Sunday, December 26, 2021

২০২১ সালে বিশ্বের আলোচিত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

বিগত বছরের মতো ২০২১ সালেও করোনা থাবা বিস্তার করেছিল। তবে বিদায়ি বছরে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও নতুন ভ্যারিয়েন্টের আগমণ ঘটেছে তারপরও গত বছরের চেয়ে এ বছরটি কিছুটা স্বস্তিদায়ক ছিল। মহামারি ছাড়াও চলতি বছর আরো অনেক ঘটনা আলোচনায় আসে। এরকম আলোচিত ৫ টি ঘটনা নিয়ে এখানে আলোকপাত করা হলো

১. মার্কিন প্রেসিডেন্ট পদে জো বাইডেন

জো বাইডেন ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। কমলা হ্যারিস দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হন। এবারের ক্ষমতা হস্তান্তর ছিল কিছু ব্যতিক্রমী। প্রথা অনুযায়ী বিদায়ি প্রেসিডেন্ট নব নির্বাচিত প্রেসিডেন্টের কাছে দায়িত্ব বুঝিয়ে দেননি। বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে হোয়াইট হাউজ ত্যাগ করেন।

২. তালেবান ফের ক্ষমতায়

আফগানিস্তানে ১৫ আগস্ট আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতায় আসে। তালেবানের এই জয়কে প্রতিবেশী ইরান ও পাকিস্তান স্বাগত জানায়। দেশটিতে দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে। সরকারি হিসেবে আড়াই হাজারের বেশি মার্কিন সৈন্য ও প্রায় ৪ হাজার মার্কিন বেসামরিক লোক নিহত হন। অন্যদিকে আফগানিস্তানে ১ লাখ ৭০ হাজারের ওপর প্রাণহানি ঘটে।

৩. নতুন রূপে করোনা

চলতি বছর করোনা ভাইরাস বিদায় না নিলে অনেকটা স্মিত হয়ে পড়ে বলে অনুমান করা হয়। তবে এর নতুন রূপ বা ভ্যারিয়েন্ট বিশ্ববাসীর কপালে নতুন করে ভাঁজ ফেলে। এর আগে হাম, পোলিও বা ম্যালেরিয়ার টিকা উদ্ভাবন করতে অনেক বছর সময় লেগেছিল। করোনার টিকা আসতে এত সময় না নিলেও নতুন নতুন ভ্যারিয়েন্ট এর কার্যকারিতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ৮৯টি দেশে শনাক্ত হয়। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও দ্রুততার সঙ্গে ছড়ায়। সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগ ছড়িয়ে দেয় ইউরোপ এবং আমেরিকায়।

৪. মিয়ানমারে সেনা অভ্যুত্থান

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর দেশটি বিক্ষোভে উত্তাল থাকে। নিয়মিতই কোনো না কোনো শহরে বিক্ষোভ হয়। ১ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত এবং ৩ হাজার লোক আটক হয়। যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়। বহির্বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে মিয়ানমার। এসব কিছুর পরও নমনীয় হয়নি সামরিক জান্তা। ৯ এপ্রিল প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তরের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করে বলে আগামী দুই বছরের মধ্যে নির্বাচিত সরকারের কাছে এটি করা হবে।

৫. গাজায় ইসরাইলি হামলা

চলতি বছর এপ্রিল ও মে মাসে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ও ইসরাইল আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসে। অস্ত্রবিরতি হলেও সংকট কাটছে না এখনই। মে মাসের ১০ তারিখ থেকে ২১ তরিখ পর্যন্ত চলে ইসরাইলের সামরিক হামলা। ২১ মে ভোররাতে উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হয়। ঘটনার শুরু জেরুজালেমের শহরতলী এলাকা শেখ জাররাহ থেকে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদকে কেন্দ্র করে। লড়াই শুধু যে গাজা আর ইসরাইলের কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল তা নয়। সংঘাত ছড়িয়ে গেছে ইসরাইলের ভেতরেও। সেখানে ইহুদি ও আরবদের সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। ইসরাইলের শহর লদে একটি ব্যস্ত সড়কে সেদেশের আরব নাগরিকদের গাড়ি লক্ষ্য করে ইহুদির পাথর ছুড়তে দেখা গেছে। এই আরবরা ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছিল। এর আগে সেখানে আরবদের হাতে এক বন্দুকধারী ইহুদি নিহত হয়। ইসরাইলের আরব নাগরিকরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে এবং ইহুদিদের একটি উপাসনালয়ে হামলা করে। লদ ছাড়া ইসরাইলের রামলে, আক্রে, নাজারেথ, হাইফা ও বন্দরনগরী জাফা থেকেও আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।

 

The post ২০২১ সালে বিশ্বের আলোচিত ৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3sGKCxH

No comments:

Post a Comment