Wednesday, August 19, 2020

কমানো হলো সরকারি করোনা পরীক্ষার ফি

ফাতেহ ডেস্ক:

দেশে সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বেসরকারিভাবে পরীক্ষার ফি আগেরটাই বহাল রয়েছে।

বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ঘোষণা দিয়েছেন।

সরকারি বুথ বা হাসপাতালে নমুনা দেওয়ার ক্ষেত্রে বর্তমান ফি ২০০ টাকার স্থলে ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকার ফি ৩০০ টাকা করা হয়েছে।

এর আগে গত ২৯ জুন জারি করা একটি পরিপত্রে বলা হয়েছিল, করোনা পরীক্ষার জন্য বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা করে আর বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা করে দিতে হবে।

অবশ্য বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি আগের মতোই সাড়ে ৩ হাজার টাকা থাকছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে আরও এক হাজার টাকা দিতে হবে।

বিনামূল্যে পরীক্ষা থাকায় অনেক ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে বলে সেই সময় কর্মকর্তারা জানিয়েছিলেন।

তবে স্বাস্থ্য বিশ্লেষকরা তখন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এর ফলে লক্ষণ থাকার পরেও অনেকে টেস্ট করাতে নিরুৎসাহিত হবেন।

গত কিছুদিন ধরে বাংলাদেশে করোনাভাইরাসের পরীক্ষার সংখ্যা অনেক কমে গেছে। লক্ষণ থাকলে পরীক্ষা করানোর জন্য আহ্বানও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে।

The post কমানো হলো সরকারি করোনা পরীক্ষার ফি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3iUxjl4

No comments:

Post a Comment