Sunday, October 31, 2021

আজ শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকাদান

ফাতেহ ডেস্ক:

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ সোমবার (১ নভেম্বর)।

আজ শুধু রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

আগামীকাল হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও সাউথব্রিজ স্কুলে টিকা দেওয়া হবে।

সব মিলিয়ে ঢাকায় আপাতত আটটি স্কুলকেন্দ্রে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

টিকা দেওয়ার পর কোনো শিশুর প্রয়োজন হলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন ১৮ বছর বয়স পর্যন্ত টিকা দেওয়ার কার্যক্রম চলছিল। গত ১২ অক্টোবর মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সের ১২০ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এরপর আজ থেকে শুরু হচ্ছে শিশুদের রুটিন টিকাদান কর্মসূচি। যাদের ফাইজারের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গত বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের জানান, আপাতত প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

The post আজ শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকাদান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3Gx5pYO

Wednesday, October 27, 2021

তরুণদের টিকা দিতে উদ্বুব্ধ করতে ইউটিউবারদের সাহায্য চাইছে তুরস্ক

ফাতেহ ডেস্ক:

করোনায় বেশি আক্রান্ত হলেও তরুণদের মধ্যে টিকার নেওয়ার অনাগ্রহ বেশি। এ বিপত্তি এড়াতে ও টিকা নিয়ে সংশয় দূর করতে জনপ্রিয় ইউটিউবারদের দ্বারস্থ হয়েছে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে অনেকেই দুটি করে সিনোভ্যাক টিকা নিলেও বুস্টার ডোজ এড়িয়ে গেছেন এবং ১৮ থেকে ২৪ বছর বয়সীদের অনাগ্রহের কারণে টিকাদানের গতি মন্থর হয়ে এসেছে। অথচ ৪০ শতাংশ সক্রিয় রোগীর বয়স ২৩ বছরের নিচে।

এ প্রেক্ষিতে তরুণদের কাছে পৌঁছাতে ও টিকার গুরুত্ব বুঝিয়ে টিকাদানের গতি বাড়ানো ও সংক্রমণের হার কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ইউটিউবারদের সাহায্য চাইছে। তবে এ নিয়ে কী পরিকল্পনা করা হয়েছে তা পরিষ্কার নয়।

স্থানীয় ডেইলি হুরিয়াতকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাভাইরাস সায়েন্স বোর্ডের প্রফেসর সেমা কালতুফান তুরান বলেন, সামাজিক জীবন বজায় রাখতে, স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যেতে ও প্রিয়জনকে রক্ষা করতে তরুণদের টিকা নিতেই হবে।

তুরস্কের প্রায় ৩০ লাখ নাগরিক দুই ডোজ টিকা নিলেও এড়িয়ে গেছে তৃতীয় ডোজ। বিশেষজ্ঞরা বলছেন, এদের বেশির ভাগের বয়স ৬৫ বছরের ওপরে এবং তারা ঝুঁকির মুখে রয়েছে।

The post তরুণদের টিকা দিতে উদ্বুব্ধ করতে ইউটিউবারদের সাহায্য চাইছে তুরস্ক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31aJirb

কাল ৮০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন

ফাতেহ ডেস্ক:

গণটিকাদন কর্মসূচিতে ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কথা। কাল বৃহস্পতিবার এ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি তাঁদের আছে।

কালকের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক আজ বুধবার গণমাধ্যমকে বলেন, ‘কাল ৮০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আশা করি, গত মাসে যাঁরা প্রথম ডোজ পেয়েছিলেন, তাঁরা সবাই কাল দ্বিতীয় ডোজ পাবেন।’

নিয়মিত করোনার টিকাদানকেন্দ্রের বাইরে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলকায় এ বিশেষ টিকাদানের আয়োজন করছে স্বাস্থ্য বিভাগ। এর উদ্দেশ্য অল্প সময়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা।

 

The post কাল ৮০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jGy9of

Monday, October 25, 2021

ওমরাহ করতে কোয়ারেন্টিনে থাকতে হবে না মুসল্লিদের

আন্তর্জাতিক ডেস্ক:

ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের আর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের চিফ প্ল্যানিং ও স্ট্রাটেজি অফিসার ড. ওমর আল-মাদ্দাহ এ তথ্য জানান। খবর আরব নিউজের।

এর আগে গত ১৬ অক্টোবর মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে সামাজিক দূরত্বের বজায় রাখার নিয়ম তুলে নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে মক্কার মসজিদুল হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন।

এর আগে করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। তবে মহামারি ঠেকাতে যথাযথ স্বাস্থ্যবিধি মানার শর্তে এই অনুমতি দেওয়া হয়েছিল। এসব শর্তের মধ্যে ছিল ওমরাহ পালনে ইচ্ছুকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নিয়ম। এবার সেই নিয়মটিই তুলে নিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

The post ওমরাহ করতে কোয়ারেন্টিনে থাকতে হবে না মুসল্লিদের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3nukwcM

Friday, October 22, 2021

ডিসেম্বরেই দেশের ৫০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে: পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দেশের ৫০ভাগ মানুষকে ডিসেম্বরের মধ্যে করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে সিলেটে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডি কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি।

সিলেট হার্ট ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার ডা. আবদুল মালিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় জানানো হয়- সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ৫৪টি উপজেলায় ১৮ বছরের বেশি বয়সের সবার রক্তচাপ পরিমাপ করা হয়। উচ্চ রক্তচাপে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার পাশাপাশি তাদেরকে ফলোআপও করা হয়ে থাকে। ধীরে ধীরে দেশের সকল উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

আরও জানানো হয়, এই কার্যক্রমকে বেগবান করতে জনসচেতনতা সৃষ্টি এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ সেবনে জনগণকে উৎসাহিতকরণে কাজ করার লক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান হাবিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় প্রমুখ।

 

The post ডিসেম্বরেই দেশের ৫০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3E6UWRM

Wednesday, October 20, 2021

ঢাকাসহ ৫ বিভাগে করোনায় মৃত্যু নেই

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় দেশের বাকি তিন বিভাগে করোনা সংক্রমিত ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৬৯ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মোট ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮০। আগের দিন এ হার ছিল ২ দশমিক ২০।

The post ঢাকাসহ ৫ বিভাগে করোনায় মৃত্যু নেই appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ndkshn

Thursday, October 14, 2021

মসজিদুল হারামে ফিরল জমজমের কন্টেইনার

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় বিরতির পর মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামে জমজমের পানি ভরা পাত্রগুলো আবারও ওমরাযাত্রী এবং মুসল্লিদের জন্য উন্মুক্ত হলো। জমজমের পানির ১৫৫টি স্থায়ী পানি পানের জায়গা এবং ২০ হাজার কন্টেইনার পুনরায় স্থাপন করেছে কর্তৃপক্ষ।

২০২০ সালের প্রথম দিকে কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর কর্তৃপক্ষ পানি সরবরাহ করা বন্ধ করে দেয়। মহামারি চলাকালে প্রেসিডেন্সি বিপুল সংখ্যক কর্মী নিযুক্ত করে বিভিন্ন স্থানে জমজমের পানি বিতরণের জন্য। এরই মাঝে জমজম বিতরণের জন্য বিশেষ রোবট প্রযুক্তিও ব্যবহার করে হারামাইন কর্তৃপক্ষ।

হারামাইন পরিষদের উপ-পরিচালক মোহাম্মদ আল জাবরি বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাদানের হার বৃদ্ধির পর মাশরাবিয়া এবং কন্টেইনার পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ওমরাযাত্রী এবং গ্র্যান্ড মসজিদে জিয়ারতকারীদের করোনাভাইরাসের বিরুদ্ধে সব সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকল মেনেই নেওয়া হয়েছে।’

The post মসজিদুল হারামে ফিরল জমজমের কন্টেইনার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lFECB7

৩ কেন্দ্র থেকে টিকা পাবেন সাত কলেজ শিক্ষার্থীরা

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের জন্য টিকা কার্যক্রম শুরু হচ্ছে শিগরিরই। তারা তিনটি অস্থায়ী কেন্দ্র থেকে টিকা পাবেন। কেন্দ্র তিনটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

এরই মধ্যে সাত কলেজের প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর তিনটি কেন্দ্রের অনুমোদন দিয়ে সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছে।

জানা গেছে, ঢাকা কলেজ টিকাকেন্দ্রে ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের সব ছেলে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। ইডেন মহিলা কলেজ টিকাকেন্দ্রে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেয়ে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। সরকারি বাঙলা কলেজ টিকাকেন্দ্রে সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাংলা কলেজের ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন।

এসব কেন্দ্রে সিনোফার্ম করোনা টিকা ও লজিস্টিক তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরাদ্দ দেওয়ার জন্যও অনুরোধ করা হয়।

টিকা কার্যক্রম শুরুর বিষয়ে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান গণমাধ্যমকে বলেন, আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। সাত কলেজের অনেক শিক্ষার্থী হওয়ায় আমরা বড় একটি জায়গা খুঁজছি যেখানে কেন্দ্র করতে পারব।

The post ৩ কেন্দ্র থেকে টিকা পাবেন সাত কলেজ শিক্ষার্থীরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3BIkofA

নভেম্বরে বাংলাদেশে ভ্যাকসিন পাঠাবে জাপান

ফাতেহ ডেস্ক:

জাপান নভেম্বরে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে করোনার ভ্যাকসিন পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে ডিক্যাব টকে এ কথা জানান তিনি।

এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, অবকাঠামোগত উন্নয়নের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান, অব্যাহত উন্নয়ন আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অগ্রযাত্রাকে নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশি কোম্পানিগুলোর সুযোগ-সুবিধা ও কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ নিয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরি ও ব্র্যান্ডিং জোরদার করার পরামর্শ দেন তিনি।

The post নভেম্বরে বাংলাদেশে ভ্যাকসিন পাঠাবে জাপান appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3axApt4

Tuesday, October 12, 2021

ভারতে শিশুদের জন্য ‘কোভ্যাক্সিন’ প্রাথমিক অনুমোদন পেল

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের করোনা টিকাদান কর্মসূচিতে ব্যবহারের জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছে কোভ্যাক্সিন। করোনা মহামারি প্রতিরোধে ভারত সরকারের গঠিত বিশেষজ্ঞদের প্যানেল সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) মঙ্গলবার দেশের ২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এখন বাকি আছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রন সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিজিসিআই) অনুমোদন। এটি হয়ে গেলেই দেশটির শিশু ও অপ্রাপ্তবয়স্কদের টিকাদানে ব্যবহার করা শুরু হবে কোভ্যাক্সিনের ডোজ। তবে আশা করা হচ্ছে, ডিজিসিআইও দ্রুত এই আনুষ্ঠানিকতা শেষ করবে।

ভারতে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রথম যে করোনা টিকার অনুমোদন দিয়েছিল ডিজিসিআই, তার নাম জাইডাস ক্যাডিলা। এটি একটি ডিএনএ প্রোটিনভিত্তিক টিকা, অর্থাৎ এই টিকা প্রস্তুতে ব্যবহার করা হয়েছে এমন একটি রাসায়নিক, যা মানবদেহে প্রবেশ করে করোনা প্রতিরোধী প্রোটিন গড়ে তোলে।

অন্যদিকে, কোভ্যাক্সিন টিকা তৈরিতে ব্যবহার করা হয়েছে বৈজ্ঞানিকভাবে রূপান্তরিত করোনাভাইরাস, যা মানবদেহে প্রবেশ করলে শরীর অনেকটা স্বয়ংক্রিয়ভাবে করোনা প্রতিরোধী শক্তি গড়ে তোলে।

এই টিকাটি প্রস্তুত করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদভিত্তিক ওষুধ ও টিকাপ্রস্তুতকারী কোম্পানি ভারত বায়োটেক। গত ৩ জানুয়ারি জরুরি প্রয়োজনে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারের জন্য ডিসিজিআইয়ের অনুমোদন পায় কোভ্যাক্সিন।

ভারত বায়োটেকের কর্মকর্তারা জানিয়েছেন, শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য এ পর্যন্ত বয়সভিত্তিক তিনটি ট্রায়াল পরিচালনা করেছে কোম্পানি। প্রথম ট্রায়াল পরিচালনা করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে, দ্বিতীয় ট্রায়াল ৬ থেকে ১২ বছর বয়সীদের মধ্যে এবং তৃতীয় ট্রায়াল পরিচালিত হয়েছে ২ থেকে ৬ বছর বয়সীদের মধ্যে।

The post ভারতে শিশুদের জন্য ‘কোভ্যাক্সিন’ প্রাথমিক অনুমোদন পেল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3avBqSm

দেশে আজ করোনায় মৃত্যু ১৪

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭১৩ জনে।

এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫৪৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

The post দেশে আজ করোনায় মৃত্যু ১৪ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mEtyDy

Monday, October 11, 2021

টিকা নিলে ৯০ শতাংশ ঝুঁকি কমে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

টিকা নিলে মৃত্যুঝুঁকি বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কমে যায় বলে ফ্রান্সের এক গবেষণায় তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) প্রকাশিত হয় গবেষণা প্রতিদেনটি। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

মহামারী বিশেষজ্ঞ ও গবেষণাটি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা মাহমুদ জুরেখ বলেন, দেখা যাচ্ছে যে, যারা করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কম, যারা টিকা নেননি তাদের চেয়ে।

গবেষণা কাজে নিয়োজিত ছিলো ইপি-ফেয়ার নামে একটি বৈজ্ঞানিক টিম, যেটি ফ্রান্সের স্বাস্থ্যব্যবস্থা গঠন করে দেয়। জাতীয় স্বাস্থ্য বিমার আওতায় তারা এ গবেষণা সম্পন্ন করে।

গবেষণার ক্ষেত্রে এক কোটি ১৩ লাখ, ৫০ বছরের বেশি বয়সী মানুষ যারা টিকার ডোজ সম্পন্ন করেছেন তাদের সঙ্গে একই সমান টিকা না নেওয়া মানুষের তুলনা করা হয়। ২০২০ সালের ২৭ ডিসেম্বর যখন ফ্রান্সে টিকা দেওয়া শুরু হলো তখন থেকেই গবেষণার জন্য তথ্য সংগ্রহ শুরু হয় এবং চলে গত ২০ জুলাই পর্যন্ত।

গবেষণা প্রতিবেদনে থেকে আরও জানা যায়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর থেকে করোনায় সংক্রমিত হওয়ার শঙ্কা ৯০ শতাংশ কমে। দেখা গেছে, করোনার টিকা ৭৫ থেকে বেশি বয়সীদের শরীরে ডেল্টার বিরুদ্ধে ৮৪ শতাংশ সুরক্ষা দেয়। ৫০ থেকে ৭৫ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৯২ শতাংশ।

ইপি-ফেয়ারের গবেষণায় নেওয়া হয়েছে ফাইজার, মডার্না আর অ্যাস্ট্রাজেনেকার টিকা। সেখানে দেখা গেছে, টিকা নেওয়ার পর করোনায় গুরুতর সংক্রমণ ঠেকাতে পাঁচ মাস পর্যন্ত সুরক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হয়না।

মহামারী বিশেষজ্ঞ মাহমুদ জুরেখ আরও বলেন, এটি খুব অল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা হয়েছে। ডেল্টা ধরনের ক্ষেত্রে আরও কার্যকর ফলাফলের জন্য গবেষণা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

The post টিকা নিলে ৯০ শতাংশ ঝুঁকি কমে: গবেষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3v6HLxc

Sunday, October 10, 2021

বিলুপ্তির খাতায় নাম লেখালো ‘রাবেতাতুল ওয়ায়েজিন

ফাতেহ ডেস্ক :

ধর্মীয় আলোচক, মুফাসসির ও ওয়ায়েজদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টাদের সঙ্গে পরামর্শক্রমে সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তারা এই বিলুপ্তির ঘোষণা দেন।

গতকাল শনিবার (৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান ও মহাসচিব মাওলানা হাসান জামিলের পক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের সমন্বয়ে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। মূলত প্রশিক্ষণের মাধ্যমে ধর্মীয় আলোচকদের যোগ্যরূপে গড়ে তুলতে সহায়তা করার জন্যই সংগঠনটি কাজ করছিল।

এছাড়া করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন।

যে কারণে নেতৃবৃন্দ মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা পীরে কামেল অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা) ও সকল সদস্যের পরামর্শে এর বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।

বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান, সহ-সভাপতি মাওলানা লোকমান সাদী, মহাসচিব মাওলানা হাসান জামিল, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।

The post বিলুপ্তির খাতায় নাম লেখালো ‘রাবেতাতুল ওয়ায়েজিন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DHjpx9

Saturday, October 9, 2021

মানসিক স্বাস্থ্যের দিকে আরও বেশি মনোযোগী হবার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক:

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক বিশ্ব গড়তে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, বিশ্ব সভ্যতা বিকশিত হয়েছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিস্তর বৈষম্য ও নানাবিধ অসমতা রয়ে গেছে দেশে দেশে। এ অসমতা অর্থনৈতিক, সামাজিক এমনকি স্বাস্থ্য ক্ষেত্রেও। স্বাস্থ্যের দিকে যদি তাকাই, তাহলে মানসিক স্বাস্থ্য আরও বেশি উপেক্ষিত। অথচ সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক বিশ্ব গড়তে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

রোববার (১০ অক্টোবর) ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ গুরুত্ব দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মানসিক স্বাস্থ্যের এ প্রয়োজনীয়তা যথাযথভাবে অনুধাবন করে। এজন্য আমাদের সরকার ২০০১ সালে ঢাকার শেরে বাংলা নগরে প্রতিষ্ঠা করে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট’। সবার জন্য মানসিক স্বাস্থ্য বাস্তবায়নে এটি একটি মাইলফলক।

তিনি বলেন, বর্তমানে করোনা মহামারির এ বৈশ্বিক পরিস্থিতিতে জনসাধারণের মানসিক স্বাস্থ্য মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আক্রান্ত ব্যক্তি ছাড়াও পরিবারের সদস্য, সামাজের নারী, শিশু ও বৃদ্ধদের মানসিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন। এ পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে হবে।

জনগণের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ খাতে আরও বেশি মনোযোগী হতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাই। বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে— এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ। আমি ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১’-এর সার্বিক সাফল্য কামনা করছি।’

The post মানসিক স্বাস্থ্যের দিকে আরও বেশি মনোযোগী হবার আহ্বান প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3Dx2LAd

অবশেষে ভারত থেকে এলো ১০ লাখ ডোজ টিকা

ফাতেহ ডেস্ক:

অবশেষে রপ্তানির অনুমতি পাওয়ার পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা দেশে এসে পৌঁছেছে। সাত মাস পর শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান আসে।

বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা।ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব টিকা পাঠানো হয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা পুনের প্ল্যান্টে উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট।

এ কোম্পানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ‘কোভিশিল্ড’ কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। এরপর জানুয়ারিতে ৬০০ কোটি টাকার বেশি অগ্রিম হিসেবে দেয় সরকার, যা টিকার মোট দামের অর্ধেক।

চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ এবং ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে।

পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবে ২১ জানুয়ারি আরও ২০ লাখ ডোজ এবং ২৬ মার্চ ১২ লাখ ডোজ কোভিশিল্ড পেয়েছে বাংলাদেশ।

মার্চে ভারতে করোনাভাইরাস মহামারি চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

The post অবশেষে ভারত থেকে এলো ১০ লাখ ডোজ টিকা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3Ams1XD

Friday, October 8, 2021

দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার মানচিত্র

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারীতে দেশের তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। করোনা মহামারী শুরুর পর (৮ মার্চ ২০২০-৮ মার্চ ২০২১ পর্যন্ত) সর্বমোট আত্মহত্যা করে ১৪ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ৩২২টি কেস স্টাডি করে দেখা যায়, আত্মহত্যাকারীদের মধ্যে ৪৯ শতাংশই তরুণ-তরুণী। যাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

‘করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক বিপর্যয় : একটি প্রায়োগিক জরিপ’-এ এসব তথ্য উঠে এসেছে। বেসরকারি সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’ এ জরিপ চালায়; সংগঠনটি তরুণদের মানসিক ভারসাম্য নিয়ে কাজ করে। তারা গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জরিপকালে দেশের ২ হাজার ৫৫২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মতামত নেয়।

আঁচল ফাউন্ডেশনের জরিপে ঢাকা বিভাগ থেকে অংশগ্রহণকারীর হার সবচেয়ে বেশি। যা ১ হাজার ৪৮৪ জন (৫৮ দশমিক ২%)। দেখা যায়, মহামারীতে অধিকাংশ শিক্ষার্থী শহরেই অবস্থান করেন। এর মধ্যে ৭৭৪ জন গ্রামে আর বাকিরা শহরে ছিলেন। এ শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৩৮০ জন অবিবাহিত এবং ১৬২ জন বিবাহিত। ১০ জন তালাকপ্রাপ্ত। অংশগ্রহণকারীদের ৯৯৯ জন পুরুষ আর ১ হাজার ৫৫২ জন নারী। একজন তৃতীয় লিঙ্গের।

অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখসংখ্যক ২ হাজার ১২৫ জন ১৮ থেকে ২৩ বছর বয়সী। এর মধ্যে ১ হাজার ২৬ জন শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৭৩৩ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে আছেন ৫৮৭ জন। ৬২ জন মেডিকেল শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৩৬ জন। উচ্চ পর্যায়ের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থী।

প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে, অংশগ্রহণকারীদের ২ হাজার ১৬০ জন (৮৪ দশমিক ৬%) মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। ১৮ মাস ধরে চলা মহামারীতে ৯৮১ জন শিক্ষার্থী (৩৮ দশমিক ৪%) নিজে বা তার পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৮৮০ জন মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। এ ছাড়া করোনায় আক্রান্ত না হয়েও ১২৮০ জন মানসিক সমস্যায় ভোগেন। মহামারীতে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই অধিকাংশ শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। ১ হাজার ৫৪১ জন শিক্ষার্থী অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ছিলেন। এ ছাড়া একাকিত্বের কারণে ১ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েন। এদের মধ্যে ১ হাজার তিনজন শিক্ষার্থী লকডাউনে আশপাশের পরিস্থিতি ও থমথমে পরিবেশ এবং করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা জেনে মানসিক চাপে ছিলেন। ১ হাজার ৫৮ জন সেশনজটকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেন। ১ হাজার ২৮ জন টিউশনি চলে যাওয়া এবং আর্থিক অসচ্ছলতার কারণে অশান্তিতে ভোগেন। হীনমন্যতায় ভোগেন ৯৮৮ জন, করোনায় নিজে এবং পরিবার সংক্রমিত হওয়ার ভয়ে ছিলেন ৮৪৪ জন। এ ছাড়া পারিবারিক কলহের কারণে ৫০৭ জন, ক্লাস করার পর্যাপ্ত ডিভাইস না থাকায় ২৫৬ জন এবং পরিবার থেকে বিয়ের চাপের জন্য ২৫১ জনের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। আর সংশ্লিষ্টরা বলছেন, দেশে সম্প্রতি শিক্ষার্থী ও তরুণদের আত্মহত্যার পেছনে ওপরের কারণগুলো অন্যতম।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, মহামারীতে লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলেন ১ হাজার ৯২৮ জন (৭৫ দশমিক ৫%) শিক্ষার্থী। এ সময় ১ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী অনলাইন শিক্ষা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় কর্মহীন ছিলেন ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থী। আবার কেউ কেউ টিউশনি, লেখালেখি, ব্যবসা, পার্টটাইম চাকরি, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধেকের বেশি কর্মহীন ছিলেন। পড়ালেখার ক্ষেত্রে কোনো ব্যস্ততা না থাকায় শিক্ষার্থীরা অলস সময় কাটান, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। বেশির ভাগ শিক্ষার্থী যথাসময়ে না ঘুমানোর ফলে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। ফলত তাদের মানসিক ও শারীরিক স্বস্থ্যের ক্ষতি হয়। এ ছাড়া লকডাউনে ৩৬ দশমিক ৩% শিক্ষার্থী সাত-আট ঘণ্টার ওপর ভার্চুয়াল স্ক্রিনের সামনে থাকেন। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় সবাই দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকায় মাথাব্যথা, মনোযোগ কমে যাওয়া, অনিদ্রার সমস্যার সম্মুখীন হন। এ কারণে ৫৬ দশমিক ৩%-এর মাথাব্যথা, ৫১% এর ঘুমের সমস্যা, ৩৩ দশমিক ১%-এর চোখের সমস্যা, ৩৮ দশমিক ২% এর অনিয়মিত খাদ্যাভ্যাস, ঘাড়, হাত ও পিঠের ব্যথা ৩০ দশমিক ৪% এর, ৩০ দশমিক ৪ শতাংশের ওজন বৃদ্ধি, ২১ দশমিক ৭% এর পারিবারিক দূরত্ব বেড়ে যাওয়া, ৫৯ দশমিক ৭% এর মনোযোগ বা স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা হয়। মহামারীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২ হাজার ১৬০ জন মানসিক সমস্যায় ভোগেন। শহরে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনামূলক বেশি হারে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮৬ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েন। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৯১ জন বা ৮০ দশমিক ৬ শতাংশ মানসিক সমস্যার সম্মুখীন হন। এ সময় ১ হাজার ৪১৮ জন কর্মহীন শিক্ষার্থীর ১২১৮ জন মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। অর্থাৎ বেকারত্ব মানসিক সমস্যা বাড়িয়ে দেয়।

The post দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার মানচিত্র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FuMYni

Thursday, October 7, 2021

১৫ অক্টোবর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর আবার তারা চালু করছে পর্যটন ভিসা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু হবে। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকেই ভিসা দেওয়া হবে।

গত বছরের মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভারতের সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার একটা ঘোষণাও কিছুদিন আগে (১৯ সেপ্টেম্বর) এসেছে নয়াদিল্লি থেকে।

দেড় বছর ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, বিদেশি পর্যটকদের ভারতে আসার অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীদারদের কাছ থেকে মন্ত্রণালয়ে আবেদন আসছে। আমরা আলোচনার পর ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।

সেপ্টেম্বরের শেষের দিকে ভারতে ভ্রমণকারী ৫ লাখ পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়া হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ভিসার মেয়াদ আগামী বছরের ১ মার্চ পর্যন্ত করা হতে পারে। প্রথম দফায় প্রায় পাঁচ লাখ ভিসা ইস্যু করতে ভারত সরকারের মোট ১০০ কোটি রুপি ব্যয় হতে পারে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, বিনামূল্যে ভিসা দেওয়ার এই পদক্ষেপ স্বল্পসময়ের জন্য ভারত সফরে আসা পর্যটকদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। ভারতের এক মাস মেয়াদের ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ২ হাজার ১৩৩ টাকা)। এছাড়া এক বছর মেয়াদের মাল্টিপল এন্ট্রি ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ৪০ ডলার (বাংলাদেশি প্রায় ৩ হাজার ৪১৩ টাকা)।

সূত্র: এনডিটিভি।

The post ১৫ অক্টোবর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oHEoeN

বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশ থেকে প্রবেশ করা যাবে দেশটিতে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ শুক্রবার (৮ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহরাইনে যাওয়া যাবে। তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে বাহরাইনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন সরকার। করোনা মহামারি নিয়ন্ত্রণে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ।

বাহরাইনের সিভিল এভিয়েশন অ্যাফেয়ার্স এক ঘোষণায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে ভ্রমণকারীদের ২৪ মে থেকে দেশটিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। এই পাঁচটি দেশকে ‘লাল তালিকায়’ গণ্য করে দেশটি। এতে দেশে এসে আটকে পড়েন কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি।

The post বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল বাহরাইন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/308DH40

যুক্তরাষ্ট্রে শিশুদের করোনার টিকার অনুমোদন চেয়েছে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকার জন্য দেশটির নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়েছে ফাইজার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। প্রতিষ্ঠানটি বলেছে, তারা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

করোনার নতুন ধরন ডেলটায় শিশুদের অধিক মাত্রায় সংক্রমিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। স্কুল খোলা রাখার জন্য শিশুদের টিকা দেওয়াকে একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি করোনা মহামারির অবসানে শিশুদের টিকাদানের আওতায় আনা জরুরি।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ফাইজার-বায়োএনটেক ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকার নথিপত্র যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) কাছে জমা দিতে শুরু করে। তাদের এই টিকা মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএর কাছ থেকে অনুমোদন পাবে বলেই মনে করা হচ্ছে।

The post যুক্তরাষ্ট্রে শিশুদের করোনার টিকার অনুমোদন চেয়েছে ফাইজার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Ys2K1z

ঢাবিতে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষে সশরীর ১৭ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এই কার্যক্রম শুরুর পরও বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। তবে সে ক্ষেত্রে অনলাইনে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস নেওয়া যাবে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, একাডেমিক কাউন্সিল ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ-ইনস্টিটিউটে সশরীর শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে শনিবারও শ্রেণি কার্যক্রম চালাতে পারবে। তবে এটি বাধ্যতামূলক নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা একাডেমিক ক্ষতি পুনরুদ্ধার পরিকল্পনাটি সবাইকে অনুসরণ করতে হবে।

প্রক্টর বলেন, ‘পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে হবে, সে সিদ্ধান্ত নেবে বিভাগ। কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে পরীক্ষা দেওয়া সম্ভব না হলে তাঁর পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।’

চলতি মাসের ৫ তারিখ থেকে অন্তত এক ডোজ করোনা টিকা নেওয়ার প্রমাণপত্র থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, একই শর্তে ১০ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের জন্যও হল খুলে দেওয়া হচ্ছে।

The post ঢাবিতে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু ১৭ অক্টোবর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YudKuZ

Sunday, October 3, 2021

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৮

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৫৭৩ জন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৭ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৪৬ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

The post গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WCdGbZ

Saturday, October 2, 2021

আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি তিতে হবে না

ফাতেহ ডেস্ক:

‘সংযুক্ত আরব আমিরাতে আসার সময় প্রবাসী কর্মীদের বিমানবন্দরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার (আরটি-পিসিআর) ফির এক হাজার ৬০০ টাকা দিতে হবে না। এই ফি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।’

শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামালও উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অনস্বীকার্য। সরকারও তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর।

 

The post আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি তিতে হবে না appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39XijAq