Monday, August 24, 2020

ইতালিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণ

ফাতেহ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব আবারও বেড়েছে ইউরোপের দেশ ইতালিতে। গত একদিনেই দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ১২০৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২ লাখ ৫৯ হাজার ৩৪৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়রেও বাড়েনি মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত একদিনে মৃত্যু হয়েছে ৭ দিনের। যা আক্রান্তের তুলনায় অনেক কম। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪৩৭ জন। তবে সুস্থ হয়েছেন ২ লাখ ৫ হাজারেরও বেশি মানুষ।

দেশটিতে আবারো করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত স্থানীয়রা। চলমান এ প্রকোপ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে স্থানীয় সরকার। তবে ধারণা করা হচ্ছে গরমের ছুটি কাটাতে দেশটির জনগণ বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে ফেরার সময় তারা করোনা ভাইরাস বহন করে নিয়ে এসেছে। আর এতে আবারো লকডাউনে যেতে পারে ইতালি।

The post ইতালিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lih0QM

No comments:

Post a Comment