Wednesday, October 27, 2021

কাল ৮০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন

ফাতেহ ডেস্ক:

গণটিকাদন কর্মসূচিতে ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কথা। কাল বৃহস্পতিবার এ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি তাঁদের আছে।

কালকের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক আজ বুধবার গণমাধ্যমকে বলেন, ‘কাল ৮০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আশা করি, গত মাসে যাঁরা প্রথম ডোজ পেয়েছিলেন, তাঁরা সবাই কাল দ্বিতীয় ডোজ পাবেন।’

নিয়মিত করোনার টিকাদানকেন্দ্রের বাইরে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলকায় এ বিশেষ টিকাদানের আয়োজন করছে স্বাস্থ্য বিভাগ। এর উদ্দেশ্য অল্প সময়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা।

 

The post কাল ৮০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jGy9of

No comments:

Post a Comment