Monday, February 1, 2021

দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তর দাবি গণস্বাস্থ্যর

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্তের দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা। তারা বলেছেন, দেশে পাওয়া নতুন ভাইরাসের সঙ্গে দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসের মিল রয়েছে। তবে এটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সোমবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘নতুন অনন্য সার্স-কোভ-২ ভেরিয়েন্ট করোনাভাইরাস শনাক্ত’ শীর্ষক মতবিনিময় সভায় গবেষকরা এ তথ্য জনায়।

সভায় বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ মলিকুলার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার করোনাভাইরাস ভেরিয়েন্টের সম্পূর্ণ জেনোম সিকোয়েন্স করেছে। গবেষকরা জেনোম সিকোয়েন্সের ডেটার মধ্যে ভাইরাসের মেমব্রেন অঞ্চলসহ স্পাইক ও নিউক্লিওক্যাপসিড অঞ্চলে এক বা একাধিক (E484K, D614G) মিউটেশন দেখতে পেয়েছেন। করোনাভাইরাসের এই ধরনটি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ কয়েকটি দেশে দেখা দিয়েছে।

গবেষকরা জানান, আমাদের গবেষণায় ওই ধরনের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে এবং আফ্রিকান মিউট্যান্ট যে কারণে সবচেয়ে ক্ষতিকর বলা হয়, সেই ক্ষতিকরটা পাওয়া গেছে। বড় পরিসরে জেনোম সিকোয়েন্সিং করা হলে তখন দেখা যাবে বাংলাদেশে কতটা ছড়িয়েছে। এই মুহূর্তে এটিকে একটি আইসোলেটেড কেইস হিসেবে দেখছি আমরা।

সরকারের টিকা কার্যক্রমকে স্বাগত জানিয়ে গবেষকরা বলেন, যত দ্রুত আমরা জনগনকে টিকা দিতে পারবো, তত তাড়াতাড়ি কোরনাভাইরাস ছড়িয়ে পড়া বাধাগ্রস্থ হবে। পাশাপাশি কোনও মারত্মক মিউট্যান্ট বিকাশকেও সিমাবদ্ধ রাখবে। তাই আমরা সরকারের টিকা কর্যক্রমকে স্বাগত জানাই।

The post দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তর দাবি গণস্বাস্থ্যর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2MFIuDf

No comments:

Post a Comment