Thursday, April 23, 2020

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়লো

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদও বাড়ানো হয়েছে।

সরকার ঘোষিত সাধারণ ছুটি মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান ৫ই মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাধারণ ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার ৫ই মে পর্যন্ত ‘সাধারণ ছুটি’ ঘোষণা করায় সে অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠান ওইদিন পর্যন্ত বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা গণমাধ্যমকে জানানো হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং পরিস্থিতি মোকাবিলায় গেল ১৭ই মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

-এ

The post শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়লো appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VKtip6

No comments:

Post a Comment