Saturday, September 12, 2020

ভ্যাকসিন স্থগিতের ঘটনা সতর্কবার্তা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফাতেহ ডেস্ক:

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন স্থগিতের ঘটনাকে সতর্কবার্তা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

বৃহস্পতিবার জেনেভায় ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে এমন হতেই পারে। এ কারণে গবেষকদের আশাহত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে একজন অসুস্থ হওয়ায় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কাজ যুক্তরাজ্য ও ভারতে স্থগিত করা হয়।

এদিকে, ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ৯৭ হাজার। মারা গেছে ১২ শতাধিক। ব্রাজিলে ২৪ ঘণ্টায় সাড়ে ৪০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় এক হাজার। ফ্রান্সে নতুন করে প্রায় ১০ হাজার শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু প্রায় ৩১ হাজার। ২১শে সেপ্টেম্বর থেকে কলম্বিয়া ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে।

বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত দুই কোটি ৮৩ লাখের বেশি। মৃত্যু ৯ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।

The post ভ্যাকসিন স্থগিতের ঘটনা সতর্কবার্তা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2RgOcdU

No comments:

Post a Comment