Tuesday, September 22, 2020

বিদেশিরা ওমরাহ করতে পারবেন ১ নভেম্বর থেকে

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের (কভিড-১৯) বর্তমান প্রেক্ষাপটে ধাপে ধাপে ওমরাহ পালনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে মিডলইস্ট আই এ কথা জানিয়েছে।

মঙ্গলবার সৌদি আরব ঘোষণা করে, আগামী ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানরতরা ওমরাহ পালন করতে পারবে। স্বাস্থ্য সতর্কতার বিষয়টি বিবেচনায় নিয়ে সামর্থ্যের ৩০ শতাংশ হিসাবে দিনে ৬,০০০ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে, ১৮ অক্টোবর এই সামর্থ্য ৭৫ শতাংশে উন্নীত করে দিনে ১৫ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

এছাড়া তৃতীয় ধাপের অংশ হিসেবে বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে। তখন শতভাগ তথা ২০ হাজার জন দিনে ওমরাহ পালন করতে পারবে।

করোনাভাইরাস মহামারীর ছড়িয়ে পড়লে গত মার্চে ওমরাহ তথা মক্কা-মদিনা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। গতবার সৌদিতে অবস্থানরত মাত্র ১,০০০ জনকে হজ করার সুযোগ দেওয়া হয়।

এখন পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৩০ হাজারের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৫০০ জনের বেশি।

The post বিদেশিরা ওমরাহ করতে পারবেন ১ নভেম্বর থেকে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/362XHWy

No comments:

Post a Comment