Thursday, October 7, 2021

বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশ থেকে প্রবেশ করা যাবে দেশটিতে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ শুক্রবার (৮ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহরাইনে যাওয়া যাবে। তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে বাহরাইনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন সরকার। করোনা মহামারি নিয়ন্ত্রণে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ।

বাহরাইনের সিভিল এভিয়েশন অ্যাফেয়ার্স এক ঘোষণায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে ভ্রমণকারীদের ২৪ মে থেকে দেশটিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। এই পাঁচটি দেশকে ‘লাল তালিকায়’ গণ্য করে দেশটি। এতে দেশে এসে আটকে পড়েন কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি।

The post বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল বাহরাইন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/308DH40

No comments:

Post a Comment