন্তর্জাতিক ফ্লাইট চলছে। ৩২টি দেশের সাথে জৈব সুরক্ষা বলয়ের চুক্তি হয়েছে ভারতের। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মতো দেশ।

সূত্র : আজকাল

The post ওমিক্রনের ভয়ে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DKUyb4

No comments:

Post a Comment