Tuesday, September 8, 2020

করোনাই শেষ নয়, নতুন মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে: ডব্লিউএইচও

ফাতেহ ডেস্ক:

চলমান করোনা মহামারীই শেষ নয়, বিশ্বকে অবশ্যই আগে থেকেই নতুন মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে।

সোমবার এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস এ কথা বলেন।

তিনি বলেন, ‘এটিই শেষ মহামারী নয়। আমাদের জন্য ইতিহাসের শিক্ষা হলো মহামারী জীবনেরই বাস্তবতা। তাই পরবর্তী মহামারীর আগে তার জন্য এ সময়ের চেয়েও বিশ্বকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে।’

গেব্রিয়াসুস বলেন, ‘কভিড-১৯ মহামারী আমাদের সকলকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে একটি হলো স্বাস্থ্য বিলাসবহুল কোনো জিনিস নয়, এটি প্রয়োজনীয় ও মানুষের অধিকার।’

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।’

ডব্লিউএইচও প্রধান বলেন, রাষ্ট্রগুলোকে অবশ্যই রোগ প্রতিরোধ, শনাক্ত ও মোকাবিলায় বিনিয়োগ করতে হবে। সকল রাষ্ট্রকে জনস্বাস্থ্য বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এ সময় গেব্রিয়াসুস স্বাস্থ্য সুরক্ষায় থাইল্যান্ডের প্রচেষ্টাকে ইতিবাচক উদাহরণ হিসেবে তুলে ধরেন।

এছাড়া তিনি মঙ্গোলিয়া, মৌরিতাস ও উরুগুয়েসহ আরও কয়েকটি দেশের করোনা নিয়ন্ত্রণে তাদের সফল লড়াইয়ের কথাও উল্লেখ করেন।

The post করোনাই শেষ নয়, নতুন মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে: ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3316qW0

No comments:

Post a Comment