Wednesday, December 15, 2021

২০২১ সালে গুগলে সবচে বেশি কী সার্চ হলো

ফাতেহ ডেস্ক:

সম্প্রতি গুগল তাদের বার্ষিক সার্চ প্রতিবেদন ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে। ২০২১ সালে মানুষ আগের বছরের মতো করোনাভাইরাস নিয়ে বেশি সার্চ করেনি। বরং খেলাধুলা এবং বিনোদন নিয়েই মানুষ সরব ছিল বেশি। যার প্রমাণ গুগল সার্চ।

‘ইয়ার ইন সার্চ’-এ দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া বনাম ভারত মেনস ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এবং একই টুর্নামেন্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে সার্চের কারণে খেলাধুলা সর্বোচ্চতে উঠে এসেছে। এ ছাড়া কোভিডের কারণে বাতিল হওয়া টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এ দুটিও সেরা দশ সার্চের মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতে শতকোটি ইন্টারনেট ব্যবহারকারীর কারণে এ ম্যাচগুলোর সার্চ সবচেয়ে বেশি হয়েছে। এর কারণও সহজ-ভারতেই সবচেয়ে বেশি ক্রিকেটপ্রেমী রয়েছে। তা ছাড়া ভারতীয় ক্রিকেটের ভক্তও অসংখ্য। বিনোদনের নানা বিষয়েও মানুষ অনেক বেশি খোঁজ করেছে। কোরিয়ান নেটফ্লিক্স শো স্কুইড গেমও গ্লোবাল এবং ইউএস লিস্টে উঠে এসেছে। আমেরিকায় রাজনীতি এবং ফিন্যান্স সেরা দশ ট্রেন্ডিং সার্চের মধ্যে রয়েছে। নতুন সার্চের মধ্যে ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টে ডোজিকয়েনের মিমি এবং এথেরিয়াম ক্রিপ্টোকারেন্সির মূল্য ইত্যাদি রয়েছে।

The post ২০২১ সালে গুগলে সবচে বেশি কী সার্চ হলো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DWWOMw

No comments:

Post a Comment