Tuesday, February 9, 2021

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঈদের পর

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী রমজানের ঈদের পর। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ডিন’স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ বিষয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, আগামী ১৩ অথবা ১৪ মে ঈদুল ফিতর উৎযাপন করা হবে। ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি। এরপর মে-এর তৃতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন তারিখে শুরু হবে, তা জানা যাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভা শেষে।

সভা সূত্র জানায়, করোনা না কমলেও ক্যাম্পাসেই সরাসরি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতবার ১২০ নম্বরের পরীক্ষা ছিল। যার ১০০ নম্বর এমসিকিউ প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে।

এবার ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, আবেদনের যোগ্যতা কী হবে এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া এবার আসন বাড়বে বা কমবে কি না সে সিদ্ধান্তও আসবে ভর্তি পরীক্ষা কমিটির সভায়।

বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, ঈদের আগে ভর্তি পরীক্ষা হচ্ছে না। ডিন’স কমিটির সভায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষা আয়োজনের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। ঈদের আগেই এ প্রস্তুতি শেষ হয়ে যাবে।

The post চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঈদের পর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36TJUkT

No comments:

Post a Comment