Sunday, September 13, 2020

ইরাকে করোনা সংক্রমণ বাড়ছে

ফাতেহ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ এবং আমেরিকার দেশগুলো। তবে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে স¤প্রতি বেড়েছে করোনার প্রার্দুভাব। এরই ধারাবাহিকতায় ইরাকেও বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ইরাকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ১০৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্ত ২ লাখ ৮৬ হাজার ৭৭৮ জন। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৬০ জনের। এ নিয়ে ইরাকে এপর্যন্ত মোট মৃত্যু হলো ৭ হাজার ৯৪১ জনের। তবে দেশটিতে এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ২ লাখ ২১ হাজার ২৮৩ জন।

সংক্রামণ বাড়তে থাকায় ইরাকে জোরদার করা হয়েছে নানা বিধি-নিষেধ। লক ডাউন শিথিল করা হলেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল শপিংমল।

The post ইরাকে করোনা সংক্রমণ বাড়ছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/32swXNb

No comments:

Post a Comment