Tuesday, September 29, 2020

ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও

ফাতেহ ডেস্ক:

নমুনা সংগ্রহের কয়েক মিনিটের মাথায় করোনাভাইরাস শনাক্ত করা যাবে- এমন কীট চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে ১৫ থেকে ৩০ সেকেন্ডেই ফল জানা যাবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। দরিদ্র ও মধ্যম আয়ের বিশ্বের ১৩৩ টি দেশে করোনার নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে দাবি করছে সংস্থাটি।

ডব্লিউএইচও জানায়, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে মিলে আগামী ৬ মাসে ১২ কোটি নতুন কীট তৈরিতে একমত হয়েছে, ওষুধ উৎপাদনকারী অ্যাবোট এবং এসডি বায়োসেনসর। চুক্তি অনুযায়ী ১৩৩ টি দেশে নতুন কীট সরবরাহ করা যাবে।

এদিকে, করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১০ লাখ ৫শ ৫৫ জনে দাড়িয়েছে। আক্রান্ত ২ কোটি ৩২ লাখ; সুস্থ হয়েছেন ২ কোটি ৬৪ হাজার।

সেপ্টেম্বরে প্রাণহানির পর্যালোচনায় রয়টার্স বলছে, বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ হাজার ৪শ, গড়ে প্রতি ঘণ্টায় এ সংখ্যাটি ২২৬ এবং প্রতি ১৬ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছেন ১ জন। বিশ্বে প্রাণহানির ৪৫ ভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

The post ত্রিশ মিনিটে করোনা শনাক্তের কীট দেবে ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33fUAZD

No comments:

Post a Comment