Saturday, December 18, 2021

হাজিদের সেবাদানের বিষয়টি ঢেলে সাজাচ্ছে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারির কারণে প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা হজ ও ওমরাহ বিষয়ক অর্থনৈতিক কার্যক্রম ফের পুরোদমে সচল করতে সরকারি-বেসরকারী উভয় উদ্যোক্তার অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করছে সৌদি আরবের সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ‘হজ অ্যান্ড ওমরাহ ডেভেলপমেন্ট ফান্ড’ নামে একটি তহবিলও গঠন করা হয়েছে।

শুক্রবার সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহ পালন করতে বাইরের দেশ থেকে আসা তীর্থযাত্রীদের আবাসন, যাতায়াত ও অন্যান্য সেবাদানের বিষয়টিকে নতুন করে ঢেলে সাজাতে চাইছে সরকার; এবং তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে হজ ও ওমরাহ পালন করতে আসা যাত্রীদের সার্বিক সেবাদানের বিষয়টি সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে পরিচালিত হবে।

শুক্রবার মক্কার ব্যবসায়ীদের সংগঠন মক্কা চেম্বার্স অব কমার্সের বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন।

মক্কা চেম্বার অব কমার্সের সদস্য ও বিনিয়োগকারী আহমেদ বাজাইফ আরব নিউজকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী পরিষেবার সংক্রান্ত যাবতীয় বিষয় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত হবে, তবে গোটা ব্যাপারটি তত্ত্বাবধান করবে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। ‘হজ অ্যান্ড ওমরাহ ফান্ড’ নামে যে তহবিলটি গঠন করা হয়েছে- বেসরকারি উদ্যোক্তরা প্রয়োজনবোধে সেখান থেকে ঋণও নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

তবে হজ ও ওমরা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড হজ অ্যান্ড ওমরাহ কনভেনশনের প্রধান মোহসিন টুটলা অবশ্য মনে করছেন বৈশ্বিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় দেশের অর্থনীতিকে চাঙা রাখার জন্য হজ ও ওমরাহ খাতে অধিক মনোযোগ দিচ্ছে সৌদি সরকার।

 

The post হাজিদের সেবাদানের বিষয়টি ঢেলে সাজাচ্ছে সৌদি সরকার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3E1JOp2

No comments:

Post a Comment