Sunday, December 26, 2021

অমিক্রনে প্রথম মৃত্যু অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে অমিক্রনে মৃত্যুর খবর জানা গেল। তবে হাসপাতালে ভর্তির হার কম হওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগের ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অমিক্রনে মৃত্যু হয়েছে কয়েকজনের। এদিকে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে অমিক্রন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অমিক্রন ধরনে আক্রান্ত অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি মারা যান। তাঁর বয়স আশির কোটায়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। প্রায় দুই বছর অস্ট্রেলিয়ায় নতুন প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় বিধিনিষেধ দেওয়া হয়। অবশেষে কিছু অংশ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছিল। এই সময়ে অমিক্রনে মৃত্যু তাতে বাদ সেধেছে।

অমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ অবশ্য তেমন বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানানো হয়েছে যে প্রবীণদের একটি কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। পরে সিডনির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দা।

নিউ সাউথ ওয়েলসের মহামারিবিদ ক্রিস্টিন সেলভে সরকারি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ওই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের উদ্বেগজনক ধরন অমিক্রন যুক্ত।’

 

The post অমিক্রনে প্রথম মৃত্যু অস্ট্রেলিয়ায় appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3puz7r5

No comments:

Post a Comment