Wednesday, August 19, 2020

ভারতের বিভিন্ন শহরে তাবলিগ জামায়াতের অফিসে তল্লাশি

ফোতেহ ডেস্ক:

ভারতের বিভিন্ন শহরে কথিত অর্থ পাচারের কথিত অভিযোগে তাবলিগি জামায়াতের বেশ কিছু অফিসে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, ভারতীয় কর্তৃপক্ষ কয়েকটি শহরে এই সংস্থার বেশ কয়েকটি অফিসে তল্লাশি চালায়।

গত মার্চ মাসে করোনা রোধে চলা লকডাউনের মধ্যে তাবলিগ জামায়াতের এক বড় সমাবেশের পর তাদের দিকে গণমাধ্যমের নজর পড়ে। তাদের এই সমাবেশ থেকে প্রচুর করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ করা হয়। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে সংগঠনের নেতা সাদ কান্দালভি এবং এবং আন্দোলনের সঙ্গে যুক্ত ট্রাস্টগুলোর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়।

তাবলিগ জামায়াত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক ইসলামি আন্দোলন। মূলত ইসলাম ধর্ম প্রচারের কাজেই এই সংগঠনটি নিয়োজিত। অর্থ পাচারের যে অভিযোগ সংগঠনটির বিরুদ্ধে তোলা হচ্ছে, সেটি তাবলিগি জামায়াতের নেতারা অস্বীকার করেছেন।

The post ভারতের বিভিন্ন শহরে তাবলিগ জামায়াতের অফিসে তল্লাশি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2FAEbp7

No comments:

Post a Comment