Thursday, October 14, 2021

মসজিদুল হারামে ফিরল জমজমের কন্টেইনার

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় বিরতির পর মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামে জমজমের পানি ভরা পাত্রগুলো আবারও ওমরাযাত্রী এবং মুসল্লিদের জন্য উন্মুক্ত হলো। জমজমের পানির ১৫৫টি স্থায়ী পানি পানের জায়গা এবং ২০ হাজার কন্টেইনার পুনরায় স্থাপন করেছে কর্তৃপক্ষ।

২০২০ সালের প্রথম দিকে কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর কর্তৃপক্ষ পানি সরবরাহ করা বন্ধ করে দেয়। মহামারি চলাকালে প্রেসিডেন্সি বিপুল সংখ্যক কর্মী নিযুক্ত করে বিভিন্ন স্থানে জমজমের পানি বিতরণের জন্য। এরই মাঝে জমজম বিতরণের জন্য বিশেষ রোবট প্রযুক্তিও ব্যবহার করে হারামাইন কর্তৃপক্ষ।

হারামাইন পরিষদের উপ-পরিচালক মোহাম্মদ আল জাবরি বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাদানের হার বৃদ্ধির পর মাশরাবিয়া এবং কন্টেইনার পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ওমরাযাত্রী এবং গ্র্যান্ড মসজিদে জিয়ারতকারীদের করোনাভাইরাসের বিরুদ্ধে সব সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকল মেনেই নেওয়া হয়েছে।’

The post মসজিদুল হারামে ফিরল জমজমের কন্টেইনার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lFECB7

No comments:

Post a Comment