Friday, November 26, 2021

আফ্রিকায় করোনার নতুন ধরন: বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন শনাক্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে । ব্রিটিশ স্বাস্থ্য সুরক্ষা সংস্থার দাবি- আজ পর্যন্ত যত ধরনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।

করোনার নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা শুরু করেছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ইসরায়েল, সিঙ্গাপুর এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। খবর আল-জাজিরার।

নতুন এই ধরনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক সেক্রেটারি সাজিদ জাভিদ বলেন, করোনার নতুন ধরন সংক্রমণ দেখা দেওয়ায় উদ্বিগ্ন দেশটির বিজ্ঞানীরা। আমরা এখন পর্যাপ্ত তথ্য জানি না, কত সংখ্যক মানুষ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত হয়েছেন। তবে এটি অবশ্যই উদ্বেগের কারণ ও সতর্ক হওয়ার সঠিক সময়।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নও নতুন করে বিধিনিষেধ আরোপের ব্যাপারে বিবেচনা করছে। বিশেষ করে বর্তমানে ইউরোপে করোনা মহামারির চতুর্থ ঢেউ চলছে।

গত দুই সপ্তাহ আফ্রিকার সাত দেশ—দক্ষিণ আফ্রিকা, লেসোথো, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া ও এসওয়াতিনি দেশে ভ্রমণ করা কোনো ব্যক্তিকে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নেদারল্যান্ডসও একই ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেন, এয়ারলাইন্সগুলো দক্ষিণ আফ্রিকা থেকে শুধু জার্মান নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারবে এবং এছাড়া ভ্রমণকারীদের অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার গণমাধ্যমকে বলেন, মালাবি থেকে আসা ইসরায়েলের এক যাত্রীর মধ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। যেটা ইসরায়েলেই প্রথম। শনাক্ত হওয়া ব্যক্তি ও তার সঙ্গে ভ্রমণকারী দুই সন্দেহভাজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা তিনজনই করোনার পূর্ণ ডোজ নিয়েছিলেন।

 

The post আফ্রিকায় করোনার নতুন ধরন: বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rhLV5g

No comments:

Post a Comment