Wednesday, August 19, 2020

আবুধাবি বিমানবন্দরে আটকা আরও ৩০ বাংলাদেশি

ফাতেহ ডেস্ক:

সব কাগজপত্র ঠিক থাকলেও সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারছেন না বাংলাদেশি প্রবাসীরা। সোম-মঙ্গলবার নাগাদ শতাধিক বাংলাদেশি ফেরত আসার পর আরও ৩০ বাংলাদেশি আবুধাবির বিমানবন্দরে আটকা পড়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১ জন আমিরাত যান। এর মধ্যে ৩০ জনকে ঢুকতে দেয়া হয়নি। করোনার সময় কাজ বন্ধ থাকায় আটকা পড়াদের অনেকে ধারদেনা করে টাকা সংগ্রহ করে দেশটিতে গেছেন।

ভুক্তভোগীরা গালফ নিউজকে জানিয়েছেন, তাদের সবার কাছে বৈধ ভিসা এবং কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে।

বাংলাদেশের দূতাবাসও সমস্যা বুঝতে পারছে না। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সপ্তাহজুড়ে বিষয়টি সামনে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮১ জন এবং এয়ার অ্যারাবিয়ার ৫১ জনকে প্রথমে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয়া হয়নি। জটিলতা ঠিক কোথায় তা পরিষ্কার নয়, কিন্তু কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এয়ারলাইন অপারেটিং সিস্টেমের কারণে এমন হতে পারে।’

‘মাত্র পাঁচজন প্রবেশ করতে পেরেছেন। ইতিমধ্যে ১২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। ৩০ জন এখনো আটকা পড়েছেন। এয়ালাইনকে আমরা খাবার সরবরাহের আহ্বান জানিয়েছি।’

ইব্রাহিম খলিল নামের ৪২ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীর অভিযোগ, ‘ঢাকার চেকিংয়ে সব ঠিকঠাক ছিল। অথচ এখানে আমাদের ঢুকতে দেয়া হচ্ছে না। ভাবতেই পারিনি এমন হবে।’

গত ৬ মাস উপার্জনহীন থাকা খলিল বাবার মৃত্যুর খবর শুনে দেশে ফেরেন। এখন ধার করা টাকায় দেশটিতে গেছেন, ‘এখন ছুটি বাড়ালে আমার আরও বেতন কাটা যাবে। কয়েক মাস টাকা ধার করে চলছি। আশা করছি আমরা প্রবেশ করতে পারব।’

The post আবুধাবি বিমানবন্দরে আটকা আরও ৩০ বাংলাদেশি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3aHAZDF

No comments:

Post a Comment