Tuesday, September 8, 2020

প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

ফাতেহ ডেস্ক:

জলবায়ু পরিবর্তনজনিত কারণে দক্ষিণ এশিয়া প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঝুঁকি কমাতে এবং ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়নে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশের প্রতিশ্রুত জাতীয় সহায়তা বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকালে বাংলাদেশে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন- জিসিএ বা বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক সক্ষমতা অর্জনে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে করোনা প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি সব দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করেছে। এ ধরনের সঙ্কট মোকাবিলায় একে অপরকে ছেড়ে যাওয়া উচিত নয়।

মহামারির মধ্যে বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় চালু করতে সহায়তা করায় জিসিএর সভাপতি বান কি মুনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। পরে জিসিএর বাংলাদেশ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এর আগে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উদ্যোগের প্রসংসা করেন অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দৃষ্টান্ত।

The post প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে দক্ষিণ এশিয়া appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZhL2uy

No comments:

Post a Comment