Friday, February 5, 2021

সৌদিতে আবারও মসজিদে দাওয়াতি কাজ স্থগিত, নামাজে কড়াকড়ি!

ফাতেহ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাবের কারণে আবারও মসজিদে নামাজের ব্যাপারে কড়াকরি আরোপ করেছে সৌদি আরব। নামাজের নির্ধারিত সময়ের একটু আগে আজানের পর খোলা হবে মসজিদের দরজা। নামাজের ১০ মিনিট পর তা আবার বন্ধ করে দেয়া হবে। স্থগিত করা হয়েছে রাষ্ট্র পরিচালিত মসজিদভিত্তিক দাওয়াতি কার্যক্রমসহ বড় বড় সব গণজমায়েতের অনুষ্ঠান। খবর আলআরাবিয়া ডটনেট।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ করোনার কারণ দেখিয়ে সরকারী মিশনের সহযোগিতায় মসজিদসমূহে সব দাওয়াতি কার্যক্রম স্থগিত করেছেন। পাশাপাশি সব দাওয়াতি কার্যক্রম অনলাইনে চালানোর আদেশ দিয়েছেন।

মসজিদে নামাজের সময় এবং নামাজের তা খোলা ও বন্ধ করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মসজিদে আজান দেয়ার ১০ মিনিটের মধ্যে জামাআত শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে আজান ও জামাআতের মধ্যে ১০ মিনিটের বেশি বিরতি না হয়। তবে ফজরের নামাজের জন্য আজান ও জামাআতের মধ্যবর্তী সময়ের বিরতি হবে বিশ মিনিট।

নামাজের ব্যাপারে সরকারি নির্দেশনায় বলা হয়েছে- মসজিদসমূহ আজানের পর খোলা হয় এবং নামাজের ১০ মিনিট পর বন্ধ করে দেয়া হয়।

জুমআর নামাজের ক্ষেত্রে জামে মসজিদগুলো আজানের ৩০ মিনিট আগে খোলা হবে। আর নামাজের ১০ মিনিট পর বন্ধ দেয়া হবে। আগের মতো জুমআর খুতবাহ ও জামাআত ১৫ মিনিটের বেশি হতে পারবে না। এ মর্মে সব খতিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সব মসজিদের ভেতরের স্থান, অজুখানা, টয়লেট জীবাণূমুক্ত রাখতে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্বেচ্ছাসেবকদের প্রতি সরকার আরোপিত বিধিনিষেধ মেনে চলার উপর জোর দিতে বলা হয়েছে।

The post সৌদিতে আবারও মসজিদে দাওয়াতি কাজ স্থগিত, নামাজে কড়াকড়ি! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36LA0BE

No comments:

Post a Comment