Friday, December 17, 2021

সাশ্রয়ী অর্থ মন্ত্রণালয়, বিদেশ ভ্রমণ ও গাড়ি কিনতে মানা

ফাতেহ ডেস্ক:

সম্প্রতি করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় সরকারি কর্মকর্তাদের মধ্যে বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনার প্রবণতা দেখা যাচ্ছে। তা রোধ করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিপত্র জারি করেছে।

১৪ ডিসেম্বর জারি করা এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, ঢালাও বিদেশ ভ্রমণ ও যানবাহন কেনা যাবে না। শুধু জরুরি ও অপরিহার্য প্রয়োজনে বিদেশ যাওয়া যাবে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার ক্ষেত্রে মিতব্যয়িতার কারণে গত অর্থবছর সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছিল।

চলতি ২০২১-২২ অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জন্য যা বরাদ্দ দেওয়া হয়েছে, কোনোভাবেই তার অতিরিক্ত ব্যয় দাবি করা যাবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে গত জুলাই মাসে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল।

নতুন পরিপত্রে বলা হয়েছে, চলতি অর্থবছরের বাকি সময় উন্নয়ন ব্যয়ের টাকা অব্যবহৃত থাকলে তা কোনোভাবেই পরিচালন বাজেটে নেওয়া যাবে না।

The post সাশ্রয়ী অর্থ মন্ত্রণালয়, বিদেশ ভ্রমণ ও গাড়ি কিনতে মানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3e2vJ06

No comments:

Post a Comment