Tuesday, February 2, 2021

করোনার টিকা: ওয়েবসাইটে মিলছে না আশানুরূপ সাড়া

ফাতেহ ডেস্ক:

করোনার টিকা নিতে ৬দিনে সুরক্ষার ওয়েবসাইটে আবেদন পড়েছে মাত্র ৪১ হাজার। তাই বিকল্প উপায়ে নিবন্ধন বাড়ানোর কথা ভাবছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকাকেন্দ্রে এসেও নিবন্ধন করা যাবে।

দেশে এ পর্যন্ত ৬৬৭ জনকে করোনার টিকা দেয়া হয়েছে। রোববার থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রথম দফায় ৬০ লাখ মানুষকে টিকা দিতে চায় সরকার। এ জন্য চালু হয়েছে সুরক্ষার ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন। কিন্তু নানা বাস্তবতায় এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৪১ হাজার মানুষ, তাই ভিন্ন উপায়ে নিবন্ধনের কথা ভাবছে সরকার।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার।

সারা দেশে বয়স্কদের নিবন্ধনে সহায়তা করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, যারা নিবন্ধন করতে পারবেন না, তারা টিকা কেন্দ্রে গিয়েও সেখান থেকে নিবন্ধন করতে পারবেন। এ জন্য সাথে নিতে হবে জাতীয় পরিচয়পত্র ও পেশাভিত্তিক প্রয়োজনীয় কাগজপত্র।

দেশে বর্তমানে মজুদ আছে ৭০ লাখ ডোজ অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। সব জেলায় এরই মধ্যে পৌঁছে দেয়া হয়েছে টিকা। প্রস্তত ৬৬২ টিকাকেন্দ্র, টিকা প্রয়োগে তৈরি আছে ৬ হাজার ৯৯০ টি প্রশিক্ষিত টিম।

গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশন (www.surokkha.gov.bd) সীমিত আকারে উন্মুক্ত করা হয়।

The post করোনার টিকা: ওয়েবসাইটে মিলছে না আশানুরূপ সাড়া appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jbYV6h

No comments:

Post a Comment