Monday, August 10, 2020

আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯০৭

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরও ৩৯ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯০৭ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।

আজ সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯০৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।

অধ্যাপক সুলতানা জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৫ জন পুরুষ। এ নিয়ে করোনায় মোট ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়ছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৭ জন। এনিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন করোনা থেকে সেরে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ।

The post আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯০৭ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33IBiwx

No comments:

Post a Comment