Wednesday, December 8, 2021

মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্ডান সফরে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্ডান, পর্তুগাল ও তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরিভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের।

এ পর্যন্ত ৮৩ দেশকে সিডিসি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এ তালিকায় মঙ্গলবার অ্যান্ডোরা, সাইপ্রাস ও লিচটেনস্টেইন যুক্ত হয়েছে।

নতুন আইন অনুসারে আমেরিকা বিদেশি নাগরিকদের সে দেশ সফরের জন্য কোভিড টেস্টের নেগেটিভ বিপোর্ট বাধ্যতামূলক করেছে।

আমেরিকায় প্রকাশের একদিনের ভেতরে এ রিপোর্ট জমা দিতে হবে। এর আগে ভ্যাকসিন গ্রহণকারী বিদেশি সফরকারীরা তিন দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে পারতেন।

মার্কিন সরকার এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি দেশকে নিষিদ্ধের তালিকায় ফেলেছে যাদের নাগরিক আমেরিকায় প্রবেশ করতে পারবে না।

 

The post মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্ডান সফরে নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oyUtDd

No comments:

Post a Comment