Monday, February 15, 2021

‘চার নয়, আট সপ্তাহ পরেই দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ’

ফাতেহ ডেস্ক:

করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার মধ্যবর্তী সময়সীমা ছিলো তা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে বলে জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের চার সপ্তাহ অর্থাৎ এক মাস পর দ্বিতীয় ডোজ নেয়ার মেসেজ এসেছে। কিন্তু, চার সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ নেয়ার যে সিদ্ধান্ত ছিলো তা পরিবর্তন করা হয়েছে। চার সপ্তাহের পরিবর্তে আট সপ্তাহ পরেই করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

তিনি আরও জানান, টিকা প্রয়োগের ক্ষেত্রে বয়সভিত্তিক যে সীমাবদ্ধতা ছিলো তা বাতিল করা হবে। অর্থাৎ ৪০ বছরের কম বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া নিবন্ধনের ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে তা নিরসনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। আর কোভ্যাক্সের ৫০ লাখ টিকা আগামী মাসের মধ্যে আসবে নিশ্চিত করেছেন ডা. এ বি এম খুরশীদ আলম।

তারিখ পরিবর্তন হওয়ায় ইতিমধ্যে যারা প্রথম ডোজ গ্রহণের পর দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ দেয়া হয়েছে তাদের পরবর্তী ডোজ গ্রহণের নতুন তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

এদিকে, প্রথম চালানের তুলনায় দ্বিতীয় চালানে টিকা কম আসবে। কারণ হিসেবে জানানো হয়েছে চাহিদা অনুযায়ী টিকা উৎপাদন করতে পারছে না সিরাম ইনস্টিটিউট।

এর আগে, প্রত্যাশা অনুযায়ী টিকা গ্রহণকারীদের নিবন্ধন না হওয়ায় দ্রুতই টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কথা জানানো হয়। দ্রুত দ্বিতীয় ডোজ দেয়ায় কার্যকারিতায় তেমন কোনও প্রভাব পড়বে না বলেও জানান সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) টিকা কর্মসূচির অষ্টম দিনে টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নেয়ার পর নাজমুল হাসান পাপন জানান, আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এবার করোনা টিকার ২০-৩০ লাখ ডোজ আসবে। টিকা আনাটা চাহিদার ওপর ভিত্তি করে নির্ভর করছে উল্লেখ পাপন জানান, চুক্তি লঙ্ঘন হওয়ার কোনো বিষয় নেই। টিকা নিয়ে সংকটের কোনও কারণ নেই বলেও জানান নাজমুল হাসান পাপন।

গত ২৫ জানুয়ারি দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার প্রথম চালান আসে। তার আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার।

গত ২ জানুয়ারি এই টিকা প্রথম ৩০ জনকে দেওয়া হয়। সর্বপ্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

The post ‘চার নয়, আট সপ্তাহ পরেই দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZlkwjO

No comments:

Post a Comment