Wednesday, February 17, 2021

দেশে ভ্যাকসিন নিলেন ১৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৫১০ জনের

ফাতেহ ডেস্ক:

গত ১০ দিনে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ৫১০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার ভ্যাকসিনদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দেশে ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন আর নারী ৮১ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ জন, আর সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন।

আজ ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে পুরুষ ২০ হাজার ৯৪৬ জন আর নারী ১০ হাজার ৯২৪ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ১৩ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৮২৯ জন, আর নারী ৬৯ হাজার ৫৮৭ জন।

The post দেশে ভ্যাকসিন নিলেন ১৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৫১০ জনের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2NCeqch

No comments:

Post a Comment